Coders world

Coders world নতুন উদ্যোক্তা, স্টার্টআপ কিংবা ব্যবসা সম্প্রসারণে আগ্রহী যেকোনো প্রতিষ্ঠান, সকলের জন্য আমাদের রয়েছে সাশ্রয়ী মূল্যে প্রফেশনাল সমাধান।

Coders World একটি উদ্ভাবনী প্রযুক্তি প্রতিষ্ঠান, যা আধুনিক ডিজিটাল সমাধানের মাধ্যমে ব্যবসায়িক প্রবৃদ্ধি ও উন্নয়নকে ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা তৈরি করি রেডিমেড ওয়েবসাইট, বিক্রি করি সফটওয়্যার সোর্স কোড এবং প্রদান করি কাস্টম আইটি সার্ভিস—সবকিছু এক ছাতার নিচে।

নতুন উদ্যোক্তা, স্টার্টআপ কিংবা ব্যবসা সম্প্রসারণে আগ্রহী যেকোনো প্রতিষ্ঠান, সকলের জন্য আমাদের রয়েছে সাশ্রয়ী মূল্যে প্রফেশনাল সমাধা

ন।

আমাদের লক্ষ্য হচ্ছে প্রযুক্তিকে সহজ ও সবার জন্য গ্রহণযোগ্য করে তোলা।
আমরা বিশ্বাস করি—একটি ভালো ডিজিটাল সল্যুশন মানেই ব্যবসার সফল ভবিষ্যৎ।

✅ আমরা যা করি:
- রেডিমেড ওয়েবসাইট সেল (বিভিন্ন ক্যাটাগরির জন্য প্রস্তুত)
- সফটওয়্যার সোর্স কোড বিক্রি (ERP, POS, HR, School Management ইত্যাদি)
- কাস্টম ওয়েব/অ্যাপ ডেভেলপমেন্ট
- আইটি কনসালটেন্সি ও টেক সাপোর্ট সার্ভিস
---
🎯 আমাদের স্লোগান:
"Code Your Future with Confidence!"

💻 কোডিং প্রথমে কঠিন মনে হতেই পারেকিন্তু ধীরে ধীরে সব সহজ হয়ে যায়।প্রথম দিন কিছুই বুঝতে না পারা — এটা খুবই স্বাভাবিক।কি...
21/06/2025

💻 কোডিং প্রথমে কঠিন মনে হতেই পারে
কিন্তু ধীরে ধীরে সব সহজ হয়ে যায়।

প্রথম দিন কিছুই বুঝতে না পারা — এটা খুবই স্বাভাবিক।
কিন্তু চেষ্টা বন্ধ না করলে একদিন তুমিই বানাবে অ্যাপ, ওয়েবসাইট কিংবা গেম! 🎯

🛠️ কঠিন জিনিস শিখলেই নতুন কিছু তৈরি করা যায়।
তাই ভয় না পেয়ে শুরু করো।
একটু একটু করে, আমরাও পারবো ইনশাআল্লাহ।

#শেখা_কখনো_থামে_না #নতুনদেরজন্য

👨‍💻 Coding isn’t just a skill, it’s a superpower!আজকের দুনিয়ায় কোড শেখা মানে শুধু প্রোগ্রামার হওয়া নয় — বরং নিজের ভব...
18/06/2025

👨‍💻 Coding isn’t just a skill, it’s a superpower!
আজকের দুনিয়ায় কোড শেখা মানে শুধু প্রোগ্রামার হওয়া নয় — বরং নিজের ভবিষ্যতকে গড়ে তোলার এক অসাধারণ হাতিয়ার।
💡 ছোট একটা কোড বদলে দিতে পারে পুরো একটা প্রজেক্ট। শুরুটা হোক আজই!

🌙 ঈদ মোবারক! 🌙  CodersWorld এর পক্ষ থেকে সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা।  প্রযুক্তির শক্তিতে মিলে নতুন দিগন্ত উন্মোচন করি,...
06/06/2025

🌙 ঈদ মোবারক! 🌙
CodersWorld এর পক্ষ থেকে সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা।
প্রযুক্তির শক্তিতে মিলে নতুন দিগন্ত উন্মোচন করি,
শান্তি, আনন্দ আর সফলতায় ভরে উঠুক আপনার জীবন।

Code your dreams. Build the future.

ডোমেইন ও হোস্টিং-এর পার্থক্য কী?  অনেকেই ওয়েবসাইট বানাতে গিয়ে এই দুইটি শব্দে বিভ্রান্ত হন। চলুন সহজভাবে জেনে নিই। ডোমেইন...
01/06/2025

ডোমেইন ও হোস্টিং-এর পার্থক্য কী?
অনেকেই ওয়েবসাইট বানাতে গিয়ে এই দুইটি শব্দে বিভ্রান্ত হন। চলুন সহজভাবে জেনে নিই।

ডোমেইন (Domain) মানে হলো আপনার ওয়েবসাইটের ঠিকানা। যেমন: yourwebsite.com ঠিক যেমন আপনার বাসার একটি ঠিকানা থাকে, তেমনই ইন্টারনেটে আপনার ওয়েবসাইট খুঁজে পাওয়ার জন্য দরকার একটি ডোমেইন।

হোস্টিং (Hosting) মানে হলো আপনার ওয়েবসাইটের ফাইল, ছবি, ভিডিও, কনটেন্ট রাখার জায়গা। ঠিক যেমন একটি বাসা বানানোর জন্য জমির দরকার, তেমনি ওয়েবসাইট চালাতে হোস্টিং লাগে।

সংক্ষেপে:
ডোমেইন = ঠিকানা
হোস্টিং = জায়গা (যেখানে ওয়েবসাইট রাখা হয়)

একটি ওয়েবসাইট চালাতে এই দুইটিই দরকার।

আপনি যদি ওয়েবসাইট বানাতে আগ্রহী হন, আমাদের সাথে যোগাযোগ করুন!

#বাংলায়_টেক_শিখুন #ডোমেইন #হোস্টিং

লারাভেল ফ্রেমওয়ার্ক – আধুনিক ওয়েব ডেভেলপমেন্টের নির্ভরযোগ্য সমাধান! আপনি কি একটি সিকিউর, স্কেলেবল এবং পারফরম্যান্স-অপ্...
31/05/2025

লারাভেল ফ্রেমওয়ার্ক – আধুনিক ওয়েব ডেভেলপমেন্টের নির্ভরযোগ্য সমাধান!

আপনি কি একটি সিকিউর, স্কেলেবল এবং পারফরম্যান্স-অপ্টিমাইজড ওয়েব অ্যাপ বানাতে চান? তাহলে লারাভেল হতে পারে আপনার সেরা পছন্দ! কেন লারাভেল জনপ্রিয়?

ক্লিন ও এলিগ্যান্ট সিনট্যাক্স – কোড লেখা সহজ এবং বুঝতে সুবিধাজনক
বিল্ট-ইন অথেনটিকেশন ও অথরাইজেশন সিস্টেম
মডিউলার স্ট্রাকচার ও এমভিসি প্যাটার্ন
ইমেইল, কিউ সিস্টেম, সেশন হ্যান্ডলিংসহ আধুনিক ফিচার
টেস্টিং ও ডিবাগিং সহজে করা যায়
ভেল সার্ভার ও কাস্টম কমান্ড সুবিধা
দ্রুত অ্যাপ ডেভেলপমেন্ট ও স্কেলিং সহজ

বড় বড় কোম্পানিগুলো লারাভেল ব্যবহার করে উন্নতমানের ওয়েব অ্যাপ তৈরি করছে!

আপনার ব্যবসার জন্য ওয়েব অ্যাপ বা ই-কমার্স সাইট বানাতে চাইলে লারাভেল হোক আপনার প্রথম পছন্দ!

বিস্তারিত জানতে ইনবক্স করুন বা কল করুন এখনই!

30/05/2025

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার ৭টি ধাপ!
নতুন করে ওয়েবসাইট বানাতে চাইলে এই গাইডটি তোমার জন্য

ডোমেইন ও হোস্টিং কিনো
যেমন: yourname.com ও একটি Fast Hosting

WordPress ইনস্টল করো
সাধারণত ১-ক্লিকেই হয়ে যায় CPanel থেকে

একটি থিম সিলেক্ট করো
Free বা Premium থিম বেছে নাও তোমার কাজের ধরন অনুযায়ী

প্রয়োজনীয় প্লাগইন ইনস্টল করো
যেমন: Elementor, Yoast SEO, WP Forms, etc.

পেজ তৈরি করো
Home, About, Contact, Blog ইত্যাদি

কনটেন্ট আপলোড করো
টেক্সট, ছবি, ভিডিওসহ ইউজারদের জন্য তথ্যপূর্ণ কনটেন্ট

এসইও এবং পারফরম্যান্স অপ্টিমাইজ করো
ওয়েবসাইট যেন গুগলে র‍্যাঙ্ক করে এবং দ্রুত লোড হয়

তোমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি!
প্রয়োজনে প্রফেশনাল হেল্প লাগলে কমেন্ট করো

#বাংলা_টেক #ওয়েবসাইট_গাইড

ঈদের আনন্দে Coders World এর স্পেশাল কোরবানি ক্যাম্পেইন! 🎉আপনার নিজের একটি ওয়েবসাইট চাই? ব্যবসা বা ব্লগ শুরু করতে চান একদ...
27/05/2025

ঈদের আনন্দে Coders World এর স্পেশাল কোরবানি ক্যাম্পেইন! 🎉

আপনার নিজের একটি ওয়েবসাইট চাই? ব্যবসা বা ব্লগ শুরু করতে চান একদম কম খরচে?

🔔 এখনই সুযোগ! কোরবানির ঈদ উপলক্ষে Coders World দিচ্ছে
🌐 হোস্টিং সহ রেডি ওয়েবসাইট
💸 মাত্র ৫০০ টাকায়!

✅ প্রফেশনাল ডিজাইন
✅ মোবাইল রেসপনসিভ
✅ হোস্টিং ইন্টিগ্রেটেড
✅ দ্রুত ডেলিভারি
✅ সাপোর্ট সহ

⏳ অফার চলবে ঈদ পর্যন্ত!
📥 অর্ডার করতে ইনবক্স করুন এখনই অথবা কল করুন

👉 শেয়ার করুন বন্ধুদের সাথে, সুযোগ যেন মিস না হয়!

#৫০০টাকা_ওয়েবসাইট

🔍 ওয়েবসাইট হোস্টিং কীভাবে কাজ করে? 🤔আপনি কি জানেন, ইন্টারনেটে যেকোনো ওয়েবসাইট ব্রাউজ করার পেছনে কাজ করে একটি অদৃশ্য শক...
24/05/2025

🔍 ওয়েবসাইট হোস্টিং কীভাবে কাজ করে? 🤔

আপনি কি জানেন, ইন্টারনেটে যেকোনো ওয়েবসাইট ব্রাউজ করার পেছনে কাজ করে একটি অদৃশ্য শক্তি — হোস্টিং?

📌 যখন আপনি একটি ওয়েবসাইট তৈরি করেন, সেই ফাইলগুলো (ছবি, টেক্সট, কোড) কোথাও তো রাখতে হবে!
✅ এই ফাইলগুলোকে নিরাপদভাবে সংরক্ষণ করে সার্বক্ষণিক অনলাইনে রাখে হোস্টিং সার্ভার।

💡 সহজভাবে বললে:
➡️ আপনি যেমন ফিজিক্যাল দোকান খুললে জায়গা লাগে,
➡️ ঠিক তেমনই, অনলাইন দোকান বা ওয়েবসাইটের জন্য লাগে একটি হোস্টিং স্পেস।

🖥️ একজন ভিজিটর যখন আপনার ওয়েবসাইট খুলে,
🌐 তখন তাদের ব্রাউজার সেই হোস্টিং সার্ভার থেকে ফাইলগুলো রিয়েল টাইমে লোড করে।

হোস্টিং ছাড়া ওয়েবসাইট = ঠিকানাবিহীন দোকান!

✅ এখন প্রশ্ন হলো — কোন হোস্টিং নেবেন?
- শেয়ার্ড হোস্টিং: নতুনদের জন্য সাশ্রয়ী
- ভিপিএস/ডেডিকেটেড: হাই ট্রাফিক ওয়েবসাইটের জন্য
- ক্লাউড হোস্টিং: আধুনিক ও স্কেলেবল

📣 আপনি যদি নিজস্ব ওয়েবসাইট খুলতে চান বা হোস্টিং নিয়ে দ্বিধায় থাকেন, আমাদের ইনবক্স করুন — একদম ফ্রি পরামর্শ পাবেন! 💬

24/05/2025

🎉মাত্র ৪৯৯৳ এ হোস্টিংসহ ফুল ফিচারড Laravel ই-কমার্স ওয়েবসাইট।

নিজের বিজনেস শুরু করতে চাচ্ছেন?
CodersWorld দিচ্ছে ঈদ স্পেশাল অফার —
Laravel-PHP দিয়ে বানানো সুপার ফাস্ট, সিকিউর ওয়েবসাইট,
হোস্টিং + মেইনটেনেন্স সব ইনক্লুডেড!

💥 মাত্র ৪৯৯৳ থেকে শুরু
💥 বার্ষিক ৪৯৯৯৳ পেমেন্টে ফ্রি .com ডোমেইন
💥 ৩টি প্যাকেজ — আপনার প্রয়োজন মতো

👉 নতুন উদ্যোক্তা, রিসেলার, ড্রপশিপার — সবার জন্য পারফেক্ট।

📅 অফার চলবে ঈদের আগ পর্যন্ত
🌐 বিস্তারিত: https://codersworld.xyz/offer/

📩 ইনবক্স করুন: “Laravel site দরকার”

22/05/2025

আপনার উদ্যোক্তা হওয়ার এখনই সময়। আপনার ব্যবসাকে অনলাইনে প্রেজেন্স করার জন্য প্রয়োজন সুন্দর একটা ওয়েবসাই আর এই ওয়েবসা্ট নাম মাত্র মুল্যে পেতে পারেন Coders world থেকে

বিস্তারিতঃ www.codersworld.xyz/offer

21/05/2025

🔥 মোস্ট সিকিউর ও ফাস্ট Laravel ই-কমার্স ওয়েবসাইট 🔥

কোরবানির ঈদকে সামনে রেখে codersworld.xyz ১ম বারের মত নিয়ে এসেছে ঈদ স্পেশাল অফার —

✅ নতুনদের জন্য ফ্রি হোস্টিংসহ, ফ্রি ফাস্ট লোডিং ই-কমার্স ওয়েবসাইটটি পাওয়া যাবে শুধুমাত্র মাসিক ৪৯৯৳ হোস্টিং সিকিউরিটি ও মেনটেনেন্স চার্জ দিয়েই

✅ খরচ আরো কমাতে ফ্রি ডোমেইন ও হোস্টিংসহ ফ্রি ফাস্ট লোডিং ই-কমার্স ওয়েবসাইটটি ফুল সেটআপ সহ পাওয়া যাবে শুধুমাত্র বাৎসরিক ৪৯৯৯৳ হোস্টিং সিকিউরিটি ও মেনটেনেন্স চার্জ দিয়েই

✅ এছাড়াও বড় ব্যবসার জন্য যেকোনো কাস্টম সাইট একেবারে স্বল্প মূল্যে পেতে দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করুন

🔥 অফারটি খুবেই সীমিত সময়ের জন্য, তাই ঈদের আগেই যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন।

📩 যোগাযোগ করতে ইনবক্স করুন এখনই!

21/05/2025

🌟 কোডারস ওয়ার্ল্ডের সাথে আপনার ব্যবসাকে উড্ডীন করুন! 🌟

আপনার নতুন ব্যবসার জন্য দরকার একটি আকর্ষণীয় ও ফাস্ট লোডিং ওয়েবসাইট এবং প্রয়োজনীয় সফটওয়্যার? কোডারস ওয়ার্ল্ড দিচ্ছে সব সমাধান! আমরা তৈরি করি ব্যবহারকারী-বান্ধব ওয়েবসাইট এবং সরবরাহ করি বিভিন্ন সফটওয়্যার ও সোর্স কোড। 🚀

এখনই আমাদের সার্ভিস নিন, ভিজিট করুন: https://codersworld.xyz/

#কোডারসওয়ার্ল্ড #ওয়েবসাইট #সফটওয়্যার #ব্যবসা #সফলতা

Address

Joshore
Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when Coders world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Coders world:

Share

Our Story

Informers Media is a professional multimedia production house based in Dhaka, Bangladesh. The venture Informers provides a variety of media production services that including web design, graphic design work, lively music, enthralling radio production, photography, video production, significant Documentaries, Docudramas, TV commercial (TVC) for various NGOs INGOs Human Rights Organizations and research organizations also a doing training on program for media and development issues. To put it simply, we are professional, development-minded storytellers and we are here to tell your story. Informer’s has been coined from a Japanese phrase “Working for Change” inherits, that spirit of change with universal values, freedom, peace, unity and happiness.