somoy24news.com

somoy24news.com Official page somoy24news.com. It's a very popular bangla news portal in Bangladesh.

04/07/2025

❗স্বামীকে বাঁচাতে নিজের কি"ডনি দিলেন স্ত্রী — সুস্থ হয়েই পরকী"য়ায় জড়িয়ে তাকেই করলেন নি"র্যাতন

একজন স্ত্রী কেবল ভালোবাসেন না, জীবন বাজি রেখেও স্বামীর পাশে দাঁড়ান — এই কথার প্রমাণ হলেন টুনি।
সাভারের মোহাম্মদ তারেক যখন মৃ"ত্যুর দোয়ারে, তখন নিজের কিড"নি দিয়ে তাকে বাঁচিয়েছেন স্ত্রী। বিয়ের মাত্র ২ বছরের মাথায় টুনি জানলেন তার স্বামীর দুটি কি"ডনিই অচল। শুরু হলো সংগ্রাম...

👩‍🦰 নিজের বুটিকের চাকরি,
💍 বিয়ের গয়না বিক্রি,
👵 মায়ের পেনশনের টাকা —
সব খরচ করে স্বামীর উন্নত চিকিৎসা করালেন।
সবশেষে নিজের একটি কি"ডনি দিয়ে নতুন জীবন দিলেন তারেককে!

কিন্তু ভাগ্য এত নি"ষ্ঠুর হবে কে জানতো?

সুস্থ হয়ে সেই তারেকই আজ আরেক নারীর প্রেমে মত্ত, স্ত্রীকে নি"র্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছেন।
যে নারী নিজের জীবনকে বাজি রেখে বাঁচালেন স্বামীকে — আজ সেই নারীই অ"বহেলিত, নিগৃহীত, একা।

📌 অথচ তারেকের পরিবারের অনেকের কি"ডনি ম্যাচ করেছিল, কিন্তু কেউ দিতে রাজি হয়নি।
⚠️ কেবল টুনিই এগিয়ে এসেছিলেন — এবং পেয়েছেন বিশ্বাসঘা"তকতা।

মানুষ এতটা নিষ্ঠুর হয় কীভাবে?
একটা জীবন দান করে যে নারী, তার স্থান কি এইভাবে পদদলিত হওয়া উচিত?

💔 ভালোবাসা কি শুধুই নারীকে ত্যাগী হওয়ার পাঠ শেখায়?

04/07/2025

ছেলেটির নাম রাশিদ। বয়স ২৪। পেশায় রাজমিস্ত্রি হলেও মনটা ছিল সোনার মতো। একদিন স্থানীয় এক আত্মীয়ের মাধ্যমে তার পরিচয় হয় রুবিনার সঙ্গে। রুবিনা ছিলেন এক কন্যাসন্তানের মা। তার স্বামী কয়েক মাস আগে দু/র্ঘ"টনায় মা"** যান। সমাজের চোখে এক ‘বোঝা’ হয়ে উঠছিলেন রুবিনা। কিন্তু রাশিদের চোখে তিনি ছিলেন এক সংগ্রামী মা, এক পরিপূর্ণ নারী।

রাশিদ প্রথম দেখাতেই বুঝে গিয়েছিল—এই মেয়েটির জীবনকে নতুন রঙে ভরিয়ে দিতে চায় সে। পরিবারের আপত্তি ছিলো, প্রতিবেশীদের কথাও কম শোনেনি। কিন্তু রাশিদ থেমে থাকেনি। সে বুঝিয়েছিল, ভালোবাসা মানে শুধু সৌন্দর্য নয়—দায়িত্ব, সম্মান, ও ভবিষ্যতের পাশে থাকা।

আয়োজন হয় বিয়ের। রুবিনা তার কোলের ছোট্ট মেয়েকে সঙ্গে নিয়েই নতুন জীবনের পথে পা রাখলেন। রাশিদও বাচ্চাটিকে নিজের সন্তানের মতো গ্রহণ করল।

সেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সবাই বলল, “এই ছবি শুধু বিয়ের নয়, এটি মানবতার প্রতিচ্ছবি।”❤️

04/07/2025
03/07/2025

শেখার কোন বয়স নাই।জেনে নিন মেজারমেন্ট টেপ সম্পর্কে অজানা কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
জেনে নিন মেজারমেন্ট টেপ সম্পর্কে | Measurement Tape
গার্মেন্টস কোয়ালিটির কাজ শিখতে সবার আগে মেজারমেন্ট ভালো ভাবে জানতে হবে ৷ মেজারমেন্ট ছাড়া কোয়ালিটির কোন মুল্য নেই গার্মেন্টস জগতে ৷ সুতরাং মেজারমেন্ট জানতে হলে আগে মেজারমেন্ট টেপ সম্পর্কে ভালো জানতে হবে ৷ দেখুন নিচের দিকে মেজারমেন্ট টেপ সম্পর্কে A to Z তুলে ধরা হয়েছে ।

✅ মেজারমেন্ট:
মেজারমেন্ট একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ পরিমাপ, পরিমান কিংবা মাপ। মেজারমেন্ট এর ইংরেজি বানান Measurement. ইংরেজি Measure (পরিমাপ করা) থেকে এসেছে ।
Measurement. কোন বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ বা ওজন। বা অন্য কিছুর যে মাপ নেয়া হয় সেটাই মেজারমেন্ট ৷

✅মেজারমেন্ট বলতে কি বোঝ ?
উওরঃ মেজারমেন্ট অর্থ হচ্ছে পরিমাপ করা ! যে কোন পণ্যের গুণগত মান ও মাপ সঠিক রাখার জন্য মেজারমেন্ট খুবই গুরুত্বপূর্ণ।
একটা মেজারমেন্ট টেপকে কয় ভাগ করা হয়?
*একটা মেজারমেন্ট টেপকে ২ ভাগে ভাগ করা! হয় । (১) ইঞ্চি
(২) সিএম,

✅ একটা মেজারমেন্ট টেপ-এ কয় ইঞ্চি ?
*একটা মেজারমেন্ট টেপ-এ ৬০ ইঞ্চি ৷
✅ একটা মেজারমেন্ট টেপ-এ সি এম & মিলিমিটার আছে?
*১৫০ সি,এম এবং ১৫০০ মিলিমিটার আছে।
✅ ১ ইঞ্চিকে আবার ৮ ভাগে ভাগ করা হয় এবং ১ সিএম কে ১০ ভাগে ভাগ করা হয়।
(বায়ার স্পেক শীট অনুযায়ী মেজারমেন্ট করতে হবে।)
✅ আমরা জানি সাধারনত:
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার
১ ইঞ্চি = ২৫.৪ মিলিমিটার
১২ ইঞ্চি = ১ ফুট
৩৬ ইঞ্চি বা ৩ ফুট = ১ গজ
৩৯.৩৭ ইঞ্চি = ১ মিটার
✅ ইঞ্চি মেজারমেন্ট :
*১ম অংশ ৮ ঘরের সুত্র:
১ ইঞ্চি = ৮ সুতা বা ২৫.৪ মিলিমিটার
১/৮ ইঞ্চি = ১ সুতা বা ৩ মিলিমিটার
২/৮ বা ১/৪ ইঞ্চি = ২ সুতা বা ৬ মিলিমিটার
৩/৮ ইঞ্চি = ৩ সুতা বা ৯.৫৩ মিলিমিটার
৪/৮ বা ১/২ ইঞ্চি = ৪ সুতা বা ১৩ মিলিমিটার
৫/৮ ইঞ্চি = ৫ সুতা বা ১৫.৮৮ মিলিমিটার
৬/৮ বা ৩/৪ ইঞ্চি = ৬ সুতা বা ১৯ মিলিমিটার
৭/৮ ইঞ্চি = ৭ সুতা বা ২২.২৩ মিলিমিটার
⇘ ২য় অংশ ১৬ ঘরের সুত্র:
১/১৬ ইঞ্চি = ১/২ (আধা সুতা) বা ১.৫৯ মিলিমিটার
৩/১৬ ইঞ্চি = ১. ১/২ (দেড় সুতা) বা ৪.৭৬ মিলিমিটার
৫/১৬ ইঞ্চি = ২. ১/২ (আঁড়াই সুতা) বা ৭.৯৪ মিলিমিটার
৭/১৬ ইঞ্চি = ৩. ১/২ (সাড়ে ৩ সুতা) বা ১১.১১ মিলিমিটার
৯/১৬ ইঞ্চি = ৪. ১/২ (সাড়ে ৪ সুতা) বা ১৪.২৯ মিলিমিটার
১১/১৬ ইঞ্চি = ৫. ১/২ (সাড়ে ৫ সুতা) বা ১৭.৪৬ মিলিমিটার
১৩/১৬ ইঞ্চি = ৬. ১/২ (সাড়ে ৬ সুতা) বা ২০.৬৪ মিলিমিটার
১৫/১৬ ইঞ্চি = ৭. ১/২ সাড়ে ৭ সুতা বা ২৩.৮১ মিলিমিটার

03/07/2025

পেঁপে ও কচু একত্রে চাষ: একটি লাভজনক যুগল চাষ পদ্ধতি হতে পারে।বর্তমানে কৃষিতে লাভবান হতে হলে চৌকস হতে হয়। এক জমিতে একাধিক ফসল চাষ করে জমির সর্বোত্তম ব্যবহার করা এখন সময়ের দাবি। পেঁপে ও কচু একত্রে চাষ করে একই জমি থেকে দ্বিগুণ লাভ করা সম্ভব—শুধু জানতে হবে সঠিক পদ্ধতি।

কেন পেঁপে ও কচু একসাথে চাষ করবেন?

পেঁপে গাছ লম্বা হয়, আর কচু নিচু স্তরে বেড়ে উঠে—একটি অন্যটিকে দমন করে না।কচুর পাতা মাটির আদ্রতা ধরে রাখতে সাহায্য করে, যা পেঁপের জন্য উপকারী।একই জমিতে দুই ধরনের ফসল চাষ করলে উৎপাদন বাড়ে এবং আয়ও বৃদ্ধি পায়।

চাষ পদ্ধতি সংক্ষেপে:
জমি প্রস্তুত: দোআঁশ বা বেলে দোআঁশ মাটি এই যুগল চাষের জন্য আদর্শ। জমি চাষ করে গোবর/কম্পোস্ট মিশিয়ে প্রস্তুত করুন।

পেঁপে রোপণ: ৭x৭ ফুট দূরত্বে সারিবদ্ধভাবে পেঁপে চারা রোপণ করুন।
কচু রোপণ: পেঁপে চারার মাঝের ফাঁকা জায়গায় কচুর লতা/রাইজোম ২-৩ ফুট দূরত্বে লাগান।
সেচ ও নিষ্কাশন: কচু পানি বেশি পছন্দ করে, কিন্তু অতিরিক্ত পানি পেঁপের ক্ষতি করতে পারে। তাই পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা রাখা জরুরি।

সার ব্যবস্থাপনা: পেঁপেতে প্রতি মাসে ইউরিয়া, টিএসপি, এমওপি প্রয়োগ করা যায়। কচুতেও মাঝে মাঝে জৈব সার প্রয়োগে ভালো ফল হয়।

রোগবালাই: নিয়মিত পোকামাকড় ও ছত্রাকজনিত রোগ পর্যবেক্ষণ করুন। প্রয়োজনে জৈব কীটনাশক ব্যবহার করুন।

ফসল সংগ্রহ:
কচু ৪-৫ মাসের মধ্যে ঘরে তোলা যায়।
পেঁপে ৭-৮ মাস পর ফল দেওয়া শুরু করে এবং একটানা ১.৫–২ বছর ফল দেয়।

উপসংহার:
একত্রে পেঁপে ও কচু চাষ করলে জমির কার্যকারিতা বাড়ে, পরিচর্যায় সময় বাঁচে এবং আয়ও দ্বিগুণ হয়। সঠিক পরিকল্পনা ও পরিচর্যায় এটি হতে পারে একটি লাভজনক ও টেকসই কৃষি উদ্যোগ।

03/07/2025

চা বেচে অমুক দিনে ১০ হাজার কামাচ্ছে"
"বেগুনের খেত করে মাসে ২ লাখ টাকা ইনকাম"
"চাকরি ছেড়ে গোবর ছেনে কোটিপতি"
এসব গল্প এখন অনেকেই শোনায়।

তরুণদের জন্য পরামর্শ, এই ফাঁদে পড়বেন না। একদম নিজের চোখে দেখা অভিজ্ঞতা — আমাদের বয়সী একজন — ওয়েল পেইড জব ছেড়ে এইসব কুইক ক্যাশের নেশায় পড়ে গেল, এখন হাউমাউ করে মরছে।

আপনি যাই করেন, সেটার এক্সপান্ডিবিলিটি থাকতে হবে। ধরুন, একজন রিকশাওয়ালা, সে ডিসেন্ট আয় করে, এন্ট্রি লেভেল চাকরিজীবীর চেয়ে বেশি। রিকশাওয়ালারা মাসে ৩০ হাজার কামায় আর জবে নতুন হলে স্যালারি মাত্র ১৫ হাজার — ভিউ শিকারীরা আপনাকে এটুকুই বলবে।

এবার পরের হিসাবটা! ভাবুন, ওই রিকশাওয়ালা তার ইনকাম ডাবল করতে চায় বা নিদেনপক্ষে আর একটু বাড়াতে চায়। তার জন্য একমাত্র অপশন রিকশা চালানোর সময় বাড়িয়ে দেওয়া। ডাবল করতে চাইলে তাকে ১০ ঘন্টার জায়গায় ২০ ঘণ্টা রিকশা চালাতে হবে। এটা কী ফিজিক্যালি পসিবল? রোদ, বৃষ্টি তো আছেই, ছুটির দিনে কাজে না গেলে আয় নেই।

কিন্তু এন্ট্রি লেভেলের জবে ৪/৫ বছরে বেতন ডাবল হয়ে যাওয়া খুবই স্বাভাবিক, কোনো অতিরিক্ত ঘন্টা না বাড়িয়েই।

আপনি যে কাজটা করতে চান সেটা তো আগে ভালো লাগতে হবে। ফেসবুকের এক লাইকখোরের লেখা পড়ে আপনি সিদ্ধান্ত নিলেন বাজারে বসে চা বেচবেন, চাকরির ডাবল ইনকাম। ভেবে দেখুন, আগামী ৩০ বছর আপনি কাপ পিরিচ আর চুলা নিয়ে চা বানাতে রাজি আছেন কিনা।

লাইফস্টাইলের ব্যাপার তো আছেই। আপনার যখন তেমন ইনকাম ছিল না, তখন আপনি বাইক চালাতেন। সামনে টাকা হবে, গাড়ি কিনবেন। কিন্তু এসব কাজে গাড়ির ভূমিকা কি? গাড়ি চালিয়ে কি আপনি ঝালমুড়ি বেচতে যাবেন?

চাকরিজীবি বা ডিসেন্ট লেভেলের উদ্যোক্তা হলে আপনি তার সাথে একটা লাইফস্টাইল আর নেটওয়ার্ক বাই ডিফল্ট পাবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। ধরুন, আপনি একটা স্টেশনারি কোম্পানির মার্কেটিংয়ে জব করেন। আপনি আজ এই ভার্সিটিতে, কাল ওই ঝকঝকে অফিসে বি-টু-বি ডিল করতে যাবেন। কত হাই স্কিল লোকের সাথে পরিচিতি হবে, কন্টাক্ট বিনিময় হবে।

কিন্তু আপনি টাকা দেখে রাস্তায় বাদামের ঝুড়ি নিয়ে দাঁড়ালেন। আপনার নেটওয়ার্ক হবে পাশের ফুচকাওয়ালা, আইসক্রিম বিক্রেতা ইত্যাদি। ওই ফুচকাওয়ালার ওই মুহূর্তের সবচেয়ে বড় চিন্তা সে কতক্ষণে তার সব মাল বিক্রি করে ঘরে যাবে। আগামীকালও সে একই কাজ করবে। আপনার মতো তার অ্যাম্বিশন নেই, বড় কিছু করার ইচ্ছে নেই, দেশের মানুষের উপকারে আসার খায়েশ নেই।

মনে রাখবেন, Your network is your net-worth. আর ওই সমস্ত পেশায় যে খুব বেশি ইনকাম হয় তাও কিন্তু না। খবরের শিরোনামে লেখা "চাকরি ছেড়ে বেগুন চাষে লাখপতি", ভিতরে থাকে ১ বছরে আয় সর্বসাকুল্যে ৩ লাখ টাকা। মানে ওই লোক মাসে মাত্র ২৫ হাজার টাকা কামায়, এটা নিয়ে আবার নিউজও হয়!

তাই এইসব ভুয়া মোটিভেশনের ফাঁদে পড়বেন না। প্রতি বছর মিডিয়াগুলো নিজেদের স্বার্থেই এসব নিউজ করে। গত ৫ বছরে নিউজ তো কম দেখেননি, আইফোন হাতে চানাচুরওয়ালা, ডিএসএলআর হাতে চটপটি বিক্রেতা, আরো কত কি! প্রশ্ন হলো তারা এখন কোথায়? তারা এখনও কেন সেই রাস্তায় বসছে না আর ওরকম আয় করছে না? তাহলে এগুলো রিলায়েবল পেশা হয় কিভাবে?

কোনো কাজই ছোট নয়। কিন্তু সব কাজই যে আপনার ফিল্ড, তা-ও নয়। আপনার কাছে খুব ভালো একটা প্ল্যান আছে, কিন্তু পঞ্চাশ হাজার টাকার জন্য আপনি এগোতে পারছেন না। এখন আপনি যদি মাছ কুটে, চানাচুর বেচে ওই ৫০ হাজার টাকা জোগাড় করে ফেলতে পারেন, তাহলে সেটা ঠিক আছে। কিন্তু যেভাবে এসব পেশাকে সরাসরি একটা ওয়েল পেইড জবের বিকল্প হিসেবে দেখানো হচ্ছে, তা মোটেও রিয়েলিস্টিক নয়।

03/07/2025

স্ক্যাবিস এখন মহামারি আকার ধারন করেছে। সবাইকে তাই সচেতন হবার অনুরোধ করছি।

স্ক্যাবিস (Scabies) একটি তীব্র চর্মরোগ, যা Sarcoptes Scabiei নামক এক ধরনের পোকা বা ক্ষুদ্র পরজীবী মাইট (mite) দ্বারা হয়। এটি খুবই সংক্রামক এবং চুলকানির মাধ্যমে এর প্রধান উপসর্গ প্রকাশ পায়।

স্ক্যাবিসের ভয়াবহতা :

১. চরম চুলকানি: স্ক্যাবিস হলে বিশেষ করে রাতে বেশি চুলকানি হয়, ঘুমের ব্যাঘাত ঘটায়। অনেক বাচ্চারা চুলকাতে চুলকাতে ঘুম ভেঙে যায়, যন্ত্রনায় কান্নাকাটি করে।

২. চামড়ায় ফুসকুড়ি ও ক্ষত: স্ক্যাবিস হলে ঘর্ষণ এবং চুলকানোর ফলে চামড়ায় ঘা ও ইনফেকশন হতে পারে। কখনো কখনো চামড়ার নিচে পুঁজ জমে যায়।

৩. পরিবারে দ্রুত ছড়ায়: স্ক্যাবিস রোগে পরিবারে একজন আক্রান্ত হলে তার সংস্পর্শে এলে পুরো পরিবার এই রোগে আক্রান্ত হতে পারে। মারাত্মক ছোঁয়াচে রোগ এটি।

৪. দীর্ঘমেয়াদে হলে সেকেন্ডারি ইনফেকশন: স্ক্যাবিসের সঠিক চিকিৎসা না হলে শরীরে ব্যাকটেরিয়া সংক্রমণ, সেলুলাইটিস, এমনকি শিশু রোগীর কিডনি সমস্যা পর্যন্ত হতে পারে, তাই সচেতনতা ভীষন ভাবে প্রয়োজন।

৫. মানসিক অস্বস্তি: অতিরিক্ত চুলকানি ও অস্বস্তির কারণে শিশুর মানসিক চাপ ও অস্থিরতা তৈরি হয়।

স্ক্যাবিস থেকে মুক্তির উপায়:

১. চিকিৎসা:

☞ পারমেথ্রিন - ৫% (Permethrin - 5%) ক্রিম: এটি সবচেয়ে কার্যকর। শরীরের গলা থেকে পা পর্যন্ত মেখে রাতভর রেখে সকালে (১০-১২ ঘন্টা শরীরে রাখার পর) ধুয়ে ফেলতে হয়। এই নিয়মে একটু ভুল হলে কোনেভাবেই এউ স্ক্যাবিস রোগ শরীর থেকে যাবেনা। মাসের পর মাস এই রোগের অসহ্য যন্ত্রণা ভোগ করতে হবে। হাজার হাজার টাকা, ১০-১২টা ডাক্তার যাই করেন, কাজ হবেনা। শরীরের এক ইঞ্চি তো দূরের কথা একসূতা পরিমাণ জায়গাও বাদ রাখবেন না, রাতে ওয়াসরুমে গেলে, ওষুধ ধুয়ে গেলে, আবার প্রয়োগ করুন। মনে রাখবেন, ভীষণ জরুরি। না কমলে ৭ দিন পরপর একই নিয়মে ব্যবহার করুন। আর অবশ্যই পরদিন সকালে গায়ে থাকা পোষাক, বিছানার চাদর, বালিশের কাভার সব কিছু গরম পানিতে ৩০ মিনিট ধরে সিদ্ধ করে ধুয়ে ফেলুন। নিজের ও শিশুর শরীর গরম পানি ও বডি ওয়াস দিয়ে ভালো ভাবে রগরে গোসল করুন ও করান।

☞ আপনার শিশুকে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর পর শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী (Permethrin - 5% + Crotamiton) Combined Cream বা Monosulfuram - 25% Solutions ইত্যাদি ব্যাবহার করতে পারবেন।

☞ আইভারমেকটিন (Ivermectin) ওষুধ: কিছু ক্ষেত্রে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আপনার শিশুর স্ক্যাবিস রোগের চিকিৎসায় খাওয়ার ওষুধ দিতে পারেন, বিশেষ করে জটিল ও পুনঃসংক্রমণের ক্ষেত্রে।

☞ অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট: চুলকানি কমাতে সাহায্য করে। শিশুদের ক্ষেত্রে Syrup বড়দের ক্ষেত্রে ট্যাবলেট।

২. পরিষ্কার-পরিচ্ছন্নতা:

আক্রান্ত ব্যক্তির পোশাক, বিছানার চাদর, তোয়ালে গরম পানিতে ৩০ মিনিট ধরে সিদ্ধ করে ধুয়ে রোদে শুকাতে হবে।

এই রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র থেকে ৩ দিন পর্যন্ত দূরে রাখতে হবে (কারণ রোগ সৃষ্টিকারী পোকা বা মাইট ২–৩ দিন বেঁচে থাকে)।

৩. একসাথে চিকিৎসা:

পরিবারের সকল সদস্যকে একসাথে চিকিৎসা গ্রহণ করা জরুরি। এমনকি উপসর্গ না থাকলেও। এটা খুবি জরুরি।

৪. নিয়মিত হাত ধোয়া ও শরীর পরিষ্কার রাখাবেন। বাইরে থেকে বাসায় ফিরে সবার আগে ভালো ভাবে হাত ধোয়ার অভ্যাস করবেন। এতে রিইনফেকশন হবার সম্ভাবনা কমে যায়।

বিশেষ সতর্কতা:

শিশুদের জন্য শিশু বিশেষজ্ঞ এবং গর্ভবতীদের নারীদের গাইনী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। কারণ ঔষধ গুলো শিশু ও নারীদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

বিশেষ দ্রষ্টব্য:
এই স্ক্যাবিসকে সাধারন ভাবে দেখবেন না। এর ভয়াবহতা অনেক। তাই সচেতন হবেন। যারা আক্রান্ত হয়েছিলেন এখন সম্পূর্ণ সুস্থ তারাও প্রতি মাসে একবার করে পরিবারের সবাই একসাথে পারমিথ্রিন ৫% ব্যবহার করুন এবং পরিধেয় পোষাক, বিছানার চাদর গরম পানিতে ধুয়ে নিন।
নিজে জানুন অন্যকে জানান।

আশা করি আজকের আলোচনা আপনাদের অনেক উপকারে আসবে, আমার জন্য দোয়া রাখবেন, সবাই সুস্থ থাকবেন, সম্ভব হলে এই পোস্টটি শেয়ার করবেন।

দয়া করে আপনারা সবাই সচেতন হবেন।

মনে রাখবেন, আপনার সচেতনতা, আপনার সন্তানের জন্য দোয়া ও আশীর্বাদ।

ধন্যবাদ।
©

03/07/2025

মহিলা কারো মোবাইল নাম্বার বলতে পারে না। ঠিক মতো ঠিকানা বলতে পারে না। বর্তমানে সে কুমিল্লা দাউদকান্দি টোল প্লাজায় আছে। পোস্টটি শেয়ার করে দূত পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সবাই সহযোগীতা করুন। জানি না কতক্ষণ রাখা যাবে হয়তো মহিলাটার মা"নসিক সম'স্যা আছে।

Address

Noya Palton
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when somoy24news.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to somoy24news.com:

Share