Nihas Fashion House

Nihas Fashion House Assalamualaikum..Being hopeful is the first step a person takes toward success.

বড়শিতে আটকানোর আগে যদি মাছকে বোঝানো হতো উপরে মানুষ আছে। মানুষের কাছে দা,বটি,ছাই,হলুদ,মরিচ,লবন কড়াই,গরম তেল, আগুন আছে.....
03/04/2024

বড়শিতে আটকানোর আগে যদি মাছকে বোঝানো হতো উপরে মানুষ আছে।

মানুষের কাছে দা,বটি,ছাই,হলুদ,মরিচ,লবন
কড়াই,গরম তেল, আগুন আছে..! যাতে করে তাকে ফ্রাই করা হবে।
তখন মাছ কখনো বিশ্বাস করতেন না..
করলে এই বড়শির ধারের কাছেও আসতো না।

_তেমনি আমাদেরকেও বার বার সতর্ক করা হচ্ছে, মৃত্যুর পর কবরের আজাব, হাশরের মাঠ, পুলসিরাত, জান্নাত-জাহান্নাম আছে..
আমরা বিশ্বাস করি না,যদি করতাম তাহলে আমাদের চরিত্র কখনো এতটা কুৎসিত হতো না। আমরা হতাম পবিত্র মানুষ।
-আমরা ঘুষ,সুদ, হারাম আয় থেকে দূরে থাকতাম। অবৈধ প্রেম ভালোবাসা, পরকীয়া,শিরক ও বিদআত থেকে দূরে থাকতাম।
__এই মাছটির মতো আমাদেরও একদিন সত্যের মুখোমুখি হতে হবে নিশ্চিত জেনে রাখুন..! __আল্লাহ আপনি আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন.🤲🤲আমিন🤲🤲

টেলেন্ট দেখার মত😆😆😆😆
23/01/2024

টেলেন্ট দেখার মত😆😆😆😆

23/01/2024
গোলাপ? নাকি কাঠগোলাপ? বান্ধবীর সাথে হঠাৎ দেখা হলে কোন ফুলটি দিতে চান? মেনশন করুন আপনার প্রিয় বান্ধবীকে।
20/01/2024

গোলাপ? নাকি কাঠগোলাপ? বান্ধবীর সাথে হঠাৎ দেখা হলে কোন ফুলটি দিতে চান? মেনশন করুন আপনার প্রিয় বান্ধবীকে।

সুখ ভবিষ্যতের জন্য তুলে রাখার জিনিস নয়; এটি বর্তমানে উপভোগ করার  জন্য।
19/01/2024

সুখ ভবিষ্যতের জন্য তুলে রাখার জিনিস নয়; এটি বর্তমানে উপভোগ করার জন্য।

এই জগতে মায়ের মত আপন কেহ নাইআমি যখন যেমন চাহি মা হয়ে যায় তাই।বসতে গেলে মায়ের মধু কুল হয়ে যায় পিড়িউপর দিকে উঠতে গে...
28/12/2023

এই জগতে মায়ের মত আপন কেহ নাই
আমি যখন যেমন চাহি মা হয়ে যায় তাই।

বসতে গেলে মায়ের মধু কুল হয়ে যায় পিড়ি
উপর দিকে উঠতে গেলে মা হয়ে যায় সিঁড়ি।

চলতে গেলে মা হয়ে যায় ফুল চড়ানো পথ
চড়তে গেলে মা হয়ে যায় পালকি সোনার রথ।

আমার পেটে লাগলে ক্ষুধা মা হয়ে যায় দুধ
পৌষে যখন ঠান্ডা লাগে মা হয়ে যায় রোদ।

বৃষ্টি ভেজার মন চাহিয়ে মা হয়ে যায় মেঘ
গরম লাগলে হয় দখিণা ঠান্ডা হাওয়ার বেগ।

ক্লান্ত রাতে মা হয়ে যায় জোছনা রাতের তারা
বিষন্নতায় মা হয়ে যায় আশার বারিধারা।

আঁধার এলে মা হয়ে যায় রৌদ্র দেয়ার রবি
জীবন চলার তাল হারালে ছন্দ দেয়ার কবি।

রৌদ্রে গেলে মা হয়ে যায় মাথার উপর ছাতা
লিখতে গেলে মা হয়ে যায় দোয়াত কলম আর খাতা।

আমার চোখে ঘুম আসিলে মা হয়ে যায় রাত
খাইতে গেলে মা হয়ে যায় খাদ্য হাত আর দাঁত।

যুদ্ধে গেলে মা হয়ে যায় অস্ত্র বাহুবল
কাঁদতে গেলে মা হয়ে যায় তপ্ত আঁখি জল।

খেলতে গেলে মা হয়ে যায় খেলনা সহপাঠী
সুইতে গেলে হয় বিছনা শান্ত শীতলপাঠী।

মা যে আমার জড়িয়ে আছে সকল কথায় কাজে
জড়িয়ে আছে আমার সকল দুঃখ সুখের মাঝে।

আমার সকল হাসি খুশি সুখ যে আমার মা
মা ছাড়া যে মরুভূমি আমার দুনিয়া।

মা আমার প্রাণ
নিহা ইসলাম

28/12/2023

Assalamualaikum
Welcome to My New Page Nihas Fashion House....🥰

Address

Dhaka

Opening Hours

Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Telephone

+8801882911874

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nihas Fashion House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nihas Fashion House:

Share