09/06/2025
এবার এ পর্যন্ত সাভারের বিসিক শিল্প নগরী ট্যানারিতে সাড়ে তিন লাখের বেশী কোরবানীর পশুর চামড়া এসেছে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণলায়ের উপদেষ্টা আদিলুর রহমান। দুপুরে সাভারের হেমায়েতপুরে বিসিক শিল্প নগরীর হলরুমে ট্যানারি মালিকদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
শিল্প মন্ত্রণলায়ের উপদেষ্টা আদিলুর রহমান এসময় আরও বলেন,সারা দেশে আরও সাত লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশী চামড়া রয়েছে সেগুলো খুব শীঘ্রই ট্যানারি কারখানাতে ঢুকবে,সরকার চেষ্টা করেছিলো এবার চামড়া সংগ্রহণটা যেন ভালো ভাবে হয় মুল্য যেন সরকার যে সিদ্ধান্ত দিয়েছে সেটাই পায় । সরকার এবার কাঁচা চামড়ায় লবণ দেওয়ার জন্য প্রায় ত্রিশ হাজার মেট্রিক টন লবন দিয়েছে কিন্তু কিছু জায়গায় চামড়াতে লবন না দেওয়াতে চামড়া নষ্ট হয়েছে আর বাকি চামড়া গুলো ঢাকায় আসছে সরকার চামড়া শিল্পকে এগিয়ে নিতে কাজ করছে ট্যানারি শিল্পতে খারাপ অবস্থার কারণে আগের সরকারের সময় যারা দায়িত্ব ছিলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে । ইতোমধ্যে তাদেরকে দুর্নীতি দমন কমিশন (দুদক) ডাকছে কিছু কিছু ছোট মাদ্রাসায় সময়মত লবন লাগাইতে পারে নাই তবে বড় মাদ্রাসা গুলোতে লবন ঠিক মত লাগাইতে পারছে । সরকার শিল্পের সক্ষমতা বাড়াতে চায় চামড়াটা যেন নষ্ট না হয় সেটাও চেষ্টা করা হচ্ছে এজন্য ট্যানারিতে কাঁচা চামড়া ওয়েট ব্লু চামড়া রপ্তানীর সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে তিনি আরও বলেন,শিল্প টিকিয়ে রাখতে যা করার দরকার সব করা হবে । এটা ১৭ সালের সরকার না, এটা গণঅভ্যুত্থানের সরকার । এর আগে যে সরকার ছিলো তারা উল্টো কাজ করেছে, তাই পালিয়ে গেছে । এই সরকার যা করার দরকার তাই করবে জানিয়ে তিনি আরও বলেন,ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার আধুনিক করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে ।
পরে তিনি ঢাকা হাইড এন্ড স্কিনর্স লিমিটেড এর ট্যানারির কাঁচা চামড়া পরিদর্শন করেন। এসময় বাংলাদেশ ফিনিস লেদার,লেদার গুডস এন্ড ফুড ওয়ার এক্সপোর্ট এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা আব্দুর রশিদ ভূইয়া,ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ-সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।