বাংলাদেশের জনযুদ্ধ

বাংলাদেশের জনযুদ্ধ Documents, Analysis-Comment on liberation war of Bangladesh.

31/12/2024

পাঠ্যপুস্তকে আবারও মুক্তিযুদ্ধের তথ্য বিকৃতি। ভুল তথ্য পরিবেশন।

ইচ্ছাশক্তি দিয়ে পাহাড়েও পথ করা যায়
04/08/2024

ইচ্ছাশক্তি দিয়ে পাহাড়েও পথ করা যায়

26/06/2024

মুক্তিযুদ্ধে ভিক্ষুক সমিতি

ইয়াহিয়ার ‍বিরুদ্ধে একাট্টা বাঙালি। শেখ মুজিবের পথ ধরে এগিয়ে যাচ্ছে সবাই। ছাত্ররা ১১ দফা দিল- অভিভাবক-শিক্ষকরাও আওয়াজ তোললেন-মানতে হবে, মেনে নাও। সরকারি চতুর্থ শ্রেণির কর্মচারীরা আন্দোলনে গেলো ৭০ এর জুলাইতে। বঙ্গবন্ধু, গভর্ণরকে টেলিগ্রাম করলেন, ওদের দাবি মেনে নিন। ট্যানারি শ্রমিক, স্বর্ণকার,চা শ্রমিকসহ বিভিন্ন সংগঠন আন্দোলনে নামে। থেমে রইলো না পূর্ব বাংলার ভিক্ষুকরাও। ১৯৭০ সালের ৪ সেপ্টেম্বর ভিক্ষুক সমিতি গঠন হলো। তাঁদের ৫ দফা দাবি আদায়ের জন্য ঐতিহাসিক পল্টন ময়দানে সমাবেশ করলো। মুজিবের মন্ত্রে এভাবেই সেই সময় গোটা বাংলার বালুকণাও হয়ে উঠেছিলো বিপ্লবের একেকটি শাখা। ( তথ্য সূত্র উইটনেস টু সারেন্ডার, মেজর সিদ্দিক সালিক, )

20/06/2024

ভারত-পাকিস্তান যুদ্ধকালে বাংলায় বিদ্রোহ হয়নি কেন

বঙ্গবন্ধু পূর্ববঙ্গের স্বাধীনতার কথা ভাবছিলেন পাকিস্তানের জন্মলগ্নেই। আবুল হাশিমদের যুক্তবাংলার সমর্থক হিসেবেও তাকে দেখা যায়। এক পর্যায়ে ১৯৬৩ সালে আগরতলা সমঝোতা ( ষড়যন্ত্র নামে খ্যাত)ও করেছিলেন। ইতোমধ্যে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়েও স্বাধীনতা বিষয়ে তাঁর চেষ্টার কথা জানা যায়। ১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় যখন পাকিস্তান সরকার পশ্চিম পাকিস্তান নিয়েই ব্যস্ত ছিলো, সেই সুযোগে পূর্ব বাংলায় বিদ্রোহ হয়নি কেন? আমার মনে হয় সেই সুযোগ গ্রহণ করলে পাকিস্তানিদের হাতে এত মানুষ প্রাণ হারাতো না। কারো কি দালিলিক তথ্য জানা আছে? শেয়ার করলে খুশি হবো।

25/05/2024

বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়েছিলো যে, তাকে দিলেন বাড়ি, চিকিৎসাসুবিধাও করলেন।

মুসলিম লীগ নেতা ওয়াহিদুজ্জামান পাকিস্তানি সৈন্যদের নিয়ে বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দিয়েছিলেন একাত্তরে। ডিসেম্বরে ওয়াহিদুজ্জামান লন্ডন চলে যান পালিয়ে। ১৯৭২ সালে সরকার ওয়াহিদুজ্জামানের ধা্নমন্ডির বাড়িটি জব্দ করে। ওয়াহিদুজ্জামানের স্ত্রী গেলেন বঙ্গবন্ধুর কাছে। বললেন,আমার স্বামী বিলাতে, আমি একা থাকি বাড়িটায়। বাড়ি ফেরত না পেলে আমি ৩২ নম্বরেই থেকে যাবো।
বঙ্গবন্ধু নির্দেশ দিলেন বাড়িটা ফেরৎ দিতে।
ওয়াহিদুজ্জামান লন্ডনে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন একসময় । সেবা করার কেউ নেই। বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপসচিব মনোয়ারুল ইসলামকে বললেন- ওয়াহিদুজ্জামানের ছেলের একটা স্কলারশিপের ব্যবস্থা করে দিতে, যেন সে লন্ডন গিয়ে তার বাবার সেবা করতে পারে।

( কালের সীমা ছাড়িয়ে, মনোয়ারুল ইসলাম।বঙ্গবন্ধু শ্রদ্ধায় ভাবনায় স্মৃতিতে, সম্পাদনা মতিউর রহমান, প্রথমা,মার্চ ২০২০। পৃষ্ঠা ১০২)

পাকিস্তানি এক বীরকে সালামএকাত্তরে পাকি.স্তানি বা.হিনীর নৃ.শং.সতার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানায় লাহোরের  ৪৮ জন । তাদের ম...
11/05/2024

পাকিস্তানি এক বীরকে সালাম
একাত্তরে পাকি.স্তানি বা.হিনীর নৃ.শং.সতার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানায় লাহোরের ৪৮ জন । তাদের মধ্যে ছিলেন এয়ার মার্শাল নূর খানও। সাহসী সাংবাদিক আব্দুল্লাহ মালিক পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ নামে অভিহিত করায় ১ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। জরিমানা করা হয় ১ লাখ টাকা। লাহোরের বড় পত্রিকাগুলো বিবৃতিটি প্রকাশে অপারগতা প্রকাশ করলেও ছাপা হয় ছোট কয়েকটিতে। এই বীর সাংবাদিক ২০০৩ সালে মৃত্যুবরণ করেন। সালাম জানাই পাকিস্তানি এই সাংবাদিককে।

25/04/2024

১ মে লালমনিরহাট যাচ্ছি মুক্তিযুদ্ধের কাজে। লালমনি, আদিত্যমারী,ফুলবাড়ি,নাগেশ্বরীর বন্ধুরা সহযোগিতা করতে পারেন তথ্য ও সঙ্গ দিয়ে।

18/04/2024

মুজিবনগরে সরকারের শপথ অনুষ্ঠান সংশ্লিষ্ট দুইজনের সাক্ষাৎকারটি পড়তে পারেন। লিংক কমেন্টে।

17/04/2024

সাড়ে ৮ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা থেকে ছাটাই-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

16/04/2024

১০ কিংবা ১৭ এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণা করা হোক।

( মুজিবনগরে শপথ অনুষ্ঠান সংশ্লিষ্ট দুই বীরের সাক্ষাৎকারের লিংক কমেন্টে)

মুজিবনগর দিবসের প্রাক্কালে দুই কুশিলব ব্যারিস্টার আমীর উল ইসলাম এবং স্ট্যাটসমেন পত্রিকার তৎকালীন প্রতিবেদক ও পরবর্তীকালে...
15/04/2024

মুজিবনগর দিবসের প্রাক্কালে দুই কুশিলব ব্যারিস্টার আমীর উল ইসলাম এবং স্ট্যাটসমেন পত্রিকার তৎকালীন প্রতিবেদক ও পরবর্তীকালে সম্পাদক মানস ঘোষের স্মৃতিচারণমূলক সাক্ষাৎকারটি দেখতে পারেন। ২০২২ সালে সাক্ষাৎকারটি নিয়েছিলাম ঢাকা ক্লাব চত্বরে।

১৭ এপ্রিল ১৯৭১-এ মুজিবনগরে বাংলাদেশ সরকারের শপথ অনুষ্ঠানের নেপথ্য কথা বলছেন, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ঘন.....

11/04/2024

পাকি সন্তান ছাড়া পৃথিবীর সবাইকে রোজার ঈদের শুভেচ্ছা

Address

Khilgaon Chowdhorypara
Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশের জনযুদ্ধ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলাদেশের জনযুদ্ধ:

Share