10/06/2025
🙏🙏ভগবান জগন্নাথ দেবের মাহাত্ম্য বর্ননা: 🙏🙏
জগন্নাথ শব্দের অর্থ জগতের নাথ।পুরান মতে ভগবান জগন্নাথ দেব হলেন অত্যান্ত কৃপালু ও দয়ালু।তিনি সর্বদা তার ভক্তদের অপার কৃপা বর্ষিত করেন।ভগবান শ্রী বিষ্ণু তার ভক্তদের কৃপা র জন্য ও রক্ষা করার জন্য জগন্নাথ অবতারে অবতীর্ন হন।কারুকার্য এর দেবতা শ্রী বিশ্বকর্মা দেব ভগবান শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ তৈরি করেন। ভগবান শ্রী জগন্নাথ দেবের অনেক মহাত্ম্য আছে তারমধ্যে আজ আমরা জগন্নাথ দেবের রথযাত্রা মহাত্ম্য বর্ননা করব :
🌸🌸শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার মাহাত্ম্য :🌸🌸
শাস্ত্রে আছে ‘রথস্থ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে’। রথের ওপর খর্বাকৃতি বামন শ্রী শ্রী জগন্নাথকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না।জগন্নাথের মূর্তি সাধারণত কাঠে তৈরি করা হয়।
'নিম্ব বৃক্ষ' বা নিম গাছের কাঠ দ্বারা জগন্নাথদেবের প্রধান বিগ্রহগুলো (জগন্নাথ, বলরাম ও সুভদ্রা) নির্মিত। এই মূর্তির চোখদুটি বড়ো বড়ো ও গোলাকার। হাত অসম্পূর্ণ। মূর্তিতে কোনো পা দেখা যায় না। বিগ্রহে অসম্পূর্ণ হাত ও পায়ের অনুপস্থিতি নিয়ে নানা ধরনের মতবাদ এবং পবিত্র বিশ্বাস প্রচলিত রয়েছে। জগন্নাথের পূজাপদ্ধতিও অন্যান্য হিন্দু দেবতাদের পূজাপদ্ধতির চেয়ে আলাদা। ওড়িশা রাজ্যের পুরী শহরে জগন্নাথের প্রধান মন্দিরটি অবস্থিত। এই মন্দির হিন্দুধর্মের চারধামের অন্যতম।
আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ায় শুরু হয় রথযাত্রা- গুণ্ডিচা মন্দিরে যান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা
- মন্দির থেকে গুণ্ডিচা মন্দিরের দূরত্ব প্রায় ২ কিমি- প্রতি বছরই নতুন করে প্রতিটি রথ তৈরি হয়
- জগন্নাথের রথের নাম নন্দীঘোষ- রথে জগন্নাথের সঙ্গী হন মদনমোহন
- নন্দীঘোষের উচ্চতা ৪৫ ফুট, ১৬ চাকা- ৮৩২ কাঠের টুকরো দিয়ে গড়া হয় রথ- লাল ও হলুদ কাপড়ে সাজানো হয়
- নন্দীঘোষের সারথির নাম দারুকা- রথের মাথায় থাকা পতাকার নাম ত্রৈলোক্যমোহিনী
- এই রথে ৪ ঘোড়া থাকে
- জগন্নাথের রথের রশির নাম ‘শঙ্খচূড়া নাগুনি’
- জগন্নাথের রথে সওয়ার হন আরও ৯ দেবতা
- এঁদের মধ্যে আছেন গোবর্ধন, কৃষ্ণ, নরসিংহ, রাম, নারায়ণ, হনুমান, রুদ্র
- জগন্নাথের রথে একজন রক্ষীও থাকেন
- এই রক্ষীর নাম গারুদা
- বলভদ্রের রথের নাম তালধ্বজ
- রথে বলভদ্রের সঙ্গী হন রামকৃষ্ণ
- তালধ্বজের উচ্চতা ৪৪ ফুট
- এই রথে মোট ১৪ চাকা রয়েছে
- ৭৬৩ কাঠের টুকরো দিয়ে তৈরি হয় রথ
- লাল ও সবুজ কাপড়ে সাজানো হয় রথ
- তালধ্বজের সারথির নাম মাতালি
- তালধ্বজের রক্ষীর নাম বাসুদেব
- রথের মাথায় পতাকার নাম উন্যানী
- রথের রশির নাম বাসুকি নাগ
- বলভদ্রের রথেও ৯ দেবতা থাকেন
- এঁদের মধ্যে আছেন কার্তিক, গণেশ, সর্বমঙ্গলা, মৃত্যুঞ্জয়, মুক্তেশ্বর
- তালধ্বজেও থাকে ৪ ঘোড়া
- সুভদ্রার রথের নাম দর্পদলন
- রথে সুভদ্রার সঙ্গী সুদর্শনা
-দর্পদলনের উচ্চতা ৪৩ ফুট
- এই রথে মোট ১২ চাকা রয়েছে
- লাল এবং কালো কাপড়ে সাজানো হয় রথ
- দর্পদলনের সারথির নাম অর্জুন
- দর্পদলনের মাথায় থাকা পতাকার নাম নদম্বিকা
- রথের রশির নাম স্বর্ণচূড়া নাগুনি
- সুভদ্রার রথে থাকেন ৯ দেবী
- এঁদের মধ্যে রয়েছেন চণ্ডী, চামুণ্ডা, বনদুর্গা, শুলিদুর্গা, শ্যামাকালী, মঙ্গলা, বিমলা
- সুভদ্রার রথকেও টেনে নিয়ে যায় ৪ ঘোড়া
📿জপ:
জয় জগন্না জয় মহাপ্রভূ।হরেকৃষ্ণ হরেকৃষ্ণ কৃষ্ণকৃষ্ণ হরেহরেহরেরাম হরেরাম রামরাম হরেহরে
🕉️🕉️শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র :-🙏🙏
নীলাচলনিবাসায় নিত্যায় পরমাত্মনে। বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। ।
*অনুবাদ *পরমাত্মা স্বরুপ যাঁরা নিত্যকাল নীলাচলে বসবাস করেন, সেই বলদেব, সুভদ্রাও জগন্নাথদেবকে প্রণতি নিবেদন করি।জয় শ্রী শ্রী জগন্নাথ দেব কি জয়...