Bucket-In

Bucket-In Welcome to Bucket-in — Your Global Trendspot! We bring you the latest, coolest, and most essential products straight to your doorstep. no matter where you are!

Diamond 2K Android Player – Your Ultimate Entertainment Companion! 🌟  🎥 11.1in Dual K***s for seamless control  📱 Androi...
20/04/2025

Diamond 2K Android Player – Your Ultimate Entertainment Companion! 🌟
🎥 11.1in Dual K***s for seamless control
📱 Android-powered for endless apps and streaming
🎶 Crystal-clear audio for the perfect sound experience
💎 Sleek design that fits your style
- Supports Apple car play & Android Auto
🚗 Upgrade Your Ride with Premium Car Accessories – Only at Bucket-In Autos 🔥
✨ Free Installation on all products!
🚚 Fast Home Delivery for your convenience!

Big News from Bucketin! We’re thrilled to announce the official launch of our China office 🇨🇳 — a major milestone in our...
20/04/2025

Big News from Bucketin!
We’re thrilled to announce the official launch of our China office 🇨🇳 — a major milestone in our journey to expand globally and serve you better, faster, and stronger!

Our new China branch will help us:
✅ Strengthen global sourcing
✅ Ensure faster logistics
✅ Bring top trending products to your doorstep with better value

 কাবা আল্লাহর ঘর। বিশ্বমুসলিমের সম্মিলনস্থল। প্রতিবছর বিশ্বের নানা প্রান্ত থেকে মুসলমানরা আল্লাহর নির্দেশ পালনে হজব্রতের...
12/07/2023



কাবা আল্লাহর ঘর। বিশ্বমুসলিমের সম্মিলনস্থল। প্রতিবছর বিশ্বের নানা প্রান্ত থেকে মুসলমানরা আল্লাহর নির্দেশ পালনে হজব্রতের উদ্দেশে এখানে এসে উপস্থিত হন। সৌদি আরবের মক্কা মুকাররমার মসজিদুল হারামে অবস্থিত পবিত্র কাবাঘর। ভৌগোলিকভাবে পৃথিবীর মধ্যস্থলে কাবার অবস্থান, যা পৃথিবীর নাভি হিসেবে বিবেচিত। এটি মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র ও সম্মানের স্থান এবং নামাজের কেবলা।

কাবা শব্দের অর্থ উঁচু। আরবিতে উঁচু ঘরকে কাবা বলা হয়। এই ঘরটি যেহেতু উঁচু তাই এর নামকরণ করা হয়েছে কাবা। অন্য আরেকটি ব্যাখ্যা অনুযায়ী, কাফ-আইন-বা এই তিনটি মূল অক্ষর নিয়ে গঠিত হয়েছে ‘কাব’ বা ‘মুকাআব’ শব্দ, যার অর্থ চার কোণবিশিষ্ট। যেহেতু কাবাঘর চার কোণবিশিষ্ট তাই এর নামকরণ এভাবেই হয়েছে। কাবাকে আরও চার নামে যেমন আল বাইত, বাইতুল আতিক, মসজিদুল হারাম এবং বাইতুল মুহাররাম নামেও অভিহিত করা হয়।

পবিত্র কাবা কখন নির্মিত হয়েছিল এ নিয়ে বিভিন্ন বর্ণনা এসেছে। সর্বাধিক গ্রহণযোগ্য মত অনুযায়ী, মহান আল্লাহর নির্দেশে ফেরেশতারাই সর্বপ্রথম কাবাঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বায়তুল মামুরের ঠিক নিচে কাবাকে স্থাপন করা হয়। পৃথিবীর সূচনা হয় কাবাঘর নির্মাণের মাধ্যমে।

إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِّلْعَالَمِينَ

মহান আল্লাহ তায়ালা তাঁর ঘরকে লক্ষ্য করে বলেন, ‘নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর, যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে, সেটিই হচ্ছে এই ঘর, যা বাক্কায় (মক্কা নগরীতে) অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকতময়।’ (সূরা ইমরান: ৯৬)।

হজরত আদম (আ.) ও হজরত হাওয়া (আ.)-এর পৃথিবীতে মিলন হলে তারা উভয়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইবাদতের জন্য একটি মসজিদ হজরত আদম (আ.) আল্লাহর কাছে প্রার্থনা করেন। আল্লাহ তাদের দোয়া কবুল করেন এবং বাইতুল মামুরের আকৃতিতে পবিত্র কাবাঘর স্থাপন করেন। এখানে হজরত আদম (আ.) সন্তুষ্টচিত্তে আল্লাহর ইবাদত করতে থাকেন।

অনেক তফসিরবিদদের মতে, মানব সৃষ্টির বহু আগে মহান আল্লাহ তায়ালা কাবাঘর সৃষ্টি করেন। তফসিরবিদ মুজাহিদ বলেন, ‘আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর স্থানকে সমগ্র ভূপৃষ্ঠ থেকে দু’হাজার বছর আগে সৃষ্টি করেন।’ মুসলিম শরিফের একটি হাদিসে হজরত আবু-যর গিফারি হতে বর্ণনা হয়েছে, রাসূল (সা.) তাঁর একটি প্রশ্নের উত্তরে বলেছিলেন, ‘বিশ্বের সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে হারাম। এর পরের মসজিদ হলো মসজিদে আকসা। মসজিদে হারাম নির্মাণের ৪০ বছর পর মসজিদে আকসা নির্মিত হয়।’

হজরত আদম (আ.) কাবাঘর আল্লাহর আদেশে পুনর্নির্মাণ করেন। এরপর বহুদিন অতিক্রম হলো। শত শত বছর অতিবাহিত হলো। আল্লাহর বান্দারা কাবাঘর জিয়ারত করত, আল্লাহর কাছে হাজিরা দিত এ কাবাঘরে সমবেত হয়ে। কাবাঘরে এসে মহান আল্লাহর পবিত্রতা ও অংশীদারহীনতা ঘোষণা দিত। ‘লাববাইক আল্লাহুম্মা, লাববাইক, ইন্নাল হামদা ওয়ান নেয়ামাতা, লাকাওয়াল মুলক, লাশারীকা, লাকা লাববাইক।’ এভাবে চলতে চলতে দিন গত হতে থাকল। এরপর হজরত শিষ (আ.) কাবাঘর পুনর্নির্মাণ করলেন। দিন দিন একত্ববাদীর সংখ্যা বাড়তে থাকল।

এরপর কাবা শরিফ নির্মাণ বা পুনর্নির্মাণ করেন হজরত ইব্রাহিম (আ.)। হজরত ইব্রাহিম (আ.) হজরত ইসমাঈল (আ.)-কে সঙ্গে নিয়ে কাবাঘর নির্মাণ বা পুনর্নির্মাণ করেন। হজরত ইব্রাহিম (আ.) কাবাঘর সংস্কার করে আল্লাহর দরবারে দোয়া করলেন। ‘হে আমার প্রতিপালক! আমাদের উভয়কে আজ্ঞাবহ কর। আমাদের বংশ থেকে একটি অনুগত দল সৃষ্টি কর। নিশ্চয়ই তুমি দয়ালু। হে প্রতিপালক! তাদের মধ্য থেকেই তাদের কাছে একজন পয়গম্বর প্রেরণ করুন। যিনি তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবেন। তাদেরকে কিতাব ও হেকমত শিক্ষা দেবেন এবং পবিত্র করবেন। নিশ্চয়ই তুমি মহাপরাক্রমশালী।’ আল্লাহ রাববুল ইজ্জত হজরত ইব্রাহিম (আ.) ও হজরত ইসমাঈল (আ.) এর বংশ হতে হজরত মুহাম্মাদ (সা.)-কে শেষ নবি ও রাসূল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেন।

শতাব্দীর পর শতাব্দী অতিবাহিত হলো। মহানবি হজরত মুহাম্মাদ (সা.)-এর নবুয়ত প্রাপ্তির ৫ বছর আগে কাবাঘর সংস্কার করে মক্কার বিখ্যাত কোরাইশ বংশ। এ কুরাইশ বংশেই মহানবি হজরত মুহাম্মদ (সা.) ৫৭০ খৃস্টাব্দে জন্মগ্রহণ করেন। কুরাইশরা কাবা শরিফ সংস্কারের পর হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে মতভেদ দেখা দেয়। সবার সম্মতিক্রমে আল্লাহর রাসূল (সা.) কাবা গৃহে হাসরে আসওয়াদ স্থাপন করেন। মহানবি হজরত মুহাম্মাদ (সা.) জীবিত অবস্থায় ৬ হিজরিতে আব্দুল্লাহ ইবনে জোবায়ের (রা.) কাবা শরিফ সংস্কার করেন। হাজ্জাজ বিন ইউসুফ ৭৪ হিজরিতে কাবা শরিফ সংস্কার করেন। সুদীর্ঘ ১৪ শ’ বছরে কাবাগৃহে কোনো সংস্কারের প্রয়োজন হয়নি। শুধুমাত্র কাবাঘরের চারপাশে অবস্থিত মসজিদে হারামের পরিবর্ধন, সংস্কার বা সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। এর পর কাবাঘর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় সৌদি রাজপরিবার। সৌদি সরকারের প্রধান (বাদশাহ) কাবা শরিফের মোতাওয়াল্লির দায়িত্বে থাকেন।

👉সাথে থাকুন https://www.youtube.com/
সব সময় আমাদের সাথেই থাকুন আর উপভোগ করুন রুচিশিল বিনোদন।


















  কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরে সোমবার দুপুরে সাতজন যাত্রীসহ নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় যাত্রীদের বাঁচাতে পানিতে ঝাঁপ দেন স...
12/07/2023



কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরে সোমবার দুপুরে সাতজন যাত্রীসহ নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় যাত্রীদের বাঁচাতে পানিতে ঝাঁপ দেন সাবিকুল ইসলাম (২৫) নামের এক পর্যটক। দুজনকে উদ্ধার করতে পারলেও তিনি পানিতে ডুবে মারা গেছেন। মানুষটি তার জীবন দিয়ে প্রমাণ দিয়ে গেলেন মানবতা আজও বেচে আছে।

তার এই মৃত্যুতে আমরা শোকাহত। মহান আল্লাহ তার ভুলগুলো ক্ষমা করে দিক ও তাকে জান্নাত নসিব করুক।

👉সাথে থাকুন https://www.youtube.com/
সব সময় আমাদের সাথেই থাকুন আর উপভোগ করুন রুচিশিল বিনোদন।

  এই প্রাণীর নাম কি?👉সাথে থাকুন https://www.youtube.com/সব সময় আমাদের সাথেই থাকুন আর উপভোগ করুন রুচিশিল বিনোদন।         ...
12/07/2023



এই প্রাণীর নাম কি?

👉সাথে থাকুন https://www.youtube.com/
সব সময় আমাদের সাথেই থাকুন আর উপভোগ করুন রুচিশিল বিনোদন।






  "তোমরা যেখানেই থাকনা কেন তিনি তোমাদের সঙ্গে আছেন, তোমরা যে কাজই কর না কেনআল্লাহ তা দেখেন।" - (সূরা হামীম -০৪)👉সাথে থাক...
12/07/2023



"তোমরা যেখানেই থাকনা কেন তিনি তোমাদের সঙ্গে আছেন, তোমরা যে কাজই কর না কেন
আল্লাহ তা দেখেন।" - (সূরা হামীম -০৪)

👉সাথে থাকুন https://www.youtube.com/
সব সময় আমাদের সাথেই থাকুন আর উপভোগ করুন রুচিশিল বিনোদন।

 ব্রণ থেকে চিরতরে মুক্তি পাবেন যেভাবে!!ব্রণ হওয়া খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া। নানা কারণেই মুখে ব্রণ হতে পারে। কিন্তু সে...
11/07/2023


ব্রণ থেকে চিরতরে মুক্তি পাবেন যেভাবে!!

ব্রণ হওয়া খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া। নানা কারণেই মুখে ব্রণ হতে পারে। কিন্তু সেই সমস্যা যদি ভয়াবহ হয়, তখন চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। তবে ব্রণ স্বাভাবিক অবস্থায় থাকলে ঘরোয়া কয়েকটি উপায়ে কমানো যেতে পারে। চলুন জেনে নেওয়া যাক-

👉ব্রণ হওয়ার কারণ

ব্রণ হওয়ার অনেকগুলো কারণের কথা বলে থাকেন বিশেষজ্ঞরা। এর মধ্যে প্রধান হলো হরমোন ক্ষরণের তারতম্য বা অভাব, জীবাণুর সংক্রমণ, ত্বকের অযত্ন, অতিরিক্ত দুশ্চিন্তা, তৈলাক্ত ও অস্বাস্থ্যকর খাবার খাওয়া, ঘুম না হওয়া, অতিরিক্ত ঘাম হওয়া ইত্যাদি। পরিষ্কার–পরিচ্ছন্ন ও সুনিয়ন্ত্রিত জীবনযাপন ব্রণ থেকে মুক্ত থাকার প্রধান শর্ত। পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে সারা দিনে।

ব্রণ মূলত ত্বকে হয়। ফলে ত্বক পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল রাখতে হবে, এই শুষ্ক আবহাওয়ার দিনে ত্বকে যেন ধুলাবালু না জমে থাকে। ত্বকে ধুলোবালু জমার ফলে ত্বকের রোমকূপ বন্ধ হয়ে যাবে। ফলে দেখা দিতে পারে ব্রণ।

গরমের দিনে শরীর থেকে পানি বেরিয়ে যায় বিভিন্নভাবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো ঘাম। গরমে বাইরে গেলেই ঘাম হবে। ঘামে শরীরের পানি কমে যায়। শরীরে পানি কমে যাওয়া ব্রণ হওয়ার অন্যতম কারণ।

ঘুমের সমস্যা, অর্থাৎ সঠিক পরিমাণে ঘুম না হওয়া অনেক রোগের কারণ। ব্রণও হতে পারে সঠিক ঘুম না হওয়ার কারণে। ঘুমানোর সময় শরীর তার নিজের কাজগুলো করতে থাকে, যা আমাদের সুস্থ থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত না ঘুমালে শরীরের নিজের কাজ ক্ষতিগ্রস্ত হয়। সাধারণত ঘুমের সময়ে শরীরের জন্য প্রয়োজনীয় হরমোন নিঃসরণ বা তৈরির মতো জটিল বিষয়গুলো ঘটতে থাকে শরীরে। না ঘুমালে, কম বা অনিয়মিত ঘুমালে ব্রণ প্রতিরোধকারী হরমোন তৈরিতে বাধা আসতে পারে। ফলে ব্রণ হওয়ার আশঙ্কা তৈরি হবে।

বয়ঃসন্ধিকালে ছেলে–মেয়ে উভয়ের ব্রণ হয়ে থাকে। এর বড় কারণ, বয়ঃসন্ধিকালে কিশোর-কিশোরীরা বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক অবস্থার ভেতর দিয়ে যেতে থাকে। নতুন নতুন অভিজ্ঞতা তাদের সামনে আসতে থাকে। ফলে তাদের মধ্যে অবসাদ তৈরি হয়, দুশ্চিন্তা বেশি হয়, ঘুম ঠিকমতো হয় না, নিজে নিজে শরীরের যত্ন নেওয়ার অভিজ্ঞতা থাকে না, খাবারদাবার বিষয়ে সঠিক ধারণা থাকে না। ফলে শরীরে হরমোনের প্রবাহ বাধাগ্রস্ত হয় অথবা হরমোনের অভাব দেখা দেয়। এ সবকিছুই আসলে ব্রণ হওয়ার জন্য দায়ী।

তেল-মসলাযুক্ত অস্বাস্থ্যকর খাবার খাওয়া ব্রণ হওয়ার অন্যতম কারণ। বিভিন্ন ধরনের ফার্স্ট ফুড, ডিপফ্রাই করা খাবার, কোমল পানীয় যত বেশি খাওয়া হবে, ব্রণ হওয়ার প্রবণতা তত বেশি বাড়তে থাকবে। এসব খাবার ঠিকমতো হজম হয় না। খাবার হজম না হলে পেট পরিষ্কার থাকে না। পেট পরিষ্কার না থাকা বা নিয়মিত মলত্যাগ না করা শুধু ব্রণ নয়, আরও অনেক রোগের কারণ।

👉ডায়েট ও জীবনযাত্রায় নজর দিন

প্রথমেই ডায়েট ও জীবনযাত্রার দিকে নজর দিন। যদি ঠিকঠাক জীবন-শৈলী মেনে না চলতে পারেন, তাহলে আপনার স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়বেই। সত্যি বলতে, স্বাস্থ্যে প্রভাব পড়লে তার প্রতিফলন ত্বকে দেখা যাবে। বাড়াবে ত্বকের সমস্যা।

তাই পর্যাপ্ত পরিমাণে পানি খান। প্রতিদিন ডায়েটে রাখুন সময়ের সবজি। এছাড়াও প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাবার খাবেন। অস্বাস্থ্যকর খাবার যতটা এড়িয়ে যাওয়া যায়, ততই ভালো। দেখুন সমস্যা ঠিক হয় কিনা!

👉ঘরোয়া প্যাক ব্যবহার করুন

ব্রণর সমস্যা থেকে মুক্তির জন্য ঘরোয়া প্যাক ব্যবহার করতে পারেন। তবে নিম ও হলুদের প্যাক যেকোনো ত্বকের জন্যেই ভালো। সে কারণে নিম ও হলুদের প্যাক ব্যবহার করতে পারেন। নিম পাতা বেটে নিন। তার সঙ্গে সমপরিমাণে হলুদ বাটা মিশিয়ে দিন।

এরপর স্পট ট্রিটমেন্ট করুন। আপনার মুখে শুধুই ব্রণর উপরে এই মিশ্রণ লাগিয়ে দিন। ১০ মিনিট রেখে ধুয়ে নিন। প্রতি সপ্তাহে মেনে চলুন এই রুটিন। দেখবেন ঠিক হয়ে গিয়েছে।

👉সাথে থাকুন https://www.youtube.com/
সব সময় আমাদের সাথেই থাকুন আর উপভোগ করুন রুচিশিল বিনোদন।



  এই মাছের নাম কি?👉সাথে থাকুন https://www.youtube.com/সব সময় আমাদের সাথেই থাকুন আর উপভোগ করুন রুচিশিল বিনোদন।
11/07/2023



এই মাছের নাম কি?

👉সাথে থাকুন https://www.youtube.com/
সব সময় আমাদের সাথেই থাকুন আর উপভোগ করুন রুচিশিল বিনোদন।






দি ম্যাপ টিভির পক্ষ থেকে সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি! এই ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির আবেদন জান...
11/07/2023

দি ম্যাপ টিভির পক্ষ থেকে সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি! এই ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির আবেদন জানাচ্ছি।

👉সাথে থাকুন https://www.youtube.com/
সব সময় আমাদের সাথেই থাকুন আর উপভোগ করুন রুচিশিল বিনোদন।








  "সুতরাং এই পার্থিব জীবন যেন তোমাদেরকে কিছুতেই ধোঁকায় না ফেলে।" - (সূরা ফাতির - ০৫)👉সাথে থাকুন https://www.youtube.com...
11/07/2023


"সুতরাং এই পার্থিব জীবন যেন তোমাদেরকে কিছুতেই ধোঁকায় না ফেলে।" - (সূরা ফাতির - ০৫)

👉সাথে থাকুন https://www.youtube.com/
সব সময় আমাদের সাথেই থাকুন আর উপভোগ করুন রুচিশিল বিনোদন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Bucket-In posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bucket-In:

Share