M. Arafat

M. Arafat -এত গুরুত্ব দেওয়ার পরও যার প্রিয় হতে পারি না😅-তাকে কৃতজ্ঞতা জানাই🙂🖤

তুমি মূলত তখনই আমাকে হারিয়ে ফেলেছো, যখন তুমি আমার দিকে অসম্মানের নজরে তাকিয়েছিলে।বই - শেষ অধ্যায়
27/02/2025

তুমি মূলত তখনই আমাকে হারিয়ে ফেলেছো, যখন তুমি আমার দিকে অসম্মানের নজরে তাকিয়েছিলে।

বই - শেষ অধ্যায়

যেই ছেলেটা জুলাই ছাত্র আন্দোলনে গ্রেফতার হওয়ার পর পুলিশের প্রিজন ভ্যান থেকে উচ্চস্বরে বলেছিলো-''আসছে ফাগুন, আমরা হবো দ্ব...
26/02/2025

যেই ছেলেটা জুলাই ছাত্র আন্দোলনে গ্রেফতার হওয়ার পর পুলিশের প্রিজন ভ্যান থেকে উচ্চস্বরে বলেছিলো-

''আসছে ফাগুন, আমরা হবো দ্বিগুন''

আজ সেই ছেলেটার গায়েই আপনারা হাত তুললেন।

26/02/2025

পুরো এক জেনারেশন তাঁদের স্বামীর জন্য এক কাপ চা বানালো, আদা দিলো চিনি দিলো লারাও দিলো সামান্য,

কিন্তু,আসল উপকরণ চা-পাতা টাই দিলো না! 🙂

আল্লাহ শ্রেষ্ঠ বিচারক।
25/02/2025

আল্লাহ শ্রেষ্ঠ বিচারক।

24/02/2025

ছাত্রলীগ মনে করে আমি ছাত্রদল করি!
ছাত্রদল মনে করে আমি শিবির করি!
আর আমার বউ মনে করে আমি অন্য মেয়ের সাথে প্রেম করি! 🙂

22/02/2025

স্বামীর মুখের ভাষা কেড়ে নেওয়া সকল স্ত্রীদের বলছি....
ভাষা দিবসের শুভেচ্ছা নিন, স্বামীকে কথা বলতে দিন!

20/02/2025

আজকে বাংলাদেশ জিতলেই ভন্ডামি বাদ দিয়া ভালা হইয়া যামু

KUTE❤️‍🔥❤️‍🔥🔥
20/02/2025

KUTE❤️‍🔥❤️‍🔥🔥

19/02/2025

২০১৮ সালের নির্বাচনে রাতের ভোট করা সকল ডিসিদের ওএসডি/বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।

ইতিমধ্যে ওএসডি হয়েছে ৩৩ জন।

খুনিরা হাসে... কিভাবে?
19/02/2025

খুনিরা হাসে... কিভাবে?

18/02/2025

হাম লা কারী- মাহবুবুর রহমান,
সহ-সভাপতি, যুবদল দৌলতপুর থানা, খুলনা।
[চেক কমেন্ট]

ড. মুহাম্মদ ইউনূস আরেকবার নিজের জাত চেনায় দিলেন!!শিক্ষিত এবং জ্ঞানী লোক রাজনীতিতে আসলে কি চমৎকার পরিবর্তন সম্ভব....সেটাই...
18/02/2025

ড. মুহাম্মদ ইউনূস আরেকবার নিজের জাত চেনায় দিলেন!!
শিক্ষিত এবং জ্ঞানী লোক রাজনীতিতে আসলে কি চমৎকার পরিবর্তন সম্ভব....
সেটাই একটা ছোট নমুনা তিনি দেখিয়ে দিলেন!!

গত এক সপ্তাহের ঘটনা যদি একটু দেখতে যাই:

🟣 দেশ বিদেশের রিপোর্টার নিয়ে উনি আয়নাঘর পরিদর্শনে গেলেন!
ঠিক সেইদিনই UN এর বিস্তারিত রিপোর্ট চলে আসলো গন/হ/ত্যা নিয়ে!
ফ্যা/সি/স্টদের রাজনীতিতে ফেরার দূ:স্বপ্ন দূ:স্বপ্নই থেকে গেলো!

🟣 কয়েকমাস ধরেই আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দল সংস্কার বাদ দিয়ে নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছে।
বিভিন্ন সময় মিডিয়াতে বিভিন্ন রকম কথা বলছে!
এই অস্থিরতা উনি এক বুদ্ধির ডান্ডা মেরে ঠান্ডা করে দিলেন।
বললেন, সংস্কার ত করতেই হবে... কোন দল কোনটায় রাজি, কোনটায় রাজিনা সব ওয়েবসাইটে দিয়ে দেব। দেশের মানুষ সব দেখতে পাবে। লুকোচুরি করার জায়গাটা একদম সীল মেরে দিলেন। কেউ বেশী বাড়াবাড়ি করলে দেশের জনগনের কাছে গ্রহনযোগ্যতা হারাবে!! কি চমৎকার!!

🟣 Elon Musk এর সাথে টেলিফোন কলে তিনি কথা বলেন বাংলাদেশে স্টারলিংক নিয়ে আসার ব্যাপারে। কালকে তিনি টুইট করলেন স্টারলিংক নিয়ে। সেখানে একদল বিন্ডিয়ান একাউন্ট এসে উল্টোপাল্টা কথা বলা শুরু করলো। খোদ Elon Musk নিজে কমেন্ট করে সবাইকে চুপ করিয়ে দিলেন। খুব শীঘ্রই বিন্ডিয়ার আগেই আমরা স্টারলিংক পেতে যাচ্ছি ⚡️

🟣 আজকে দেখলাম তিনি কথা বললেন পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন নিয়ে! বলে দিলেন পাসপোর্টে এই অহেতুক ঝামেলা তিনি রাখতে চান না। ভেরিফিকেশন প্রসেস আরো ইজি করে ফেলবেন। কি চমৎকার সিদ্ধান্ত!

একথা মানতেই হবে উনি রাজনৈতিক নেতাদের মত বড় বড় বুলি দেন না....
সেটা কাজে করে দেখিয়ে দেন!!

এই সবগুলো বিষয়ই উনি করতে পেরেছেন কারন উনি এভারেজ সাউথ এশিয়ান রাজনীতিবিদদের মতন না!
উনার চিন্তা ভাবনার পরিধি বাকি সবার মতন না

বিভিন্ন দেশে উনাকে কতটা সম্মান করা হয় সেটা আমরা সবাই জানি!!

এইরকম প্রজ্ঞাবান লোক যদি নির্বাচিত সরকার হিসেবে থাকতো তাহলে কত কিছুই না পরিবর্তন করা সম্ভব হতো!!

একটা মজার তথ্য দেই,
মানুষের ব্রেইন ৩০ বছরের পর আর ডেভেলপ করে না!
উল্টো আস্তে আস্তে ক্যপাবিলিটি কমতে থাকে!

বাংলাদেশের রাজনীতি এখন ফ্রেশ ইয়াং ব্লাড দরকার...
শিক্ষিত এবং প্রজ্ঞাবান লোক দরকার...
যারা শুধু বড় বড় বুলি ছাড়বে না...
চমৎকার সব ডিসিশনের মাধ্যমে দেশ ও জাতিকে নিয়ে যাবে অন্যন্য এক উচ্চতায়!!

নতুন বাংলাদেশে দরকার নতুন লীডার!
যারা হবে শিক্ষিত, বুদ্ধিমান এবং প্রজ্ঞাবান!

তাহলেই তৈরী হবে বাংলাদেশ ২.০
সেই বাংলাদেশের প্রত্যাশাতেই তাকিয়ে আছি আমরা সবাই ❤️

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when M. Arafat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M. Arafat:

Share

Category