MTIS BD VOICE

MTIS BD VOICE সত্য প্রচার করি.. Spread the truth...

25/10/2025
24/10/2025
24/10/2025

শাশুড়ির ১২ লাখ টাকার কিLAরে KHUন হন সালমান শাহ!

দীর্ঘ ২৯ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে Hত্যা মামলায়। এরপরই নতুন করে আলোচনায় দীর্ঘ ২৮ বছর আগে ১৯৯৭ সালের রেজভীর দেয়া একটি জবানবন্দি।

ওই জবানবন্দিতে রেজভী সালমান শাহর Hত্যার দায় স্বীকার করে বলেন,
আমরা সালমান শাহকে Hত্যা করেছি। Hত্যার ঘটনাকে Aত্মHত্যা বলে সাজানো হয়েছে। এ Hত্যাKAণ্ডে সামিরা ও তার পরিবারসহ অনেকে জড়িত। Hত্যাZজ্ঞে আমিও ছিলাম।

১৯৯৭ সালের ১৬৪ ধারায় জবানবন্দিতে রেজভী জানান, সালমান শাহর মৃত্যু ছিল ১২ লাখ টাকার এক Hত্যার চুক্তি। যে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। এ Hত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ।

রেজভী বর্ণনা অনুযায়ী, ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত ৮টায় ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও রেজভী দেখা করেন। ওই দিন ছাত্তার ও সাজু নামে আরও ২ জন ছেলে আসে। এরপর ফারুক আসে। ২ লাখ টাকা বের করে জানান সামিরার মা এই টাকা দিয়েছেন। সালমানকে শেষ করার জন্য মোট ১২ লাখ টাকা দেবেন।

কিন্তু ২ লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথাকাটি হলে ফারুক বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর আরও ৪ লাখ টাকা নিয়ে আসেন। রেজভী জানান, ফারুক বলেন কাজের আগে ৬ লাখ ও কাজের পরে ৬ লাখ। এরপরই প্লাস্টিকের একটি দড়ি, সিরিঞ্জ, রিVOLবার ইত্যাদি গুছিয়ে নেয়া হয়।

Hত্যার লোমহর্ষক বর্ণনা দিয়ে রেজভী বলেন, রাত আড়াইটায় সালমান শাহর বাড়িতে যান ডন, ডেভিড, ফারুক, আজিজ ভাই। রিজভীর দাবি, সে রাতে ঘুমন্ত সালমান শাহর ওপর ঝাঁপিয়ে পড়েন Hত্যাKAরীরা। নারকীয় Hত্যাZজ্ঞে উপস্থিত ছিলেন সামিরা, সামিরার মা লুসি এবং আত্মীয়া রুবি।

ঘুমন্ত সালমানকে ক্লোলোফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা। কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরলে সবার শুরু হয় ধস্তাধস্তি। এসময় সালমান শাহর শরীরে ইনজেকশন পুশ করতে বলেন আজিজ ভাই। সালমানকে Hত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেয়া হয় তার LAশ।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছরে রহস্যজনক মৃত্যু হয় ঢালিউড চিত্রনায়ক সালমান শাহর।

সূত্র: সময় টিভি

ভালো থাকবেন প্রিয় নায়ক। বাংলাদেশের সিনেপ্রেমী প্রতিটি মানুষ আপনাকে ভালোবেসেছে, ভালোবেসে যাবে।

22/10/2025
22/10/2025
22/10/2025

বাবা হয়েছেন জেমস। #জেমস

https://youtu.be/OFLKEU5iu9o
22/10/2025

https://youtu.be/OFLKEU5iu9o

বাংলা রক তারকা জেমসের ঘরে নতুন অতিথি! বাবা হয়েছেন ‘গুরু’ জেমস‖বাংলাদেশের সংগীতজগতের কিংবদন্তি শিল্পী জেমসের ঘ.....

21/10/2025
21/10/2025

২০১৩ সালে তুরস্কের ৪২ বছর বয়সী ইব্রাহিম ইউসেল ধূমপান ছাড়ার জন্য বেছে নেন এক অভিনব উপায়—নিজের মাথায় লোহার খাঁচা পরেছিলেন তিনি!

২৬ বছর ধরে দিনে দুই প্যাকেট সিগারেট খেতেন ইউসেল। কৈশোর থেকে শুরু হওয়া এই অভ্যাস একসময় জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। কিন্তু বাবার মৃত্যু—যিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান—তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তখন তিনি বুঝতে পারেন, তিনিও একই পরিণতির দিকে এগোচ্ছেন।

অসংখ্যবার চেষ্টা করেও যখন তিনি ধূমপান ছাড়তে ব্যর্থ হন, তখন এক অভিনব সিদ্ধান্ত নেন। মোটরসাইকেলের হেলমেট ও জেলের সেলের কাঠামো দেখে অনুপ্রাণিত হয়ে বানিয়ে ফেলেন এক লোহার খাঁচা, যা তার মাথাকে পুরোপুরি ঘিরে রাখে। খাঁচায় ছিল শুধু নিঃশ্বাস নেওয়া, পানি পান করা এবং স্ট্র দিয়ে অল্প খাবার খাওয়ার মতো ফাঁকা জায়গা।

প্রতিদিন সকালে তার স্ত্রী ও মেয়ে সেই খাঁচা তালাবদ্ধ করে দিতেন, আর চাবি রেখে দিতেন নিজেদের কাছে—যাতে ইব্রাহিম কোনোভাবেই এটি খুলতে না পারেন। এই অদ্ভুত পদ্ধতিই শেষ পর্যন্ত তার জন্য কাজ করে। লোহার খাঁচাটি হয়ে ওঠে তার আসক্তির বিরুদ্ধে এক বাস্তব দেয়াল।

ইব্রাহিম ইউসেলের এই ছবিগুলো দ্রুতই ছড়িয়ে পড়ে মিডিয়ায়, আলোচনার জন্ম দেয় আসক্তি থেকে মুক্তি পাওয়ার মনস্তাত্ত্বিক সংগ্রাম নিয়ে।

19/10/2025

৭ ধরনের মানুষের জন্য ওরস্যালাইন হতে পারে বিপদ

16/10/2025

চাকসুতে জয় পেলেন সাদিক কায়েমের ভাই আবু আয়াজ!

09/10/2025

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফয়জুল করিম‖
#ফয়জুলকরিম #স্বরাষ্ট্রউপদেষ্টা #ইসলামীআন্দোলনবাংলাদেশ #চরমোনাইপীর #বাংলাদেশরাজনীতি

Address

Baridhara Dohs
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when MTIS BD VOICE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share