𝙎𝙚𝙮𝙖𝙢 𝙈𝙖𝙙𝙗𝙤𝙧

𝙎𝙚𝙮𝙖𝙢 𝙈𝙖𝙙𝙗𝙤𝙧 ♔♚♔King of my own World♔♚♔

26/02/2025

আবুদ্‌ দারদা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

أَلاَ أُنَبِّئُكُمْ بِخَيْرِ أَعْمَالِكُمْ ، وَأَزْكَاهَا عِنْدَ مَلِيكِكُمْ ، وَأَرْفَعِهَا فِي دَرَجَاتِكُمْ وَخَيْرٌ لَكُمْ مِنْ إِنْفَاقِ الذَّهَبِ وَالوَرِقِ ، وَخَيْرٌ لَكُمْ مِنْ أَنْ تَلْقَوْا عَدُوَّكُمْ فَتَضْرِبُوا أَعْنَاقَهُمْ وَيَضْرِبُوا أَعْنَاقَكُمْ ؟ قَالُوا : بَلَى. قَالَ : ذِكْرُ اللهِ تَعَالَى قَالَ مُعَاذُ بْنُ جَبَلٍ : مَا شَيْءٌ أَنْجَى مِنْ عَذَابِ اللهِ مِنْ ذِكْرِ اللَّهِ.

আমি কি তোমাদেরকে সর্বোত্তম আমল সম্পর্কে অবহিত করব, যে আমল হবে তোমাদের মালিকের নিকট সবচেয়ে পরিশুদ্ধ, তোমাদের দরজা সমুচ্চকারী, সোনা ও রূপা আল্লাহর পথে ব্যয় করার চেয়েও তোমাদের জন্য কল্যাণকর, আর এর চেয়েও মঙ্গলকর হবে যে, তোমরা শত্রুর সম্মুখীন হয়ে তাদের গর্দানে আঘাত করবে আর তারা তোমাদের গর্দানে আঘাত করবে? তারা বললেন, হ্যাঁ, বলুন। তিনি বললেনঃ এ হলো আল্লাহ তা‘আলার যিক্‌র। মু‘আয ইবনু জাবাল রা. বলেন, আল্লাহর যিকর অপেক্ষা আল্লাহর আযাব থেকে অধিক মুক্তিদানকারী আর কোনো বিষয় নেই।

জামে আত-তিরমিযী, হাদীস ৩৩৭৭ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ

পাদটীকা:

যিকর অর্থ স্মরণ করা। মৌখিকভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইত্যাদি বলা যেমন যিকর, আবার আল্লাহ তায়ালার কথা, দীনের কথা আলোচনা করাও যিকর।

24/02/2025

মিকদাম ইবনু মা’দীকারিব রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি,

مَا مَلأَ آدَمِيٌّ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ. بِحَسْبِ ابْنِ آدَمَ أُكُلاَتٌ يُقِمْنَ صُلْبَهُ ، فَإِنْ كَانَ لاَ مَحَالَةَ فَثُلُثٌ لِطَعَامِهِ وَثُلُثٌ لِشَرَابِهِ وَثُلُثٌ لِنَفَسِهِ

পেটের চেয়ে মন্দ কোন পাত্র মানুষ ভরাট করে না। পিঠের দাঁড়া সোজা রাখার মত কয়েক লোকমা খানাই আদম সন্তানের জন্য যথেষ্ট। আরো বেশী যদি প্রয়োজন হয় তবে পেটের এক তৃতীয়াংশ খানার জন্য, এক তৃতীয়াংশ পানির জন্য আরেক তৃতীয়াংশ শ্বাস-প্রশ্বাসের জন্য রাখবে।

23/02/2025

আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

مَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ مِنَ الإِزَارِ فَفِي النَّار

ইযারের যে পরিমাণ টাখনুর নিচে থাকবে, সে অংশ জাহান্নামে যাবে।

সহীহ বুখারী, হাদীস ৫৭৮৭ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত) ৫৩৭১ (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)

পাদটীকা:

ইযার মানে লুঙ্গি। তবে এই হাদিসের নিষেধাজ্ঞায় সব রকম পোশাক অন্তর্ভুক্ত। লুঙ্গি প্যান্ট পাজামা জুব্বা ইত্যাদি কোন কিছুই টাখনুর নিচে ঝুলিয়ে পরা যাবে না

22/02/2025

আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

السَّاعِي عَلَى الأَرْمَلَةِ وَالْمِسْكِينِ كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللهِ ، أَوِ الْقَائِمِ اللَّيْلَ الصَّائِمِ النَّهَارَ.

বিধবা ও মিসকীন-এর জন্য (খাদ্য যোগাতে) সচেষ্ট ব্যক্তি আল্লাহ্‌র রাস্তায় মুজাহিদের ন্যায় অথবা রাত জেগে নামাজ আদায়কারী ও দিনভর সিয়াম পালনকারীর ন্যায়।

21/02/2025
21/02/2025

আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

الرَّحِمُ مُعَلَّقَةٌ بِالْعَرْشِ تَقُولُ مَنْ وَصَلَنِى وَصَلَهُ اللَّهُ وَمَنْ قَطَعَنِى قَطَعَهُ اللَّهُ

রিহম অর্থাৎ আত্মীয়তার সম্বন্ধ আল্লাহর ‘আরশের সাথে ঝুলন্ত রয়েছে। সে বলে, যে ব্যক্তি আমার সম্পর্ক বজায় রাখবে, আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবেন। আর যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন।

সহীহ মুসলিম, হাদীস ২৫৫৫ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ৬২৮৮ (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)

পাদটীকা:

অর্থাৎ যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আল্লাহ তার সঙ্গে সম্পর্ক রক্ষা করেন, তাকে ভালবাসেন। আর যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তায়ালাও তার সাথে সম্পর্ক ছিন্ন করেন। তাকে তিনি অপছন্দ করেন।

20/02/2025

আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

الْمُؤْمِنُ الْقَوِىُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنَ الْمُؤْمِنِ الضَّعِيفِ وَفِى كُلٍّ خَيْرٌ احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ وَاسْتَعِنْ بِاللَّهِ وَلاَ تَعْجِزْ وَإِنْ أَصَابَكَ شَىْءٌ فَلاَ تَقُلْ لَوْ أَنِّى فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا. وَلَكِنْ قُلْ قَدَرُ اللَّهِ وَمَا شَاءَ فَعَلَ فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ

শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিন অপেক্ষা উত্তম ও বেশি প্রিয়। তবে প্রত্যেকের মধ্যেই কল্যাণ রয়েছে। যা তোমার জন্য উপকারী তার প্রতি লোভ করো এবং আল্লাহর কাছে সাহায্য চাও। অক্ষম হয়ে পড়ো না। যদি তোমার কোন বিপদ আসে তবে বলো না, "যদি আমি এরূপ করতাম তবে এমন এমন হতো।" বরং বলো, "আল্লাহ তাকদীরে এটাই রেখেছেন। তিনি যা চেয়েছেন, করেছেন।" কেননা ‘যদি’ শব্দটি শয়তানের কাজ করার পথ খুলে দেয়।

19/02/2025

আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

بَادِرُوا بِالأَعْمَالِ سَبْعًا هَلْ تُنْظَرُونَ إِلاَّ إِلَى فَقْرٍ مُنْسٍ ، أَوْ غِنًى مُطْغٍ ، أَوْ مَرَضٍ مُفْسِدٍ ، أَوْ هَرَمٍ مُفَنِّدٍ ، أَوْ مَوْتٍ مُجْهِزٍ ، أَوِ الدَّجَّالِ فَشَرُّ غَائِبٍ يُنْتَظَرُ ، أَوِ السَّاعَةِ فَالسَّاعَةُ أَدْهَى وَأَمَرُّ.

তোমরা সাতটি জিনিস আসার আগে দ্রুত আমলে লিপ্ত হও। তোমরা কি অপেক্ষা করছ এমন দারিদ্র্যের, যা সবকিছু ভুলিয়ে দেয়? না এমন প্রাচুর্যের, যা অবাধ্য করে তোলে? না এমন রোগব্যাধির, যা অথর্ব করে তোলে? না এমন বার্ধক্যের, যা বুদ্ধি লোপ করে দেয়? না আকস্মিক আগত মৃত্যুর? না দাজ্জালের- সে তো এমন নিকৃষ্টতম অনুপস্থিত, যার আত্মপ্রকাশের অপেক্ষা করা হচ্ছে? না কিয়ামতের, যে কিয়ামত কিনা অত্যন্ত বিভীষিকাময় ও অতি তিক্ত?

18/02/2025

জুবায়ের ইবনু মুতইম রা. থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন,

لاَ يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ.

আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।

সহীহ বুখারী, হাদীস ৫৯৮৪ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ৫৫৫৮ (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)

Address

Dhaka

Telephone

+8801909893928

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝙎𝙚𝙮𝙖𝙢 𝙈𝙖𝙙𝙗𝙤𝙧 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share