06/03/2025
খুনি হাসিনার আমলে বলতো কোন অন্যায় হলে দেশে এগুলো জামাত শিবির বিএনপির কাজ
এখন আপনি এবং আপনার ক্যাবিনেটরাও বলতেছে চুরি ডাকাতি এগুলো আওয়ামী লীগ এর কাজ, এই চেচরা মার্কা কাজ খুনি হাসিনার বাহিনী করেনা,তারা কলমের খোচায় টাকা পয়সা খায়,
ইউনিয়ন পর্যায়ের খুনি হাসিনার বাহিনীরা পালাইয়া বেড়াচ্ছে আর তারা নাকি চুরি ডাকাতি করবে,এইসব বলে সমস্যা আরও বাড়াচ্ছেন,এইসব প্রতিটা ঘটনার তদন্ত করে জাতির সামনে তাদের পরিচয় তোলে ধরুন পিকচারসহ, তাহলে আপনি যে নোবেল পাইছেন তার মান সন্মান থাকবে কারণ এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাস এর সবচেয়ে ব্যর্থ সরকার প্রধান হিসেবে আছেন,বাংলাদেশের ইতিহাস বঙ্গবন্ধুকে মারার পরেও দেশের এতো খারাপ অবস্থা হয়নাই আজ যে পরিস্থিতি দেশের,দেশকে উন্নত করার সব সেক্টরকে সংস্কার করার প্রতিশ্রুতি দিচ্ছেন অথচ এখন পর্যন্ত দেশের মানুষকে শান্তিতে ঘুমাতেই দিচ্ছেননা মানুষ এখন এমন আতংকে আছে সে যেই জায়গায় ঘুমিয়েছে সেই জায়গায় থাকতে পারবে কিনা সেই জায়গায় রাত কাটাতে পারবে কিনা তার সিউরিটি পাচ্ছেনা আপনি দিতে পারছেননা আপনি আর কি সংস্কার করবেন,যেই ১৭/২০ বছরের যুবক বলে আমার জীবনে বাবা চাচাতের কাছ থেকে গল্প শুনতাম চুরি ডাকাতির আর এখন দেখি সব বাস্তবে, আমরাতো এই সংস্কার চাচ্ছিনা যেই সংস্কার হবে চুরি ডাকাতির, এইসব গল্প বাদ দেন,মঞ্চে উঠে সবাইকে উপদেশ দেওয়া যায় আপনি দুনিয়ার বড় বড় মঞ্চে অনেক মোটিভেশনাল বক্তব্য দিছেন কিন্তু আপনার সেই মোটিভেশনাল বক্তব্য বাস্তবে আপনার জিরু,এক আবাল সাংবাদিক একটা কথা বলেছে বাংলাদেশের কেউ নাকি আপনার পশম ছেঁড়ার ক্ষমতা নাই,পশম কতভাবে ছেঁড়া যায় ওই আবাল সাংবাদিক ভুলে গেছে, সঠিক পড়াশোনা করলে ঠিকই বুঝতো, পুরো দেশের মানুষের পশম ছেঁড়া ফেলছে চোর ডাকাতরা আপনি সরকার থাকা অবস্থায় তাও নাকি আপনার পশম ছেঁড়া হয়না হচ্ছেনা,আপনি এখন শুধু ছেয়ে ছেয়ে দেখছেন,কয়েকদিন পর সাধারণ মানুষ এর মতো আবার আপনিও বলে উঠেন নাকি যে আগেই ভালো ছিলাম