29/09/2025
জীবনে এমন জীবন গঠন করুন যেনো সমাজের ৮/১০ জন মানুষ আপনাকে দেখে উদাহরণ দেয় এবং ওইলোকদের সন্তান এবং পাড়াপড়শির কাছে বলে তাদের মতো জীবনযাপন করবি,সন্তান খারাপ হয় ৮০% একমাত্র বাবা-মার একমাত্র কারণে বাবা-মা সন্তানকে যেইভাবে শিক্ষা দিবে নিজে যেইভাবে জীবনযাপন করবে সন্তান বেড়ে উঠার সময় তাই সমাজকে সন্তান দেখাবে আলহামদুলিল্লাহ বাবা-মার কাছে, জীবনে বড় কিছু হতে পারিনি করতেও পারিনি কিন্তু জীবনের জন্য যেই নৈতিক শিক্ষাটা আগে দরকার তা বাবা-মা দিয়েছেন যার জন্য ২ নাম্বার কোনো কিছুই জীবনে নাই
***বাবা-মার কথা শুনেন
***হালাল জীবনযাপন এবং হালাল চিন্তাভাবনা মনে আনেন
***নিজের অপরাধগুলো কি প্রতিদিন ভাবেন
****আড্ডাবাজি বন্ধ করুন(বাবা-মার কাছে লাখো কুটি শুকরিয়া যেইটা আমার ৩ ভাই বোনের মধ্য আড্ডাবাজিনাই)আড্ডাবাজ এইটা পরিবার সমাজ রাষ্ট্রকে নিজেকে অসৎ গড়ে তোলার প্রধান মাধ্যম
***পরিবারকে প্রচুর সময়দিন এতে আপনার ব্যক্তিত্ব বাড়বে
****শুধু বন্ধু না সমাজের যেই খারাপ মানুষ আছে তাদের এড়িয়ে চলুন
****সাহায্যর হাত বাড়িয়ে দিন অর্থ না থাকলেও তা বিভিন্নভাবে করতে পারেন
*****বেপর্দায় যেনো না চলে সন্তান সন্ততিকে ছোটবেলা থেকেই শিক্ষা দিন
আবার নিজে বেপর্দায় চলাফেরা করে সন্তানকে সারাদিন বললেও কাজ হবেনা
অনেক বাবা-মা আছেন মেয়ে শিশুদের ছোটবেলায় যত বেপর্দা পোশাক পরিয়ে পরে পর্দায় কথা বলে সেইটা কস্মিনকালেও সম্ভব না পালন করানো,নিজে ঠিক হউন ছোটবেলা থেকেই সন্তানদের নৈতিক শিক্ষা দিন সারাদিন সন্তানদের বিলগেটস, কার্লোসদের গল্প শুনিয়ে নিজের প্রধান সংস্কৃতিতে গড়ে তুলতে পারবেননা
****ধর্মশিক্ষা মেনে চলুন (কিন্তু আমাদের মুসলিমরা বেশিরভাগ মানুষ সমাজের সব খারাপ কাজ করতেছি আবার ধর্মশিক্ষাও নিচ্ছি এইটা ধর্মের সাথে পাগলামি) আখলাক বলেন কলব পরিষ্কার বলেন এইটা ঠিক রাখা হলো ধর্মের প্রধান শিক্ষা
***বাচ্ছাদের প্রতিদিন বিকেলে ১/২ ঘন্টা খেলার সুযোগ করে দিন এতে বাচ্ছাদের মননশীলতা বাড়বে