
22/08/2025
আমার বাংলাদেশের সোনার ছেলেদের অবস্থা দেখেন,আইল্যা জাইল্যা,অদিল্যা বদিল্যা,টোকাই
টাকা দিয়ে আমার সোনার ছেলেদের গ্রামের অহংকারদের কিনে ফেলে, কি আছে তাদের মনুষ্যত্ব বিবেক, বাংলাদেশের আমি কসম করে বলতে পারবো ৯৯% উর্ধতন কর্মকর্তা এই হারাম মানুষের হক মারার সাথে জড়িত,মানুষ গরু চুরি করলে মানুষের ঘরে ডাকাতি করলে এলাকার মানুষ আমরা ওই চোরদের কতইনা উপহাস করি তুচ্ছতাচ্ছিল্য করি অথচ ৯৯% উর্ধতন কর্মকর্তা কত বড় চোর কতো বড় ডাকাত,আমরা চোরের বংশের সাথে সম্পর্কে করতে দিদাবোধ করি অথচ এই উর্ধতন কর্মকর্তা চোরদের কারণে বাংলাদেশ এখন পর্যন্ত মাথা উঁচু করে দাড়াতে পারছেনা তারপরেও তাদের সাথে সম্পর্ক করতে পাগল হয়ে যাই,বাংলাদেশের ৯৯% সরকারি চাকুরিজীবী মানুষদের থেকে ৯৯% রিকশাচালক সৎ........
আপনি/আপনারা বিশ্বাস করবেন কিনা জানিনা আপনি বাংলাদেশ থেকে একবার বের হয়ে দেখেন মানুষের সৎ এর সংখ্যা প্রতিটি দেশে কি পরিমাণ বেশি, তাদের শুধু পোশাক খারাপ ড্রিংস করে এইটুকু বলতে পারবেন কিন্তু বাকি সব আমাদের মুসলমানদের থেকে ৯৯% এগিয়ে, আপনি সরকারি কি সুবিধা চান ৫ মিনিটে সব সমাধান যদি আইনের ভিতর থাকেন, ইলিগ্যাল হলে হাজার কোটি দিয়েও তা সমাধান করতে পারবেননা,আপনি জীবনে কল্পনা করতে পারবেননা চাদা কাকে বলে,আপনি ৮০% এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারীদের দেখবেনেইনা তারপরেও এরা এতটা সভ্য