Rayyan Rayhan

Rayyan Rayhan মুখ দিয়ে কিছু বলার আগে, মস্তিষ্ক দিয়ে একটু ভাবা উচিত..!!

23/01/2025

#খোলাচিঠি
প্রিয়,,

কে জানে কার মনের কথা..!!
কার মনেতে কার কতটুকু জায়গা..!!💔

একটু আড়াল হতেই মানুষ কেমন ভুলে যেতে ব্যস্ত হয়ে যায়! বৃষ্টি আড়াল হলেই পাখিটাও যেমন এক ফোঁটা পানি রাখতে চায় না গা'য়...!!

প্রয়োজন ফুরালেই নিমিষেই যোগাযোগ ফুরিয়ে যায়! শীত লুকাতেই চাদরটা যেমন পড়ে থাকে অবহেলায়,, বসন্ত পেয়ে গেলে মানুষ ভুলে যায় শিশির ভেজা ভোরের গল্প! হৃদয়ে মিশে থাকা মানুষটাও হারালে খুঁজে নেয় বিকল্প...!!
বন্ধুত্ব কিংবা ভালোবাসা এই শহরে সবি অভিনয়.!
নিজের মনে পর মানুষের জায়গা দেওয়া অনেক কঠিন কাজ ...!! সত্যিকার অর্থে মানুষ মন ব্যবহৃত করে অন্য মনের সাথে শুধু মূহূর্ত, সময়কে সুন্দর করার জন্য।
দিন শেষে দরকষাকষি করে হিসাব করে দেনাপাওনার কে কত টুকু ভালোবাসা পেলো এবং কে কতটুকু সম্মান শ্রদ্ধা করলো ..!!

এই সব হিসাব নিকাশ এর সময় সীমা শেষ হতে না হতেই ভীষণ রকমের অজুহাত দেখিয়ে চলে যা ঐ সব ভালোবাসার মানুষ.! তারা কখনো বন্ধু ভাবেনি এবং ভালোবাসা তো অনেক সাধনার বিষয়..!! 💔

এই-যে চারিপাশে এতো প্রিয় মুখ,, আমি হারালে কে-বা রাখবে মনে,, ভুলে যাবে আমার অধ্যায় গুলো,, নতুন কোনো বইয়ের আগমনে! আড়াল হলেই দেখি সব মরিচীকা,, আদতে মানুষ খেয়াঘাটের মতো,, বেলা শেষে ভীষণ একলা-একা...!!
আমরা সত্যিই অনেক একা দিন শেষে সবাই তার নিজের কাছে ফিরে আসে এবং নিজেই নিজেকে ভালোবাসে হয়তো অবহেলায় রাখে.. মানুষ মাত্র উপলক্ষ ..!! তাই অন্যের উপর দোষ চাপিয়ে দিয়ে কি লাভ ।। ভালো থাকবেন,, ভালোবাসায় আছেন ইনশাআল্লাহ থাকবেন,🤲🤲🤲
ইতি,, রায়হান

23/01/2025

💔💔

25/12/2024

ছন্দ হয়ে পড় তুমি আমার জমিনে ..!
তুমি আমার যত্নে রাখা সিন্দুক আটকে রাখা মায়া ... তাই তো বারংবার ফিরে আসা ..! ❤️

01/09/2024

ভালোবাসার বহিঃপ্রকাশ 💝💝
Rj Biplob Hosen আমার দেখা বেস্ট আরজে..I miss you. I really miss you 💝 "ডাকবাক্স " চিঠি দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন..!

30/08/2024

My Heart ❤️ RJ Nandini 💝
I miss you 💝

21/03/2024

সম্পর্ক Vs বিশ্বাস.. "ডাকবাক্স " Rj Biplob Hosen. Radio Dhoni 91.2 FM

08/03/2024

Rj "Biplob" যখন মনের কথা গুলো বলে .. বন্ধুত্ব থেকে ভালোবাসা...! ভালোবাসা থেকে বিয়ে ..! আপনাদের কাছে এই সম্পর্কটা কেমন .?

26/02/2024

বিচ্ছেদ 💔💔 Rj Biplob Hosen শখের "ডাকবাক্স "

29/01/2024

প্রকৃত ভালোবাসা মানে ....Rj Biplob Hosen (ডাকবাক্স) Radio Dhoni 91.2 FM

28/01/2024

টক্সিক রিলেশন বলতে কি বুঝায়... (Rj Biplob) "ডাকবাক্স "

17/01/2024

ডাকবাক্স শো Rj Biplob..... Phone call...😪বেলা😭
সকল মা-বাবার প্রতি সম্মান ও শ্রদ্ধা.. দোয়া রইল যাদের মা-বাবা বেঁচে আছে কিংবা "জান্নাত" এ আছে ..!

পরিবার হল এমন একটা ব্যাপার, যেখানে সকলের সাত খুন মাফ! বিপদে-আপদে, সুখে-দুঃখে যারা একসঙ্গে জটাপটি করে থাকে আর একে অপরের চোখের জল মোছায়, বাজে জোক শুনেও হাসে, আর অন্যের আনন্দে দেদার পার্টি করে কেন করছে সেটা না বুঝেই, তাকেই বলে পরিবার! এবার আপনি পরিবার বলতে কী বোঝেন, সেটা আপনার উপর। পরিবার আপনি জন্মসূত্রে পেতে পারেন, কর্মসূত্রে পেতে পারেন আবার বন্ধুসূত্রেও পেতে পারেন! শুধু আপনার সঙ্গে রক্তের সম্পর্ক থাকলেই আপনি তাকে নিজের পরিবারের অন্তর্গত মনে করবেন, এমনটা নয়। আত্মিক সম্পর্কটাই আসল।

07/12/2023

ওহে প্রিয়তমা
আমার মন মানসিকতা নোংরা,
কারণ আমি ভালোবাসি তোমায়।

হ্যাঁ,
আমার মন মানসিকতা নোংরা,
কারণ,
আমি তোমায় স্বাধীনতা দেই না।
আমি অশালীন চলাফেরা পছন্দ করি না।

হ্যাঁ,
আমার মন মানসিকতা নোংরা,
কারণ,
আমি নারী পুরুষ সমান অধিকার মানতে পারি না।
নারী পুরুষের অবাদ বিচরণ আমি মানতে পারি না।

হ্যাঁ,
আমার মন মানসিকতা নোংরা,
কারণ,
আমি তোমায় শাসনে রাখি।
আমি তোমায় বারনে রাখি।

হ্যাঁ,
আমার মন মানসিকতা নোংরা,
কারণ,
আমি তোমার অতিরিক্ত যত্ন করি।
আমি তোমায় অনেক ভালোবাসি।

হ্যাঁ সত্যি,
আমার মন মানসিকতা নোংরা,
কারণ,
তোমার ভাগ আমি কাউকে দিতে পারবো না।
অনেক ভালোবাসি তোমায় অনেক অনেক অনেক।

❤️❤️❤️💖💖💖

Address

Dhaka

Telephone

+8801581083508

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rayyan Rayhan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rayyan Rayhan:

Share