23/01/2025
#খোলাচিঠি
প্রিয়,,
কে জানে কার মনের কথা..!!
কার মনেতে কার কতটুকু জায়গা..!!💔
একটু আড়াল হতেই মানুষ কেমন ভুলে যেতে ব্যস্ত হয়ে যায়! বৃষ্টি আড়াল হলেই পাখিটাও যেমন এক ফোঁটা পানি রাখতে চায় না গা'য়...!!
প্রয়োজন ফুরালেই নিমিষেই যোগাযোগ ফুরিয়ে যায়! শীত লুকাতেই চাদরটা যেমন পড়ে থাকে অবহেলায়,, বসন্ত পেয়ে গেলে মানুষ ভুলে যায় শিশির ভেজা ভোরের গল্প! হৃদয়ে মিশে থাকা মানুষটাও হারালে খুঁজে নেয় বিকল্প...!!
বন্ধুত্ব কিংবা ভালোবাসা এই শহরে সবি অভিনয়.!
নিজের মনে পর মানুষের জায়গা দেওয়া অনেক কঠিন কাজ ...!! সত্যিকার অর্থে মানুষ মন ব্যবহৃত করে অন্য মনের সাথে শুধু মূহূর্ত, সময়কে সুন্দর করার জন্য।
দিন শেষে দরকষাকষি করে হিসাব করে দেনাপাওনার কে কত টুকু ভালোবাসা পেলো এবং কে কতটুকু সম্মান শ্রদ্ধা করলো ..!!
এই সব হিসাব নিকাশ এর সময় সীমা শেষ হতে না হতেই ভীষণ রকমের অজুহাত দেখিয়ে চলে যা ঐ সব ভালোবাসার মানুষ.! তারা কখনো বন্ধু ভাবেনি এবং ভালোবাসা তো অনেক সাধনার বিষয়..!! 💔
এই-যে চারিপাশে এতো প্রিয় মুখ,, আমি হারালে কে-বা রাখবে মনে,, ভুলে যাবে আমার অধ্যায় গুলো,, নতুন কোনো বইয়ের আগমনে! আড়াল হলেই দেখি সব মরিচীকা,, আদতে মানুষ খেয়াঘাটের মতো,, বেলা শেষে ভীষণ একলা-একা...!!
আমরা সত্যিই অনেক একা দিন শেষে সবাই তার নিজের কাছে ফিরে আসে এবং নিজেই নিজেকে ভালোবাসে হয়তো অবহেলায় রাখে.. মানুষ মাত্র উপলক্ষ ..!! তাই অন্যের উপর দোষ চাপিয়ে দিয়ে কি লাভ ।। ভালো থাকবেন,, ভালোবাসায় আছেন ইনশাআল্লাহ থাকবেন,🤲🤲🤲
ইতি,, রায়হান