Medical Technology Job Market

Medical Technology Job Market ভাইরাল ফানি ক্লিপিংস সমগ্র

শুধুমাত্র মেডিকেল পেশার চাকুরীর বিজ্ঞপ্তি প্রকাশকারী (বিশেষ করে মেডিকেল টেকনোলজিষ্ট পদের জন্য) বাংলাদেশের সর্ব প্রথম ও একমাত্র ফেসবুক পেজ। যেখানে আপনি পাবেন দেশের সকল সরকারী ও বেসরকারী মেডিকেল কলেজ হাসপাতাল, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার সহ মেডিকেল পেশার সর্বশেষ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি।
আপনার যেকোন পরামর্শ ও অভিযোগ আমাদের জানাতে পারেন ফোন, ই-মেইল অথবা আমদের পেজে ইনবক্স করে।
আমাদেরকে ফোন করতে পার

েন- ০১৮১৪-৭৬৩০৪৭ নাম্বারে। আমাদের ই-মেইল করতে পারেন- [email protected] ঠিকানায়। আমাদের কে ইনবক্স করতে পারেন আমাদের পেজে অথবা পেজের মেইন এডমিনের ব্যাক্তিগত ফেসবুক একাউন্ট www.facebook.com/shakil.ahmed1421 তে।
আমাদের পেজ আরও সহজে খুঁজে পেতে আপনার এড্রেসবারে www.facebook.com/mtjmbd লিখে সার্চ দিন।

03/08/2025

নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম: বায়োকেমিস্ট (Biochemist)
যোগ্যতা: বায়োকেমিস্ট্রিতে বিএসসি/এমএসসি সম্পন্ন (সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে)

দায়িত্বসমূহ:

আধুনিক বায়োকেমিক্যাল টেস্ট ও বিশ্লেষণ পরিচালনা

পরীক্ষার মান নিয়ন্ত্রণ ও প্রতিবেদন প্রস্তুত করা

ল্যাবরেটরির যন্ত্রপাতি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ

অভিজ্ঞতা:

সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে

কর্মঘণ্টা: প্রতিদিন ৮ ঘণ্টা
বেতন: বেসিক ৩০,০০০/- (আলোচনা সাপেক্ষে বাড়ানো যেতে পারে)

কর্মস্থল: কিশোরগঞ্জ

আগ্রহীদের অনুরোধ:
আপনার জীবনবৃত্তান্ত (CV) ইমেইল করুন: [email protected]
অথবা সরাসরি যোগাযোগ করুন: 01936089863

> 📌 আমরা একটি পেশাদার ও বন্ধুবান্ধব পরিবেশে কাজ করতে আগ্রহী দক্ষ বায়োকেমিস্ট খুঁজছি। আপনি যদি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকেন, তবে আজই আবেদন করুন!

31/07/2025

নিয়োগ বিজ্ঞপ্তি
🌟 সূর্যাই মেডিকেল সেন্টার, ভৈরব 🌟

আমাদের আধুনিক স্বাস্থ্যসেবা কার্যক্রমে আরও গতি আনতে আমরা খুঁজছি একজন যোগ্য ও দায়িত্বশীল মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)।

🔬 পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)
👩‍⚕️ প্রার্থী: মেয়েদের অগ্রাধিকার দেওয়া হবে
🔢 পদ সংখ্যা: ১ (একজন)
🎓 যোগ্যতা:

সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ল্যাব)

সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে

🧪 দায়িত্ব:

বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য রক্ত, প্রস্রাব, মল, সেরোলজিক্যাল ও বায়োকেমিক্যাল পরীক্ষা করা

রিপোর্ট প্রস্তুত ও সংরক্ষণ

যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ এবং পরিচ্ছন্নতা বজায় রাখা

🏥 প্রতিষ্ঠান: সূর্যাই মেডিকেল সেন্টার
📍 অবস্থান: ভৈরব, কিশোরগঞ্জ

📞 যোগাযোগ: +8801733728356
(ডাঃ সজিব, এমডি)

📌 বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
📌 আগ্রহী প্রার্থীদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

👉 আপনার অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার সারসংক্ষেপ সহ যোগাযোগ করুন উক্ত নম্বরে।
সঠিক ব্যক্তি, সঠিক দায়িত্বে — এই আমাদের প্রতিশ্রুতি।

31/07/2025

নিয়োগ বিজ্ঞপ্তি
রুপালী মেডিকেল সেন্টার, আখাউড়া

আমাদের আধুনিক চিকিৎসা সেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে আমরা নিচের পদে একজন দক্ষ ও অভিজ্ঞ বিএসসি ফিজিওথেরাপিস্ট নিয়োগ দিতে আগ্রহী।

🔹 পদের নাম: বিএসসি ফিজিওথেরাপিস্ট
🔹 পদ সংখ্যা: ১ (এক)
🔹 যোগ্যতা: সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে বিএসসি ইন ফিজিওথেরাপি ডিগ্রি প্রাপ্ত
🔹 অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে
🔹 দায়িত্ব:

রোগীর অবস্থা মূল্যায়ন করে প্রয়োজনীয় থেরাপি নির্ধারণ ও পরিচালনা

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী থেরাপি প্ল্যান তৈরি করা

থেরাপির অগ্রগতি পর্যবেক্ষণ ও রিপোর্ট প্রদান

📍 প্রতিষ্ঠানের নাম: রুপালী মেডিকেল সেন্টার
📍 অবস্থান: আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

📞 যোগাযোগ: +8801730942894

আগ্রহী প্রার্থীগণকে অনতিবিলম্বে উপরের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
👉 উপযুক্ত প্রার্থীকে আকর্ষণীয় বেতন ও সুবিধা প্রদান করা হবে।

29/07/2025

পুরুষদের অর্ধেক কষ্ট দেয় টাকা আর বাকি অর্ধেক দেয় নারী

25/07/2025

Don't underestimate the power of a তৈলবাজ...

কোনও এক অফিসের একজন কর্মচারীর দাপ্তরিক কাজে খুব একটা মন ছিলনা,
সবসময় কাজ এড়িয়ে চলতো, তবে বসকে তেল মারতে খুব পারদর্শী ছিল...

বসের হুকুমের সব কাজই করতো সে, অফিসের কাজ ছাড়াও বসের সকল ব্যক্তিগত কাজ, যেমন- বসের ছেলের কলেজের ফি জমা দেওয়া, ভাল টিউটর খুঁজে দেয়া, মেয়ের নাচের পোশাক কেনা, গাড়ির সার্ভিসিং করানো, মেডামকে ভাল শপিং এর খোঁজ দেয়া ইত্যাদি। সে ছিল বসের অত্যন্ত প্রিয় এবং আস্থাভাজন। অফিসের সকল সুযোগসুবিধা সে-ই পেত সবার আগে, সময়মতো ইনক্রিমেন্ট, পদোন্নতি সবই তার করতলগত।

অন্যদিকে, বাঁকি কর্মচারীরা অফিসের সব কাজ সুষ্ঠু শেষ করেও বসের বকাঝকা শুনতো। ফলে, সেই তেলবাজ কর্মচারীর উপর সবার ক্ষোভ বাড়তে লাগলো...

হঠাৎ একদিন অফিসে বসের মায়ের মৃত্যুসংবাদ এলো, সমস্ত কর্মচারী খুব বিষণ্ণ মুখ নিয়ে বসের বাড়িতে ছুটে গেল,
যে যেভাবে পারলো শোক বিলাপ করতে থাকলো; যেন তাদের নিজেরই মা মারা গেছে...!

একসময়, সবাই অবাক বিষ্ময়ে খেয়াল করলো সেই তেলবাজ কর্মচারীকে বসের বাড়ির ধারেও দেখা যায়নি, সবাইতো অবাক! সে কি করে অনুপস্থিত থাকতে পারে। মনে মনে সবাই খুশি, এবার বুঝি চামচার দিন শেষ, নিশ্চয়ই তারা বসের নেক নজরে আসতে পারবে।

দিনশেষে, বসের বাড়িতে অন্ত্যেষ্টির যাবতীয় রীতি পালনকরে অন্য কর্মচারীরা মালা সজ্জিত গাড়িতে বসের মাকে নিয়ে শ্মশানে রওনা হলো...

সন্ধ্যানাগাদ শ্মশানে পৌঁছে আবার নতুন করে সবার মন খারাপ হয়ে গেলো, ইতোমধ্যে দাহের জন্য ১৬টি শব সারিবদ্ধ করে রাখা ওখানে, একেকটি শবদাহে যদি এক ঘন্টা সময়ও লাগে তবে রাত পেরিয়ে যাবে তবুও দাহ করা সম্ভব হবেনা। বসের মুখ লাল হয়ে গেল আর বাকি সবাইও ভীষণ বিরক্ত...

এমনসময়, হঠাৎ করে সারিতে থাকা ১৬টি লাশের মধ্যে দ্বিতীয় লাশটি নড়ে উঠলো, সকলে তো ভয়ে কাঠ! পরে সবাই বুঝতে পারলো ওটি কোনও মৃতদেহ নয়, ও আসলে জীবিত... অফিসের সেই তেলবাজ কর্মচারী!

সাথে সাথে সে বসকে বললো, আমি খুবই দুঃখিত স্যার, সকাল থেকে আপনার বাড়িতে আসতে পারিনি কারণ আমাদের মায়ের মৃত্যুর খবর শুনে সবাই যখন আপনার বাড়ির দিকে ছুটছে, তখন আমি ভাবলাম আগে এখানকার ব্যবস্থাটাও দেখা উচিত, দেখলাম সন্ধ্যার মধ্যে দাহের সিরিয়াল পাওয়া যাবে না, তাই সিরিয়ালে মায়ের নাম লিখিয়ে স্যার সেই সকাল ৮টা থেকে এখানে লাশের মতো পড়ে আছি।
তার ডেডিকেশনের লেবেল দেখে সবাই তো হতবাক! আর বস, গভীর কৃতজ্ঞতায় কখনো তার দিকে তাকায় আবার কখনো বাঁকি কর্মচারীদের দিকে এমন চোখে তাকায় যেন তাদের খেয়েই ফেলবে.....!!

পুনশ্চ: তেলবাজরা সবসময়ই প্রখর মেধাবী, তাদের উদ্ভাবনী শক্তিও ব্যতিক্রমী সে কারণে Don't underestimate the power of a তৈলবাজ। তারচে বরং মন দিয়ে কাজ করে যান, মাস শেষে বেতন পাবেন, একসময় পদোন্নতিও পাবেন তবে ঐ তেলবাজটার পরে, এতে মন খারাপ করার কিছু নেই।

#সংগৃহীত

24/07/2025

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নামঃ মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিওথেরাপি)
পদ সংখ্যাঃ ১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা অথবা বিএসসি ডিগ্রিধারী
অভিজ্ঞতাঃ অভিজ্ঞদের অগ্রাধিকার
প্রতিষ্ঠানের নামঃ রূপালী মেডিকেল সেন্টার
প্রতিষ্ঠানের অবস্থানঃ আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া
বেতনঃ ইনকলে ৪০% এবং হোম পেসেন্ট এর ক্ষেত্রে ৫০%
যোগাযোগঃ +8801730942894

21/07/2025

দ্রুত হাসপাতালে যোগাযোগের অনুরোধ রইলো

18/07/2025

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নামঃ মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)
পদ সংখ্যাঃ ১টি
শিক্ষাগত যোগ্যতাঃ সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা ডিগ্রিধারী
অভিজ্ঞতাঃ সদ্য পাশ করা নতুনদের অগ্রাধিকার
প্রতিষ্ঠানের নামঃ মা ও শিশু জেনারেল হাসপাতাল
প্রতিষ্ঠানের অবস্থানঃ ভৈরব, কিশোরগঞ্জ
যোগাযোগঃ ০১৯৪০৭৭৬১১২

16/07/2025

আসসালামু আলাইকুম, 🔬 ল্যাবে অটো মেশিন মানেই নির্ভুল রিপোর্ট — এই ধারণা ভুল! ⚠️তিনটা জিনিসের উপরে নির্ভর করে, ভালো মান সম্মত পারফেক্ট একটা নির্ভুল রিপোর্ট তৈরি করতে যেমন -১. একজন দক্ষ টেকনোলজিস্ট ২.ভালো কোয়ালিটির মেশিন ৩. ভালো কোম্পানির রি-এজেন্ট, এই তিনটার সমন্বয়ে ভালো রিপোর্ট আশা করতে পারেন। আপনার মেশিন ভাল, আপনার রি-এজেন্ট ভালো, কিন্তু দক্ষ টেকনোলজিস্ট নেই তাহলে যুদ্ধের ময়দানে সৈন্য বিহীন অবস্থায় পড়ে থাকা অত্যাধুনিক সব মারনাস্ত্রের মতই হবে অবস্থা। একটি প্রতিষ্ঠানের মানসম্মত ও নির্ভূল রিপোর্ট প্রদানের মূল নায়ক হচ্ছে একজন দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট। রোগ নির্ণয়কারী প্রতিষ্ঠানের প্রাণই হচ্ছে ল্যাব। দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট ছাড়া ল্যাব অচল। মেশিন ভালো, রি-এজেন্ট ভালো কোম্পানির, কিন্তু দক্ষ টেকনোলজিস্ট না থাকলে কিভাবে ভালো একটা রিপোর্ট আশা করবেন সেই ল্যাব থেকে? দক্ষ টেকনোলজিস্ট ছাড়া কখনোই নির্ভুল ও নির্ভরযোগ্য রিপোর্ট আশা করা সম্ভব না আর নির্ভূল রিপোর্ট ছাড়া রোগীর সঠিক চিকিৎসাও সম্ভব নয়।

আজকাল অনেকেই মনে করেন, ল্যাবরেটরিতে অটো মেশিন থাকলেই রিপোর্ট নিখুঁত হবে। কিন্তু সত্যিটা হলো — মেশিন নিজে নিজে একা কখনোই নির্ভুল রিপোর্ট দিতে পারে না।

👉 আসল প্রশ্ন হলো:
✅ কে মেশিনটি চালাচ্ছে?
✅ সে কি প্রশিক্ষিত ও যোগ্য মেডিকেল টেকনোলজিস্ট?
✅ সে কি নিয়মিত ক্যালিব্রেশন, স্ট্যান্ডার্ড, কোয়ালিটি কন্ট্রোল(QC) প্রসিডিওর মানছে?
✅ সে কি মেশিনের পারফরম্যান্স মনিটর করছে?

🧪 একজন দক্ষ টেকনোলজিস্টই পারে অটো মেশিনের সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করতে।
⚙️ মেশিন তো শুধু একটি টুল — কিন্তু ডায়াগনস্টিক কোয়ালিটির আসল কারিগর হচ্ছে একজন দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট ।

📌 তাই আসুন, রোগ নির্ণয়ের ক্ষেত্রে শুধু মেশিনের উপর নির্ভর না করে, যারা মেশিনকে পরিচালনা করে —
সেই টেকনোলজিস্টদের মূল্যায়ন করি, সম্মান করি।

I am proud to be a medical technologist. 😊








26/06/2025

বামনের আগে গেলেও দোষ, পিছে গেলেও দোষ।
তুমি পাশে থেকেও অভিযোগ করো, দূরে গেলেই অভিমান করো।
তোমার চোখে আমি ভুলেই পূর্ণ,
তবুও তোমার ভালোবাসার গোলকধাঁধায় আজও হারিয়ে যাই…❤️

25/06/2025

বাইক টা দিছে শ্বশুরমশাই
আব্বা দিছে তেল
তাই তো আমার গতির সাথে
জেট বিমান ও ফেল।

দুর্ঘটনা ঘটলে ঘটুক
আমার কিসের ভয়
গেলে যাবে বাপ-শ্বশুরের
আমার কিছু নয়।

চলরে আমার মোটরগাড়ি
জোরসে মারো টান
কে কি বলে শুনব না আজ
ধরছি চেপে কান।

আহা হা হা কি মনোরম
গাঁয়ের বাঁকা রাস্তা
ছয় শ কিলো ঘুরে এসে
করব রে আজ নাস্তা।

এমন গতি তুলবরে আজ
আমার গতি দেখে।
থমকে যাবে পথের পথিক
পন্থ চলা রেখে।

গতির চোটে কাঁপছে মানুষ
উড়ছে পথের ধুলো
লাফিয়ে উঠছে পথের ধারের
বান্ধা ছাগল গুলো।

গতি আর ও বাড়িয়ে দিলাম
পথটা পেয়ে সরু
হঠাৎ দেখি সামনে আমার
বিশাল বড় গরু।

ধাক্কা লেগে হুন্ডা আমার
পড়ল গিয়ে খাদে
আমার তখন হুঁশ ছিল না
ফিরছে দুদিন বাদে।

দু দিন বাদে জ্ঞান ফিরলে
চেয়ে দেখি ভাই
আমার যে দুই পা ছিল তার
একটা সাথে নাই।

সকল কিছু শোনার পরে
চমকে গেল গা
বাইকটা না কি ঠিকই আছে
আমার গেছে পা।

আমার শখের বাইকে এখন
অন্য মানুষ চড়ে
পা হারিয়ে কান্দি আমি
বন্ধি হয়ে ঘরে।

ঘরে বসে ভাবি যদি
পা টা পেতাম ফিরে
তিড়িং বিড়িং ছেড়ে আমি
বাইক চালাতাম ধীরে।

মনরে বলি মন যদি তুই
বুঝতে দু দিন আগে
তবে কি তোর পা হারিয়ে
পঙ্গু হওয়া লাগে!

এধরনের মানসিকতা পরিহার করুন
ধীরে আস্তে গাড়ি চালান, জীবন অনেক দামি

গতির ক্ষতি!( সংগৃহীত)

Address

IHT, Mohakhali
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Medical Technology Job Market posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Medical Technology Job Market:

Share

আমাদের কার্যাবলীঃ-

শুধুমাত্র মেডিকেল পেশার চাকুরীর বিজ্ঞপ্তি প্রকাশকারী (বিশেষ করে মেডিকেল টেকনোলজিষ্ট পদের জন্য) বাংলাদেশের সর্ব প্রথম ও একমাত্র ফেসবুক পেজ। এখানে আপনি পাবেন দেশের সকল সরকারী ও বেসরকারী মেডিকেল কলেজ, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার সহ মেডিকেল পেশার সর্বশেষ প্রকাশিত সকল নিয়োগ বিজ্ঞপ্তি।

এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা সকল প্রকার টেষ্ট, মেশিনের পোগ্রামিং সহ মেনটেনেন্স এর ভিডিও টিউটোরিয়াল দিচ্ছি আপনাদের সুবিধার্থে। যাতে করে প্রতিটা টেকনোলজিস্ট নিজেকে তার কাজে আরও বেশী দক্ষ করে গড়ে তুলতে পারে। সকল প্রকার টেষ্ট, মেশিনের পোগ্রামিং সহ মেনটেনেন্স এর নতুন নতুন টিউটোরিয়াল পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক্ষুনি। চ্যানেল লিংক- 📷https://www.youtube.com/channel/UCJHX-PjEWyL5qGH875yMO6A

আপনার যেকোন পরামর্শ ও অভিযোগ আমাদের জানাতে পারেন ফোন, ই-মেইল অথবা আমদের পেজে ইনবক্স করে। আমাদেরকে ফোন করতে পারেন- ০১৮১৪-৭৬৩০৪৭ নাম্বারে।

আমাদের ই-মেইল করতে পারেন- [email protected] ঠিকানায়।