
12/08/2025
গতো ৯ ই আগস্ট , পর্তুগালের ভিলা দা বিম্প নামক শহরের সাগর পাড়ে একটা বোট অবৈধ অভিবাসি নিয়ে ভিড়ার পর , তাদেরকে আদালতে নেয়া হয় । মাত্র কয়েকদিনের মধ্যে বিচার করে বিচারক তাদেরকে মরক্কো তে ফেরত পাঠানোর নির্দেশ দেয় ।
এতে বুঝা যায় যে , পর্তুগাল অবৈধদের ব্যাপারে শক্ত অবস্থান নিয়েছে !
কিছুদিন আগেও অবৈধদের বৈধতা দেয়ার একটা আইন ছিলো , পর্তুগাল সরকার ঐটাও বন্ধ করে দেয় ।