08/07/2025
সুপ্রিয় মুসলিম ভাইয়েরা, সালামুন আলাইকুম।
একটি জরুরি বিষয়ে পুনঃসংশোধনী দানের জন্য একটি সংক্ষিপ্ত লাইভে আপনাদের সামনে হাজির হলাম। কিছুদিন পূর্বে বায়তুল্লাহর হাজরে আসওয়াদ সম্পর্কিত একটি ভিডিও বার্তায় আমার একটি বক্তব্য থেকে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং তা আমার দৃষ্টিগোচর হয়।
পরবর্তীতে গত ২৮ জুন আমি আমার কৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে আর একটি ভিডিও বার্তা তৈরি করি, যা এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যমান আছে। তথাপিও আমার পুরো বক্তব্যটির একটি অংশ কতিপয় মহল খণ্ডিতভাবে প্রচার করে সমাজে উত্তেজনা তৈরি করতে চেষ্টা করে যাচ্ছে। তারই সূত্র ধরে খুলনার কিছু ধর্মীয় সংস্থা বিষয়টি নিয়ে তাদের একটি স্থানীয় প্রতিষ্ঠানে আমাকে দাওয়াত প্রদান করে। বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় স্থানীয় প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষ থেকে শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে আমাকে এই জাতীয় বৈঠকে বসতে নিবৃত্ত করে। আমাকে দাওয়াত প্রদানকারী ব্যক্তিবর্গকে আমি যথাযথভাবে প্রশাসনের এই অবস্থান জানিয়ে দেই।
তবে আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, তারপরও ঐ ঘটনা নিয়ে কতিপয় মহল এখনও পরিস্থিতি ঘোলাটে করতে নানারকম চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আমি সকলের উদ্দেশ্যে দ্ব্যর্থহীনভাবে আবারও ঘোষণা করছি যে, আমি আল্লাহ-আখিরাতে বিশ্বাসী এবং আল্লাহকে ভয়কারী একজন মুসলিম। দীনের বিষয়ে আমার যে কোন ভুলের জন্য আমি লক্ষবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজী আছি এবং ক্ষমা চাই। তওবা করা বা ক্ষমা চাওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে বান্দা এবং স্রষ্টার মধ্যে সীমাবদ্ধ – কোন ব্যক্তি বা সংস্থার কাছে নয়।
কাজেই যারা বিভিন্নভাবে এখনও জলঘোলা করে সমাজে ও রাষ্ট্রে একধরণের নৈরাজ্য ও অস্থিরতা তৈরি করতে চাচ্ছেন, তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান এই যে, আসুন আমরা আল্লাহ ভয় করি। দীর্ঘদিনের জুলুমের শাসনের পরে দেশে যে নতুন অধ্যায় রচিত হয়েছে, সংস্কার সাধিত হচ্ছে, তেমন পরিস্থিতিতে আমরা নতুন করে আর বিবাদ ও সামাজিক বিশৃঙ্খলা তৈরি না করি। আল্লাহ বলেন- লা তুফসিদু ফিল আরদি বা’দা ইছলাহিহা।
তদুপরি বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের মধ্যেই বহু মতাদর্শ ও ফেরকা আছে, যাদের নিজস্ব আলাদা আকিদা-বিশ্বাস রয়েছে। কেউ অপর কাউকে বাধ্য করছে না, আরেকজনের ধ্যান-ধারণা মানতে বা বিশ্বাস করতে। কুরআনও আমাদের সেই শিক্ষা দান করে- অকুলিল হাক্কু মির রব্বিকুম, ফামান শা ....।
আমি খুলনার জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন বিশেষ করে মেট্রোপলিটান পুলিশ কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাই যে, ধর্মীয় বিষয় নিয়ে সমাজে যারা নিজেদের হাতে আইন তুলে নিয়ে নৈরাজ্য-হানাহানির পথ বেছে নিতে জনতাকে উস্কে দিতে চাইছে, তাদের ব্যাপারে সজাগ হোন এবং তাদের নিবৃত্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।
বিষয়টি স্পষ্টীকরণে যা কিছু বললাম তা এই প্রসঙ্গে যথেষ্ট বলে আমি বিশ্বাস করি। তবে যদি প্রয়োজন পড়ে তবে আগামীতে আমি খুলনা প্রেসক্লাব সাংবাদিক সম্মেলন ডেকে সকলের উদ্দেশ্যে আবারও কথা বলব ইনশাআল্লাহ।
প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই সংক্ষিপ্ত লাইভ থেকে আমি আবারও দৃঢ়ভাবে ঘোষণা করছি যে, একজন মুসলিম হিসেবে আমার পক্ষ থেকে যে কোন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি মহান আল্লাহর কাছে সার্বক্ষণিক ক্ষমাপ্রার্থী। তবে কারও ভুল নিয়ে কোন মহলের ধর্মীয় উত্তেজনা এবং উস্কানি সৃষ্টি করার দূরভিসন্ধির বিরুদ্ধেও আমরা পূর্ণ সজাগ এবং সচেতন। আমরা আবারও তাদের প্রতি আহ্বান জানাই সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ রক্ষার বৃহত্তর স্বার্থে মেহেরবানি করে আপনারা সংযত হোন, সবর করুন এবং আল্লাহকে ভয় করুন – অত্তাকুল্লা, ইন্নাল্লাহা খবিরুম বিমা তা’মালুন।
আসুন, আমরা সকলে কুরআনকে মজবুত করে ধারণ করে সবাই অবিচ্ছিন্ন থাকার অঙ্গীকার ঘোষণা করি। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন – কুরআনের সাথেই থাকুন।
মুরাদ বিন আমজাদ খুলনা