MUF TV

MUF TV এটি একটি অরাজনৈতিক প্লাটফর্ম, এখান থেকে আমরা গোটা মানবজাতির কাছে আল কুরআনের সঠিক মেসেজ পৌঁছে দিতে চাই

08/07/2025

সুপ্রিয় মুসলিম ভাইয়েরা, সালামুন আলাইকুম।
একটি জরুরি বিষয়ে পুনঃসংশোধনী দানের জন্য একটি সংক্ষিপ্ত লাইভে আপনাদের সামনে হাজির হলাম। কিছুদিন পূর্বে বায়তুল্লাহর হাজরে আসওয়াদ সম্পর্কিত একটি ভিডিও বার্তায় আমার একটি বক্তব্য থেকে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং তা আমার দৃষ্টিগোচর হয়।

পরবর্তীতে গত ২৮ জুন আমি আমার কৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে আর একটি ভিডিও বার্তা তৈরি করি, যা এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যমান আছে। তথাপিও আমার পুরো বক্তব্যটির একটি অংশ কতিপয় মহল খণ্ডিতভাবে প্রচার করে সমাজে উত্তেজনা তৈরি করতে চেষ্টা করে যাচ্ছে। তারই সূত্র ধরে খুলনার কিছু ধর্মীয় সংস্থা বিষয়টি নিয়ে তাদের একটি স্থানীয় প্রতিষ্ঠানে আমাকে দাওয়াত প্রদান করে। বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় স্থানীয় প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষ থেকে শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে আমাকে এই জাতীয় বৈঠকে বসতে নিবৃত্ত করে। আমাকে দাওয়াত প্রদানকারী ব্যক্তিবর্গকে আমি যথাযথভাবে প্রশাসনের এই অবস্থান জানিয়ে দেই।

তবে আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, তারপরও ঐ ঘটনা নিয়ে কতিপয় মহল এখনও পরিস্থিতি ঘোলাটে করতে নানারকম চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আমি সকলের উদ্দেশ্যে দ্ব্যর্থহীনভাবে আবারও ঘোষণা করছি যে, আমি আল্লাহ-আখিরাতে বিশ্বাসী এবং আল্লাহকে ভয়কারী একজন মুসলিম। দীনের বিষয়ে আমার যে কোন ভুলের জন্য আমি লক্ষবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজী আছি এবং ক্ষমা চাই। তওবা করা বা ক্ষমা চাওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে বান্দা এবং স্রষ্টার মধ্যে সীমাবদ্ধ – কোন ব্যক্তি বা সংস্থার কাছে নয়।

কাজেই যারা বিভিন্নভাবে এখনও জলঘোলা করে সমাজে ও রাষ্ট্রে একধরণের নৈরাজ্য ও অস্থিরতা তৈরি করতে চাচ্ছেন, তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান এই যে, আসুন আমরা আল্লাহ ভয় করি। দীর্ঘদিনের জুলুমের শাসনের পরে দেশে যে নতুন অধ্যায় রচিত হয়েছে, সংস্কার সাধিত হচ্ছে, তেমন পরিস্থিতিতে আমরা নতুন করে আর বিবাদ ও সামাজিক বিশৃঙ্খলা তৈরি না করি। আল্লাহ বলেন- লা তুফসিদু ফিল আরদি বা’দা ইছলাহিহা।

তদুপরি বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের মধ্যেই বহু মতাদর্শ ও ফেরকা আছে, যাদের নিজস্ব আলাদা আকিদা-বিশ্বাস রয়েছে। কেউ অপর কাউকে বাধ্য করছে না, আরেকজনের ধ্যান-ধারণা মানতে বা বিশ্বাস করতে। কুরআনও আমাদের সেই শিক্ষা দান করে- অকুলিল হাক্কু মির রব্বিকুম, ফামান শা ....।

আমি খুলনার জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন বিশেষ করে মেট্রোপলিটান পুলিশ কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাই যে, ধর্মীয় বিষয় নিয়ে সমাজে যারা নিজেদের হাতে আইন তুলে নিয়ে নৈরাজ্য-হানাহানির পথ বেছে নিতে জনতাকে উস্কে দিতে চাইছে, তাদের ব্যাপারে সজাগ হোন এবং তাদের নিবৃত্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।

বিষয়টি স্পষ্টীকরণে যা কিছু বললাম তা এই প্রসঙ্গে যথেষ্ট বলে আমি বিশ্বাস করি। তবে যদি প্রয়োজন পড়ে তবে আগামীতে আমি খুলনা প্রেসক্লাব সাংবাদিক সম্মেলন ডেকে সকলের উদ্দেশ্যে আবারও কথা বলব ইনশাআল্লাহ।

প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই সংক্ষিপ্ত লাইভ থেকে আমি আবারও দৃঢ়ভাবে ঘোষণা করছি যে, একজন মুসলিম হিসেবে আমার পক্ষ থেকে যে কোন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি মহান আল্লাহর কাছে সার্বক্ষণিক ক্ষমাপ্রার্থী। তবে কারও ভুল নিয়ে কোন মহলের ধর্মীয় উত্তেজনা এবং উস্কানি সৃষ্টি করার দূরভিসন্ধির বিরুদ্ধেও আমরা পূর্ণ সজাগ এবং সচেতন। আমরা আবারও তাদের প্রতি আহ্বান জানাই সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ রক্ষার বৃহত্তর স্বার্থে মেহেরবানি করে আপনারা সংযত হোন, সবর করুন এবং আল্লাহকে ভয় করুন – অত্তাকুল্লা, ইন্নাল্লাহা খবিরুম বিমা তা’মালুন।

আসুন, আমরা সকলে কুরআনকে মজবুত করে ধারণ করে সবাই অবিচ্ছিন্ন থাকার অঙ্গীকার ঘোষণা করি। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন – কুরআনের সাথেই থাকুন।

মুরাদ বিন আমজাদ খুলনা

06/07/2025
26/06/2025

Muhammad yunus Zakir naik asadullah Al ghalib inayatullah abbasi ahmadullah Bina Amjad Mahmood ul Haq bin...

16/06/2025

Muhammad yunus Muslim uddin shafiqur Rahman inayatullah abbasi mizanur Rahman azhari bhattacharya ki ilyas sarovar ...

08/01/2025

#ডঃ মুহাম্মদ ইউনুস #জামাত ইসলামের বাংলাদেশ #ইসলামী আন্দোলন বাংলাদেশ #মিজানুর রহমান আজহারী #মাওলানা মামুনুল হক #ইসলা.....

08/01/2025

#মিজানুর রহমান আজহারী #মাওলানা মাহমুদুল হক #জসীমউদ্দীন রাহমানী #দেলোয়ার হোসেন সাঈদী #ডাক্তার জাকির নায়েক #ইসলামী ....

16/12/2024

#ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর #ড আসাদুল্লাহ আল গালিব #ডাক্তার শফিকুল ইসলাম #ডঃ মিজানুর রহমান আজহারী #ডাক্তার জাকির নায়ে....

16/12/2024

#শাইখ আহমাদুল্লাহ #ডাক্তার জাকির নায়েক #এনায়েতুল্লাহ আব্বাসী #ড আসাদুল্লাহ গালিব #পীর সাহেব চরমোনাই #মাওলানা মাম.....

16/12/2024

Bangladesh aandolan Bangladesh # Islam Bangladesh Mohammed Faisal Karim Hussain shayari Rahman azhari Mus...

03/12/2024
02/12/2024

আহসানুত তাফসির (কুরআন বিল কুরআন)
মুরাদ বিন আমজাদ
০০০০০০০০০০০০০০(পাঠকের পরামর্শ একান্ত কাম্য)

غير المغضوب عليهم ولا الضالين

মাগদুব ও দাল্লীন তথা ক্রোধে নিপতিত ও পথভ্রষ্ট : অর্থ ও তাৎপর্য
মাধব বা ক্রদে পতিত মানুষ কারা? আর দললীন বা পথভ্রষ্ট মানুষ কারা? এখানে আমরা এ প্রসঙ্গে কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ.....
উল্লিখিত আয়াতে মহান আল্লাহ ক্রোধে পতিত মানুষ দ্বারা তাদেরকে বুঝিয়েছেন, যারা হক ও সত্যকে জানে বুঝে ও চিনে। তারা ভালোমন্দ বুঝতে পারে। কিন্তু তবুও তারা খারাপ পথে চলে, অন্যায় কাজ করে, এমন কাজ করে যাতে আল্লাহ অসন্তুষ্ট হন। তারা এরূপ করে প্রবৃত্তির তাড়নায়, স্বার্থের বশবর্তী হয়ে, এবং অহমিকার শিকার হয়ে। রসূলুল্লাহর আবির্ভাবের সময় হেদায়েতের দাবিদার (ইহুদিদের) এই রূপ চরিত্র ছিল। অর্থাৎ (যেমন বর্তমান যুগের প্রত্যেক ফিরকার ইসলামী দলগুলো নিজেদেরকে হেদায়েতের দাবিদার ভাবে) তাওহীদবাদী এক আল্লাহর বিশ্বাস থাকা সত্ত্বেও সামান্য পার্থিব স্বার্থের জন্য দীনের হুকুম- আহকাম পরিবর্তন করে ফেলতো, নবী রসূলদের কে অবমাননা করতো, এক কথায় সত্যকে জানার পরও সত্য পথের সীমালংঘন করতো। এ কারণেই আল্লাহ গজব বা ক্রোধে পতিত মানুষ দ্বারা ইহুদী সম্প্রদায়কে বুঝানোর লাহুয়াল তফসিরি বহুল পরিচিত। প্রচলিত তাফসির গ্রন্থের একটি বহুল প্রচলিত অভিমত অনুযায়ী ক্রোধে পতিত "মাগদুব আলাইহিম"দ্বারা ইহুদীদের বোঝানো হয়েছে। কারণ আল্লাহ ইহুদীদের ক্ষেত্রে ক্রোধ তথা গজব শব্দ ব্যবহার করেছেন।
ا من لعنه الله وغضب الله عليه
"যার উপর আল্লাহর অভিশাপ করেছেন এবং ক্রদান্বিত হয়েছেন।"(৫/৬০)
এ আয়াতের দ্বারা বুঝা যায় হিদায়েতের দাবিদার তথা ইহুদীরা সত্য দ্বীনকে জেনে শুনে প্রত্যাখ্যান করে আল্লাহর ক্রোধে পতিত হয়েছে।
মনে রাখতে হবে ইহুদি একটা বৈশিষ্ট্যের নাম প্রচলিত ধ্যান ধারণা অনুসারে ইজরাইলে যারা আছে তাদের কি ইহুদি ধরা হয়। আর আল্লাহর ক্রোধে পতিত হওয়ার আচরণকে শুধু ইহুদি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ রাখার কোন কারণ নেই। ইহুদি ছাড়াও যারাই সত্যকে চেনা ও জানার পরেও প্রবৃত্তির লালসা পূরণ ও স্বার্থসিদ্ধির জন্য সত্যকে বিসর্জন দেয় তারা সবাই কথিত মুসলমান হলেও ইহুদি স্বভাবের কারণে ক্রোধে নিপতিত! আল কোরআনের এসব লোকের প্রসঙ্গেও আল্লাহর ক্রোধে পতিত হওয়ার কথা বলা হয়েছে। কী ধরনের আচরণের জন্য, কী ধরনের মানুষ আল্লাহর ক্রোধে পতিত হয় সে ব্যাপারে আমরা কুরআন থেকে কয়েকটি উদ্ধৃতি তুলে ধরলাম।
১,......(১৬/১০৬)
২,.....(৮/১৬)
৩,. ‌‌....(৭/৭১)
উপরোক্ত তিনটি আয়াতের তিন ধরনের মানুষের কথা বলা হয়েছে, যারা আল্লাহর ক্রোধে পতিত।
এবার আমরা আলোচনা করব আয়াতে উল্লেখিত পথভ্রষ্ট তথা দললীল সম্পর্কে। এটি একটি বিশেষণ, পথভ্রষ্ট দোওয়াললীন হল তারা যারা সত্য পথ কে জানে না বুঝে না এবং চিনেনা তারা অজ্ঞ তারা বদল তারা অজ্ঞতার জন্য ভুল পথে চলে তাদের উদাহরণ হল নাছারা সম্প্রদায়। না ছাড়া বা সাহায্যকারী সম্প্রদায় এত অজ্ঞ যে আল্লাহর সৃষ্টি মানুষকে আল্লাহর সমমর্যাদায় অধিষ্ঠিত করে ট্রিনীতি বা সালিশ তথা তিত্ত ভাবে বিশ্বাস করে। তারা ঈসাকে আল্লাহর পুত্র আর আল্লাহকে বিচারপিতা এবং মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে বিশ্বাস করে তারা পথভ্রষ্ট ভুল পথের পথিক এ কারণে পথ গুরুত্ব নাসারাদেরকে বোঝানো তফসীরটি বহুল পরিচিত কারণ আল্লাহ নাসারাদের প্রসঙ্গে শব্দটি ব্যবহার করেছেন। (৫/৭৭)
নাছারা একটি বৈশিষ্ট্যের নাম, যাদের চরিত্র আল কুরআনের তুলে ধরা হয়েছে। কিন্তু এক্ষেত্রে আমরা একচেটিয়া খ্রিস্টানদেরকে এই বিষয়টিকে সীমাবদ্ধ করার কোন কারণ দেখতে পাই না। কারণ যারা জেনে - বুঝে আল্লাহকে অস্বীকার করে, অথবা আল্লাহর সাথে অন্যকে সমকক্ষ বা শরীর নির্ধারণ করে, তারাও পথভ্রষ্ট। তাদের পথ থেকে বেঁচে থাকা আরও বেশি গুরুত্বপূর্ণ।
সুতরাং নাসারাদের মধ্যে পথভ্রষ্ট (দল্লিন) কথাটি কে সীমাবদ্ধ না রেখে খ্রিস্টানদের আচরণ ও কর্মের উপর এর প্রয়োগ অধিক উপযোগী। অর্থাৎ খ্রিস্টানদের মতো জ্ঞানের অভাবে পথভ্রষ্ট হয়ে বিপথে যাওয়া হলো অজ্ঞতার আচরণ ও পথভ্রষ্টতা। যারাই পথ হারিয়ে ভুল পথে গেছে, যেমন যারা আল্লাহর পরিবর্তে মূর্তি পূজা করে, তাদের সবাই পথভ্রষ্ট মানুষের অন্তর্ভুক্ত। এ প্রসঙ্গে আল কুরআনের কয়েকটি আয়াতের প্রতি লক্ষ্য করা যায়।
১,... (৪/১৬৭)
২,.. ‌‌.(৪/১১৬)
৩,.. ‌(৫৪/৪৭)
৪,. (৩১/১১)
আলোচ্য আয়াতগুলোতে কাফির-মুশরিক জালিম এমনকি সকল অপরাধের পথভ্রষ্ট বলা হয়েছে আসলে সুপথ থেকে অথবা পুরুষ্ট পথভ্রষ্ট না হয়ে কেউ অপরাধের দিকে পা বাড়াতে পারে না অন্ততপক্ষে যতক্ষণ মানুষ পথে কুপথে অথবা অপরাধে নিমজ্জিত থাকে ততক্ষণ সে সোজা পথে বাইরে অবস্থান করে নিমজ্জিত থাকে, ততক্ষণ সে সোজা পথের বাইরে অবস্থান করে অর্থাৎ পথভ্রষ্টতায় নিমজ্জিত থাকে সারকথা যা সত্য হক দিনের বহির্ভূত তাই পথভ্রষ্টতা।
الحق من ربك فلا تكونن من الممترين
অর্থাৎ তোমার রবের পক্ষ থেকে যায় এসেছে তথা কুরআন তাই হক আর এর বিপরীত وماذا بعد الحق الا الدلاله সুতরাং হক ওষুধের বাইরে যা আছে তা পথভ্রষ্টতা।(১০/৩২)তা ধর্মের চূড়াতে হোক বা অধার্মের জুড়াতে হোক।
মোটকথা, সত্যকে জেনেশুনে অবাধ্য হওয়া, আর জ্ঞানের অভাবে পথভ্রষ্ট হয়ে বিপদে যাওয়া, এ ধরনের সকল অবাধ্যতা, মন্দ কাজ পথভ্রষ্টতাই "ক্রোধে নিপতিত" ও "পথভ্রষ্ট" এর অন্তর্ভুক্ত। ইসলাম তথা আল্লাহর দেয়া জীবন বিধান আল কুরআনের বাইরে যা কিছু আছে, তার সবকিছুই পথভ্রষ্টতা এবং এর সবকিছুই আল্লাহর ক্রোধ উদ্বেগকারী। ইসলাম পরিপন্থী আচরণের জন্যই ইহুদীরা আল্লাহর ক্রোধে পতিত, আর ইসলামের পথ থেকে দূরে থাকায় জন্যই নাচারারা পথভ্রষ্ট। পৃথিবীতে যারাই সত্যকে প্রত্যাখ্যান করে কাফির হবে, আল্লাহর সাথে শরীক করে মুশরিক হবে, জালিম হবে, ইসলাম বিরোধী কাজ করে অপরাধী হবে, তারা সবাই ভ্রষ্টতায় নিমজ্জিত এবং আল্লাহর ক্রোধে পতিত। হিদায়েতের জন্য এ ধরনের সকল প্রকার নাফরমানি ও অবাধ্যতার পথ থেকে বেঁচে থাকার প্রয়োজন। সুতরাং সূরায়ে ফাতিহা আমাদের আল্লাহর শেখানোর দুআ : "হে আমাদের রব! আমাদেরকে তোমার ক্রোধে পতিত এবং পথভ্রষ্টদের পথ থেকে বাঁচিয়ে নিয়ামত প্রাপ্তদের পথ সীরাতুল মুস্তাকিমে হেদায়েত করুন।" বলা বাহুল্য, এ দুআ তখনই অর্থবহ হয়, যখন মানুষ তদ অনুরূপ চেষ্টা করে সোজা পথের পথকে জানতে এবং সে পথে চলতে প্রচেষ্টা চালায় (২৯/৬৯)

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when MUF TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category