
18/02/2025
উত্তরায় বসন্ত উৎসব, ঢাকা মহানগর নাট্য উৎসব, চট্টগ্রামে আবৃত্তি সংগঠন প্রমা’র উৎসব, টাঙ্গাইলের মধুপুরে লালন স্মরণোৎসব বন্ধ, পায়ের আওয়াজ পায়সহ বেশকিছু নাটকের প্রদর্শনী বন্ধ হয়েছে কিছু তৌহিদী জনতার তোপের মুখে। তৌহিদি জনতা সরব এ সব উৎসব বন্ধ করতে। পহেলা ফাগুন ও বিশ্ব ভালোবাসা দিবসে আয়োজিত অনুষ্ঠানগুলোতে তাদের আপত্তি। এমনকি লালনের দর্শনেও আপত্তি তাদের। আর তাই এ সব কর্মকাণ্ড প্রতিরোধ করা যেনো তাদের ঈমাণী দায়িত্ব। কিন্তু দেশের বহুদিনেরর লালিত সাংষ্কৃতিব কর্মকাণ্ডে-ই কেনো বাধা দেওয়া হচ্ছে।
#সংস্কৃতি
কালচারাল ইয়ার্ড ডেস্ক: উত্তরায় বসন্ত উৎসব, ঢাকা মহানগর নাট্য উৎসব, চট্টগ্রামে আবৃত্তি সংগঠন প্রমা'র উৎসব, টাঙ্গাই....