Kaler kanthosor ll কালের কণ্ঠস্বর

Kaler kanthosor ll কালের কণ্ঠস্বর The fast growing site in Bangladesh. we are try to reach firstly latest news & other environment. http://kuyasanews.com
(1)

দেশি মুরগি খেতে না পারা শিক্ষিকার আছে তিন তলা বাড়ি, স্বামী স্কুলের প্রধান শিক্ষক।ওনার বাড়ি ফরিদগঞ্জে, হাজীগঞ্জে ডাবল ইউন...
13/11/2025

দেশি মুরগি খেতে না পারা শিক্ষিকার আছে তিন তলা বাড়ি, স্বামী স্কুলের প্রধান শিক্ষক।

ওনার বাড়ি ফরিদগঞ্জে, হাজীগঞ্জে ডাবল ইউনিটের তিনতলা বাড়ি করেছেন। নিচতলায় কোচিং সেন্টার। যেখানে উনি ছাত্র-ছাত্রী পড়ান। উনার স্বামী কুমিল্লার বরুড়ায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

তথ্য- স্থানীয় আব্দুল্লাহ আল মামুন

শিক্ষকতা সবচেয়ে সুন্দর এবং সম্মানের পেশা, এসব বলে নিজেদের প্রফেশন টাকে ছোটো করার কোনো মানে হয়না। আপনারা কি বলেন?

উগ্র অসভ্য জাতি ভৈরববাসী🤬 উগ্র সো*য়ারের বাচ্চারা ট্রেনে যাত্রীদের উপরও পাথর নিক্ষেপ করতেছে,এসব দেখার কেউ নেই? বাংলাদেশ ...
27/10/2025

উগ্র অসভ্য জাতি ভৈরববাসী🤬
উগ্র সো*য়ারের বাচ্চারা ট্রেনে যাত্রীদের উপরও পাথর নিক্ষেপ করতেছে,এসব দেখার কেউ নেই? বাংলাদেশ ফোর্স বাহিনী কোথায়?

Shout out to my newest followers! Excited to have you onboard! Nurul Amin, Asif Biswas Sijar, Jahangir Alam JA, MdEleas ...
22/10/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Nurul Amin, Asif Biswas Sijar, Jahangir Alam JA, MdEleas Hossain Eleas, Debaraz Paul

15/10/2025

আসলে সত্যটা কি তা আমাদেরকেই বের করতে হবে.........
আমাদের যা দেখানো হয় আমরা তাই দেখি
যা বুঝানো হয় তাই বুঝি.. খুব সহজেই আমরা কিছু না জেনেই বিচার করে ফেলি।

15/10/2025

আসলে সত্যটা কি তা আমাদেরকেই বের করতে হবে.........
আমাদের যা দেখানো হয় আমরা তাই দেখি
যা বুঝানো হয় তাই বুঝি.. খুব সহজেই আমরা কিছু না জেনেই বিচার করে ফেলি।

゚viralfbreelsfypシ゚viral

- আপনি কি প্রতিদিন অফিসে যেতে অনীহা বোধ করেন?সকালে ঘুম থেকে উঠলেই মনে হয় আরেকটা ডিজেস্টার দিন শুরু।হয়তো আপনি আপনার কাজকে...
14/10/2025

- আপনি কি প্রতিদিন অফিসে যেতে অনীহা বোধ করেন?
সকালে ঘুম থেকে উঠলেই মনে হয় আরেকটা ডিজেস্টার দিন শুরু।
হয়তো আপনি আপনার কাজকে ভালোবাসেন, কিন্তু য়াপ্পনার অফিসের পরিবেশটা আপনাকে ক্লান্ত করে দিচ্ছে।
সমস্যা অনেক সময় আপনার না, আপনার ওয়ার্কপ্লেসের।
একটি অসুস্থ ওয়ার্ক এনভাইরোনমেন্ট ধীরে ধীরে আপনার মনোযোগ, আত্মবিশ্বাস, এবং মানসিক শান্তি কেড়ে নিতে পারে।
চলুন দেখি কিছু স্পষ্ট লক্ষণ, যা বোঝায় আপনার কাজের জায়গাটা আসলে টক্সিক হয়ে উঠছে কিনা।
যখন একটি ছোট ডিসিশন নেওয়ার ক্ষমতা আপনার হাতে থাকে না
সব কিছুতেই অনুমতি নিতে হয়, স্বাধীনভাবে কাজ করার সুযোগ নেই।
যে জায়গায় বিশ্বাসের অভাব, সেখানে আপনার ক্রিয়েটিভিটি টিকতেই পারে না।
এই অভ্যাস আপনাকে ধীরে ধীরে ক্লান্ত করে দেয়, কারণ নিজের সক্ষমতার উপর আপনার বিশ্বাস হারিয়ে যায়।
যখন কথার কোনো ঠিক থাকে না
আজ এক কথা, কাল আরেক কথা।
কাজের পরিধি বাড়ে, কিন্তু পরিষ্কার দিকনির্দেশনা থাকে না।
এতে আপনি জানতেই পারেন না আসলে ভালো করছেন নাকি ভুল পথে যাচ্ছেন।
- যখন ভুল মানেই শাস্তি
ভুল হলে কেউ শেখায় না বরং দোষারোপ ব্লেইম গেইম করে।
এমন পরিবেশে মানুষ ভয় পায়, কথা বলতে চায় না, নতুন কিছু করার আগ্রহ হারায়।
একটা সহায়ক কাজের পরিবেশ না থাকলে আপনার মনোবল ধীরে ধীরে ভেঙ্গে পড়বে।
যখন আপনার কাজের উদ্দেশ্যটা আপনি চাইলেও বুঝতে পারছেন না
আপনি জানেন না কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা কী, কিংবা কেন এই কাজটা গুরুত্বপূর্ণ।
ম্যানেজমেন্ট যদি ক্লিয়ার দিকনির্দেশনা দিতে না পারে, তাহলে কাজটা অর্থহীন মনে হয়।
মনোযোগ হারিয়ে যায়, আগ্রহও কমে যায়।
যখন কথা বললেও কেউ শোনে না
ফিডব্যাক নেওয়ার সুযোগ নেই, কোনো কাজ না বুঝতে পারলে বুঝিয়ে দেওয়া হয় না।
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় গোপনে, আর কর্মীরা পরে জানতে পারে।
এতে করে বিশ্বাসের অভাব তৈরি হয়, সম্পর্ক দুর্বল হয়ে পড়ে।
যখন সহকর্মীরা একে একে চলে যায়
আপনার পাশে দীর্ঘদিন ধরে বসা, একসাথে কাজ করা প্রিয় সহকর্মীরা একে একে চলে যাচ্ছে।
নতুন আসা মানুষও বেশি দিন থাকে না।
যদি এই প্যাটার্ন নিয়মিত ঘটে, এটা স্পষ্ট রেড ফ্ল্যাগ যে কোম্পানির এনভায়রনমেন্ট হেলদি নয়।
টিম স্টেবিলিটি নেই, কাজের কন্টিনিউ হারিয়ে যাচ্ছে, এবং এই পরিবর্তন মানসিক চাপ বাড়াচ্ছে।
যখন কাজের কারণে নিজের পার্সোনাল টাইম হেম্পার হচ্ছে
রাত জেগে ইমেইল করা, ছুটি নিতে দ্বিধা, সবসময় কাজের চাপ এগুলো বেড ওয়ার্ক কালচার।
একটা বেলেন্সড লাইফ মানে কাজের পাশাপাশি নিজের জন্যও সময় থাকা।
যদি কাজই সব সময় নিয়ে নেয়, তাহলে মানসিকভাবে আপনি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবেন।
যখন আপনার পরিশ্রমের মূল্যায়ন হয় না
ভালো কাজ করেও যদি প্রশংসা না পান, তাতে মন ভেঙে যায়।
রিকোগনেশন শুধু কিছু স্পেসিফিক লোক পায়, আর আপনার এফোরটগুলো কোয়াটলি মরে যায়।
এমন জায়গায় মোটিভেশন থাকা কঠিন, কারণ “why try harder” ফিলিংস চলে আসে।
নিজের জন্য সিদ্ধান্ত নিন
যদি মনে হয় কাজের পরিবেশ আপনার জন্য ঠিক নেই, অপেক্ষা করবেন না। নিজের শক্তি এবং পটেনশিয়াল কে বুঝুন, এবং নিজের জন্য বাউন্ডারি তৈরি করুন। যেখানে গ্রোথ এবং রেস্পেক্ট কম, সেখানে সময় নষ্ট করার চেয়ে নতুন অপারচুনিটি খুঁজুন। নিজের এফোরট এবং ট্যালেন্ট কে ভেলু দিন, ছোট ছোট এচিভমেন্ট সেলিব্রেট করুন।
এই জার্নি শুধু চাকরির জন্য নয়, এটা আপনার কনফিডেন্স, লার্নিং, এবং ফিউচার-এর জন্য ইনভেস্টমেন্ট।
ভয় পাবেন না, নিজের পথে এগিয়ে যান, কারণ আপনি কেপেবল এবং ডিজারভিং।

হঠাৎ আমার পূরানো আইডিতে ঢুকতে না ঢুকতে, বরাবরের মত এই স্ট্যাটাস টা চোখের দৃষ্টিকোণ কে কেরে নিলো, তাই আজকে আবারও শেয়ার না...
14/10/2025

হঠাৎ আমার পূরানো আইডিতে ঢুকতে না ঢুকতে, বরাবরের মত এই স্ট্যাটাস টা চোখের দৃষ্টিকোণ কে কেরে নিলো, তাই আজকে আবারও শেয়ার না করে পারলাম নাহ।
তাহমিদা জান্নাত নামের এই মেয়েটা মারা গেছে ক্যানসারে ।তার ফেসবুক আপডেটগুলো একজন শেয়ার করেছে। বাস্তবতা কি জিনিস, তা দেখিয়ে দিয়ে গেলো, মারা যাবার আগে লেখা স্ট্যাটাস (পড়লে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না)-
7--3--2013...
আজ আমার ক্যান্সার জীবনের সপ্তম দিন। খবরটা বাবা মা আমাকে দেয়ার সাহস করে নাই । সারিন আমাকে জানায় আমার লিউকেমিয়া । কিভাবে নিব ব্যাপারটা বুঝতে পারছিলাম না । আমিতো ক্যানসারকে চাই নাই । তাহলে সে কেন আসলো আমার কাছে । আমিতো অন্য কাউকে চেয়েছিলাম…যাহা পাই তাহা চাইনা ।
13--7…2013..
শেষ পর্যন্ত স্কুলে যাওয়াও বন্ধ হল আমার.. । ব্লিডিং বেড়ে যাচ্ছে । কি অদ্ভুত । একসময় জ্বরের ভান করে পড়ে থাকতাম । আর এখন স্কুলে যাওয়ার জন্য সুস্থ থাকার অভিনয় করতে হয় । পোয়েটিক জস্টিস । ক্যান্সার মনে হয় একটা মানুষের অতীতের সব খোজ খবর নিয়ে আসে । এই যে একসময় বৃষ্টি ভালো লাগত না । কিন্তু এখন যেন বৃষ্টিকেই আপন মনে হয় । রোদ অসহ্য লাগে । রোদ আমাকে আমার অক্ষমতার কথা মনে করিয়ে দেয় ।
22--9--2013...
আজ আমার বন্ধুরা আমাকে দেখতে এসেছিল । ঐশি, মৌমিতা,সানি, রিয়ন । অনেকদিন পর একটা ভালো সময় কাটালাম । কিন্তু কোথায় যেন সুরটা কেটে গেছে । আমি জানি ওরা আমায় প্রচন্ড ভালোবাসে । সানি আমার চোখের দিকে তাকাচ্ছিল না। লজ্জায় বোধহয় । সম্পর্কটা শেষ হয়েছে প্রায় তিনমাস । আমার ক্যান্সারের কথা শুনে সানিই আস্তে আস্তে দূরে সরে যায় । আমি জানি ও আর মৌমিতা প্রেম করা শুরু করেছে । খারাপ লেগেছে ওরা আমাকে খোলা মনে ব্যাপারটা জানালেই পারত। সত্যি কথা শোনার অধিকার কি থাকেনা একজন ক্যন্সার রোগীর । সবাই এমন অভিনয় করে কেন ?
16--1--2014..
অনেকদিন লিখিনি । অনেক দেরি হয়ে গেছে । রোগটা আমাকে গ্রাস করে ফেলছে । ইদানিং সানিকে খুব মনে পড়ে । ওকে ফোন দেই ধরেনা । ক্যান্সার তো ছোঁয়াচে না । তবে কেন এত অবহেলা । আজকাল রিসানের সাথে কথা বলে সময় কাটে আমার। ছেলেটার সাথে আমার ফোনে পরিচয় । কোন শর্ত ছাড়াই ভালোবাসে আমায় । কিন্তু আমার কিছু করার নেই । একজন ক্যান্সার রোগীর কাউকে ভালোবাসার কিংবা কারো ভালোবাসা পাওয়ার অধিকার নেই ।
26--1--2014....
দ্বিতীয় কেমো দিয়ে বাসায় আসলাম । চুলের ব্যপারে সবসময় একটু বেশি খুত খুতে ছিলাম আমি । নতুন নতুন ব্র্যান্ডের শ্যাম্পু কন্ডিশনার কিনতাম । এখন আর ওসবের প্রয়োজন হয়না । চুলই নেই, শ্যাম্পু দিয়ে কি করব । কাজের বুয়াকে বলে ড্রেসিং টেবিলটাকে ঘর থেকে বের করে দিয়েছি । আয়নায় তাকাতে ভালো লাগেনা । এদিকে বাবা মার মধ্যে ঝগড়া বেড়েই চলেছে দিন দিন । এই সম্পর্ক বেশিদিন টিকবে না আমি জানি । ওইদিন মাঝরাতে ঘুম ভেঙ্গে দেখি বাবা আমার পায়ের কাছে বসে কাঁদছে । ভালোবাসার বিয়ের এ কি পরিণতি । ভালোবাসার থেকে বোধহয় ক্যান্সারও ভালো…
2--2---2014...
২৬ ঘন্টা পর আমার জ্ঞ্যান ফিরল । রিসানের সাথে ঝগড়া করলাম অনেকক্ষন । ওর সাথে ঝগড়া করতে আমার ভালো লাগে । ঝগড়া করার কেউ থাকা লাগে জীবনে । না হলে বেঁচে থাকাটাই বৃথা…
13---3--2014...
গত ৪৮ ঘন্টায় আমায় নিয়ে যমে ডাক্তারে টানাটানি হয়েছে । আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছি ডাক্তাররা যাতে জিতে । কিন্তু জানি শেষ পর্যন্ত জয়টা ক্যান্সারের হবে । লিখার শক্তি পাচ্ছিনা… সানিকে অনেক মিস করছি । যদিও মিস করাটা উচিত না । ক্যান্সার রোগীদের কাউকে মিস করার অধিকার নেই…
25---5---2014...
এই লিখাটাই বোধহয় আমার শেষ লেখা হতে যাচ্ছে । শেষ শক্তিটুকু জমিয়ে লিখাটা লিখছি । আমার রেখে যাওয়া জিনিসের মধ্যে ডায়রিটা রিসানের ভাগে পড়েছে । ছেলেটার মধ্যে মানুষের মুখে হাসি ফোটানোর ঈশ্বর প্রদত্ত ক্ষমতা আছে । ও অনেক ভালো থাকুক । লিখতে লিখতে চোখের কোণে জল জমে একফোটা । এই জলটা কার জন্য । জানিনা । খুব মিস করব । বাবা মাকে, আমার ছোট্ট বোনটাকে । বন্ধুদের মিস তো করবই । সানি ভালো থাকুক । স্কুলের সামনে যে মামাটা আচার বিক্রি করত, তাকেও অনেক মিস করব অনেক । আচ্ছা স্বর্গে কি আঁচার বিক্রি হয় । মনে হয় না । আরেকটা দিন বেঁচে থাকার শখ ছিল । আফসোস । যাহা চাই তাহা পাইনা । অবশেষে মে মাসের ২৭ তারিখে তার যুদ্ধটা শেষ হয়।
অপেক্ষা 💘💘
সংগৃহীত

আমি আমার মাকে নিয়ে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় তথা পিজি হসপিটালে যাই তাকে ডাক্তার দেখানোর জন্য।  কিন্তু যাওয়ার পরে ...
10/10/2025

আমি আমার মাকে নিয়ে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় তথা পিজি হসপিটালে যাই তাকে ডাক্তার দেখানোর জন্য। কিন্তু যাওয়ার পরে আমরা অনেক অনিয়মের শিকার হই। যা আমি হসপিটাল কর্তৃপক্ষকে জানালে তারা আমাকে আনসার বাহিনীর হাতে তুলে দেয়। আর ২০-২৫ জন আনসার সদস্য আমাকে টেনে হিছড়ে প্রশাসনিক ভবনে নিয়ে যায়। আর তা নেওয়ার মাঝেই আমাকে এলোপাতাড়ি মারতে শুরু করে। পরবর্তীতে আমাকে একটা রুমে ১০/১২ জন আনসার সদস্য আর ১৫/২০ জন হসপিটালের ডাক্তার রা আমাকে লাঠি, রড দিয়ে আমাকে এলোপাতাড়ি মারতে শুরু করে এক পর্যায়ে আমাকে উলঙ্গ করে মারা শুরু করে যা পরবর্তীতে আমি অজ্ঞান হয়ে যাই। আমার মা প্রশাসনিক ভবনের বাহিরে চিৎকার করে বলতে থাকে তার ছেলেকে ছেড়ে দিতে। তখন তারা বলে আমি নাকি এখানে নেই, আমি নাকি গনপিটুনি তে মারা গেছি।
আজ যদি অনিয়মের কাছে হেরে যাই। জানবো মানবতার কবর হয়েছে।
এমনটা তুলে ধরেছেন (Ratul Chowdhury)

পোস্ট টি সবাই বেশি বেশি শেয়ার করুন এর একটা সুষ্ঠ বিচার চাই😭

29/09/2025
📘 Block Master Series E-Book টি বাংলাদেশের প্রথম বাস্তব অভিজ্ঞতা ও টেকনিক্যাল গাইডলাইন ভিত্তিক বই। -🔖যার অফার মূল্য মাত্...
27/09/2025

📘 Block Master Series E-Book টি বাংলাদেশের প্রথম বাস্তব অভিজ্ঞতা ও টেকনিক্যাল গাইডলাইন ভিত্তিক বই।
-
🔖যার অফার মূল্য মাত্রঃ ৯৯০/- (সীমিত সময়ের জন্য)
পেমেন্ট করুন এখানেঃ https://shorturl.at/WdOvz
-এছাড়াও ,
🛒 ভিজিট করুন: https://shorturl.at/LIXL9
-
"🏭কংক্রিট ব্লক পোজেক্ট স্থাপন করতে চান, কিন্তু এই ব্যবসার কোন প্রকার ধারনা আপনার নাই, তাহলে এই বইটি আপনার জন্য একমাত্র সমাধান।"
✅ যারা নতুন কংক্রিট ব্লক প্রজেক্ট শুরু করতে চান।
✅ যারা প্রজেক্ট করেছেন কিন্তু মেশিন সমস্যা বা অপারেশনে ঝামেলায় আছেন।
✅ যারা ব্লক বসানো/গাঁথুনির সঠিক গাইডলাইন খুঁজছেন।
📕 বইয়ের মূল বিষয়বস্তু:
🎯 কংক্রিট ব্লক প্রোজেক্ট করতে চাইলে জায়গা, ইনভেস্টমেন্ট, রিটার্ন, প্রফিট , প্রোডাকশন প্রসেস ইত্যাদির সম্পর্কে ধারনা ও গাইডলাইন।
🧱 সঠিক রেসিপি ও রেশিও দিয়ে ব্লক তৈরীর সঠিক কৌশল।
📉 কম খরচে সর্বোচ্চ উৎপাদন ও মান বজায় রাখা।
⚡ একই রেশিও ব্যবহারের ব্লকের মান ২০% বৃদ্ধি করা।
🔧 কংক্রিট ব্লক মেশিনের সমস্যা ও সমাধান
🛠️ মেশিন মেইনটেনেন্সের প্রফেশনাল টিপস
🧱 ফ্রি বোনাস গাইড – ব্লক বসানো, কাটা, ফিটিং – একদম হাতে-কলমে শেখার মতো!
তাই একদম জিরো থেকে এক্সপার্ট হতে আর দেরি কেন?
🏗️ “নিজের প্রোজেক্ট নিজেই বুঝুন – এক্সপার্টের মতো!”
📘

12/08/2025

দায়িত্ব প্রাপ্ত পুলিশ অফিসারদের চিহ্নিত করে খুজে বের করে জবাবদিহিতার আওতায় আনা হোক।
゚ See less

10/08/2025

বিমানবন্দর রেলস্টেশন থেকে কোরিয়ান এই ভদ্রলোকের ফোন ছিন'তাই করে নিয়ে গেছে। মাটিত হাটু গেড়ে বসে তার অসহায় আকুতি দেখে খুবই খারাপ লাগছে। হয়তো ফোনে মূল্যবান কিছু ছিল।

Address

Dhanmondi/15
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Kaler kanthosor ll কালের কণ্ঠস্বর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share