Kaler kanthosor ll কালের কণ্ঠস্বর

Kaler kanthosor ll কালের কণ্ঠস্বর The fast growing site in Bangladesh. we are try to reach firstly latest news & other environment. http://kuyasanews.com

28/07/2025

ছেলের আকিকার জন্য ছেলের বাবা ছাগল নিয়ে যাচ্ছিলো।
হালিমপুরের বিএনপি নেতা কাজল চেয়ারম্যানের লোকজন, তাকে ধরে মারধর করে। কারণ তিনি চাঁদা দেন নাই।
উক্ত ঘটনা কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নের সচিবের মোড় এলাকায়।

27/07/2025

মহিলার বাচ্চা অসুস্থ হাসপাতালে এসছে ডাক্তার দেখাতে কিন্তুু কাউন্টার থাকা স্টাফ রা ওনার কথায় কান না দিয়ে ফোন নিয়ে ব্যস্ত ছিলো তার পর কি করলো দেখেন,

🔥যে মা সারাজীবন তার কলিজার টুকরাকে 👶চুলার আগুন থেকে ♨️ বাঁচিয়ে রেখেছিল,ভালোবাসা 🤱 আর মায়ার ছায়ায় 🌿 আগলে রেখেছিল —আজ সেই ...
22/07/2025

🔥
যে মা সারাজীবন তার কলিজার টুকরাকে 👶
চুলার আগুন থেকে ♨️ বাঁচিয়ে রেখেছিল,
ভালোবাসা 🤱 আর মায়ার ছায়ায় 🌿 আগলে রেখেছিল —
আজ সেই সন্তানই 🔥
বিমানের আগুনে দগ্ধ হলো ✈️💔

ভালোবাসা কিছুই করতে পারলো না…
আগুন সব ছিনিয়ে নিলো 😭
মায়ের কান্না ছাপিয়ে গেল ধোঁয়ার নিচে 🌫️

যেখানে আগুন শেষ করলো দেহ,
ভালোবাসা সেখানে রেখে গেল একটি অদৃশ্য কবর —
শুধু একজন মা জানে তার অবস্থান। 🕯️🥀

---

🕊️ #মায়ের_ভালোবাসা #বিমান_দুর্ঘটনা #কলিজারটুকরা #হারানোর_ব্যথা #হৃদয়বিদারক

প্রাণীজাতীয় খেলনা কেউ ঘরে রাখবেন না। জ্বীনেরা সহজে আ*ক্রমণ করতে পারে!কিছুদিন আগে অনলাইন থেকে ২টা পুতুল আমি নেই, পুতুলগু...
18/07/2025

প্রাণীজাতীয় খেলনা কেউ ঘরে রাখবেন না। জ্বীনেরা সহজে আ*ক্রমণ করতে পারে!

কিছুদিন আগে অনলাইন থেকে ২টা পুতুল আমি নেই, পুতুলগুলো দেখতে অনেক সুন্দর-তাই ভাবলাম ২ মেয়ের জন্য ২টা নেই।
যাই হোক এবার বলি আসল কথা-যেহেতু বাচ্চারা নতুন খেলনা পেলে সেটা কিছুদিন অনেক যত্নে রাখে, আমার ফাইজা-ও এই পুতুলটা নিয়ে প্রতিদিন ঘুমাতো। কিন্তু যেদিন সে পুতুলটা নিয়ে ঘুমাল, সেদিন রাতেই ও ঘুমের মধ্যে হঠাৎ কান্না শুরু করে দিয়ে পুতুলটাকে ফেলে দেয়।
আর প্রচণ্ড কান্না করে আমাকে বলে-“আম্মু, পুতুলটা ফেলে দাও, পুতুল আমাকে মা-রে…”
আমি তো ভেবেছি, ছোট মানুষ-হয়তো মনের ভুল বা স্বপ্নে কিছু দেখে ভয় পেয়েছে।

কিন্তু কাল রাতের ঘটনা আর আজকে যা দেখেছি- তাতে আমি রীতিমতো অবাক! 😭😭😭
কাল রাতেও ও ঘুম ভেঙে কাঁদছিল আর বলছিল- “মা, তুমি আর পুতুল আনিও না, আমি আর পুতুল নিবো না, পুতুলটা আমাকে খামছি দেয়…” 🥲🥲
আজ গোসল করানোর সময় আমি ফাইজার পিঠে সেই রকম খামছির দাগ দেখি! 😭😭
অরে জিজ্ঞেস করলে ও বলে-“মা, আমি তো তোমাকে বলছিলাম-পুতুল আমাকে খামছি দেয়…”
তাহলে কি আমার মেয়ে সত্যিই বলেছিল এতদিন! 😭😭😭

⚠️ সতর্ক হোন সবাই!
যারা বাচ্চাদের পুতুলওয়ালা গেঞ্জি পরান, বা বিভিন্ন ধরনের ডল/পুতুল কিনে দেন-বারবার আপনাদের সতর্ক করছি-দয়া করে সাবধান হোন। এই লেখাটি পোস্ট শেয়ার করে অন্যদেরও সতর্ক থাকতে বলুন।
আল্লাহ আমাদের সন্তানদের হেফাজত করুন। আমিন।

সংগৃহীত |

Copy

18/07/2025

When a father gives bath to his son they both laugh but when a son gives bath to his father they both cry.🥺💔

ডাক্তারের নাম-ডা: শাহাদাৎ হোসেন...ওনার ভিজিট ১২০০টাকা।ওনি বসেন, পাচঁলাইশ শেভরণ হসপিটালে চট্রগ্রাম। ওনাকে এর আগে একবার দে...
14/07/2025

ডাক্তারের নাম-ডা: শাহাদাৎ হোসেন...ওনার ভিজিট ১২০০টাকা।ওনি বসেন, পাচঁলাইশ শেভরণ হসপিটালে চট্রগ্রাম। ওনাকে এর আগে একবার দেখিয়েছেন,গতপরশুদিন আবার ওনাকে দেখাতে নিয়ে গেলাম শশুরকে পরে ওনি মেডিসিন আর এই টেস্ট গুলো করতে বলেন,আসার সময় শেভরনে টেস্ট বিল জিজ্ঞেস করলাম ওনারা বললো, 4483 আসবে, আমি সেই টেস্ট আমি ইবনে সিনায় করি 2537 টাকায়,রাতে নয়টায় যখনই আমি শেভরনে ডাক্তার শাহাদাৎ কে রিপোর্ট দেখাতে নিয়ে গেলাম, ওনি ইবনে সিনার রিপোর্ট দেখেননি আমি বললাম। রোগীর অসহায় আপনাদের এখানে টেস্ট করার মতো সামর্থ্য নেই তাই ইবনে সিনা করায়ছে। এটা বলার পর ওনার ব্যবহার এতটাই খারাপ করলো যা একজন ডাক্তারে মুখে শুনা রোগীর জন খুবই কষ্ট কর।এত রিকুয়েষ্ট করলাম যে এই রিপোর্ট কি ভুল যে আপনি রিপোর্ট দেখবেন না। ওনি আমার কথা না শুনেই আমাকে আমার শশুরকে বের করে দিলো। এগুলো কেমন ডাক্তার যে ওনি যেখানে বসবেন সেখানেই টেস্ট করাতে হবে আমি তো বাংলাদেশে এর আগে কখনো দেখিনি। ওনি এর ১৫দিন আগে ও আমি না থাকায় শশুরের বেশ কিছু টেস্ট শেভরনে করানো হয়ছে প্রায় ১৭হাজার টাকার মতো ঐ টেস্ট আমি ইবনে সিনা জিজ্ঞেস করলাম, ৮হাজার টাকার মতো। এই যে এরা এগুলো করে গরীব অসহায় রোগী গুলোর টাকা হাতিয়ে নিচ্ছে। এদের কি কোন বিচার হবে না। আমি আজকেই আমার শশুরকে নিয়ে জিডি করতে যাবো।
©Md Masum
বয়কট করুন ডাক্তার নামক এ ধরনের কসাই কে।শেয়ার করে সবাইকে অবিহিত করুন বিষয়টি।

মর্মান্তিক একটি ভিডিও। কি পরিমাণ হিংসা আর বিদ্বেষ থাকলে একজন মানুষকে এরকম নৃশংসভাবে হত্যা করতে পারে! মানুষের মধ্যে একটু ...
11/07/2025

মর্মান্তিক একটি ভিডিও। কি পরিমাণ হিংসা আর বিদ্বেষ থাকলে একজন মানুষকে এরকম নৃশংসভাবে হত্যা করতে পারে! মানুষের মধ্যে একটু রহম নাই। কত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো। মিটফোর্ড হাসপাতালের সামনের ঘটনা এটা। তিনি একজন ভাঙ্গারী ব্যবসায়ী(সোহাগ)।

সময় এসেছে এসব চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। ✊✊✊✊✊ সবাই স্বচ্চার হোন।

08/07/2025

ইন্না-লিল্লাহ😭
আগে সম্পদ পরে মায়ের দাপন কাপন
সম্পদ জায়গা জমি ঘর বাড়ি ব্যাংক ইত্যাদি
না করে নিজের সন্তানদের সুশিক্ষায় মানুষ বানান।
একদিন তারাই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হবে।
ইনশাআল্লাহ ✊

07/07/2025
📍📍 নকশা দেখে জমি নিজেই মাপবেন কীভাবে? সম্পূর্ণ পদ্ধতি✅ প্রয়োজনীয় সরঞ্জাম১. গুনিয়া স্কেল নকশার দৈর্ঘ্য-প্রস্থ নির্ধারণের ...
07/07/2025

📍📍 নকশা দেখে জমি নিজেই মাপবেন কীভাবে? সম্পূর্ণ পদ্ধতি

✅ প্রয়োজনীয় সরঞ্জাম

১. গুনিয়া স্কেল নকশার দৈর্ঘ্য-প্রস্থ নির্ধারণের জন্য
২. ফুট স্কেল বাস্তব পরিমাপ জানতে
৩. তিপাতার ডিভাইডার বা কাঁটা কম্পাস সঠিক বড় দূরত্ব মাপার জন্য
৪. ক্যালকুলেটর ক্ষেত্রফল ও শতকরা হিসাবের জন্য
৫. স্বচ্ছ ট্রেসিং পেপার বাঁকানো বা অস্বাভাবিক আকৃতির জমি সহজে আঁকার জন্য

🔢 পরিমাপের ধাপগুলো (ধাপে ধাপে)

১। নকশার স্কেল বুঝুন:

নকশার এক কোণে লেখা থাকে:
“১৬ ইঞ্চি = ১ মাইল (৫২৮০ ফুট)”
অর্থাৎ:
নকশায় ১৬ ইঞ্চি → বাস্তবে ৫২৮০ ফুট
→ আপনার পরিমাপ হবে এই স্কেল অনুযায়ী অনুপাতে।

২। জমি চিহ্নিত করুন:

নিজের দাগ বা প্লট নম্বর খুঁজে বের করুন

আশপাশে রাস্তা, খাল, গাছ বা পুকুর আছে কি না দেখে নিশ্চিত হন

ট্রেসিং কাগজে জমির আউটলাইন কপি করে রাখুন

৩। বাহুর দৈর্ঘ্য মাপুন:

ফুট স্কেল + ডিভাইডার ব্যবহার করুন

ছোট অংশ ধরে মাপতে শুরু করুন

ডিভাইডার দিয়ে মাপ স্কেলে মিলিয়ে দৈর্ঘ্য নির্ধারণ করুন

প্রতিটি বাহুর (সীমানার) মাপ আলাদাভাবে নোট করুন

৪। ক্ষেত্রফল নিরূপণ:

জমির আকৃতি অনুযায়ী পদ্ধতি নির্ধারণ করুন:

✅ আয়তাকার / চতুর্ভুজ আকৃতি:

> ক্ষেত্রফল (বর্গফুট) = দৈর্ঘ্য × প্রস্থ

✅ ত্রিভুজ আকৃতি (a, b, c তিন বাহু):

> ব্যবহার করুন Heron’s formula

✅ আঁকাবাঁকা জমি:

> ট্রেসিং পেপারে বাহু নির্ধারণ করে ছোট ছোট আয়তাকার বা ত্রিভুজ আঁকুন
প্রতিটির ক্ষেত্রফল হিসাব করে যোগ করুন

৫। একক রূপান্তর করুন:

রূপান্তর হিসাব:

একক সমান বর্গফুট

১ শতাংশ ৪৩৫.৬
১ কাঠা ৭২০
১ বিঘা ১৪,৪০০ = ২০ কাঠা

উদাহরণ:
যদি ক্ষেত্রফল হয় ২১৭৮ বর্গফুট →
২১৭৮ ÷ ৪৩৫.৬ ≈ ৫ শতাংশ

🧠 টিপস ও সতর্কতা:

✅ চিহ্ন বুঝুন:
∎ (পাকা বাড়ি), ☐ (কাঁচা বাড়ি), 〰️ (পুকুর), ▬ (রাস্তা)

✅ নোট রাখুন:
সব বাহুর মাপ লিখে রাখুন

✅ নিখুঁত হন:
মাপ নিতে সময় দিন তাড়াহুড়ো করলে ভুল হতে পারে

✅ সহযোগিতা নিন:
জটিল হলে দু’জন মিলে করুন তবে নিজে চেষ্টা করতে ভুলবেন না

🛡️ শেষ কথা:

নিজে নিজে জমি মাপতে পারলে আপনি আপনার জমির স্বত্ব নিশ্চিত করতে পারবেন। চূড়ান্ত দলিলে কোনো ভুল থাকলে তা দ্রুত সংশোধনের সুযোগ পাবেন। নিজে শিখুন, সচেতন থাকুন।

Address

Dhanmondi/15
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Kaler kanthosor ll কালের কণ্ঠস্বর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share