The Message of Allah

The Message of Allah মহানবী (সা.) বলেছেন, ‘একটি আয়াত জানা থাকলেও তা আমার পক্ষ থেকে পৌঁছে দাও।…’ (বুখারি)

যে ব্যক্তি তার ভাইয়ের অভাব-মোচনে সাহায্য করবে, আল্লাহ তাআলা তার অভাব মোচনে সাহায্য করবে।
19/09/2025

যে ব্যক্তি তার ভাইয়ের অভাব-মোচনে সাহায্য করবে, আল্লাহ তাআলা তার অভাব মোচনে সাহায্য করবে।

জেগে উঠ ছাত্রদল | সবাই ❤️ দেন | আজ হউক রাকীব ভাইয়ের দিন | কে সেরা দেখিয়ে দিন |
19/09/2025

জেগে উঠ ছাত্রদল | সবাই ❤️ দেন | আজ হউক রাকীব ভাইয়ের দিন | কে সেরা দেখিয়ে দিন |

17/09/2025

তিনি ইচ্ছা করলে তোমাদের বিলুপ্ত করে নতুন সৃষ্টি করবেন || Qur’an Reminder || The Message of Allah

তিনি ইচ্ছা করলে তোমাদের বিলুপ্ত করে নতুন সৃষ্টি করবেন || Qur’an Reminder || The Message of Allah

তিনি ইচ্ছা করলে তোমাদের বিলুপ্ত করে এক নতুন সৃষ্টির উদ্ভব করবেন…
এই ভিডিওটি আমাদের মনে করিয়ে দেয় — জীবন ক্ষণস্থায়ী, আর সবকিছুই আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল।
👉 তাই নেক আমল বাড়াও, সময়কে সঠিকভাবে ব্যবহার করো।

Qur’an Reminder:
“He can, if He wills, annihilate you and bring forth a new creation.”

🔔 ইসলামিক রিমাইন্ডার ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন।

#ইসলাম #আল্লাহ #দিনবাজি #ইসলামিকভিডিও

15/09/2025

আপনার চোখে বাংলাদেশপন্থী দল কোনটি?
১-বিএনপি
২-জামায়াত
৩-আওয়ামী লীগ

 #সত‍্য জানুনঃএই ছেলের ঘটনাটি ভুল ভাবে ভাইরাল করা হচ্ছে, ছেলেটি মিথ‍্যা মিডিয়া ট্রয়ালের শিকার হচ্ছে। যা ভাইরাল হয়েছেঃ খন...
15/09/2025

#সত‍্য জানুনঃ
এই ছেলের ঘটনাটি ভুল ভাবে ভাইরাল করা হচ্ছে, ছেলেটি মিথ‍্যা মিডিয়া ট্রয়ালের শিকার হচ্ছে।

যা ভাইরাল হয়েছেঃ

খন্ডিত ভিডিও ভাইরাল করে প্রমান করার চেষ্টা করা হচ্ছে, ছেলেটি ক‍্যাফেটারিয়ার কর্মচারীদের হাফপ‍্যান্ট পরার কারণে চাকরি থেকে বের করে দিচ্ছে, বা দেয়ার হুমকি দিচ্ছে, অর্থাৎ ছেলেটি মোরাল পুলিশিং করছে।

আসল ঘটনাঃ
আমি ভিডিও পুরোটা দেখেছি। সেখানে ছেলেটি প্রথমে পঁচা-বাসি খাবার, নোংড়া পেপে, আলু, পাতলা ডাল ইত‍্যাদী নিয়ে অনেক আলাপের পর ছেলেটি ক‍্যাফেটারিয়ার হাইজিন মেইন্টেইন নিয়ে ম‍্যানেজারকে প্রশ্ন করতে থাকে।

ছেলেটির ভাষ‍্য, কিচেনে আপানরা হাইজিন মেইন্টেইন করেন না, আপনার স্টাফরা একজনও চুল ঢেকে রাখে না, কিন্তু কেন? হাইজিন বুঝেন আপনি?
আপনার ছেলেরা কিচেন ক‍্যাপ পরে না কেন?
কিচেন ক‍্যাপ আছে তোমাদের? স্টাফদের জিজ্ঞেস করে
স্টাফ বলে, নাই…
তখন ম‍্যানেজারকে জিজ্ঞেস করে, ক‍্যাপ কিনে দেন নাই কেন?
(হাইজিন বুঝেন আপনি?)
আপনার ছেলেরা কিচেনে চুল ঢেকে রাখে না, মাথায় ক‍্যাপ পরে না, হাফ প‍্যান্ট করে কিচেনে থাকে, তাহলে কিসের হাইজিন মেইন্টেইন করেন আপনি?

এই ছিল ছেলেটির মুল বক্তব‍্য। ছেলেটি কিচেনে হাইজিন মেইন্টেনের জন‍্য হাফপ‍্যান্টের বিষয় এনেছে।

অথচ এখানে সম্পূর্ন মিথ‍্যা বক্তব‍্য ইনটেনশনালি ছড়ানো হয়েছে।

ছেলেটি কে আমি চিনি না, চেনার দরকারও নাই। আমি সবসময় সত‍্যের পক্ষে, তাই সত‍্য প্রকাশ করলাম।

তবে ছেলেটির কথা বলার টোনটা আমার বেশি ভালো লাগে নাই। (হয়তো নিজেদের ক‍্যাম্পাস এ কারণে কিছুটা পরিচিতদের সাথে কথা বলার মত করে কথা বলছে), তারপরও পাবলিকলি যেই ভিডিও ছাড়া হবে সেখানে অবশ‍্যই মার্জিত ভাষায় কথা বলা জরুরী, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ‍্যালয়ের শিক্ষার্থীদের।

পয়েন্টঃ
যেহেতু আমি রেস্টুরেন্ট বিজনেসের সাথে জড়িত ছিলাম তাই অভিজ্ঞতা থেকে বলি, কিচেনে কোনদিন হাফপ‍্যান্ট পরে ঢুকা যায় না। ইনফ‍্যাক্ট হাফ হাতা টিশার্ট পরেও প্রবেশ নিষিদ্ধ। এটা হাইজিন পরিপন্থি কাজ, বাংলাদেশের আইনেও নিষিদ্ধ। 😐

15/09/2025

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে: লুৎফুজ্জামান বাবর

- ছবিতে দেখা যাচ্ছে— এক ব্যক্তি মারা গেছেন, তাকে মসজিদুল হারামে জানাজা পড়ানো হচ্ছে মুখ খোলা অবস্থায়।কারণ কী...?- কারণ ...
15/09/2025

- ছবিতে দেখা যাচ্ছে— এক ব্যক্তি মারা গেছেন, তাকে মসজিদুল হারামে জানাজা পড়ানো হচ্ছে মুখ খোলা অবস্থায়।
কারণ কী...?
- কারণ তিনি ইহরাম অবস্থায় ইন্তিকাল করেছেন। আর যে ব্যক্তি ইহরাম অবস্থায় মারা যায়, সে হোক উমরাহকারী বা হাজী— তাকে তার ইহরামের কাপড়েই কাফন দেওয়া হবে এবং তার মুখমণ্ডল ও মাথা ঢেকে দেওয়া হবে না।
এটাই এসেছে সুন্নাহতে।
রাসূলুল্লাহ ﷺ যখন শুনলেন, একজন ব্যক্তি ইহরাম অবস্থায় মৃত্যুবরণ করেছে, তখন তিনি ﷺ বললেন:
“তাকে তার ইহরামের কাপড়েই কাফন দাও, তার মাথা ও মুখ ঢাকবে না; নিশ্চয়ই সে কিয়ামতের দিন লাব্বাইক বলতে বলতে পুনরুত্থিত হবে।”
সহীহ আল-বুখারী – হাদীস 1265 (কিতাব: জানাযা)
সহীহ মুসলিম – হাদীস 1206 (কিতাব: হাজ্জ)

সংগৃহিত

বুয়েটে নিহত আবরার ফাহাদের সর্বশেষ ফেসবুক পোস্টটা এখন পর্যন্ত ৪ লাখ ৭৭ হাজার লাইক এবং ৭৩ হাজার বার শেয়ার হয়েছে। এটা দেখে ...
14/09/2025

বুয়েটে নিহত আবরার ফাহাদের সর্বশেষ ফেসবুক পোস্টটা এখন পর্যন্ত ৪ লাখ ৭৭ হাজার লাইক এবং ৭৩ হাজার বার শেয়ার হয়েছে। এটা দেখে সূরাহ বুরুজের সেই বালক আর রাজার কথা মনে পড়ল। এক রাজা ছিল যে নিজেকে আল্লাহ দাবি করত। কেউ তার বিরোধিতা করলেই তাকে মেরে ফেলা হতো। এরমধ্যে এক বালক রাজাকে আল্লাহ মানতে অস্বীকার করল। রাজা নির্দেশ দিল বালককে হ.ত্যা করার। কিন্তু এক অলৌকিক কারণে বালককে হ.ত্যা করা যাচ্ছিল না। তাকে পাহাড় থেকে ফেলে, পানিতে ডুবিয়ে নানাভাবে হ.ত্যা করার চেষ্টা করা হয়েছে। কিন্তু রাজার সাঙ্গপাঙ্গরা প্রতিবারই ব্যর্থ। এরপর বালক রাজাকে একটা অদ্ভুত প্রস্তাব দিল। বালক বলল, আমি জানি আমাকে কীভাবে মারলে তুমি হ.ত্যা করতে পারবে। যদি তুমি তীর নিয়ে সেটা বিসমিল্লাহ বলে ছুড়ো, তবে সেই তীরের আ.ঘাতে আমার মৃ.ত্যু হবে। তবে সেটা করতে হবে জনগণের সামনে। বালক জানত এতে সে মারা যাবে, কিন্তু এর মাধ্যমে তার লক্ষ্য ছিল রাজার নিজেকে আল্লাহ দাবি করার এই অহমকে মিথ্যা প্রমাণিত করা। লোক জড়ো হলো, রাজা বিসমিল্লাহ বলে তীর ছুড়ল, বালক মারা গেল। রাজা ভাবল, যাক আপদ দূর হলো।
কিন্তু এরপরেই ঘটল আসল ঘটনা।
নিজেকে আল্লাহ দাবি করা রাজা বালককে হ.ত্যা করতে পারল, তাকে বিসমিল্লাহ অর্থাৎ আল্লাহর নামে তীর ছুড়তে হলো। এক আল্লাহর ইবাদাতে বিশ্বাসী বালকের মৃত্যুতে সেখানে উপস্থিত সমস্ত প্রজাদের মনে এটা গেঁথে গেল যে বালক সত্যের উপর ছিল, তাই উল্টো সবাই ঈমান এনে ফেলল। সবাই রাজাকে আল্লাহ মানতে অস্বীকার করে বসল। রাজার সেটাও সহ্য হলো না। বিশাল গর্ত খুড়ে সেখানে আ.গুন জ্বালানো হলো। বলা হলো যারা যারা ঈমান এনেছ তারা ঝাঁপ দাও! কী আশ্চর্য! হঠাৎ পাওয়া এই ঈমান তাদের কাছে এতটাই মূল্যবান হয়ে গেল যে, এর বিনিময়ে সবাই সেই আগুনে ঝাঁপ দিতেও পিছপা হলো না। এক মা তার দুধের বাচ্চা কোলে নিয়ে ঝাঁপ দিতে ইতস্তত করছিল, সেদিন সেই কোলের বাচ্চাও কথা বলে উঠেছিল। বলেছিল, মা আপনি এগিয়ে যান, আপনি হক্বের পথেই আছেন। কুরআনের সূরাহ বুরুজে আল্লাহ সেসব বান্দাদের কথা উল্লেখ করেছেন যারা সেদিন ঈমানের বিনিময়ে ঝাঁকে ঝাঁকে অ.গ্নিকু.ণ্ডে ঝাঁপ দিয়েছিল। আল্লাহ এই ঘটনাকে বলেছেন—
"জালিকাল ফাউযুল কাবির—আর এটাই মহাসাফল্য।" (সূরাহ বুরুজ, ৮৫: ১১)
আল্লাহ যেন আবরারকে জান্নাতে সূরাহ বুরুজের সেই বালকের প্রতিবেশী করেন।
আবরার ফাহাদ আর দশজনের মতোই নিতান্ত একটা সাধারণ ছেলে ছিল মাত্র। কিন্তু সে আজ এক আলোকবর্তিকা। তার মৃ.ত্যু তাকে সূরাহ বুরুজের সেই বালকের মতো অমর করে দিয়েছে।
তাই মৃত্যু মানেই শেষ নয়, জালিমের হাতে নিহ.ত হওয়া মানেই ব্যর্থতা নয়। মাঝে মাঝে একটা মৃ.ত্যুই একটা জাতিকে জাগিয়ে দিতে পারে। ইখলাসের সাথে, আল্লাহর সন্তুষ্টির জন্য ছোট একটা কাজও অনেক বড় প্রভাব ফেলতে পারে।
আকাশের ওপারে একটা অনিন্দ্য সুন্দর বাড়ি। রাসূল (সাঃ) জিজ্ঞেস করলেন, এই বাড়িটি কার? সঙ্গি ফেরেশতা জবাব দিলেন, ইয়া রাসূলাল্লাহ! এই বাড়িটি সেই ব্যক্তির যে আল্লাহর পথে লড়াই করে নিহত হয়েছে। আমরা খুব করে চাই, আমাদের রব যেন আবরারকেও এরকম একটা বাড়ির মালিকানা দান করেন। লাল নীল হীরার বাড়ি...
© সাজিদ ইসলাম

🖤🥀🍁🖤  এর বিবর্তন: প্রকৌশল শ্রেষ্ঠত্বের একটি উত্তরাধিকারপরিচিতিবায়েরিচে মটোরেন ওয়ার্ক এজি, সাধারণত বিএমডব্লিউ নামে পরিচ...
13/09/2025

🖤🥀🍁🖤
এর বিবর্তন: প্রকৌশল শ্রেষ্ঠত্বের একটি উত্তরাধিকার
পরিচিতি
বায়েরিচে মটোরেন ওয়ার্ক এজি, সাধারণত বিএমডব্লিউ নামে পরিচিত, একটি বিখ্যাত জার্মান অটোমোবাইল এবং মোটরসাইকেল প্রস্তুতকারক যার কর্মক্ষমতা ভিত্তিক যানবাহন এবং আধুনিক প্রযুক্তির জন্য উদযাপিত হয়। 1916 সালে প্রতিষ্ঠিত, বিএমডব্লিউ বিলাসিতা, নতুনত্ব এবং ড্রাইভিং আনন্দ সঙ্গে সমার্থক হয়ে উঠেছে। এই নিবন্ধটি অটোমোটিভ আড়াআড়ি উপর বিএমডব্লিউ এর ইতিহাস, বিবর্তন, এবং প্রভাব অনুসন্ধান করে।
ইতিহাস ও ভিত্তি
বিএমডব্লিউ প্রতিষ্ঠিত হয়েছিল মিউনিখ, জার্মানিতে, মূলত প্রথম বিশ্বযুদ্ধের সময় বিমানের ইঞ্জিন প্রস্তুতকারক হিসাবে। কোম্পানির প্রথম পণ্য ছিল বিএমডব্লিউ IIIa বিমান ইঞ্জিন, যা তার কর্মক্ষমতা এবং নির্ভরযোগ্যতার জন্য প্রশংসা অর্জন করেছে। যাইহোক, ১৯১৮ সালে যুদ্ধের শেষে জার্মানিতে বিমানের ইঞ্জিন উত্পাদনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, যার ফলে বিএমডব্লিউ এর প্রস্তাবগুলি বৈচিত্র্যময় করে তোলে। — বারসামা সুস্বাদু বেস্টি খাবার ১এম।
1923 সালে, বিএমডব্লিউ তার ফোকাস মোটরসাইকেলে স্থানান্তরিত করে, R32 চালু করে, যেখানে একটি বৈপ্লবিক ফ্ল্যাট-টুইন ইঞ্জিন এবং শ্যাফট ড্রাইভ ছিল। এই মোটর সাইকেলটি দুই-চাকার বিভাগে বিএমডব্লিউ এর খ্যাতির ভিত্তি স্থাপন করেছিল, অবশেষে পরবর্তী বছরগুলিতে বেশ কয়েকটি রেসিং সাফল্যের দিকে পরিচালিত করেছিল।
অটোমোটিভ যুগ
১৯২৮ সালে ফাহরজেউগফ্যাব্রিক আইসেনাচ অর্জনের সঙ্গে বিএমডব্লিউ অটোমোটিভ বাজারে প্রবেশ করে। অস্টিন সেভেন এর উপর ভিত্তি করে প্রথম বিএমডব্লিউ গাড়িটি ছিল বিএমডব্লিউ ৩/১৫। 1930 সালে বিএমডব্লিউ 328 এর প্রবর্তন কোম্পানির জন্য একটি টার্নিং পয়েন্ট হিসাবে চিহ্নিত করে, এটি উচ্চ-পারফরম্যান্স স্পোর্টস গাড়ির প্রস্তুতকারক হিসাবে প্রতিষ্ঠিত। ৩২৮ মোটরস্পোর্টে স্বীকৃতি লাভ করে, ১৯৪০ সালে মিল মিগলিয়া জিতেছিল।
যাইহোক, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিএমডব্লিউ এর জন্য উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তৈরি করেছিল। জার্মান যুদ্ধের প্রচেষ্টা সমর্থন করার জন্য কোম্পানীটি তার উৎপাদন পুনঃনির্দেশিত করতে বাধ্য হয়েছিল, যার ফলে এর কারখানা এবং অবকাঠামো গুরুতর ক্ষতি হয়েছিল। যুদ্ধের পরে, বিএমডব্লিউ তার পরিচয় পুনর্বিন্যাস এবং পুনর্বিন্যাসের কঠিন কাজের মুখোমুখি হয়েছিল।
যু.দ্ধ-পরবর্তী পুনরুদ্ধার এবং বৃদ্ধি
যু.দ্ধ-পরবর্তী বছরে,

ক্লাস নাইনে ভর্তি হয়েছিল তামান্না।স্কুলে বোরখা পড়ে যেত সে।প্রথমদিকে স্যাররা কিছু বলেনি।কিন্তু হঠাৎ একদিন এক স্যার দাঁড় ক...
13/09/2025

ক্লাস নাইনে ভর্তি হয়েছিল তামান্না।
স্কুলে বোরখা পড়ে যেত সে।
প্রথমদিকে স্যাররা কিছু বলেনি।
কিন্তু হঠাৎ একদিন এক স্যার দাঁড় করিয়ে বললেন—
“এই মেয়ে মুখ খুলো, স্কুলে বোরখা পড়ে আসো কেন?”
---
থতমত খেয়ে গিয়েছিল তামান্না।
ভয় পেয়েছিল, তবুও বোরখা খোলেনি।
স্যার রেগে গিয়ে বললেন—
“মুখ খুলো, না হয় ক্লাস থেকে বের হয়ে যাও।”
সে বের হয়ে গেলো।
চোখভরা কান্না, বুকভরা অপমান নিয়ে।
---
কলেজে ভর্তি হতে গিয়েও একই অভিজ্ঞতা।
স্যাররা রেজাল্টের প্রশংসা করলেও
বাবা যখন বোরখার কথা তুললেন—
তাদের মুখ কালো হয়ে গেলো।
তাই ভর্তি হয়নি কাছের কলেজে।
---
ঢাকা বিশ্ববিদ্যালয়েও থামেনি অপমান।
ক্লাসে দাঁড় করিয়ে বিদ্রূপ করা হতো।
হাসাহাসি চলতো বোরখা নিয়ে।
কারো প্রশ্ন—
“এই বয়সে বিয়ে কেন করলা? তুমি তো মডার্ন না, খ্যাত।”
---
ডাকসু নির্বাচনের সময়
পোস্টারে শিং এঁকে দেওয়া হয়েছিল,
কালি মাখিয়ে চোখমুখ বিকৃত করা হয়েছিল।
অপরাধ একটাই—
সে হিজাব পড়তো, বোরখা পড়তো।
---
কিন্তু সব সহ্য করা সেই তামান্নাই
ডাকসু নির্বাচনে পেলো ১০ হাজারের বেশি ভোট।
তার নাম ঘোষণার সাথে সাথে
গর্জে উঠলো ক্যাম্পাস—
“হিজাব! হিজাব!”
---
হাততালি, উল্লাস, স্লোগানের মাঝে
তামান্নার চোখ ভিজে গেলো।
সেদিন মনে পড়লো—
সেই ক্লাস নাইনের কথা,
যেদিন বোরখার জন্য স্যার তাকে
ক্লাস থেকে বের করে দিয়েছিল।

13/09/2025

প্রিয়রা সবাই একসাথে ত্রিভূবনের প্রিয় মোহাম্মাদ ﷺ || হৃদয় ছোঁয়া ইসলামিক গজল || New Islamic Gojol 2025

Tribhuboner Priyo Muhammad ﷺ — এক অনন্য হৃদয়স্পর্শী ইসলামিক গজল, যেখানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও দরুদ প্রকাশ করা হয়েছে।
এই গজল আপনার মনকে শান্ত করবে এবং ঈমানের প্রতি গভীর টান জাগাবে ইনশাআল্লাহ। 🌿

🔔 নিয়মিত নতুন ইসলামিক গজল ও নাশিদ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।
👍 ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।

📌 গজল: Tribhuboner Priyo Muhammad ﷺ
📌 ধরন: ইসলামিক গজল / নাশিদ
📌 ভাষা: বাংলা

বিজয়ের পর শিবিরকে যেমন দেখলাম....ভোর তখন ৪টা পার হয়েছে। সিনেট অডিটোরিয়ামে বসে আছি। ফজরের আযান হলে নিচতলার মসজিদে গেলা...
12/09/2025

বিজয়ের পর শিবিরকে যেমন দেখলাম....

ভোর তখন ৪টা পার হয়েছে। সিনেট অডিটোরিয়ামে বসে আছি। ফজরের আযান হলে নিচতলার মসজিদে গেলাম। বাইরে থেকে দেখে পুরো মসজিদ ভর্তি কেন বুঝলাম না। ভিতরে যেতেই কান্নার শব্দ । সবাই যেন ডুকরে কেঁদে উঠছে থেকে থেকে। সামনে একজন দোয়া করছে,সবাই তার সাথে শরীক হয়েছে।

আমি অযু করে এসে ফজরের সুন্নত শেষ করলাম। ততক্ষণে দোয়া করা শেষ। এবার খেয়াল করলাম মুহতারাম কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম দোয়া পরিচালনা করলেন।

কোনো বিজয় মিছিল হলো না, রবের দরবারে সিজদায় লুটে পড়ে শিক্ষার্থীদের ক্যাম্পাস গড়ার তাওফীক কামনা করলেন।।

আমি বিশ্বাস করি,,এই ক্যাম্পাস এমন কিছু ব্যক্তি কে যোগ্য জায়গায় নির্বাচিত করলো, এদের দ্বারা ক্যাম্পাসের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ।

আল্লাহ তায়ালা নতুন দায়িত্ব অর্পিত ভাইদের কে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন আমীন।

(ছবিতে সিনেট মসজিদের ভেতরের দৃশ্য,,ভোর ৪.৪০)

সোর্স: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when The Message of Allah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Message of Allah:

Share

H M Faruk

H M Faruk Ahmed is a bangladeshi journalist and writer.