
27/07/2025
বরিশালের সবচেয়ে সুন্দর উপজেলায় পর্ব-৫
উলানিয়া জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে উলানিয়া মসজিদ। উলানিয়া জমিদার বাড়ি প্রতিষ্ঠারও প্রায় ১০০ বছর পরে এই জমিদারের বংশধর নয়া রাজা চৌধুরি, হাসন রাজা চৌধুরি ও কালা রাজা চৌধুরি ১৮৬১ সালে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। উলানিয়া ঈদগাহ গেট দিয়ে ঢুকলেই দূর থেকে চোখে পড়ে মসজিদটি। দেখলে মনে হয় যেন তাজমহলের মতো।
আমার ইউটিউব চ্যানেলে মেহেন্দিগঞ্জ উপজেলা নিয়ে একটি ভিডিও করেছি। চাইলে দেখে আসতে পারেন, তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
https://youtu.be/GrYM2wgNeLI
মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট। প্রধান গম্বুজে চাদ তারা অংকিত। মসজিদের ভেতরের মেহরাব ও দেয়ালে কারুকাজ করা। পূর্ব দিকের ৩টি প্রবেশপথ রয়েছে। আর প্রবেশপথেই রয়েছে দুই দিকে দুইটি শিলালিপি। সেই শিলালিপিতে লেখা রয়েছে মসজিদটির নির্মাণ সাল বাংলা ১২৬৮ বঙ্গাব্দ। মসজিদের সামনেই বিশাল পুকুর আর পুকুরের পূর্ব দিকেই কবরস্থান। উপজেলা নিয়ে আমার আগের পোস্টগুলো পড়তে পারেন এখানে। https://www.facebook.com/share/1QzvVJi7Q9/
আগে নিজের দেশকে জানুন। নিজ দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানুন। ময়লা নির্দিষ্ট স্থানে ফেলুন। সময়মতো নামাজ আদায় করুন।।
#বরিশাল #মেহেন্দিগঞ্জ