Sohel Ud

Sohel Ud Want to see every inches of my country. Alhamdulillah for Everything.
(1)

Bike Lover॥ Sweet Lover॥ Budget Traveller

৬৪ জেলা ঘুরা শেষ। এবার লক্ষ‍্য দেশের ৪৯৫টা উপজেলার ভিডিও করা॥

Youtube Channel👉👉
https://youtube.com/

Love to Ride & Eat.

বরিশালের সবচেয়ে সুন্দর উপজেলায় পর্ব-৫উলানিয়া জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে উলানিয়া মসজিদ। উলানিয়া জমিদার বাড়ি প্রতি...
27/07/2025

বরিশালের সবচেয়ে সুন্দর উপজেলায় পর্ব-৫

উলানিয়া জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে উলানিয়া মসজিদ। উলানিয়া জমিদার বাড়ি প্রতিষ্ঠারও প্রায় ১০০ বছর পরে এই জমিদারের বংশধর নয়া রাজা চৌধুরি, হাসন রাজা চৌধুরি ও কালা রাজা চৌধুরি ১৮৬১ সালে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। উলানিয়া ঈদগাহ গেট দিয়ে ঢুকলেই দূর থেকে চোখে পড়ে মসজিদটি। দেখলে মনে হয় যেন তাজমহলের মতো।

আমার ইউটিউব চ্যানেলে মেহেন্দিগঞ্জ উপজেলা নিয়ে একটি ভিডিও করেছি। চাইলে দেখে আসতে পারেন, তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
https://youtu.be/GrYM2wgNeLI

মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট। প্রধান গম্বুজে চাদ তারা অংকিত। মসজিদের ভেতরের মেহরাব ও দেয়ালে কারুকাজ করা। পূর্ব দিকের ৩টি প্রবেশপথ রয়েছে। আর প্রবেশপথেই রয়েছে দুই দিকে দুইটি শিলালিপি। সেই শিলালিপিতে লেখা রয়েছে মসজিদটির নির্মাণ সাল বাংলা ১২৬৮ বঙ্গাব্দ। মসজিদের সামনেই বিশাল পুকুর আর পুকুরের পূর্ব দিকেই কবরস্থান। উপজেলা নিয়ে আমার আগের পোস্টগুলো পড়তে পারেন এখানে। https://www.facebook.com/share/1QzvVJi7Q9/

আগে নিজের দেশকে জানুন। নিজ দেশের ইতিহাস ঐতিহ‍্য সম্পর্কে জানুন। ময়লা নির্দিষ্ট স্থানে ফেলুন। সময়মতো নামাজ আদায় করুন।।

#বরিশাল #মেহেন্দিগঞ্জ

বরিশালের সবচেয়ে সুন্দর উপজেলায় পর্ব-৪পাক্কা বাড়ি থেকে এবারের গন্তব্য উপজেলার একেবারে দক্ষিণে উলানিয়া ঘাটে। আর পুরো উপজেল...
26/07/2025

বরিশালের সবচেয়ে সুন্দর উপজেলায় পর্ব-৪

পাক্কা বাড়ি থেকে এবারের গন্তব্য উপজেলার একেবারে দক্ষিণে উলানিয়া ঘাটে। আর পুরো উপজেলার সবচেয়ে সুন্দর এবং অন্যতম নিদর্শন হচ্ছে এখানে। সকাল বেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম উলানিয়ায় বিখ্যাত জমিদার বাড়ি দেখতে। উলানিয়া জমিদার বাড়ি বললে চিনবে না এমন কাউকে হয়তো পাওয়া যাবে না এই এলাকায়। উলানিয়া বাজার থেকে জমিদার বাড়িতে ঢুকতেই প্রথমে চোখে পড়ে উলানিয়া ঈদগার একটি তোরণ।

আমার ইউটিউব চ্যানেলে মেহেন্দিগঞ্জ উপজেলা নিয়ে একটি ভিডিও করেছি। চাইলে দেখে আসতে পারেন, তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
https://youtu.be/GrYM2wgNeLI

জমিদরি বাড়িটি আনুমানিক ১৭ শতকে নির্মিত হয়। এই জমিদার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সুবেদার শেখ মোহাম্মদ হানিফ। সুবেদার হানিফ আগা মেহেদীর সেনাবাহিনীতে সুবেদার হিসেবে কর্মরত ছিলেন। আগা মেহেদী ছিলেন মোগল সেনাপতি যিনি এই অঞ্চল থেকে মগ ও পর্তুগীজ জলদস্যুদের চিরতরে নির্মুল করেছিলেন। পুরো বাড়িটি নির্মিত হয়েছিল দুর্গের মতো করে। চারপাশে ছিল অনেক পুকুর ও দিঘী। বাড়িটি নতুন করে সংস্কার করা হয়েছে। বাড়ির সামনেই ছিল একটি বিশাল দুর্গের মতো তোরণ। এটি ছিল মুসলিম জমিদার বাড়ি। আর বাড়িটির গঠনশৈলীতেই সেটি স্পষ্ট হয়।

জমিদার বাড়িটি নদীর একদম পাড়েই অবস্থিত। এখানে একটি দুর্গ ছিল যেটি আগা মেহেদী নির্মাণ করেছিলেন। কিন্তু নদী ভাঙ্গনে সেটি বিলীন হয়ে গেছে। হয়তো আর কিছু দিন পরে নদী ভাঙ্গনে এই জমিদার বাড়িটিও বিলীন হয়ে যেতে পারে। মেহেন্দিগঞ্জে ঘুরতে আসা হলে এই উলানিয়া জমিদার বাড়ি আপনার লিস্টে প্রথমেই রাখবেন। উপজেলা নিয়ে আমার আগের পোস্টগুলো পড়তে পারেন এখানে।
https://www.facebook.com/share/15HJhfXh11/

আগে নিজের দেশকে জানুন। নিজ দেশের ইতিহাস ঐতিহ‍্য সম্পর্কে জানুন। ময়লা নির্দিষ্ট স্থানে ফেলুন। সময়মতো নামাজ আদায় করুন।।

#বরিশাল #মেহেন্দিগঞ্জ

বরিশালের সবচেয়ে সুন্দর উপজেলায় পর্ব-৩কালা মিয়া বাড়ি থেকে এবারের গন্তব্য উপজেলার মাঝখানের একটা জায়গায়। এই জায়গাটা একদমই ন...
26/07/2025

বরিশালের সবচেয়ে সুন্দর উপজেলায় পর্ব-৩

কালা মিয়া বাড়ি থেকে এবারের গন্তব্য উপজেলার মাঝখানের একটা জায়গায়। এই জায়গাটা একদমই নির্জন। এখানে কোন অটো পাওয়া যায়না। মোটামুটি অনেকটুকু রাস্তা হেটেই গিয়েছিলাম। এটা একটা দুই তলা বিল্ডিং। স্থানীয়রা একে বলে পাক্কা বাড়ি। মূলত এটি পর্তুগীজ জলদস্যুদের নির্মিত একটি দুর্গ।

আমার ইউটিউব চ্যানেলে মেহেন্দিগঞ্জ উপজেলা নিয়ে একটি ভিডিও করেছি। চাইলে দেখে আসতে পারেন, তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
https://youtu.be/GrYM2wgNeLI

নদীর তীরবর্তী এবং জঙ্গলে পরিপূর্ণ হওয়ায় এই অঞ্চলটি ছিল জলদস্যুদের পছন্দের জায়গা। মগ ও পর্তুগীজ জলদস্যুরা এখানে একটি দুর্গ নির্মাণ করেছিলেন যেটি তাদের পর্যবেক্ষণ কাজে ব্যবহৃত হতো। তবে বাড়িটি নিয়ে একটি মিথ প্রচলিত আছে। কোন এক সর্প রাজবংশ ছিল যারা মানুষ হতে পারতো তারা নাকি এই বাড়িটি নির্মাণ করেছিলেন। বাড়িটির দুই তলায় ছিল একটি বিশাল গর্ত। সর্প রাজারা নাকি সেই গর্ত দিয়েই বের হয়ে মানুষ হয়ে চলাফেরা করতেন। কেউ সেই গর্তে পড়ে গেলে পরের দিন তার রক্তমাখা শরীর পাওয়া যেত বাড়িটির পাশের একটি দিঘীতে। তবে বাড়িটির আশেপাশে কোন মসজিদ বা মন্দির না থাকায় এটি স্পষ্ট যে এটা কোন জমিদার বাড়ি ছিল না। তাই ইতহাসবিদদের মতে এটি একটি দুর্গ।

মেহেন্দিগঞ্জে যদি কেউ সময় নিয়ে আসেন তাহলে এখানে ঘুরতে পারেন। জায়গাটাতে আসার রাস্তাঘাট দেখলেই টের পাবেন এই অঞ্চল জলদস্যুদের কেন এতো পছন্দের জায়গা ছিল। এখানে ঘুরতে এসে স্থানীয় এক ভাইকে পেয়েছিলাম যার সহযোগিতায় বাড়িটা ঘুরে দেখেছিলাম। একা হলে হয়তো সম্ভব হতো না। উপজেলা নিয়ে আমার আগের পোস্টগুলো পড়তে পারেন এখানে।
https://www.facebook.com/share/16ibXDzfkY/

আগে নিজের দেশকে জানুন। নিজ দেশের ইতিহাস ঐতিহ‍্য সম্পর্কে জানুন। ময়লা নির্দিষ্ট স্থানে ফেলুন। সময়মতো নামাজ আদায় করুন।।

#বরিশাল #মেহেন্দিগঞ্জ

বরিশালের সবচেয়ে সুন্দর উপজেলায় পর্ব-২মেহেন্দিগঞ্জে ঘুরবো তিনটা জায়গায়। আর তিনটা জায়গা তিনদিকে। এখন যাবো এখানকার একটি জমি...
25/07/2025

বরিশালের সবচেয়ে সুন্দর উপজেলায় পর্ব-২

মেহেন্দিগঞ্জে ঘুরবো তিনটা জায়গায়। আর তিনটা জায়গা তিনদিকে। এখন যাবো এখানকার একটি জমিদার বাড়িতে। আর এই জমিদার বাড়িটা উপজেলার উত্তরের দিকে লালখারবাদ ঘাটের পাশে। স্থানীয়ভাবে এটাকে বলা হয় কালা মিয়া বাড়ি।

আমার ইউটিউব চ্যানেলে মেহেন্দিগঞ্জ উপজেলা নিয়ে একটি ভিডিও করেছি। চাইলে দেখে আসতে পারেন, তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। https://www.facebook.com/share/1HUUiqgETF/

প্রায় ২৫০ বছর আগে চর হোগলা গ্রামে জমিদার পাঞ্জুশরিফ জমিদারির গোড়াপত্তন করেন। তার পিতা "বুধাই শরিফ" ছিলেন বিহারের রাজ কোষাধ্যক্ষ। পলাশী যুদ্ধে সিরাজ-উদ-দৌলার পরাজয়ের পর বুধাই শরিফ প্রান ভয়ে সিলেটে চলে আসেন এবং সেখানে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরে তার ছেলে "পাঞ্জুশরিফ " তার মাকে " নিয়ে প্রথমে খুলনা ও পরে এই এলাকায় আসেন। ১৭৮০ সালে তিনি এখানে বসতি স্থাপন করেন এবং জমিদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার ছিল ছয় ছেলে ও দুই মেয়ে। জমিদার পাঞ্জুশরিফের দ্বিতীয় পুত্র জালাল উদ্দিন চৌধুরীর সময়ে জমিদার বাড়ির প্রধান ভবনটি নির্মাণ করা হয়। জালাল উদ্দিন চৌধুরিরি ডাক নাম ছিল কালা মিয়া। তাই স্থানীয়দের কাছে এটি কালামিয়া জমিদার বাড়ি নামে পরিচিত।

মেহেন্দিগঞ্জ উপজেলায় আসা হলে এই জমিদার বাড়িটি অবশ্যই আপনার লিস্টে রাখবেন। খুবই সুন্দর একটা জায়গা। বাড়ির সামনের রাস্তাটা দেখলেই মন ভালো হয়ে যায়। তবে জায়গাটা এতো নির্জন ছিল। ছবি তোলার জন্য কাউকে পাইনি। উপজেলা নিয়ে আমার আগের পোস্টটি পড়তে পারেন এখানে।
https://www.facebook.com/share/p/1P4uTSLEnW/?mibextid=wwXIfr

আগে নিজের দেশকে জানুন। নিজ দেশের ইতিহাস ঐতিহ‍্য সম্পর্কে জানুন। ময়লা নির্দিষ্ট স্থানে ফেলুন। সময়মতো নামাজ আদায় করুন।।

#বরিশাল #মেহেন্দিগঞ্জ

বরিশালের সবচেয়ে সুন্দর উপজেলায় পর্ব-১ভোলার ইলিশা ঘাট থেকে আমার যাত্রা শুরু করলাম মেহেন্দিগঞ্জের উদ্দেশ্যে। ইলিশা ঘাট থেক...
25/07/2025

বরিশালের সবচেয়ে সুন্দর উপজেলায় পর্ব-১

ভোলার ইলিশা ঘাট থেকে আমার যাত্রা শুরু করলাম মেহেন্দিগঞ্জের উদ্দেশ্যে। ইলিশা ঘাট থেকে ছোট লঞ্চ যায় পাতারহাট ঘাটে। আর ঢাকার লঞ্চ যায় কালীগঞ্জ ঘাটে। ঢাকার লঞ্চ ছাড়তে দেরি হবে তাই পাতারহাটের লঞ্চে উঠে গেলাম। নৌপথের জার্নিটা ছিল সেই। ১ ঘণ্টা ২০ মিনিটের মতো লাগলো পাতারহাট আসতে। ভাড়া পড়লো ১০০টাকা। আর এই পাতারহাট থেকেই শুরু হবে আমার মেহেন্দিগঞ্জের ঘুরাঘুরি।

আমার ইউটিউব চ্যানেলে মেহেন্দিগঞ্জ উপজেলা নিয়ে একটি ভিডিও করেছি। চাইলে দেখে আসতে পারেন, তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। https://youtu.be/GrYM2wgNeLI?si=y6R4uSgzR1H8n7S9

বাংলাদেশ নদীমাতৃক দেশ। আর এখানকার আসল সৌন্দর্য্য দেখতে হলে যেতে হবে নদী বিস্তৃত এলাকায়। বরিশাল/ভোলা অঞ্চল হচ্ছে এক্ষেত্রে প্রথম সারিতে। পাতারহাট আসা পর্যন্ত পুরোটা নদীপথই ছিল চোখ ভোলানো।

আগে নিজের দেশকে জানুন। নিজ দেশের ইতিহাস ঐতিহ‍্য সম্পর্কে জানুন। ময়লা নির্দিষ্ট স্থানে ফেলুন। সময়মতো নামাজ আদায় করুন।।

#বরিশাল #মেহেন্দিগঞ্জ

যার জন্য এতো কষ্ট, অবশেষে দেখা পেয়ে গেলাম। আমি পেজ খুলেছিলাম ১.৫ বছর আগে। প্রথম দিকে তেমন পোস্ট দেয়া হতো না। গত ২-৩ মাস ...
24/07/2025

যার জন্য এতো কষ্ট, অবশেষে দেখা পেয়ে গেলাম। আমি পেজ খুলেছিলাম ১.৫ বছর আগে। প্রথম দিকে তেমন পোস্ট দেয়া হতো না। গত ২-৩ মাস যাবৎ চেষ্টা করেছি নিয়মিত পোস্ট দিতে। আর এর পরেই আজকে এই নোটিফিকেশন। এখান থেকে যেটা বুঝলাম ফেসবুক চায় আপনি নিয়মিত পোস্ট করেন। বাস এতটুকুই। সবার সাপোর্টের জন্য ধন্যবাদ 🙏🙏

এই রুপ দেখেই হয়তো জীবনানন্দ দাশ লিখেছিলেন“বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর”📍রাজৈর, মাদারী...
04/07/2025

এই রুপ দেখেই হয়তো জীবনানন্দ দাশ লিখেছিলেন
“বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর”

📍রাজৈর, মাদারীপুর

মোটামুটি কাশ্মীরের একটা ফিল আছে। জায়গাটা এতো সুন্দর হবে ভাবি নাই। আগেরবার যখন গিয়েছিলাম তখন তেমন ঘুরি নাই কারণ অনেক মান...
16/06/2025

মোটামুটি কাশ্মীরের একটা ফিল আছে। জায়গাটা এতো সুন্দর হবে ভাবি নাই। আগেরবার যখন গিয়েছিলাম তখন তেমন ঘুরি নাই কারণ অনেক মানুষ ছিল। এবার গিয়েছিলাম সকাল ৭টায় আমি ছাড়া আর কাউকে তেমন চোখে পড়েনি।

📍লাউচাপড়া পার্ক, বকশীগন্জ, জামালপুর॥

এটাই ময়মনসিংহ বিভাগের শেষ স্টেশন। অথচ ৩৫ বছর আগেও এই পথ ধরেই রেল ফেরি পার হয়ে যাওয়া যেতো উত্তরবঙ্গে।দেওয়ানগঞ্জ বাজার স্ট...
16/06/2025

এটাই ময়মনসিংহ বিভাগের শেষ স্টেশন। অথচ ৩৫ বছর আগেও এই পথ ধরেই রেল ফেরি পার হয়ে যাওয়া যেতো উত্তরবঙ্গে।

দেওয়ানগঞ্জ বাজার স্টেশন, দেওয়ানগঞ্জ, জামালপুর।

সকালে ঘুম থেকে উঠেই ট্রেন ধরতে স্টেশনে চলে আসলেন, এসে দেখলেন মাত্রই ট্রেনটা স্টেশন ছেড়ে যাচ্ছে। মন মেজাজ দুইটাই গরম হবে ...
16/06/2025

সকালে ঘুম থেকে উঠেই ট্রেন ধরতে স্টেশনে চলে আসলেন, এসে দেখলেন মাত্রই ট্রেনটা স্টেশন ছেড়ে যাচ্ছে। মন মেজাজ দুইটাই গরম হবে কিন্তু মেজাজ ঠান্ডা করতে পারবেন এই মালটা খেয়ে। স্টেশনের পাশের চায়ের দোকানে বিক্রি হয় এই গরম গরম মালাই। বেশি মিষ্টি খেতে চাইলে চিনি মিশিয়ে খেতে পারেন। তবে সেটাতে আসল মালাইয়ের টেস্ট হারিয়ে যাবে। পুরো উপজেলায় এর থেকে বেস্ট চায়ের দোকান আর হয় না।

📍মেলান্দহ বাজার স্টেশন, মেলান্দহ, জামালপুর।

এখন সাল ২০২৫ খ্রিস্টাব্দ আর এই পাথরটি খ্রিষ্টপূর্ব ২য় অব্দের অর্থাৎ প্রায় ২২০০ বছর আগের। এর গায়ের ব্রাক্ষী লিপি থেকে জা...
08/06/2025

এখন সাল ২০২৫ খ্রিস্টাব্দ আর এই পাথরটি খ্রিষ্টপূর্ব ২য় অব্দের অর্থাৎ প্রায় ২২০০ বছর আগের। এর গায়ের ব্রাক্ষী লিপি থেকে জানা যায় এটি আর্য সভ্যতার আমলের একটি নিদর্শন।

📍শিলুয়ার শীল পাথর, ছাগলনাইয়া, ফেনী॥

কলা, একটার নাম সফরি/সবরি আরেকটা অগ্নিসাগর।আমার কাছে নরসিংদীর সাগর কলার পর সবচেয়ে স্বাদ হচ্ছে পিরোজপুরের এই সফরি কলা। তবে...
08/06/2025

কলা, একটার নাম সফরি/সবরি আরেকটা অগ্নিসাগর।
আমার কাছে নরসিংদীর সাগর কলার পর সবচেয়ে স্বাদ হচ্ছে পিরোজপুরের এই সফরি কলা। তবে সমস‍্যা হচ্ছে ঢাকাতে এই কলা পাওয়াই যায় না। একবার পিরোজপুরের সফরি কলা খেলে আর কোন সফরি কলা খাওয়ার ইচ্ছা করবে না। গতকাল পিরোজপুরের বাগান থেকে নিয়ে আসলাম। আর অগ্নিসাগরের সাইজ বিশাল, তবে এটা এখনো খাওয়া হয়নি। পাকার জন‍্য ওয়েট করছি।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sohel Ud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sohel Ud:

Share