Sabar

Sabar "নিশ্চয়ই দুঃখের পরেই আছে সুখ"
"কষ্টের পরে আছে স্বস্তি"

(সুরা ইনশিরাহ- ৫, ৬)
(1)

09/09/2025

⚠️ ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে সশস্ত্র ক্যাডারদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতেছে বিএনপি-ছাত্রদল। প্রশাসনসহ ছাত্র-জনতাকে সতর্ক থাকার আহ্বান।

09/09/2025

শিবিরের প্যানেল ধরে সবাইকে ভোট দিয়ে এসেছি, শিবিরের জন্য আমার পরিবার রোজা রেখেছে ❣️

29/08/2025

আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন 🤲

29/08/2025
সুবাহান আল্লাহ।
29/08/2025

সুবাহান আল্লাহ।

30/06/2025

এই যে দিনের পর দিন— নামাজ পড়ছেন না! আল্লাহর অবাধ্যতায় জীবন পার করে দিচ্ছেন। আপনার কি নিজের এই অবস্থার জন্য একটুও ভয় হয় না! একবার নিজেকে প্রশ্ন করুন— আপনার যদি আজ মৃ*ত্যু হয়, আগামীকাল আপনার কি হবে!🥺

লেখা : মাহমুদুল হাছান

30/06/2025

ইয়া আল্লাহ! আমি আপনাকে ভালোবাসি, যদিও আমি গুনাহগার........ 🥺💝

30/06/2025

আল্লাহর কাছে সেই মানুষ সবচেয়ে প্রিয়, যে অন্যের উপকার করে।💝🌼

(মুজামুল আওসাত, ৬১৯৬)

29/06/2025

আল্লাহ তায়া'লা আপনার সকল নেক ইচ্ছে গুলো পূরণ করুক।

আমিন 💜💝

29/06/2025

বারা ইবনে আযিব (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন:

রাসূল (ﷺ) আমাদের সাতটি কাজের আদেশ দিয়েছেন।

১. জানাযার অনুগমন করার।
২. রোগীকে দেখতে যাওয়ার।
৩. হাঁচির উত্তর দেওয়ার।
৪. আমন্ত্রণ গ্রহণ করার।
৫. মজ'লুমের সাহায্য করার।
৬. কসম পূর্ণ করার।
৭. সালামের উত্তর দেওয়ার।

সুনানে আন-নাসায়ী | হাদিস নম্বর: ৩৭৭৮

13/06/2025

"কাউকে কথা দিলে অবশ্যই কথা রাখবে। তোমার প্রত্যেকটা অঙ্গীকারের ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে”

[বনী ইসরাঈল : ৩৪]

07/06/2025

সন্তান জন্ম দিয়েছে এই তো অনেক,,
খোঁজ নিতে হবে তা তো কোথাও লিখা নাই 🤍😊

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sabar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sabar:

Share