Nasrin Nodi' Official

Nasrin Nodi' Official মানুষ আমাকে যতই কষ্ট দিক আমি জানি আল্লাহ আছে। তার জন্যই আমি নিরাশ হই না আমি যত বিপদেই পড়ি না কেন আমার আল্লাহ আমাকে ঠিক উদ্ধার করবেই 🕋🤲😞

06/10/2024

আল্লাহ তুমি শেরপুর বাসিকে রক্ষা করো ফেনীর বন্যায় কতো মানুষ গেছে আর শেরপুর এর বন্যায় একটা মানুষ ও দেখিনা আল্লাহ ছাড়া তাদের কেউ নেই এখন 😓😓😓

25/07/2024

স্মরণীয় হয়ে থাকবে ২০২৪ এর জুলাই মাস টা অঝোরে কতগুলো প্রাণ চলে গেছে 😓

24/07/2024

নেট বন্ধ থাকায় বুঝতে পারিনি আমার এত ভাই বোন দুনিয়া থেকে চলে গেছে কেন নেটটা আসলো আর সহ্য হচ্ছে না আর নিতে পারছি না আল্লাহ কত মার বুক খালি হইছে 😓😓

23/07/2024

বাংলাদেশে এখনো পর্যন্ত ভালোভাবে নেট চলাচল হচ্ছে না তবে আস্তে আস্তে সবার নেট আসবে আমাদের টা ও এখনো ভালোভাবে আসেনি একটু একটু আসছে যেহেতু আমি ঢাকা রাজধানীতে বসবাস করি তাই একটু আগেই আসছে

23/07/2024

সবার ফোনে কি নেট আসছে 😐

18/07/2024

কুকুর এর বাচ্চা গুলো ভয় পাইছে সিম এর নেটওয়ার্ক তো আগেই বন্ধ করছে এখন ওয়াইফাই টাও বন্ধ করছে তারপর ও বলবো কিছুই করতে পারবি না তোরা কুকুর এর দল গুলো 🤬

17/07/2024

" ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা খুবই খারাপ। পুলিশ-বিজিবি-ছাত্রলীগ সাধারণ ছাত্রদের উপর হামলা করছে। ঢাকাসহ পুরো দেশের মানুষ ঢাবিকে বাঁচাতে, আপনাদের সন্তানকে বাঁচাতে এগিয়ে আসুন"

এমন পোস্ট সবাই নিজেদের profile এ দেন। গ্রুপের চেয়ে এটা বেশি কাজে আসবে।

17/07/2024

আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে উদ্ধার করতে না
পারলে বাংলাদেশ শেষ!
এরপর আপনাদের উদ্ধার করার আর কেউ
থাকবে না😭😭🤲কপি করে যাস্ট পোস্ট করতে থাকেন!!
বেশি সময় লাগবে না!
যে যেই গ্রুপেই পারেন পোস্ট করেন প্লিজ।
সবাই গ্রুপে অন্তত ১টা হ্যাশট্যাগ পোস্ট করেন, তাহলে আজকের মধ্যেই ১০ লক্ষ হ্যাশট্যাগ পূর্ণ হবে ইনশাআল্লাহ।।।


















17/07/2024

ভাই আন্দোলন যেহেতু করা হচ্ছে তাহলে ভালোভাবেই করা হোক সব একসাথে যেমন কোটা নিয়ে যোগ্য মূল্যের দাম বৃদ্ধি সেটার জন্য তারপর ভারতের প্রেম বাংলাদেশের ভিতর দিয়ে যাবে সেটা নিয়ে আমার মনে হয় এগুলা সব একসাথে করলে বাংলাদেশের কাছে টাকা ঘর থেকে একটা একটা করে মানুষ নামলো লাখ লাখ হাজার হাজার মানুষ হবে আর এখানে এক হাসিনা সরকারের কিছু করার থাকবে না তাকে সব মানতেই হবে আমার ভাই বোনেরা যুদ্ধ করছে আমাদেরও তাদের পাশে থাকা উচিত ✊

16/07/2024

ঘুমাইতে পারছি না খালি নিউজ দেখছি কোথায় কি হচ্ছে আমার যুদ্ধ করা ভাই বোনদের কি অবস্থা

20/04/2024

বাবার বাড়িতে আসছিলাম একটু শান্তিতে থাকবো বলে। ওমা এ দেখি বিদ্যুৎ অফিস এর লোকেদের মনে হয় এটা ভাল লাগেনি। তাই বারবার কারেন্ট নিয়ে যায় আমার ছেলেটা তো ঘুমাতেই পারেনা। রাতের বারোটা বাজে ও কারেন্ট যায় এমন হলে কি মানা যায়? আমার মনে হয় খুব শীঘ্রই আমার এখান থেকে চলে যেতে হবে।😞

তুমি আমার মা তুমি আমার তুমি আমার শত কষ্টের মাঝে তুমি আমার এক টুকরো সান্ত্বনা দেওয়ার মানুষ আমি তোমার মুখটা দেখলে আমার সব...
02/02/2024

তুমি আমার মা তুমি আমার তুমি আমার শত কষ্টের মাঝে তুমি আমার এক টুকরো সান্ত্বনা দেওয়ার মানুষ আমি তোমার মুখটা দেখলে আমার সব কষ্ট ভুলে যায় আমার আব্বাজান তোমায় নিয়ে আমার অনেক পথ চলা পাখি মায়ের হাতটা শক্ত করে ধরে রেখো সবার মত আমায় ছেড়ে যেও না আমার জান বাচ্চা 🤱🌹🙂

Address

Kuril Bishwa Road
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Nasrin Nodi' Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nasrin Nodi' Official:

Share