
13/05/2025
~ ন তু ন ব ই ~
একদিকে ঊর্মিমালাশোভিত উত্তাল সাগর, আরেকদিকে স্থির তপস্বীর মিতো বিস্তীর্ণ নাফ। আকাশ জুড়ে কখনো বহুবর্ণা মেঘেদের আঁকা অপার্থিব চিত্রমালা, কখনো সহস্র জোনাকির মতো জ্বলে থাকা তারার মেলা। বর্ষায় পাহাড়ের কোল বেয়ে বেমে আসা রুপালি ঝরনাধারা। সবচেয়ে প্রখর, প্রকৃতির সঙ্গে প্রেমে ও লড়াইয়ে বেঁচে থাকা সাহসী কর্মঠ মানুষের জীবন।
কোভিড অতিমারির প্রকোপে পরিবার-পরিজন ছেড়ে এক নি:সঙ্গ সময়ে টেকনাফ যখন নতুন করে জীবন দেখতে শেখাচ্ছে, কর্মব্যস্ততার বাইরে সুন্দরের কোলে ডুবে জন্ম নেয় 'টেকনাফ ডায়েরি' শিরোনামে অজস্র কবিতা। সবই মূলত সেই সময়ের অনুভূতির দিনপঞ্জি। সেই লেখাগুলোকে কেন্দ্র করে বিগত পাঁচ বছরে কবি অমিত মল্লিকের লেখা কবিতার সংকলন তাঁর এই দ্বিতীয় কবিতাগ্রন্থ, 'গহিনে নোনাজল'।
আত্রাই নদীর পাড়ে জন্ম নেয়া, নদীর স্রোত আর অবারিত সবুজের মধ্যে বেড়ে ওঠা কবি অমিত মল্লিকের লেখা নদী ও প্রকৃতির মতো সহজ, স্পষ্ট, বোধ্য অথচ তীব্র। পাঠে তৃপ্তি মেলানো পরিপুষ্ট ১৪৪ পৃষ্ঠার এই বই সকল কাব্যমোদীর জন্য সুখ পাঠ্য হবে, তাতে কিছুমাত্র সন্দেহ নেই।
বইঃ গহিনে নোনাজন
কবি/লেখকঃ অমিত মল্লিক
প্রচ্ছদ: কবির তোলা স্থিরচিত্র অবলম্বনে
প্রকাশকঃ রচয়িতা (বৈশাখ ১৪৩২, মে ২০২৫)
মূল্যঃ ৪০০ টাকা (২৫% ছাড়ে ৩০০ টাকা)
রকমারি ডট কম (rokomari.com) এবং বুকসবিডি ডট নেট (booksbd.net) সাইট দুটোয় পাওয়া যাবে আগামী সপ্তা থেকে। এ ছাড়াও অনলাইন ক্রয় সুবিধায় বইটা পেতে চাইলে অর্ডার করতে পারেন 'রচয়িতা Rochoita' পেইজের মেসেঞ্জারে কিংবা রচয়িতার মোবাইল (এবং বিকাশ) নম্বরে (০১৭১৩২৫৫০৫৪)।
বিকাশে অগ্রিম মূল্য পরিশোধে কুরিয়ার খরচ দুই কপি বই পর্যন্ত ৫০টাকা। ক্যাশ অন ডেলিভারিতে মূল্য পরিশোধে খরচ দুই কপি পর্যন্ত ১২০টাকা।
গ্রন্থ-বিতানসমূহে প্রাপ্তিস্থানঃ
'পাঠক সমাবেশ', জাতীয় জাদুঘর, শাহবাগ।
'এবং কয়েকজন', ৪ কনকর্ড এম্পোরিয়াম, কাঁটাবন।
(বিকাশে ক্রয় করতে চাইলে উপরের নম্বরে টাকা পাঠিয়ে টাকার অংক, বইয়ের নাম ও কপি সংখ্যা, যে নম্বর থেকে বিকাশ করেছেন তার শেষ ৪ ডিজিট এবং আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর এসএমএস করতে বা রচয়িতার পেইজে মেসেজ করে জানাতে ভুলবেন না।
ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রেও অর্ডারকৃত বইয়ের নাম ও সংখ্যার পাশাপাশি আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর জানাবেন অর্ডার করার সময়।)