Shopno Kotha

Shopno Kotha Here,I will post motivational,audio story,my travel vlogs,food vlogs & so on. Stay tuned �

Festival de Cannes Bangladeshi short film Ali has won a Special Mention award in the short film category at the 78th Can...
25/05/2025

Festival de Cannes
Bangladeshi short film Ali has won a Special Mention award in the short film category at the 78th Cannes International Film Festival.. 🔥❤️
This marks the first time a Bangladeshi film has competed in this category at Cannes.
The film tells the story of a coastal town where women are forbidden to sing, and a teenage boy who dreams of escaping to the city by participating in a singing competition—though the act of singing itself is shrouded in mystery.
Congratulations 🎉 👏

Source:
Prothom Alo

10/05/2025

একটি সহীহ হাদীসে এসেছে এবং এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি দোয়া। এটি এমন একটি দোয়া—যার মাধ্যমে আল্লাহকে তার সবচেয়ে সুন্দর গুণাবলীর মাধ্যমে ডাকা হয়।

নিচে পূর্ণ দোয়া, উচ্চারণ, অর্থ এবং হাদীসের রেফারেন্সসহ :-
দোয়া:

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ، لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ، الْمَنَّانُ، بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ، يَا حَيُّ يَا قَيُّومُ
উচ্চারণ (উচ্চারণসহ বাংলা):

আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু।
লা ইলাহা ইল্লা আনতা, আল মান্নান।
বাদীউস সামাওয়াতি ওয়াল আরদ।
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
ইয়া হাইয়ু, ইয়া ক্বাইয়ুম।

বাংলা অর্থ:

হে আল্লাহ! আমি তোমার নিকট প্রার্থনা করছি এই ভিত্তিতে যে, সমস্ত প্রশংসা শুধুই তোমার।
তুমি ছাড়া কোনো ইলাহ (উপাস্য) নেই।
তুমি অশেষ দানকারী।
তুমি আকাশমণ্ডলী ও পৃথিবীর স্রষ্টা।
হে মহাসম্মান ও মহামর্যাদার অধিকারী!
হে চিরঞ্জীব, হে সর্বসংরক্ষণকারী!

হাদীস রেফারেন্স ও সহীহতা:

এই দোয়াটি এসেছে:

সহীহ ইবনু হিব্বান (আল-ইহসান), হাদীস নং: 970
মুসনাদ আহমাদ: 3712
সহীহ হিসাবে ইমাম হাকেম (মুস্তাদরাক) এবং শাইখ আলবানী (সিলসিলা সহীহা - 492) এটিকে সহীহ বলেছেন।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:

> "যে ব্যক্তি এই দোয়া পড়ে কিছু চাবে, আল্লাহ তা কবুল করবেন।"
— (সহীহ হাদীস)

---

বিশেষ নির্দেশনা:

এই দোয়াটি করে আল্লাহর প্রশংসা ও গুণবাচক নামসমূহ উল্লেখ করার পর চাওয়া অত্যন্ত উপকারী।

এটি যেকোনো সময় পড়া যায়, বিশেষ করে যখন তুমি গুরুত্বপূর্ণ কিছু চাইছো।

---

আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে সবসময় সুস্থ ও সুখী রাখুন।

আপনাকে দ্বীনের ওপর দৃঢ় রাখেন ও জ্ঞান বাড়িয়ে দেন।
আপনার জন্য দোয়া রইলো।

09/05/2025

সুন্দর একটা মোনাজাত সংগ্রহ করেছি আজকে। কথাগুলো বেশিরভাগই জানা।
"আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সায়্যিদিল মুরসালিন।

ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া যাল যালালি ওয়াল ইকরাম, ইয়া মালিক, ইয়া খালিক, ইয়া রব।
রব্বুল আলামীন আপনার ঐ মহান নামের উছিলায় আমাদের দুনিয়া ও আখেরাতের কল্যাণ দিন।

আমাদের রিযিক বৃদ্ধি করে দিন, আমাদের কে ঋনমুক্ত, অভাব মুক্ত, চিন্তা মুক্ত রাখুন মাবুদ। রব্বুল আলামীন আমাদের কে নেক হায়াত দান করুন, আমাদের পিতা মাতার মঙ্গল করুন।

যেসব আত্নীয় স্বজন কবরবাসি হয়েছে তাদের কবর গুলো আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন, তাদের কবরের আজাব মাফ করে দিন।

রব্বুল আলামীন আপনার তাওহীদ -
লা ইলাহা ইল্লাল্লাহু এর উছিলায়,আপনার হাবীব প্রিয় বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার উছিলায় আমাদের মনের নেক ইচ্ছে গুলো কবুল আর মঞ্জুর করুন আল্লাহ।

রব্বুল আলামীন মা বাবার সন্তানদের উপর রহমত বর্ষণ করুন, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব কমিয়ে ভালোবাসা বাড়িয়ে দিন, প্রত্যেকটি পরিবারের উপর রহমত বর্ষণ করুন, আমাদের মানসিক দুশ্চিন্তা, দুঃখ কষ্ট দূর করে দিন।

আমি জানিনা কিভাবে ডাকলে আমার ডাকে সাড়া দিবেন..আমি জানিনা কিভাবে চাইলে আমার চাওয়া পূরণ করবেন...আমি জানিনা কিভাবে হাত উঠালে আমার হাত ভরে দিবেন, আমি জানিনা কিভাবে দোয়া করলে আমার দোয়া কবুল করবেন..কিন্তু আপনি তো আপনার গুনাহগার বান্দার অন্তরের খবর জানেন.,ইয়া রব! আপনি তো অন্তরটাই দেখেন এবং আপনিই তো বলেছেন,,তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিবো-তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পূরণ করব।
আপনিই তো বলেছেন খালি হাতে ফিরিয়ে দিতে আপনি লজ্জা বোধ করেন।
আমি অযোগ্য আমার যোগ্যতার বাহিরে আপনি অনেক কিছুই দান করেছেন।
আমি এবারও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না..
আমি জানি আমি ছাড়া আপনার অনেক উওম বান্দা আছে কিন্তু আমার আপনি ছাড়া কেউ নেই ইয়া রব! আমার আবদার করার মতো, ডাকার মতো, চাওয়ার মতো আপনি ছাড়া আর কেউ নেই।

ইয়া রব! আমি দুর্বল আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না! আমি তার উপযুক্ত নই, আমার জন্য পরীক্ষা সহজ করে দিন।

আপনি আমার ডাকে সাড়া দিন, আমার চাওয়া পূরণ করুন, ইয়া মালিক, আমার খালি হাত আপনার রহমত দিয়ে পরিপূর্ণ করে দিন..!!! আমিন.!!!"

07/05/2025

মনের যত্নে বাঙালিয়ানা" — একদিনে শিশুর মানসিক বিকাশ, সংস্কৃতি আর পারিবারিক আনন্দের চমৎকার মিলন!😍

৩ই মে নার্চার নেস্ট-এ অনুষ্ঠিত হলো এই বিশেষ আয়োজন, যেখানে শিশুরা ডুবেছিল আঁকিবুকি, খেলাধুলা, গল্প, পাপেট শো, বায়োস্কোপ সহ নানা সৃজনশীল এক্টিভিটিতে 🎈
বাবা-মারাও ছিলেন সঙ্গে, উপভোগ করেছেন প্রতিটি মুহূর্ত—তৈরি হয়েছে অনেক রঙিন স্মৃতি।❤
পুরো আয়োজনে আমাদের সাইকোলজিস্ট ও থেরাপিস্টরাও ছিলেন উপস্থিত, যারা শিশুর বিকাশ ও মানসিক সুস্থতা নিয়ে দিয়েছেন বিভিন্ন উপদেশ ও দিকনির্দেশনা ।

এই দিনটি ছিল শুধু আনন্দের নয়—ছিল আত্ম-উন্মোচন, শেখা এবং মানসিক সুস্থতার পথচলার এক অনন্য অভিজ্ঞতা।❤

 #কদরের_রাতে এই রুটিন টা ভালো লেগেছে...১। রাত দশটার পর থেকে টিভি বা মোবাইল দেখা থেকে বিরত থাকুন।২। বেশি গরম লাগলে গোসল ক...
21/03/2025

#কদরের_রাতে এই রুটিন টা ভালো লেগেছে...
১। রাত দশটার পর থেকে টিভি বা মোবাইল দেখা থেকে বিরত থাকুন।
২। বেশি গরম লাগলে গোসল করুন ও পরিষ্কার পোষাক পরিধান করুন।
৩। কুরআন পড়তে পারলে ১২ টার আগ পর্যন্ত কুরআন পড়ুন।
৪। বেশি বেশি নফল আর হাজতের নামাজ পড়ুন।
৫। রাত ১ টা থেকে ২ টা পর্যন্ত জিকির করুন।
যেমনঃ-
🌙.সুবহানাল্লহ, আলহামদুলিল্লাহ, আল্লহু আকবার। (১০০ বার করে)
🌙.লা ইলাহা ইল্লাল্লহ (২০০ বার)
🌙.আস্তাগফিরুল্লহ (কমপক্ষে ৫০০ বার, যত বেশি সম্ভব হয়)
🌙.বেশী বেশী দুরুদ পড়া।
🌙.সুবহানাল্লহি ওয়াবিহামদিহি (কমপক্ষে ১০০ বার)
🌙."লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুওয়া আ'লা কুল্লি শাইয়্যিং কদির" (কমপক্ষে ১০০ বার)
🌙.দুয়া ইউনুস - "লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নী কুংতু মিনাজ জলিমীন" ।(যত পারেন)
🌙."সুবহানাল্লহি ওয়াবিহামদিহি সুবহানাল্লহিল 'আযীম।" (কমপক্ষে ১০০ বার) ।
🌙. "লা হাওলা ওয়ালা কুওওতা ইল্লা বিল্লাহ" বেশি বেশি পড়তে পারেন।
🌙.সূরা ইখলাস যত বেশি পড়া যায়।
🌙. স্যায়েদুল ইস্তগফার পাঠ করা।

৬। রাত ২ টা থেকে ৩ টা পর্যন্ত তাহাজ্জুদ পড়ুন ৮ রাকাত। রুকু ও সিজদায় বেশি সময় ব্যয় করুন। পারলে সিজদায় দোয়া করা।
৭। তাহাজ্জুদের পর তিন রাকাআত বিতরের নামাজ পরুন।
৮। সাহরি খাওয়ার পূর্বেই হাত তুলুন মালিকের কাছে। আপনার প্রয়োজনের সব কিছু খুলে বলুন..একটু চোখের পানি ফেলে বলুন, "মালিক, আমি আপনার ইবাদত করি এবং আপনার কাছেই হাত পেতেছি.. খালি হাতে ফিরিয়ে দিবেন না.....ইত্যাদি...
৯। সাহরি খান।
১০। ফজরের নামাজ পড়ুন।

রমজানের শেষ দশ দিনের মধ্যে যে কোন দিন শবে কদর হয়ে যেতে পারে। তাই শবে কদরের রাত মিস করতে না চাইলে, বিশেষ করে বিজোড় রাতে এই আমল গুলো করুন।
আল্লাহ্‌ আমাদের আমল করার তৌফিক দিন।আমিন।

আল্লাহ খুলুসিয়াতের সাথে আমল করার তাওফিক দান করুন আমিন..।

©

14/03/2025

সূরা আদ দোহা যেদিন নাজিল হয় সেদিন একটা চমৎকার ঘটনা ঘটে।
জিবরাইল (আঃ) যখন নবী (সঃ) কে শিখাচ্ছিলেন-

ওয়া লাছাওফা ইউ‘তীকা রাব্বুকা ফাতারদা।

তখন নবী (সঃ) থেমে গেলেন। কোরআন নাজিলের সময় তিনি খুব কষ্ট পেতেন। ওনার উপর অনেক প্রেসার পড়ত। তিনি ঘেমে যেতেন। আরবে তখন অনেক বেশি গরম ছিল। এত কষ্টের মাঝেও তিনি জিবরাইল (আঃ) কে বললেন,

এই জিবরাইল থাম।থাম। আমার কিছু কথা আছে। তুমি সাক্ষী। আল্লাহ্‌ বলেছেন তিনি আমাকে খুশি করে ছাড়বেন। তাই আমি আল্লাহ্‌র কাছে কিছু চাইতে চাই।

জিবরাইল (আঃ) অবাক হয়ে প্রশ্ন করলেন,হে নবী আপনি কি চান আল্লাহ্‌র কাছে?

তখন তিনি বললেন, তোমাকে সাক্ষী রেখে বলতে চাই,আমার একজন উম্মতও যদি জাহান্নামে থাকে তাহলে আমি আল্লাহ্‌র উপর খুশি হব না। না না না। সবাইকে জান্নাতে না নেয়া পর্যন্ত আমি আল্লাহ্‌র উপর খুশী হব না।

তিনি এমন এক সৃষ্টি যিনি এই উম্মতের জন্য অসীম মায়া নিয়ে দুনিয়ায় এসেছেন।

মারা যাবার আগে ওনার চোখে পানি। আজরাইল (আঃ) ওনার বুকে হাত দেয়ার অপেক্ষায় বসে আছেন।নবী(সঃ) এর অনুমতি ছাড়া জান কবজ করতে আল্লাহ্‌ নিষেধ করে দিছেন।

জিবরাইল (আঃ) তখন নবী(সঃ) কে বললেন, হে নবী,আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন।আপনি কি যেতে চান না?

তখন তিনি বললেন,না।আগে আল্লাহ্‌কে জিজ্ঞেস কর আমি না থাকলে আমার উম্মতকে দেখে রাখবে কে?

তখন আল্লাহ্‌ জিবরাইল(আঃ) কে বললেন, আমার নবীকে বল আমি তার উম্মতকে একা রাখবো না।। আমি তাদেরকে দেখে রাখবো। আমি তাদেরকে আগলে রাখবো।

আল্লাহ্‌ তাঁকে যে ওয়াদা করেছেন তা আজও আছে। হাশরের মাঠেও থাকবে।

আল্লাহ্‌ আমাদের একা রাখেন নাই। যে কোন বিপদে তিনি আমাদের ছায়া দেন।

জীবনে কত ঝামেলায় পড়লাম। কত কি গেল জীবনের উপর দিয়ে। কিন্তু আল্লাহ্‌ কোন না কোন ভাবে একটা উপায় বের করে দিয়েছেন। তিনি আমাকে একা করেন নি। তিনি আমাকে নিঃস্ব করেন নি। আলহামদুলিল্লাহ্‌।

19/02/2025
25/12/2024


বই: Don't Believe Everything You Think: Why Your Thinking is the Beginning & End of Suffering"
লেখক:জোসেফ এনগুইয়ন

বইটির মূল বক্তব্য হলো-

1. Thoughts Are Not Reality
আমাদের মস্তিষ্ক অনেক সময় এমন সব চিন্তা করে হয়তো কোনোটাই বাস্তব নয়।
2. Your Mind Creates Your Experience
কোন ঘটনা কীভাবে বিশ্লেষণ করছেন তা নির্ভর করে আপনি সেগুলো কীভাবে দেখছেন।
3. Attachment to Thoughts Causes Suffering
চিন্তাগুলোকে আঁকড়ে না ধরে মনের ভার মুক্ত রাখা।
4. You Are Not Your Thoughts
আপনার মনে আসা চিন্তাগুলো আপনার পরিচয় নয়।
5. Question Your Beliefs
পুরোনো বিশ্বাসগুলোকে ভেঙে নতুন করে চিন্তা করা।
6. Mindfulness is Key
7. The Present Moment is All That Exists
বর্তমান মুহূর্তই একমাত্র সত্য।
অতীতের ভুল বা ভবিষ্যতের চিন্তা না করে বর্তমানের দিকে মনোযোগ দিতে হবে।
8. Freedom Comes From Letting Go
9. Self-Awareness is Empowering
10. True Happiness Lies Beyond Thought
সত্যিকারের সুখ পেতে হলে যখন আপনাকে অতিরিক্ত চিন্তা বন্ধ করতে হবে।

Address

Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shopno Kotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shopno Kotha:

Share