নৃ প্রকাশন

নৃ প্রকাশন publish & sell books

চিরনিদ্রায় কবি দাউদ হায়দার :স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি, লেখক ও কলামিস্ট দাউদ হায়দার মারা গেছেন। শনিবার রাতে ...
27/04/2025

চিরনিদ্রায় কবি দাউদ হায়দার :

স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি, লেখক ও কলামিস্ট দাউদ হায়দার মারা গেছেন। শনিবার রাতে জার্মানির বার্লিনের একটি বৃদ্ধাশ্রমে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। লন্ডন প্রবাসী নাট‌্যশিল্পী ও সংগঠক স্বাধীন খছরু বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন।

‘কালো সূর্যের কালো জ্যোৎস্নায় কালো বন্যায়’ নামে একটি কবিতার জন্য ১৯৭৩ সালে কবিকে গ্রেফতার করা হয়। ১৯৭৪ এর ২০ মে সন্ধ্যায় জেল থেকে মুক্তি দিয়ে পরদিন কলকাতাগামী একটি বিশেষ ফ্লাইটে তুলে দেওয়া হয় তাকে। ওই ফ্লাইটে আর কোনও যাত্রী ছিল না। তারপর ভারত সরকারও তাকে বহিষ্কার করে। নোবেল লরিয়েট জার্মান সাহিত্যিক গুন্টার গ্রাসের বিশেষ চেষ্টায় ১৯৮৭ সালে জার্মানিতে আশ্রয় নেন দাউদ হায়দার।

গত বছর বার্লিনের নয়াকোলনের একটি হাসপাতালে ভর্তি হন কবি। সে সময় বার্লিনের স্থানীয় পুলিশের অপরাধ দমন বিভাগ জানায়, কবি দাউদ হায়দারকে মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় উদ্ধার করা হয়।

চিরকুমার দাউদ হায়দারের আগে থেকেই একাকিত্বসহ বয়সজনিত নানা জটিলতা ছিল। দীর্ঘদিন তিনি হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে ছি‌লেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

দাউদ হায়দারের জন্ম ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পাবনায় জেলায়। তিনি বর্তমানে একজন ব্রডকাস্টিং সাংবাদিক ছিলেন। তিনি বাংলা ভাষার একজন আধুনিক কবি, যিনি সত্তর দশকের অন‌্যতম প্রধান কবি হি‌সে‌বে প‌রি‌চিত। তার একটি বিখ্যাত কাব্যের নাম ‘জন্মই আমার আজন্ম পাপ’। সত্তর দশকের শুরুর দিকে দাউদ হায়দার দৈনিক সংবাদের সাহিত্য পাতার সম্পাদক ছিলেন। ১৯৭৩ সালে লন্ডন সোসাইটি ফর পোয়েট্রি দাউদ হায়দারের কোনও এক কবিতাকে ‘দ্য বেস্ট পোয়েম অব এশিয়া’ সম্মানে ভূষিত করে। সর্বশেষ তি‌নি বাংলা ট্রিবিউ‌নে নিয়‌মিত কলাম লিখ‌তেন।

সূত্র: বাংলা ট্রিবিউন

বাংলাসাহিত্যে এই প্রথম ৫-৭-৫-৭ মাত্রাবিন্যাসে চার পঙতিতে লেখা অণুকথন দিয়ে সাজানো হয়েছে ' অণুকথন কাব্যগ্রন্থ '।রুচিশীল কব...
14/02/2025

বাংলাসাহিত্যে এই প্রথম ৫-৭-৫-৭ মাত্রাবিন্যাসে চার পঙতিতে লেখা অণুকথন দিয়ে সাজানো হয়েছে ' অণুকথন কাব্যগ্রন্থ '।রুচিশীল কবি নাজমুল আহসান মুছলিমী নিঁখুত ভাবে নিপুণতার সাথে সৃষ্টি করেছেন তাঁর প্রতিটি অণুকথন যা পাঠকের হৃদয়কে আলোড়িত করবে।মনোরম প্রচ্ছদের এই বইটি পাঠকগণের সংগ্রহে রাখার মতো একটি বই।আজই সংগ্রহ করতে পারেন।বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৫ এ নৃ প্রকাশনের স্টলে।স্টল নং -১৯৫।

পাঠকমাত্রই বুঁদ হয়ে যায় যার উপন্যাস পড়ে সেইরকম একজন সমকালীন ঔপন্যাসিক হাসান মনি।যার ' মায়াবী সর্বনাশ' উপন্যাসটি ইতিমধ্যে...
10/02/2025

পাঠকমাত্রই বুঁদ হয়ে যায় যার উপন্যাস পড়ে সেইরকম একজন সমকালীন ঔপন্যাসিক হাসান মনি।যার ' মায়াবী সর্বনাশ' উপন্যাসটি ইতিমধ্যে পাঠক হৃদয়ে ব্যাপক তোলপাড় হয়েছে।সাড়া জাগানো সেই উপন্যাসের পর এবারের বইমেলায় হাসান মনির আরেকটি উপন্যাস ' অনুরক্তির অতলে ' প্রকাশিত হয়েছে নৃ প্রকাশন থেকে।পাঠক দেরী না করে সংগ্রহ করে ফেলুন এক বৈঠকে শেষ করে ফেলার মতো উপন্যাস ' অনুরক্তির অতলে '।বইটি পাওয়া যাচ্ছে নৃ প্রকাশনের স্টলে।স্টল নং -১৯৫।

গল্প হচ্ছে জীবনের প্রতিচ্ছবি।গল্প যেমন মানুষকে হাসাতে পারে তেমনি কাঁদাতেও পারে।কিছু গল্প আমাদেরকে মোহাচ্ছন্নও করে ফেলতে ...
28/01/2025

গল্প হচ্ছে জীবনের প্রতিচ্ছবি।গল্প যেমন মানুষকে হাসাতে পারে তেমনি কাঁদাতেও পারে।কিছু গল্প আমাদেরকে মোহাচ্ছন্নও করে ফেলতে পারে।গল্পটা শেষ হয়ে গেলেও গল্পটা থেকে বের হয়ে আসতে খানিকটা সময় লাগে অর্থ্যাৎ কিছুক্ষণের জন্য আমরা হারিয়ে যাই অন্য একটা জগতে।
' ঈমন কল্যান' গ্রন্থটিতে মোট ২৪ টি ছোটগল্প স্থান পেয়েছে।একেকটা গল্প যেন এক টুকরো আবেগ,এভাবেই কয়েক টুকরো আবেগের সমন্বয়ে সাজানো হয়েছে বইটি।গল্পকার অল্পকথনের ভেতর দিয়ে অনুভবের বিষয়টি উঠিয়ে এনেছেন খুবই সাবলীলভাবে।গল্পগুলোতে রয়েছে
পরিণত এবং বোধ সম্পন্ন ইঙ্গিত যা পাঠককে ভাবনার কেন্দ্রবিন্দুর দিকে এগিয়ে নিয়ে যাবে।গল্পগুলোতে সুক্ষ্ণ অনুভূতিকে তুলে ধরা হয়েছে।যেখানে ছোটবেলার স্মৃতি, স্নেহ, ভালোবাসা, সহানুভূতি, ঘৃণা, দৃষ্টিভঙ্গি সহ বহুবিধ অনুভূতিগুলো খুবই শৈল্পিকভাবে উপস্থাপন করা হয়েছে।
বইটির পাঠকপ্রিয়তা কামনা করছি।

অমর একুশে বইমেলা ২০২৫ এ নৃ প্রকাশনের স্টলে বইটি পাওয়া যাবে।স্টল নং-১৯৫।

প্রকাশক

অমর একুশে বইমেলা ২০২৫ এ নৃ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে তাহমিনা নিশার শিশুতোষ গ্রন্থ ' রাহার ছড়ার মেলা  '।চমৎকার প্রচ্ছদ,...
27/01/2025

অমর একুশে বইমেলা ২০২৫ এ নৃ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে তাহমিনা নিশার শিশুতোষ গ্রন্থ ' রাহার ছড়ার মেলা '।চমৎকার প্রচ্ছদ, মজাদার ছড়াগুলো শিশুদের আকৃষ্ট করবে।বইটি পাওয়া যাবে নৃ প্রকাশনের স্টলে।স্টল নং -১৯৫।

কবি হেলাল হাফিজের মৃত্যুতে নৃ প্রকাশন গভীরভাবে শোকাহত :প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন...
13/12/2024

কবি হেলাল হাফিজের মৃত্যুতে নৃ প্রকাশন গভীরভাবে শোকাহত :

প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, আজ দুপুর আড়াইটার দিকে রাজধানীর শাহবাগে অবস্থিত সুপার হোমের বাথরুমে পড়ে গিয়ে রক্তক্ষরণ হয় হেলাল হাফিজের। কর্তৃপক্ষ তাকে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন।

হেলাল হাফিজের জন্ম ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায়। তার প্রথম কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে’ ১৯৮৬ সালে প্রকাশিত হয়। এ পর্যন্ত বইটির মুদ্রণ হয়েছে ৩৩ বারেরও বেশি। লেখালেখির পাশাপাশি হেলাল হাফিজ দৈনিক যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেন। ১৯৮৬ সালে প্রথম কবিতাগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ প্রকাশের পর জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন কবি।

দেশে স্বৈরাচারবিরোধী আন্দোলেন সময় হেলাল হাফিজের ‘নিষিদ্ধ সম্পাদকীয়'র পঙক্তি ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়’ উচ্চারিত হয় মিছিলে, স্লোগানে, কবিতাপ্রেমীদের মুখে মুখে। ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তার আগে খালেকদাদ চৌধুরী পুরস্কারসহ নানা সম্মাননা পেয়েছেন তিনি।

পাঠক পড়ে দেখুন বইটি।এক বৈঠকে পড়ে ফেলার মতো একটি বই।https://www.facebook.com/share/p/Bzn5DrucVQ7N2HNi/
17/11/2024

পাঠক পড়ে দেখুন বইটি।এক বৈঠকে পড়ে ফেলার মতো একটি বই।

https://www.facebook.com/share/p/Bzn5DrucVQ7N2HNi/

মুহাম্মদ মোজাহিদুল ইসলামের থ্রিলার উপন্যাস রিমান্ড এর রিভিউ করেছেন উম্মে হাবিবা আক্তার রিমু।বইটির লিখিত রিভিউ ...

আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, নৃ প্রকাশন এর উদ্যোগে অমর একুশে গ্রন্থমেলা ২০২৫ এ প্রকাশের লক্ষ্যে একটি গল্প সংকলন করার স...
16/11/2024

আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, নৃ প্রকাশন এর উদ্যোগে অমর একুশে গ্রন্থমেলা ২০২৫ এ প্রকাশের লক্ষ্যে একটি গল্প সংকলন করার সিদ্ধান্ত নিয়েছি।

শুরুতেই বলে রাখছি, সংকলনটি করা হবে লেখকদের সরাসরি অংশগ্রহণে ও নির্বাচিত লেখকদের অর্থায়নে।

আমরা আপনাদের সকলের কাছে লেখা আহবান করছি। শেষ সময়ের জন্যে অপেক্ষা না করে আজই পাঠিয়ে দিন আপনার সেরা গল্পটি।

সাধারণ নিয়মাবলী:

১।আপনার পছন্দনীয় ১ টি অপ্রকাশিত গল্প জমা দিন।

২। গল্প ১,৪০০ শব্দের বেশি হতে পারবে না। ( ৩ পৃষ্ঠার মধ্যে )

৩। আপনার পছন্দনীয় যেকোনো বিষয়ের উপর গল্প জমা দিতে পারবেন।

৪। লেখা নির্বাচিত হলে ১,৫০০/- (এক হাজার পাঁচশত মাত্র) টাকা জমা দিতে হবে। বিকাশের মাধ্যমে টাকা জমা দিতে হবে।
বিকাশ নাম্বার
০১৮৩০১৬৬২০৪
০১৭৬৬৬৯৯৫০৩

৫। প্রত্যেক লেখক ২ কপি করে বই পাবেন।

৬। লেখা পাঠানো যাবে
০১৮৩০১৬৬২০৪ এবং ০১৭৬৬৬৯৯৫০৩ হোয়াটসঅ্যাপ নাম্বারে।[email protected] এবং [email protected] ইমেইল নাম্বারেও পাঠাতে পারেন।

৭/ দেশ ও আইন বিরোধী, অপ্রয়োজনীয় বাংলা ও ইংরেজির মিশেল এবং অশ্লীল শব্দের লেখা বাতিল হলে গণ্য হবে।

৮। লেখা জমা দেয়ার শেষ তারিখ; ৩০ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ।

৯। গল্পের সাথে লেখকের নাম, লেখকের স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং লেখকের মুঠোফোন নাম্বার অবশ্যই দিতে হবে। লেখা পাঠানোর আগে এই তথ্যগুলো দেয়া আছে কি না তা চেক করার অনুরোধ থাকলো।

কারও কাছে নিয়মগুলো বুঝতে সমস্যা হলে যে কোন প্রশ্ন করুন এখানেই অথবা সরাসরি কথা বলুন এই নাম্বারগুলোতে
০১৮৩০১৬৬২০৪ বা ০১৭৬৬৬৯৯৫০৩।
দ্রুততম সময়ে আমরা উত্তর দেয়ার চেষ্টা করবো।

হাসান মনি
ফয়জুস সালেহীন

পাঠক সংগ্রহে রাখতে পারেন ভিন্ন স্বাদের কবিতার বইটি।https://www.facebook.com/share/p/RRVhAmJCzJeG3NQP/
16/11/2024

পাঠক সংগ্রহে রাখতে পারেন ভিন্ন স্বাদের কবিতার বইটি।

https://www.facebook.com/share/p/RRVhAmJCzJeG3NQP/

আহমেদ শরীফের কবিতার বই তোমার জন্য জ্ঞানকাব্য'র রিভিউ করেছেন উম্মে হাবিবা আক্তার রিমু।বইটির লিখিত রিভিউ পড়ুন: https:...

নৃ প্রকাশন থেকে প্রকাশিত হতে যাচ্ছে মুহাম্মদ রাগিব নিযামের থ্রিলার গল্পের বই ' এক ডজন ভয়'।আজ লেখকের জন্মদিন।নৃ প্রকাশনের...
19/01/2024

নৃ প্রকাশন থেকে প্রকাশিত হতে যাচ্ছে মুহাম্মদ রাগিব নিযামের থ্রিলার গল্পের বই ' এক ডজন ভয়'।আজ লেখকের জন্মদিন।নৃ প্রকাশনের পক্ষ থেকে লেখকের জন্য লাল গোলাপ শুভেচ্ছা।

"অধরা স্বপ্ন”লেখক কারিমুন নাহারের প্রথম গল্পগ্রন্থ। দশটি ভিন্ন ভিন্ন স্বাদের গল্প রয়েছে এখানে। তার গল্পগুলো ভালোবাসা ও জ...
08/01/2024

"অধরা স্বপ্ন”লেখক কারিমুন নাহারের প্রথম গল্পগ্রন্থ। দশটি ভিন্ন ভিন্ন স্বাদের গল্প রয়েছে এখানে। তার গল্পগুলো ভালোবাসা ও জীবন বাস্তবতায় সমৃদ্ধ। গল্পগুলোতে নিটোল নিবিড় প্রেম যেমন রয়েছে তেমনি রয়েছে জীবনের কিছু কঠিন বাস্তবতা। তাই গল্পগুলোকে জীবনমুখী গল্পও বলা যায়।

গল্পে মুলত থাকতে হয় শৈল্পিক বর্ণনার চুম্বক আকর্ষণ। গল্পকার মনলোভা পেলবীয় শব্দ অলংকার দিয়ে তার গল্প সাজাবেন তার প্রিয় পাঠকের জন্যে। গল্পে সত্যিকার গল্প থাকতে হবে, অনেকেই গল্প লিখেন কিন্তু গল্প খু্ঁজে পাওয়া যায় না, এ বিষয়ে নবীন লেখিকা ' কারিমুন নাহার ' শতভাগ মুন্সিয়ানা দেখিয়েছে। উনার লিখায় চুম্বক আকর্ষণ বিদ্যমান। প্রিয় পাঠক একদমে না পড়ে উঠবেই না -এ কথা জোড় গলায় বলা যায়।

মানুষের জীবনের স্বপ্নগুলো বেশিরভাগ সময় ধরা ছোঁয়ার বাইরে থাকে, অথচ মানুষ সেই অধরা স্বপ্নকে ছোঁয়ার জন্যে প্রাণপন প্রচেষ্টায় লিপ্ত থাকে অবিরত। বইটির কিছু গল্পেও এই স্বপ্নছোঁয়ার আকুতি পরিলিক্ষত হয়, অথচ তা থেকে যায় অধরা। তাই বলা যায় বইয়ের নাম “অধরা স্বপ্ন” যথার্থ ও স্বার্থক হয়েছে।

বইটির সবগুলো গল্পই পাঠকের হৃদয় ছুঁবে । আশা করি সব ধবনের পাঠকদেরই তা ভালো লাগবে, এবং আমার বিশ্বাস বইটি ব্যাপক পাঠক প্রিয়তা পাবে।

প্রকাশক।

আজ ১৪ ডিসেম্বর বাংলাদেশের প্রথিতযশা শিক্ষাবিদ,নাট্যকার,সাহিত্য সমালোচক ও বুদ্ধিজীবী  মুনীর চৌধুরীর মৃত্যুবার্ষিকী:মুনীর ...
14/12/2023

আজ ১৪ ডিসেম্বর বাংলাদেশের প্রথিতযশা শিক্ষাবিদ,নাট্যকার,সাহিত্য সমালোচক ও বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর মৃত্যুবার্ষিকী:

মুনীর চৌধুরী ছিলেন একজন শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী ও বুদ্ধিজীবী। পুরো নাম আবু নয়ীম মোহাম্মদ মুনীর চৌধুরী। ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে তাঁর জন্ম। তাঁর পৈতৃক নিবাস নোয়াখালী জেলায়।
পিতা খানবাহাদুর আবদুল হালিম চৌধুরী ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট। ১৯৪১ সালে মুনীর চৌধুরী ঢাকা কলেজিয়েট স্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন। তারপর আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আইএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে বিএ অনার্স (১৯৪৬) ও এমএ (১৯৪৭) পাস করেন। ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় এবং ১৯৫৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এমএ ডিগ্রি লাভ করেন।

মুনীর চৌধুরী খুলনার ব্রজলাল কলেজে (বিএল কলেজ) অধ্যাপনার (১৯৪৭-৫০) মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরে ঢাকার জগন্নাথ কলেজ (১৯৫০) এবং শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ও বাংলা বিভাগে (১৯৫০-৭১) অধ্যাপনা করেন।

কর্মজীবনের শুরুতে ১৯৪৭ সালে তিনি খুলনার ব্রজলাল কলেজে অধ্যাপনা শুরু করেন। তিনি শিক্ষা ও পেশাগত জীবনে বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির হত্যাকাণ্ড এবং পুলিশি নির্যাতনের প্রতিবাদে ২৩ ফেব্রুয়ারির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সভায় তীব্র ভাষায় বক্তব্য দেন। এ কারণে তৎকালীন পাকিস্তান সরকার তাঁকে কারাবন্দি করে। ১৯৫৪ সাল পর্যন্ত তিনি জেলে থাকেন এবং বন্দি অবস্থায়ই তাঁর শ্রেষ্ঠ নাটক ‘কবর’ (১৯৫৩) রচনা করেন।

তাঁর রচিত নাটকের মধ্যে ‘রক্তাক্ত প্রান্তর’ (১৯৬২), ‘চিঠি’ (১৯৬৬), ‘কবর’ (১৯৫৩), ‘দণ্ডকারণ্য’ (১৯৬৬), ‘পলাশী ব্যারাক ও অন্যান্য’ (১৯৬৯) উল্লেখযোগ্য। তিনি ‘কেউ কিছু বলতে পারে না’ (১৯৬৯), ‘রূপার কৌটা’ (১৯৬৯), মুখরা রমণী বশীকরণ’সহ (১৯৭০) বেশ কিছু অনুবাদ নাটক লিখেছেন।

এ ছাড়া ‘ড্রাইডেন ও ডিএল রায়’ (১৯৬৩), ‘মীর মানস’ (১৯৬৫), ‘বাংলা গদ্যরীতি’ (১৯৭০) প্রভৃতি প্রবন্ধও লিখেছেন।

তিনি ১৯৬৫ সালে ‘মুনীর অপটিমা’ নামে বাংলা টাইপ রাইটারের কি-বোর্ড (১৯৬৫) উদ্ভাবন করেন।

গুণী মানুষটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের দুদিন আগে ১৪ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর সহযোগীদের দ্বারা অপহৃত ও নিহত হন।

Address

584, West Nakhalpara
Dhaka
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when নৃ প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category