Daily Doses

Daily Doses When you’re always grateful, you have more things to be grateful for🖤

ক্ষমতায় থাকতে জ্বর হলেও সিঙ্গাপুর ছুটতেন। দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললে বলতেন, "দেশে সবই আছে, মানুষই বোঝে না।...
01/10/2025

ক্ষমতায় থাকতে জ্বর হলেও সিঙ্গাপুর ছুটতেন। দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললে বলতেন, "দেশে সবই আছে, মানুষই বোঝে না।" অথচ তিনি নিজেই সেই "সবকিছুর" উপর আস্থা রাখতেন না।

কোথাও একটু হাঁচি কাশি হলেই বিদেশের হাসপাতাল ছিল তার গন্তব্য। অথচ দেশের সাধারণ মানুষ লাইন ধরে সরকারি হাসপাতালে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও এক ফোঁটা চিকিৎসা পায় নাই—সেই ব্যথা তিনি কখনও অনুভব করেননি।

আজ অবধি তিনি এই দেশের স্বাস্থ্যব্যবস্থায় একটি হাসপাতালকেও বিশ্বমানের করার চেষ্টা করেননি। ইফতারে খেজুরের বদলে বরই খাওয়ার পরামর্শ দিয়ে হাসাহাসির খোরাক হয়েছেন ঠিকই, কিন্তু জনগণের জন্য কিছু করে যাওয়ার খোরাক রেখে যাননি।

শেষ পর্যন্ত? বিদেশ তো দূরের কথা, প্রাইভেট হাসপাতালও নয়—তিনি বিদায় নিলেন ঢাকা মেডিকেলের এক সাধারণ ওয়ার্ড থেকে। ঠিক সেই সেবাটাই পেলেন, যেটা তিনি রেখে গেছেন এই দেশের কোটি মানুষের জন্য।

এটাই হয়তো প্রকৃত কর্মফল—
ক্ষমতার উঁচু আসন থেকে শেষমেশ নেমে আসা সাধারণ রোগীর চেয়ারে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

01/10/2025

Celebrating my 11th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

দেশি কাপড়কে বিদেশি বলে বিক্রিসহ নানা প্রতারণাচকবাজার বালি আর্কেডের আর্টস অব পিয়া’কে অর্ধলক্ষ টাকা জরিমানাচট্টগ্রাম নগরীর...
23/09/2025

দেশি কাপড়কে বিদেশি বলে বিক্রিসহ নানা প্রতারণা
চকবাজার বালি আর্কেডের আর্টস অব পিয়া’কে অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর চকবাজার বালি আর্কেডে অবস্থিত আর্টস অব পিয়া নামের পোশাকের দোকানে দেশি কাপড় বিদেশি কাপড় বলে বিক্রির দায়ে আর্টস অব পিয়াকে অর্ধলাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।
সোমবার (২২ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
ফয়েজ উল্লাহ জানান.বালি আর্কেডে অবস্থিত আর্টস অব পিয়া নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ ছিল, অনলাইনে অর্ডারের টাকা নিয়ে পণ্য দেননি। এমনকি তিনি সেই অর্ডারের যে চার্জ নিয়েছেন সেটাও ফেরত দেননি। এ অভিযোগের শুনানির জন্য তাদের ফোনে না পাওয়ায় সরাসরি এসেছি। এখানে এসে দেখেলাম, তারা পাকিস্তানি লন কাপড় বিক্রি করছে। কিন্তু সেটা যে পাকিস্তানি পণ্য সেটার কোন প্রমাণ তারা দেখাতে পারেননি।
অর্থাৎ দেশীয় পণ্য বিদেশি বলে প্রতারণার আশ্রয় নিচ্ছেন তারা। এছাড়া তারা তেল, সাবান, ঘিসহ আরও অনেক পণ্য বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিক্রি করছে। এমনকি কিছু পণ্যের গায়ে কোন লেভেলও নেই। এসব অপরাধে তাদের বিরুদ্ধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে আমরা তদারকিতে রাখব। ভবিষ্যতে তারা যদি এমন কাজ করেন তাহলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সকালে একই পরিবারের দুই নিষ্পাপ শিশুকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া গেছে।🥺🥺তাদের মৃত্যুর সম্ভাব্য কারণ তদন্ত করে তাদের খা...
19/09/2025

সকালে একই পরিবারের দুই নিষ্পাপ শিশুকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া গেছে।🥺🥺
তাদের মৃত্যুর সম্ভাব্য কারণ তদন্ত করে তাদের খাদ্য-পানের ব্যাপারে প্রশ্ন করলে বাচ্চাদের মা বলেন, বাচ্চারা বাইরে থেকে কিছু খায়নি, কিন্তু ঘুমানোর সময় প্রতিদিনের মত আজও এক গ্লাস করে দুধ দেওয়া হয়।
ফ্রিজে দুধের পাত্র পরিদর্শন করলে পাত্রের নীচে ৩/৪ ইঞ্চি বিষধর সাপের এই বাচ্চাটি মৃত অবস্থায় পাওয়া যায়।
ফ্রিজে গিয়ে দুধের জগেই পড়ল কিভাবে??? পরিবারের কথা মনে পড়ে সব্জি বাজার থেকে শাক এনে শাকের বান্ডিল না খুলে ফ্রিজে রেখেছিল।
সম্ভবত সাপের বাচ্চা শাকের বান্ডিল থেকে বেরিয়ে দুধের জগে পড়েছিল। শিশুদের মৃত্যুর কারণ স্পষ্ট, কিন্তু পরিবারের দুটি সন্তান হারিয়েছে।
তাই ফ্রিজে কিছু রাখার সময় শাক, সবজি ও খাবার অন্যান্য জিনিস থেকে খুব সতর্ক থাকা উচিত।
ফ্রিজ সবসময় পরিষ্কার রাখুন, রান্নাঘরে কোন খাবার খোলা রাখবেন না । *দুর্ঘটনা থেকে শিক্ষা নিন এবং এই বার্তাটি শুধু পড়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে শেয়ার করে মানবতার সেবায় আপনার ক্ষুদ্র অংশটি দান করুন।

13/09/2025

রিযিক কিসে বাড়ে জানেন? গোপনে যদি দান করেন, মন থেকে অন‍্যের ভালো চান এবং বেশি বেশি কৃতজ্ঞতা প্রকাশ করেন, দেখবেন আপনার রিযিক বাড়বে!

মানুষের রিজিক যে নির্ধারিত তা বুঝার জন্য এই ছবি টাই যথেষ্ট। বাইকে করে ভাইটি ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছিলেন অথচ বাইক এ*ক্সি...
11/09/2025

মানুষের রিজিক যে নির্ধারিত তা বুঝার জন্য এই ছবি টাই যথেষ্ট। বাইকে করে ভাইটি ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছিলেন অথচ বাইক এ*ক্সি*ডে*ন্টে রাস্তায় স্পট ডে*থ।

ইলিশ মাছ গুলো ঠিকই পড়ে আছে কিন্তু যে খাবে সে মানুষ টাই দুনিয়াতে নাই....

ইমাম শাফিয়ি (রাহি.) বলেন,

'যা কিছু তোমার জন্য লিখিত সেটি পাহাড়ের চূড়ায় থাকলেও তোমারই হবে। আর যা কিছু তোমার জন্য লেখা হয়নি, সেটি দুই ঠোঁটের মধ্যখানে থাকলেও তোমার হবে না।'

মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আ*ঘাতে পেট্রোল পাম্পের ক্যাশিয়ার ইকবালকে  হ*ত্যা করেছে সহকর্মী নজেলম্যান   রতন চন্দ্র দেব...
08/09/2025

মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আ*ঘাতে পেট্রোল পাম্পের ক্যাশিয়ার ইকবালকে হ*ত্যা করেছে সহকর্মী নজেলম্যান রতন চন্দ্র দেবনাথ।
পেট্রোল পাম্পে তেল চুরির মি*থ্যা অপবাদ দেয়ার জেরে এই হ*ত্যা*কাণ্ড বলে দাবি করেছে অভিযুক্ত রতন চন্দ্র।
জাস্ট, ঘটনাটি যদি ওল্টো হতো মানে মুসলিম লোকটি হি*ন্দু কে হ*ত্যা করতো তাহলে হলুদ মিডিয়াসহ বাস্টার্ড গুলো সংখ্যালঘু কার্ড প্লে করতো। আর আমার দেশের কিছু মুসলিম নামধারী কুলা*ঙ্গার তাদের সাথে লাফালাফি শুরু করে দিতো।
বগুড়ার দত্তবাড়ীতে শতাব্দী ফিলিং স্টেশনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

03/09/2025

22K GOLD
প্রতি ভরি ১,৭৮,৮৩২!
⚡Record 😑 🇧🇩
চলো বিয়ে করি 😌✋

বন্ধু যখন শ'ত্রু তার জলজ্যা'ন্ত উদাহারন হলো তৌহিদ আফ্রিদির চা'মচা রাহি!আফ্রিদির বাবাকে যেদিন গুলশান থেকে গ্রেফতার করে,ঠি...
25/08/2025

বন্ধু যখন শ'ত্রু তার জলজ্যা'ন্ত উদাহারন হলো তৌহিদ আফ্রিদির চা'মচা রাহি!

আফ্রিদির বাবাকে যেদিন গুলশান থেকে গ্রেফতার করে,ঠিক সেদিন রাতেই আফ্রিদি পা'লিয়ে নোয়াখালী চলে যায়।সেখানে গিয়ে উঠে তার এক কালের ঘনিষ্ঠ চা'মচা রাহির বাসায়।

কিন্তু মজার বিষয় এই রাহি গোপনে সব তথ্য বাহিরে পা'চার করতেছিলো তার অবস্থান তার পরবর্তী প্লানিং।

যখন তৌহিদ আফ্রিদি বিষয়টা আচ করতে পারে ঠিক তখন আবার নোয়াখালী থেকে পালিয়ে বরিশাল আসে।কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।রাহি দেশের একজন সুনামধন্য সাংবাদিককে সব ইনফো দিয়ে দেয় তার উদ্যোগ শেষ পর্যন্ত আফ্রিদিকে বরিশাল থেকে সফলভাবে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি।।

সবসময় এটাই মনে রাখবেন এই দুনিয়াতে কেউ কারো না আপনি যাকে ঘনিষ্ঠ বন্ধু ভেবে চলতেছেন দিন শেষে সেও আপনার পিছন মার'রতে এক সেকেন্ড টাইমও নিবে না...

সর্বশেষ আমি রাহিকে ধন্যবাদ জানাই।দেশের একজন নামকরা চোরকে ধরিয়ে দেওয়ার জন্য🫶

Simple>yet royal.✨🧡
19/08/2025

Simple>yet royal.✨🧡

প্রিয় পুরুষ'কে বশ করতে তা'বিজ নয়, শাড়ী-ই তার আসল ত'ন্ত্র -ম'ন্ত্র। 😊❤️
18/08/2025

প্রিয় পুরুষ'কে বশ করতে তা'বিজ নয়,
শাড়ী-ই তার আসল ত'ন্ত্র -ম'ন্ত্র। 😊❤️

Address

Dhaka

Telephone

+8801785736259

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Doses posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Doses:

Share