01/10/2025
ক্ষমতায় থাকতে জ্বর হলেও সিঙ্গাপুর ছুটতেন। দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললে বলতেন, "দেশে সবই আছে, মানুষই বোঝে না।" অথচ তিনি নিজেই সেই "সবকিছুর" উপর আস্থা রাখতেন না।
কোথাও একটু হাঁচি কাশি হলেই বিদেশের হাসপাতাল ছিল তার গন্তব্য। অথচ দেশের সাধারণ মানুষ লাইন ধরে সরকারি হাসপাতালে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও এক ফোঁটা চিকিৎসা পায় নাই—সেই ব্যথা তিনি কখনও অনুভব করেননি।
আজ অবধি তিনি এই দেশের স্বাস্থ্যব্যবস্থায় একটি হাসপাতালকেও বিশ্বমানের করার চেষ্টা করেননি। ইফতারে খেজুরের বদলে বরই খাওয়ার পরামর্শ দিয়ে হাসাহাসির খোরাক হয়েছেন ঠিকই, কিন্তু জনগণের জন্য কিছু করে যাওয়ার খোরাক রেখে যাননি।
শেষ পর্যন্ত? বিদেশ তো দূরের কথা, প্রাইভেট হাসপাতালও নয়—তিনি বিদায় নিলেন ঢাকা মেডিকেলের এক সাধারণ ওয়ার্ড থেকে। ঠিক সেই সেবাটাই পেলেন, যেটা তিনি রেখে গেছেন এই দেশের কোটি মানুষের জন্য।
এটাই হয়তো প্রকৃত কর্মফল—
ক্ষমতার উঁচু আসন থেকে শেষমেশ নেমে আসা সাধারণ রোগীর চেয়ারে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বিদেহী আত্মার শান্তি কামনা করছি।