এসো দ্বীন শিখি

এসো দ্বীন শিখি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from এসো দ্বীন শিখি, Digital creator, Dhaka.

05/12/2025

মানুষের কথায় ভেঙে পড়ো না কারণ মানুষ শুধু বাহির দেখে বিচার করে, কিন্তু তোমার ভেতরের যুদ্ধগুলো তারা কোনোদিন দেখতে পায় না।

27/11/2025

কষ্টের রাতগুলো যত লম্বাই হোক… ভোর একদিন হবেই; আর সেই ভোরে তুমি আগের চেয়ে আরও শক্ত, আরও সচেতন একজন মানুষ হয়ে উঠবে।

26/11/2025

কেয়া'মতের আলামত
যখন সূর্য পশ্চিমে উঠবে, পাহাড় ধুলায় মিশে যাবে, সমুদ্র ফুঁসে উঠবে…
তখন আর তওবা কবুল হবে না।

আজই তওবা করো, নামাজ শুরু করো। কাল কিয়ামতের মাঠে কেউ কাউকে চিনবে না।


#কিয়ামত

25/11/2025

🌍 চাঁদ ঘোরা বন্ধ করলে পৃথিবীর শেষ!
চাঁদ শুধু আকাশের একটা সৌন্দর্য নয়—পৃথিবীর জীবন বাঁচিয়ে রাখা এক নীরব রক্ষক।
যদি হঠাৎ তার ঘূর্ণন থেমে যায়?
🌑 আমাদের দিন-রাত বদলে যাবে, সমুদ্রের জোয়ার-ভাটা উলটে যাবে, আর শুরু হবে ভয়ঙ্কর অস্থিরতা।

এই ভিডিওতে জানুন—
👉 চাঁদের ঘূর্ণন কেন এত গুরুত্বপূর্ণ
👉 থেমে গেলে পৃথিবীতে কী ভয়ংকর পরিবর্তন আসবে

25/11/2025

কুরআন ১৪০০ বছর আগেই ভূমিকম্পের বাস্তবতা বর্ণনা করেছে—যা আজ আধুনিক বিজ্ঞান একে একে প্রমাণ করছে। আল্লাহর এ নিদর্শন আমাদের জন্য সতর্কবার্তা এবং ফিরে আসার ডাক। আজই তওবা করুন, আল্লাহর দিকে ফিরে যান।

24/11/2025

🌊 পৃথিবীর ৯৫% সমুদ্র আমরা দেখিনি!
মারিয়ানা ট্রেঞ্চে চাপ ১১০০ গুণ, আলো নেই, তবু লক্ষ লক্ষ অদ্ভুত প্রাণী বেঁচে আছে 😱

চাঁদে ১২ জন গেছে, এখানে মাত্র ৩ জন!
সমুদ্রের নিচে আরেকটা পৃথিবী লুকিয়ে আছে কি?

24/11/2025

আমরা যতদূর দেখতে পারি, সেখানে দুই ট্রিলিয়ন গ্যালাক্সি আছে। আর তার মাঝে আমাদের পৃথিবী একটা ধুলিকণার চেয়েও ছোট।

23/11/2025

ভূমিকম্প কেন আসে? আল্লাহ কী বলেছেন?
যখন পৃথিবী কাঁপে, তখন আল্লাহ আমাদের কী বলতে চান?
কুরআন ও হাদীসে ভূমিকম্প নিয়ে স্পষ্ট কথা আছে।

তওবা করুন, নামাজ পড়ুন, আল্লাহ সবচেয়ে ক্ষমাশীল ❤️

আপনার এলাকায় কখনো ভূমিকম্প হয়েছে? কমেন্টে লিখুন ⤵️

#ভূমিকম্প #ইসলাম

23/11/2025

😱 পৃথিবীর গভীরে ৫০ কিমি নিচে কী হচ্ছে?
গলিত লাভা + প্রচণ্ড চাপ = আগ্নেয়গিরির বিস্ফোরণ! 🔥🌋

মাত্র ৩২ সেকেন্ডে পুরো রহস্য দেখে নাও!

#আগ্নেয়গিরি

21/11/2025

যে মানুষ তাওবা করে, সে নতুন করে জীবন শুরু করে— আর আল্লাহ তার পথ সহজ করে দেন। তাওবাই মানুষের জীবনে নিয়ে আসে সত্যিকারের শান্তি।

21/11/2025

হঠাৎ মনে হলো—এভাবেই কোনো একদিন পৃথিবীর কম্পন মহাপ্রলয়ের দিকে নিয়ে যাবে আমাদের।

মহান আল্লাহ কিয়ামতের সেই ভয়াবহ দৃশ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন—
“হে মানুষ! তোমরা তোমাদের রবকে ভয় করো। কিয়ামতের কম্পন নিঃসন্দেহে এক ভীতিকর ঘটনা।”
— সূরা হাজ্জ: আয়াত ১

আজকের ভূমিকম্প যেন আমাদেরকে আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—
মাত্র একটু তীব্র হলে হয়তো অনেকেই আজ বেঁচে থাকতাম না।

এই ঘটনা আমাদের জন্য বড় একটি সতর্কবার্তা।
চলুন, দেরি না করে নিজেকে আল্লাহর দিকে ফিরিয়ে দিই।
তাওবা করি, এবং পরকালের প্রস্তুতি নিতে শুরু করি।

21/11/2025

আল্লাহ যখন কাউকে দেরি করান, তখন সেটা অপমান নয়—বরং আরও সুন্দর কিছু দেয়ার ব্যবস্থা।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when এসো দ্বীন শিখি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share