My Sports Pro

My Sports Pro ক্রিকেটের সব খবর নিয়মিত পেতে চোখ রাখুন । বাংলাদেশ ক্রিকেটের সকল আপডেট পাবেন ।

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই উত্তেজনা আর রোমাঞ্চ। আর সেই উত্তেজনাকে বাড়িয়ে তোলে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স। জাতীয় দল থ...
25/08/2025

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই উত্তেজনা আর রোমাঞ্চ। আর সেই উত্তেজনাকে বাড়িয়ে তোলে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স। জাতীয় দল থেকে শুরু করে বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি লিগ—যেখানেই খেলেছেন, বাংলাদেশের বোলাররা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন নিয়মিত উইকেট শিকার করে। তাদের ধারাবাহিক সাফল্যেই লাল-সবুজের নাম আলো ছড়াচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। 🌍✨

চলুন দেখে নেওয়া যাক টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের শীর্ষ পাঁচ উইকেট শিকারির পরিসংখ্যান—

1️⃣ সাকিব আল হাসান
▪️ইনিংস: ৪৪৮
▪️উইকেট: ৫০২
▪️সেরা বোলিং: ৬/৬
▪️ইকোনমি: ৬.৭৮
2️⃣ মুস্তাফিজুর রহমান
▪️ইনিংস: ২৮৭
▪️উইকেট: ৩৬২
▪️সেরা বোলিং: ৬/১০
▪️ইকোনমি: ৭.৪৫
3️⃣ তাসকিন আহমেদ
▪️ইনিংস: ১৮২
▪️উইকেট: ২৩৬
▪️সেরা বোলিং: ৭/১৯
▪️ইকোনমি: ৭.৮৭
4️⃣ রুবেল হোসেন
▪️ইনিংস: ১৫২
▪️উইকেট: ১৮৫
▪️সেরা বোলিং: ৫/৩২
▪️ইকোনমি: ৮.০২
5️⃣ মোহাম্মদ সাইফউদ্দিন
▪️ইনিংস: ১৩১
▪️উইকেট: ১৭০
▪️সেরা বোলিং: ৪/১৮
▪️ইকোনমি: ৭.৯৪

এই ৫ জনের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে ???

বিসিবির নিজস্ব অর্থায়নে শুরু হলো ফতুল্লা স্টেডিয়াম সংস্কারের কাজ! ❤️ফতুল্লা স্টেডিয়াম পরিদর্শনের মাত্র একদিন পরই এনএসসি ...
25/08/2025

বিসিবির নিজস্ব অর্থায়নে শুরু হলো ফতুল্লা স্টেডিয়াম সংস্কারের কাজ! ❤️

ফতুল্লা স্টেডিয়াম পরিদর্শনের মাত্র একদিন পরই এনএসসি ও বুয়েটের বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকে বসেন আমিনুল ইসলাম বুলবুল। 🏟️

👉 বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী দুই মাসের মধ্যে বুয়েটের বিশেষজ্ঞরা তৈরি করবে পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যান। সেই পরিকল্পনা অনুযায়ীই শুরু হবে উন্নয়ন কার্যক্রম।

👉 স্টেডিয়ামের মালিকানা থাকছে জাতীয় ক্রীড়া পরিষদের হাতে, তবে পুরো ব্যয়ভার বহন করবে বিসিবি। 💰

👉 শুধু ফতুল্লা নয়, সরকারের সহায়তার অপেক্ষা না করেই খেলার উপযোগী করা হবে আরও ৬টি মাঠ। এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনও মিলেছে। ✅

🔹 প্রাথমিক কাজ শুরু হচ্ছে ফতুল্লা দিয়েই! 🚀

সেপ্টেম্বরে পুমার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে সাকিব আল হাসানের। এরপর যতদিন মাঠে খেলবেন, তিনি বিনা পারিশ্রমিকে ব্যবহার ...
25/08/2025

সেপ্টেম্বরে পুমার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে সাকিব আল হাসানের। এরপর যতদিন মাঠে খেলবেন, তিনি বিনা পারিশ্রমিকে ব্যবহার করবেন ইমরুল কায়েসের ব্র্যান্ড MKS এর গিয়ার।

🔴 নতুন কোনো জার্সি নয়; এশিয়া কাপে লাল জার্সিতেই মাঠে নামবে বাংলাদেশ দল। 🚨প্রতিটি বড় টুর্নামেন্টের আগে নতুন জার্সি বানানো...
25/08/2025

🔴 নতুন কোনো জার্সি নয়; এশিয়া কাপে লাল জার্সিতেই মাঠে নামবে বাংলাদেশ দল। 🚨

প্রতিটি বড় টুর্নামেন্টের আগে নতুন জার্সি বানানো রেওয়াজে পরিণত হলেও এবার সেই নিয়মে ভাঙন ধরাচ্ছে টাইগাররা। লাল জার্সি গায়ে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে দারুণ কিছু স্মৃতি গড়েছে দল। সেই আবেগ নিয়েই এশিয়া কাপে খেলতে চেয়েছেন ক্রিকেটাররা। তাদের অনুরোধে বিসিবিও লাল জার্সিকেই অফিসিয়াল হিসেবে রেখেছে। তবে এর পাশাপাশি একটি বিকল্প নতুন ডিজাইনও প্রস্তুত হবে।

টি–টোয়েন্টি ক্রিকেট মানেই ঝড়ো ব্যাটিং, ঘূর্ণি বোলিং কিংবা অলরাউন্ড নৈপুণ্য। এমন পারফরম্যান্সেই বদলে যায় ম্যাচের ভাগ্য, আ...
25/08/2025

টি–টোয়েন্টি ক্রিকেট মানেই ঝড়ো ব্যাটিং, ঘূর্ণি বোলিং কিংবা অলরাউন্ড নৈপুণ্য। এমন পারফরম্যান্সেই বদলে যায় ম্যাচের ভাগ্য, আর হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার। আন্তর্জাতিক ম্যাচ থেকে ফ্র্যাঞ্চাইজি লিগ—সব জায়গায়ই এই পুরস্কার ক্রিকেটারদের ক্যারিয়ারের বিশেষ স্বীকৃতি।

চলুন দেখে নেওয়া যাক, কারা সবচেয়ে বেশি বার হয়েছেন ম্যাচসেরা—

🏝 ক্রিস গেইল
📅 অভিষেক: ২০০৫ – ২০২২
🎯 ম্যাচ: ৪৬৩
🏆 ম্যাচসেরা: ৬০

🇦🇺 গ্লেন ম্যাক্সওয়েল
📅 অভিষেক: ২০১০ – ২০২৫
🎯 ম্যাচ: ৪৮৬
🏆 ম্যাচসেরা: ৪৮

🏝 কিরন পোলার্ড
📅 অভিষেক: ২০০৬ – ২০২৫
🎯 ম্যাচ: ৭১০
🏆 ম্যাচসেরা: ৪৭

🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 অ্যালেক্স হেলস
📅 অভিষেক: ২০০৯ – ২০২৫
🎯 ম্যাচ: ৫০৬
🏆 ম্যাচসেরা: ৪৫

🇧🇩 সাকিব আল হাসান
📅 অভিষেক: ২০০৬ – ২০২৫
🎮 ম্যাচ: ৪৫৭
🏆 ম্যাচসেরা: ৪৪

দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে হওয়ায় নুহায়েল সানদিদের পথকে অনেকেই ভাবেন মসৃণ। কিন্তু বাস্তবে বিষয়টা মোটেও তেমন ন...
24/08/2025

দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে হওয়ায় নুহায়েল সানদিদের পথকে অনেকেই ভাবেন মসৃণ। কিন্তু বাস্তবে বিষয়টা মোটেও তেমন নয়। ক্রিকেটে ভালো কিছু করলেই প্রশ্ন উঠে— ও তো সালাউদ্দিনের ছেলে, সুযোগ তো পাবেই।

তবে সানদিদ প্রমাণ করছেন তিনি সুযোগ পাচ্ছেন নিজের যোগ্যতায়। মাত্র ১৮ বছর বয়সেই জায়গা করে নিয়েছেন হাই-পারফরম্যান্স (এইচপি) স্কোয়াডে। বাঁহাতি লেগ স্পিনার হিসেবে ইতোমধ্যে কুড়িয়েছেন হাথুরু সিমন্সের প্রশংসা। নিজের পরিচিতি গড়তে চান বাবার ছায়া থেকে বেরিয়ে, নিজের নামেই।

এই স্বপ্নের কথা জানিয়ে সানদিদ বলেন, আমাকে ছোট থেকে এভাবেই বড় করা হয়েছে—তুমি ক্রিকেট খেলতে চাইলে এই কথাটা বারবার আসবে, যে তুমি সালাউদ্দিনের ছেলে। আমি চেষ্টা করি যাতে একদিন আমাকে সবাই শুধু সানদিদ নামেই চেনে।

অস্ট্রেলিয়া আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে নতুন এক মাইলফলক অর্জন করেছে। রবিবার (ম্যাকাইয়ে) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩১ রানে...
24/08/2025

অস্ট্রেলিয়া আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে নতুন এক মাইলফলক অর্জন করেছে। রবিবার (ম্যাকাইয়ে) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩১ রানের বিশাল সংগ্রহ গড়ে স্বাগতিকরা, মাত্র দুই উইকেট হারিয়ে। এর মাধ্যমে অজিরা ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় সেরা দশে নিজেদের স্থান নিশ্চিত করেছে।

এটি এমন এক সময় এসেছে, যখন অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুটি ম্যাচে দুইশো রানের আগেই অলআউট হয়ে গিয়েছিল। তবে এই ম্যাচে তারা তুলে ফেলেছে চারশো রানেরও বেশি। দলের প্রথম তিন ব্যাটার সেঞ্চুরি করেছেন, যা ওয়ানডে ইতিহাসে পঞ্চমবারের মতো ঘটলো। দক্ষিণ আফ্রিকা তিনবার এই কীর্তি গড়েছে।

তবে, অস্ট্রেলিয়া ৪৩১ রান করলেও, এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় সেরা পাঁচে স্থান পায়নি। ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড এখনও ইংল্যান্ডের দখলে, যারা ২০২২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৯৮ রান করেছিল। ইংল্যান্ডের পরবর্তী দুটি সংগ্রহও শীর্ষে রয়েছে, যথাক্রমে ৪৮১ রান অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ৪৪৪ রান পাকিস্তানের বিপক্ষে। শ্রীলঙ্কা ২০০৬ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৪৩ রান তুলে তালিকার চারে রয়েছে। দক্ষিণ আফ্রিকা ২০০৬ সালে অস্ট্রেলিয়ার দেওয়া ৪৩৫ রানের লক্ষ্য তাড়া করে ৪৩৮ রান করে পঞ্চম স্থানে রয়েছে।

🏏ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড:

🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 ইংল্যান্ড – 498/4 (২০২২) 🆚 নেদারল্যান্ডস
🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 ইংল্যান্ড – 481/6 (২০১৮) 🆚 অস্ট্রেলিয়া
🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 ইংল্যান্ড – 444/3 (২০১৬) 🆚 পাকিস্তান
🇱🇰 শ্রীলঙ্কা – 443/9 (২০০৬)🆚 নেদারল্যান্ডস
🇿🇦 দক্ষিণ আফ্রিকা – 439/2 (২০১৫) 🆚 ওয়েস্ট ইন্ডিজ
🇿🇦 দক্ষিণ আফ্রিকা – 438/9 (২০০৬) 🆚 অস্ট্রেলিয়া
🇿🇦 দক্ষিণ আফ্রিকা – 438/4 (২০১৫) 🆚 ভারত
🇦🇺 অস্ট্রেলিয়া – 434/4 ( (২০০৬) 🆚 দক্ষিণ আফ্রিকা
🇦🇺 অস্ট্রেলিয়া – 431/2 (২০২৫) 🆚 দক্ষিণ আফ্রিকা

📅 বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা !! বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সির...
24/08/2025

📅 বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা !!

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগেই জানা গিয়েছিল, সব ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

এশিয়া কাপ শেষ হওয়ার পর শুরু হবে এই সিরিজ। ২ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি দিয়ে মাঠে গড়াবে লড়াই। পরের দুই ম্যাচ যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর। ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ অক্টোবর, বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১৪ অক্টোবর।

আসন্ন এই সফরকে সামনে রেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসীব খান।

📅 সূচি:
🏏 ১ম টি-টোয়েন্টি – ২ অক্টোবর
🏏 ২য় টি-টোয়েন্টি – ৩ অক্টোবর
🏏 ৩য় টি-টোয়েন্টি – ৫ অক্টোবর
🎯 ১ম ওয়ানডে – ৮ অক্টোবর
🎯 ২য় ওয়ানডে – ১১ অক্টোবর
🎯 ৩য় ওয়ানডে – ১৪ অক্টোবর

অক্ষয় হিরেমাথকে এক বছরের চুক্তিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। ২১ আগ...
23/08/2025

অক্ষয় হিরেমাথকে এক বছরের চুক্তিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। ২১ আগস্ট থেকে তিনি জাতীয় দলের প্রধান অ্যানালিস্টের দায়িত্ব পালন করছেন। চুক্তি অনুযায়ী ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি এবং বিসিবি থেকে ১৫ হাজার ডলার বেতন পাবেন, যা তিন কিস্তিতে দেওয়া হবে।

ভারতের এই পারফরম্যান্স অ্যানালিস্টের অভিজ্ঞতা সমৃদ্ধ। তিনি এর আগে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, আইপিএল ও বিপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে কাজ করেছেন। সর্বশেষ মহারাজা টি-টোয়েন্টি ট্রফিতে গুলবার্গ মিস্টিকসের সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশের সঙ্গেও তার অভিজ্ঞতা রয়েছে—ওয়েস্ট ইন্ডিজ সফরে খণ্ডকালীন অ্যানালিস্ট হিসেবে কাজ করেছিলেন হিরেমাথ।

টি স্পোর্টস পেল বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজের সম্প্রচার অধিকার!বাংলাদেশ 🇧🇩 ও নেদারল্যান্ডস 🇳🇱 এর মধ্যকার ত...
23/08/2025

টি স্পোর্টস পেল বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজের সম্প্রচার অধিকার!

বাংলাদেশ 🇧🇩 ও নেদারল্যান্ডস 🇳🇱 এর মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সম্প্রচার স্বত্ব এখন টি স্পোর্টসের দখলে। ৩০ আগস্ট থেকে সিলেটে 🏟️ শুরু হবে সিরিজটি।

চুক্তির আওতায় থাকছে –

বিশ্বব্যাপী স্যাটেলাইট টিভি (লিনিয়ার) রাইটস 🌍

বাংলাদেশে শুধুমাত্র DTH (Direct-To-Home) রাইটস 📺

বিশ্বব্যাপী ডিজিটাল ওটিটি (Over-The-Top) রাইটস 📱

💰 জানা গেছে, ২ কোটি টাকার ফ্লোর প্রাইস নির্ধারণ করা হয়েছিল এবং প্রায় সেই অঙ্কেই অধিকারটি নিশ্চিত করেছে টি স্পোর্টস।

🔥 এবার ঘরে বসেই দেখা যাবে সিরিজের প্রতিটি মুহূর্তের রোমাঞ্চ!

বিপিএলের সময় নিয়ে অনিশ্চয়তার মধ্যেই পারভেজ হোসেন ইমনের প্রতি আগ্রহ দেখিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-২০–এর কয়েকটি ফ্...
23/08/2025

বিপিএলের সময় নিয়ে অনিশ্চয়তার মধ্যেই পারভেজ হোসেন ইমনের প্রতি আগ্রহ দেখিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-২০–এর কয়েকটি ফ্র্যাঞ্চাইজি।

শর্ত অনুযায়ী, ইমন যদি অন্তত অর্ধেক টুর্নামেন্টে অংশ নিতে পারেন, তবে নিলাম থেকে তাকে দলে নেওয়া হবে। তবে অর্ধেকের কম ম্যাচ খেলতে পারলে তাকে আর দলে ভেড়াবে না কোনো ফ্র্যাঞ্চাইজি।

এদিকে বাংলাদেশ দলের কাটার-মাস্টার মুস্তাফিজুর রহমানকে নিলামের আগেই সরাসরি দলে ভিড়িয়েছে আইএল টি-২০–এর ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালস।

এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের জন্য ১৬ সদস্যে...
23/08/2025

এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের জন্য ১৬ সদস্যের স্কোয়াডে চমক হয়ে ফিরেছেন সাইফ হাসান। প্রায় দুই বছর পর জাতীয় টি-টোয়েন্টি দলে ডাক পেলেন এই ওপেনার।

দলে ফেরার অনুভূতি জানিয়ে সাইফ হাসান উল্লেখ করেন,
🗣️ অবশ্যই দারুণ অনুভূতি। অনেকদিন পরে জাতীয় দলে আবার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। সবই আল্লাহর ইচ্ছা। ইনশা-আল্লাহ সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব। কষ্ট করেছি, দেখেই সুযোগ পেয়েছি। আরও যদি কষ্টের পাশাপাশি প্রসেস ধরে রাখতে পারি, তাহলে আরও ভালো করতে পারব।

👉 এবারের এশিয়া কাপেই নতুন করে নিজেকে প্রমাণের বড় সুযোগ পাচ্ছেন সাইফ হাসান।

Address

Mirpur
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when My Sports Pro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to My Sports Pro:

Share