
27/07/2025
একটা বয়সের পর মানুষ প্রেম করতে ভুলে যায়, তখন ভালোবাসতে শেখে। চারপাশের একঘেয়েমি পার করে নিদিষ্ট একজনের উপরেই ভালোবাসা নামের সঁইটা গেঁথে যায়, ছটফটানি বন্ধ হয়, মানুষ আরও শান্ত হতে শেখে। "তুমি না হলেও চলে যাবে "থেকে" তোমাকেই আমার লাগবে তে নেমে আসে "। ঠোঁটের ছোঁয়া থেকে মন ছোঁয়া জরুরি হয়ে ওঠে, একটা নিষ্ঠুর হারানোর ভয় তাড়া করে বেড়ায় রাতদিন, অঝোরে কাঁদতে শেখে।