SMJ Entertainment

SMJ Entertainment একজন ভালো মানুষ হতে চাই।কবি ও শিল্পী হতে ইচ্ছুক।
বাকীটা মালিকের উপর ভরসা

জম্ন থেকে কষ্ট আমার হইছে রে সাথিকত জনের সুখের ছায়া,আমার দুঃখে গ্লানিবন্ধু আমার আসমানে রি, লক্ষ তারার চাঁদ।।পাইলে লোক ও ...
15/12/2023

জম্ন থেকে কষ্ট আমার হইছে রে সাথি
কত জনের সুখের ছায়া,
আমার দুঃখে গ্লানি
বন্ধু আমার আসমানে রি, লক্ষ তারার চাঁদ।।
পাইলে লোক ও পাষানী কষ্ট আর দেওয়ার?

লিরিক্স ও টিউন:মহরম হোসেন
শিরোনাম:পাইলে না লোক ও পাষানী কষ্ট আর দেওয়ার?

12/12/2023
শিরোনাম: সুলতানা তুমি সুলতানা তুমি পাষান আগে আমি বুঝি নাইতোমার কথা ভাইবা আমার মনে শান্তি নাই'''।।এ ডাল থুইয়া ঐ ডালে যাও...
04/11/2023

শিরোনাম: সুলতানা তুমি

সুলতানা তুমি পাষান আগে আমি বুঝি নাই
তোমার কথা ভাইবা আমার মনে শান্তি নাই'''।।
এ ডাল থুইয়া ঐ ডালে যাও হইছো তুমি দিওয়ানা
তুমি ছিলে বহুরূপী আগে জানি নাই।।

সুলতানা ভালো থাইকো সুখেরি সংসারে
আমি শুধু আছি আশাই আসবে তুমি ফিরে।।
তোমারি স্মৃতি ভেবে রাতে ঘুম আসে না'''''''
তুমি ছিলে বহুরূপী আগে জানি নাই।।

মিথ্যা কি ছিল তোমার সবি কি অভিনয়?
প্রেমেরি নামে তুমি দিলে ব্যথার আগুন।।
তুমি ছাড়া বাঁইচা থাকা হইছে বিষন দায়''''
তুমি ছিলে বহুরূপী আগে জানি নাই।।
----- মহরম হোসেন

মিষ্টি মেয়ে_মিষ্টি একটা মেয়ে তুমি কার আকাশের পরীইচ্ছা করে তোমায় নিয়ে নীল আকাশে উড়িসামনে দিয়া হেসে বেড়াও কেমন করে ...
01/11/2023

মিষ্টি মেয়ে_

মিষ্টি একটা মেয়ে তুমি কার আকাশের পরী
ইচ্ছা করে তোমায় নিয়ে নীল আকাশে উড়ি
সামনে দিয়া হেসে বেড়াও কেমন করে তাকাও
জানি না তুমি এমন হেসে কি বুঝাতে চাও?

তোমায় নিয়ে লিখতে আমি অনেক কিছুই পারি
সামনে আমার আসলে তুমি সবকিছুই ভুল করি
নীল শাড়িটা পড়ে যখন সামনে দিয়ে যাও
চোখটা আমার সব ভুলিয়া তোমার দিকেই তাকাই।

সবসময়ে তোমার কথা ভাবতে ভালো লাগে
তোমার মিষ্টি হাসি আমায় জনমের পাগল করে।
আসা-যাওয়ার পথে তুমি একটু মারো উঁকি
মনটা আমার চাই তোমারে বন্ধি করে রাখি।
তাহলে কি তোমার প্রেমে আমি পড়ে গেছি?
মিষ্টি মেয়ে বলোনা আমায় একটু দয়া করি।

ভালো লাগলে জানাবেন। তাহলে পরবর্তী পর্ব আসবে।

লেখক: মহরম হোসেন/Smj mohrom hosen

#মহরম হোসেন

05/10/2023

-গ্রামের ক্রিকেটের কিছু নিয়ম!🏏

১- পিচ সোজা দাঁড়ালে নো বল।
২- আশেপাশে পুকুর থাকলে সেখানে উড়ে গেলে আউট।
৩- ব্যাটসম্যান আম্পায়ার দাঁড়াবে।
৪- যার ব্যাট সে আগে ব্যাট করবে।
৫- টসে জিতলেই ব্যাটিং।
৬- সিনিয়ররা আগে ব্যাট করবে।
৭- যারা জিতবে তারা পরের ম্যাচে আগে ব্যাটিং।
৮- ১ম বলটা হবে টেস্ট বল।
৯- মাঠে কোন স্থানে ছায়া পড়লে সেটা শীর্ষ নেতার স্থান।😎
১০- যার ব্যাট তার কথা কেউ না শুনলে ব্যাট নিয়ে সোজা বাড়ির দিকে হাটা শুরু।
১১- জুনিয়র প্লেয়াররা শুধু ফিল্ডিং করবে ব্যাট করবে সিনিয়ররা।
১২- যে বল ফাঁটাবে সেই নতুন বল কিনে আনবে।
১৩- মাগরিবের আজান দিলেই খেলা শেষ ম্যাচ ড্র।
১৪.লুঙ্গীতে লাগলেই চার।
১৫. কিপার চেইঞ্জ! আম্পায়ারকে না জানালে নো বল।
১৬.খেলায় ঝামেলা হলে রাতের আধারে এসে পিচ কুপিয়ে যাওয়া!🔪😂

কে কে এইসব নিয়মে খেলেছেন?তারা শেয়ার দিন।
খুব মিস করেন নিশ্চয়ই শৈশবের সেই নিয়মে খেলা আর বন্ধুদের বড় ভাইদের। 💔

সংগৃহীত (Choion Kumar Ray)

05/10/2023

কবিতা: নারী তুমি
লেখক:গরীব হোসাইন

নারী তুমি মায়ের জাতি
সম্মান করি তাই
সাপ-বেজি কে বিশ্বাস করি
তোমায় করি না।

নারী তুমি খোদার সৃষ্টি
অবহেলা করি না
সাপ-বেজি কে বিশ্বাস করি
তোমায় করি না।

নারী তুমি বহুরূপী
ধরো কত রংয়ের সাজ
কখনো হও ময়ূরী তুমি
কখনো কালো কাক।

নারী তুমি ছলনাময়ী
বহুরূপী তাই
সাপ-বেজি কে বিশ্বাস করি
তোমায় করি না।

নারী তুমি নষ্টের মূল
নারী তুমি কষ্টের মূল
তোমায় বুঝি না
সাপ-বেজি কে বিশ্বাস করি
তোমায় করি না।

05/10/2023

অ্যান্টিগার সম্রাট অ্যান্ডি রবার্টসের ক্যাম্পে লাল বলটাকে সাইনিং করে সবুজে রূপান্তরিত করা সেই কিশোর কিংবা ভয়াবহ ইনসুইংয়ে শেবাগের স্ট্যাম্প উপড়ে ফেলা তরুন অথবা মাথায় লাল-সবুজের পতাকা বেঁধে ইংল্যান্ডের মাটিতে হাসতে থাকা একজন মাশরাফি বিন মর্তুজা। 😇

জন্মদিনের শুভেচ্ছা লাখো তরুনের কলার উচিয়ে দৌঁড়ে চলার প্রেরণা চিত্রার পাড়ের কৌশিক। বেঁচে থাকুন কোটি প্রাণের ভালোবাসা আর প্রার্থনায়

05/10/2023

When you use chicken manure to grow cabbages 😂😂😂😂.

এটা কোন কথা ভাই?
05/10/2023

এটা কোন কথা ভাই?

Address

KISHOREGONJ
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when SMJ Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share