Channel Ektara

Channel Ektara Media & Entertainment #একতারা-পথে-প্রান্তরে #

05/10/2025

তাকওয়া মসজিদ সোসাইটি কর্তৃক আয়োজিত সিরাত মাহফিল উপলক্ষে হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন যাপন এর উপর ভিত্তি করে নমুনা প্রদর্শন করা হয়।
#ঢাকা

04/10/2025

ভোলার সন্তান ছাত্রদল নেতা হাসিবুর এর ইন্তেকাল.... Channel Ektara

02/10/2025

আল-কোরআন এর বানী.....
"হে আদম সন্তানেরা আমি কি তোমাদের নির্দেশ দেই নি যে, তোমরা শয়তানের ইবাদত করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু। এবং আমার অনুসরণ করো, আর এটিই সরল পথ। শয়তান তো তোমাদের পূর্বে বহু জনকে বিভ্রান্ত করেছিল, তবুও কি তোমরা বুঝ না?
( সুরা ইয়াসিন , আয়াত ৬০-৬২)

গার্মেন্টসের এই পরিস্থিতি উত্তরণে পদক্ষেপ গ্রহণ করা জরুরী, নয়তো অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে দেশ।
01/10/2025

গার্মেন্টসের এই পরিস্থিতি উত্তরণে পদক্ষেপ গ্রহণ করা জরুরী, নয়তো অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে দেশ।

মাশাআল্লাহ, মহাসড়কের পাশে একটি মসজিদ।
29/09/2025

মাশাআল্লাহ, মহাসড়কের পাশে একটি মসজিদ।

29/09/2025

দৃষ্টি আকর্ষণ.....
পার্বত্য চট্টগ্রামের বর্তমান বিশৃঙ্খলা নিয়ে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট করা হচ্ছে। এই পোস্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া জরুরি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পার্বত্য জেলা গুলো তে নেট বন্ধ করে দেয়া হোক। পার্বত্য চট্টগ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জিরো টলারেন্স দেখানো হোক। ষড়যন্ত্রের মাধ্যমে উপজাতি গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। সেই সঙ্গে যারা এই অপরাধের সঙ্গে জড়িত যেই গোষ্ঠীই হোক, তাদের আইনের আওতায় আনা জরুরি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ সীমান্তে কড়াকড়ি আরোপ করা উচিত। উপজাতীয় সকল নেতাকর্মীর সাথে আইনশৃঙ্খলা বাহিনীর আলোচনা করা উচিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলোচনার কোন বিকল্প নেই। অপরাধী যেই হোক আইনের আওতায় আনতে হবে।
#খাগড়াছড়ি #পার্বত্য #জেলা #আদিবাসি #বাংলাদেশ

27/09/2025

শুক্রবার এলে আমরা জুম্মা মোবারক বলে ফেসবুক গরম করে দেই। অথচ এই বিষয়ে কোনো নির্দিষ্ট দলিল নেই। এটায় কোন ফজিলত ও নেই। তাই জুমা মোবারক না বলে, দূরুদ শরীফ বলুন। কালেমা বলুন।

27/09/2025

হৃদয় রাজিবের কন্ঠে ফকির শাহ আবদুল করিমের গান। আনন্দে মাতলেন বিদেশি পর্যটক

26/09/2025

আলোচিত নুরা পাগলা কি বলেছিলেন ! বক্তব্যের কিছু অংশ তুলে ধরা হলো.... তথ্য সংগ্রহ

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Channel Ektara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Channel Ektara:

Share