ইসলামের কিছু কথা Islamer kisu kotha

ইসলামের কিছু কথা Islamer kisu kotha পৃথিবীর সব কিছু পেলেই কি হবে যদি
আল্লাহকে না পাও!!

25/03/2025

ইন্ডিয়ান মুসলিম নেতা এমপি আসাদ উদ্দিন ওবাইসির ইন্ডিয়ান সংসদে কঠিন বক্তব্য

যাকাত কাদেরকে দেয়া উচিত?প্রশ্ন:যাকাত কাদেরকে দেয়া উচিত এবং যাকাতের পরিমাণ বর্তমান হিসেবে কত টাকা করে দিতে হবে বলবেন?উত্ত...
25/03/2025

যাকাত কাদেরকে দেয়া উচিত?
প্রশ্ন:যাকাত কাদেরকে দেয়া উচিত এবং যাকাতের পরিমাণ বর্তমান হিসেবে কত টাকা করে দিতে হবে বলবেন?
উত্তর :
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ ۖ فَرِيضَةً مِنَ اللَّهِ ۗ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ [٩:٦٠]যাকাত হল কেবল ফকির, মিসকীন, যাকাত আদায় কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদে হক এবং তা দাস-মুক্তির জন্যে-ঋণ গ্রস্তদের জন্য, আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং মুসাফিরদের জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। {সূরা তাওবা-৬০}মোট ৮ ধরণের ব্যক্তিকে যাকাত দেয়ার কথা কুরআনে বর্ণিত। যথা-১. গরীব। যার সম্পদ আছে কিন্তু নেসাব পরিমাণ মালের মালিক নয়।২. মিসকিন। যার একদমই কোন সম্পদ নেই।৩. ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারের জন্য শরীয়ত নির্দিষ্ট যাকাত আদায়কারী আমেল। এটা ইসলামী রাষ্ট্রপ্রধান দ্বারা নিযুক্ত হতে হবে। নিজে নিজে মনে করে নিলে হবে না। {জাওয়াহিরুল ফিক্বহ-৬/৬৯}৪. নব মুসলিমদের ইসলামের প্রতি মোহাব্বত বাড়ানোর জন্য উৎসাহমূলক যাকাত প্রদান।এ বিধানটি রহিত হয়ে গেছে। তাই বর্তমানে কোন ধনী নওমুসলিমকে যাকাত প্রদান জায়েয নয়। {হিদায়া-১/১৮৪, মাআরিফুল কুরআন-৪/১৭১, তাফসীরে মাযহারী-৪/২৩৫}৫. দাসমুক্তির জন্য। যেহেতু বর্তমানে দাসপ্রথা নেই। তাই এ খাতটি বাকি নেই।৬. ঋণগ্রস্তের জন্য।৭. ফী সাবিলিল্লাহ। তথা আল্লাহর রাস্তায় থাকা ব্যক্তিদের জন্য। এখন প্রশ্ন হল আল্লাহর রাস্তায় কারা আছে? ফুক্বাহায়ে কেরাম বলেন এতে রয়েছেন-জিহাদরত মুজাহিদরা। তাদের জিহাদের অস্ত্র ও পাথেয় ক্রয় করার জন্য যাকাতের টাকা গ্রহণ করবে। হজ্বের সফরে থাকা দারিদ্র ব্যক্তির জন্য। ইলমে দ্বীন অর্জনকারী দারিদ্র ব্যক্তির জন্য। {আদ দুররুল মুখতার-৩৪৩, হিদায়া-১/১৮৫, রূহুল মাআনী-৬/৩১৩}৮ সফররত ব্যক্তিকে। যার টাকা পয়সা আছে বাড়িতে। কোন সফর অবস্থায় অসহায়। তাকে যাকাতের টাকা দেয়া জায়েয।সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বয়ান্ন তোলা রূপা বা বর্তমান বাজারমূল্য অনুপাতে সাড়ে বয়ান্ন তোলা রূপার সমমূল্য পরিমাণ টাকার মালিক হলে, তার উপর বছর অতিক্রান্ত হলে আপনার উপর যাকাত আবশ্যক।যাকাতযোগ্য সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ যাকাত আদায় করতে হয়।যাকাত ওয়াজিব হলে শতকরা আড়াই টাকা হারে যাকাত প্রদান করা আবশ্যক।عَنْ عُبَيْدَةَ، قَالَ: سَأَلْتُ إِبْرَاهِيمَ، عَنْ رَجُلٍ لَهُ مِائَةُ دِرْهَمٍ وَعَشَرَةُ دَنَانِيرَ، قَالَ: «يُزَكِّي مِنَ الْمِائَةِ بِدِرْهَمَيْنِ، وَمِنَ الدَّنَانِيرِ بِرُبْعِ دِينَارٍ» وَقَالَ سَأَلْتُ الشَّعْبِيَّ فَقَالَ: «يُحْمَلُ الْأَكْثَرُ عَلَى الْأَقَلِّ، أَوْ قَالَ عَلَى الْأَكْثَرِ، فَإِذَا بَلَغَتْ فِيهِ الزَّكَاةُ زَكَّى (المصنف ابن ابى شيبة، كتاب الزكاة، فى الرجل تكون عندها مائة درهم وعشرة دنانير-6/393، رقم-9978)

24/03/2025

ইমাম মাহদী রহ. সম্পর্কে আক্বীদা

কিয়ামতের ছোট বড় আলামত প্রকাশিত হওয়ার পর পরিশেষে এমন একটি সময় আসবে, যখন কাফির-মুশরিকদের প্রভাব খুব বেশি হবে। চতুর্দিকে খ্রিস্টানদের রাজত্ব প্রতিষ্ঠিত হবে। খায়বার নামক স্থান পর্যন্ত খ্রিষ্টানদের রাজ্য প্রতিষ্ঠিত হবে। এমন দুর্দশার সময় মুসলমানগণ তাদের বাদশাহ বানানোর জন্য হযরত মাহদীকে তালাশ করতে থাকবে, এক পর্যায়ে কিছু সংখ্যক সৎলোক মক্কায় বাইতুল্লাহ শরীফে তাওয়াফ রত অবস্থায় হাজরে আসওয়াদ ও মাকামে ইবরাহীমের মাঝখানে পেয়ে তাকে চিনে ফেলবেন। এবং তাঁর হাতে বাইয়াত হয়ে তাকে খলীফা নিযুক্ত করবেন। এ সময় তাঁর বয়স হবে চল্লিশ বছর। ঐ সময় একটি গায়েবি আওয়াজ আসবে ইনিই আল্লাহর খলীফা -মাহদী।

হযরত ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ। তাঁর পিতার নাম হবে আবদুল্লাহ । তিনি হযরত ফাতিমা রাযি. এর বংশোদ্ভূত অর্থাৎ সায়্যিদ বংশীয় লোক হবেন। মদীনা তাঁর অবস্থান হবে। তিনি বাইতুল মুকাদ্দাসে হিজরত করবেন। তাঁর দৈহিক গঠন ও আখলাক রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের অনুরূপ হবে। তিনি নবী হবেন না, তাঁর ওপর ওহীও অবতীর্ণ হবে না। তিনি মুসলমানদের খলীফা হবেন এবং আধিপত্য বিস্তারকারী খ্রিষ্টানদের বিরুদ্ধে তিনি জিহাদ পরিচালনা করবেন এবং তাদের দখল থেকে শাম, কনষ্টান্টিনোপল [বর্তমান ইস্তাম্বুল] প্রভৃতি অঞ্চল জয় করবেন। তাঁর আমলে দাজ্জালের আবির্ভাব হবে। এবং তার আমলেই হযরত ঈসা আ. অবতরণ করবেন। হযরত ঈসা আ. এর আগমনের কিছুকাল পরে তিনি ইনতিকাল করবেন।

মনে হয় এদের ঘুমের নেশা কাটে নাই। নিজেদের মধ্যে সমঝোতা  না থাকলে রাজনীতি করার সুযোগ নাই।
23/03/2025

মনে হয় এদের ঘুমের নেশা কাটে নাই। নিজেদের মধ্যে সমঝোতা না থাকলে রাজনীতি করার সুযোগ নাই।

মুনাজাতের শেষে হামদ, সালাত ও আমীন
23/03/2025

মুনাজাতের শেষে হামদ, সালাত ও আমীন

19/03/2025

হাদিসে কুদসিতে আল্লাহ তায়ালা বলেছেন, রোজা ছাড়া বান্দার সকল ইবাদত তার নিজের জন্য। রোজা একমাত্র আমার জন্য এবং আমি নিজ হাতে এর প্রতিদান দিব। (সহিহ বুখারি, হাদিস : ৫৯২৭)।

06/08/2024
06/08/2024

আলহামদুলিল্লাহ

05/08/2024

হেফাজতে ইসলামীর বার্তা

🔴🛑 চট্টগ্রাম সিটির মধ্যেই কোন সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের পরিবার কিংবা মন্দির নিয়ে যদি আপনারা ভয়ে থাকলে তাহলে আমাদের জানাবেন।
ইনশাআল্লাহ আপনাদের কে এবং আপনাদের মন্দির রক্ষা করার জন্য শ-শরীরে টিম নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ।
আপনাদের রক্ষা করা আমাদের ঈমানী দায়িত্ব 🔴

01690166156
01879342835
01841866156



চট্টগ্রামের সংখ্যালঘু(হিন্দু,বৌদ্ধ,ক্রিষ্টান) ভাইদের নিরাপত্তার প্রয়োজন হলে আমাদের জানান। আমরা নিরাপত্তা নিশ্চিত করবো ইনশাল্লাহ।।

note : চান্দগাঁও & বাকলিয়া ৮+৮ ১৬জনের দল পাঠানো হয়েছে। পাহাড়া দিচ্ছে।
Update ৭.৩৫pm : হাজারী গলিতে ১০ সদস্যের টিম/দল পাঠানো হচ্ছে।
ধন্যবাদ।
প্রয়োজনে : +8801516115423 ; +8801714779377

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামের কিছু কথা Islamer kisu kotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category