দৈনিক দেশের মাটি -The daily desher mati

দৈনিক দেশের মাটি -The daily  desher mati কখনোই আয়ের এক মাত্র উৎসের উপর নির্ভর করবেন না। বিনিয়োগের মাধ্যমে আর একটি উৎস তৈরি করুন।

সাত রুটে অস্ত্র ঢুকছে বাংলাদেশে!বাংলাদেশ–মায়ানমার সীমান্তের সাতটি পথে সক্রিয় পাচারচক্রের মাধ্যমে নিয়মিতভাবে অবৈধ অস্ত্র ...
16/10/2025

সাত রুটে অস্ত্র ঢুকছে বাংলাদেশে!

বাংলাদেশ–মায়ানমার সীমান্তের সাতটি পথে সক্রিয় পাচারচক্রের মাধ্যমে নিয়মিতভাবে অবৈধ অস্ত্র প্রবেশ করছে দেশে। সীমান্তবর্তী কক্সবাজার ও পার্বত্য অঞ্চলে সক্রিয় অন্তত পাঁচটি চক্র এই অস্ত্র বাণিজ্যে জড়িত, যাদের মধ্যে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর ভূমিকা সবচেয়ে বেশি।

সূত্র জানায় বাইশফাঁড়ি, পালংখালী, নলবনিয়া, উনচিপ্রাং, উলুবনিয়া, দমদমিয়া ও বরইতলী খাল এই সাতটি রুটে মায়ানমার থেকে অস্ত্র ঢুকছে। এসব অস্ত্রের প্রধান গন্তব্য রোহিঙ্গা ক্যাম্প ও তিন পার্বত্য জেলার সন্ত্রাসী আস্তানা।

বিজিবি, পুলিশ ও র‌্যাবের তথ্য অনুযায়ী, গত তিন মাসে সীমান্তে ২২টিরও বেশি অস্ত্র চালান আটক হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে শতাধিক বিদেশি অস্ত্র ও বিপুল গোলাবারুদ।

অস্ত্র পাচারে সরাসরি জড়িত চারটি রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরসা, আরএসও, হালিম গ্রুপ ও নবী হোসেন গ্রুপ। এছাড়া পাহাড়ি অঞ্চলের একটি বড় চক্র এসব অস্ত্র কিনে নিচ্ছে।

তদন্তে জানা গেছে, মায়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সরকারি বাহিনীর সংঘাতে ফেলে আসা বিপুল অস্ত্র এখন কালোবাজারে বিক্রি হচ্ছে। খাদ্য ও নিত্যপণ্যের বিনিময়েও আরাকান আর্মি অস্ত্র বেচে দিচ্ছে রোহিঙ্গা ও সীমান্ত চক্রের হাতে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক একই চ্যানেলে প্রবাহিত হচ্ছে যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় হুমকি। এসব অস্ত্র চালান রুখতে প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।

সংগৃহীত

16/10/2025
16/10/2025
সোনার বাংলা রচয়িতা: আলিফ খান মারুফ সুজলা সুফলা শস্য সেমলাছিল আমার এই দেশ।যুগের সাথে তাল মেলাতেকরেছে সকলি শেষ।নদী মাতৃক দ...
08/10/2025

সোনার বাংলা

রচয়িতা: আলিফ খান মারুফ

সুজলা সুফলা শস্য সেমলা
ছিল আমার এই দেশ।
যুগের সাথে তাল মেলাতে
করেছে সকলি শেষ।
নদী মাতৃক দেশটায় ছিল
খালবিল কোটি কোটি,
সেসব এখন যায়না দেখা
সবই আবর্জনায় ভর্তি।
ধান,পাট আর রবি শস্যে
ভরাট ছিল মা-তো।
তবে এখন কেন ক্ষুধার তোপে
ভুগছি আমরা এতো।
কে করবে অসাধ্য সাধন?
কে গড়বে দেশ?
তাহার পানে চেয়ে আছে কো
চেয়ে আছে গোটা দেশ।
[সমাপ্ত]

28/09/2025

নতুন সিদ্ধান্ত অনুযায়ী- বিজোড় মাসে এমপিও আবেদন করতে পারবেন শিক্ষক-কর্মচারীরা

জেনে রাখা ভালো
26/09/2025

জেনে রাখা ভালো

Address

Gulshan 2
Dhaka
6580

Telephone

+8801724586702

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক দেশের মাটি -The daily desher mati posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক দেশের মাটি -The daily desher mati:

Share

Category