Younus Y24

Younus Y24 গন্তব্য যেহেতু মাটির নিচে,� তাহলে আমাদের এতো= আকাশ ছোয়ার স্বপ্ন কেন। ��
(10)

আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, 🏆 আমাদের গর্ব | বিজয়ীদের শুভক্ষণ 🎨আজকের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনু...
26/06/2025

আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ,
🏆 আমাদের গর্ব | বিজয়ীদের শুভক্ষণ 🎨
আজকের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানের ৬ জন প্রতিভাবান শিক্ষার্থী সম্মানজনকভাবে পুরস্কৃত হয়েছে।
তাদের এই সাফল্য আমাদের সকলের জন্য গর্বের বিষয়।
শিক্ষার্থীদের সৃজনশীলতা, নিষ্ঠা ও অধ্যবসায়ের ফলই আজকের এই অর্জন।
আশা করি আগামী দিনগুলোতে তারা আরও বড় পরিসরে নিজেদের মেধার বিকাশ ঘটাবে। ইনশাআল্লাহ।

অভিনন্দন ও শুভকামনা সকল বিজয়ী শিক্ষার্থীকে।

#আমাদের_অর্জন #শিক্ষার্থীদের_সাফল্য #চিত্রাঙ্কন_প্রতিযোগিতা #পুরস্কার_বিতরণ #প্রতিষ্ঠানের_গর্ব

12/05/2025

আলহামদুলিল্লাহ!
আজ আমার জীবনের আরেকটি বছর পূর্ণ হলো।
আমি আল্লাহর দরবারে কৃতজ্ঞ যে তিনি আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছেন।
হে আল্লাহ! আমাকে হিদায়তের পথে রাখুন, নেক আমল করার তাওফিক দিন, এবং আমার বাকিটা জীবন আপনার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে কাটানোর তাওফিক দিন।
আপনাদের দোয়া কামনা করছি।

07/05/2025

সকালের শীতল বাতাস, মিষ্টি পাখির কলরব, মনোমুগ্ধকর আল্লাহর সৃষ্টি, আমার দিনকে গড়ে তোলে সুন্দর। শুভ সকাল সবাইকে। 🌿🐦

06/05/2025

মাশা-আল্লাহ অসাধারণ কণ্ঠে ইসলামি সংগীত।

আজ দারুস সালাম মডেল হিফয মাদরাসা পরিদর্শন করার সৌভাগ্য হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা-অনুশীলন, আচার-আচরণ ও পরিবেশ দেখে মুগ...
05/05/2025

আজ দারুস সালাম মডেল হিফয মাদরাসা পরিদর্শন করার সৌভাগ্য হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা-অনুশীলন, আচার-আচরণ ও পরিবেশ দেখে মুগ্ধ হয়েছি। আল্লাহ তাআলা এ প্রতিষ্ঠানের উন্নতি ও সাফল্য দান করুন। আমিন।



#বউ
Ten Unknown Facts About
#মাদ্রাসা #পরিদর্শন #শিক্ষা #ইসলাম

হরিণমারা কেন্দ্রীয় জামে মসজিদ, হেফজখানা, ফোরকানিয়া ও নূরানী মাদ্রাসার বার্ষিক সভায় হেফজখানার ছাত্রদের দস্তারবন্দী অনু...
03/05/2025

হরিণমারা কেন্দ্রীয় জামে মসজিদ, হেফজখানা, ফোরকানিয়া ও নূরানী মাদ্রাসার বার্ষিক সভায় হেফজখানার ছাত্রদের দস্তারবন্দী অনুষ্ঠানে ছাত্রদের পাগড়ী প্রদান করেন এবং উখিয়া উপজেলা ভিত্তিক নূরানী বৃত্তি পরিক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তোলে দেন।

আজকের বার্ষিক সভার প্রধান অতিথি উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব এডভোকেট একে এম শাহজালাল চৌধুরী সাহেব।

সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হযরত মাওলানা কাশেম আলী সাহেব, খতিব নালকূপা ঘোনা জামে মসজিদ ও অন্যান্য ওলামায়ে কেরামবৃন্দ।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,প্রতিবছরের নিয়াই এইবছরও আমাদের মাদ্রাসায় সভার দিন তারিখ ঠিক করা হয়েছে, আগামী ০৩ এ মে রো...
02/05/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
প্রতিবছরের নিয়াই এইবছরও আমাদের মাদ্রাসায় সভার দিন তারিখ ঠিক করা হয়েছে, আগামী ০৩ এ মে রোজ শনিবার সকাল ১০ ঘটিকা হইতে, উখিয়া উপজেলার অন্তর্গত রাজাপালং ইউনিয়নের হরিণমারা কেন্দ্রীয় জামে মসজিদ, হেফজ খানা, নূরানী ও ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা,
এতে, আপনাদের দোয়া ও আর্থিক সহযোগিতা কামনা করছি।

মেধা যাচাই বৃত্তি পরীক্ষা ২০২৪ইং ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২৫ইং উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রতিশুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্...
29/04/2025

মেধা যাচাই বৃত্তি পরীক্ষা ২০২৪ইং ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২৫ইং উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রতি
শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন

তোমাদের কঠোর পরিশ্রম, মেধা ও সৃজনশীলতার স্বীকৃতি আজকের এই সাফল্য। তোমাদের এই অর্জন আমাদের গর্বিত করেছে। ভবিষ্যতেও তোমরা যেন এভাবেই আরও উচ্চতর সাফল্য অর্জন করো—এই কামনায় রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

শুভেচ্ছান্তেঃ হরিণমারা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন নূরানী একাডেমী।

তোমাদের জয় হোক জ্ঞানের আলোয়।

12/02/2024

প্রতিটা শিক্ষক শিক্ষিকাই তাদের ছাত্র ছাত্রীদের আইডল..🤗

11/02/2024

আমি চাইনি এমন সমাজ ব্যবস্থা!

নিশ্চয়ই আপনাদের মনে আছে আবরারের কবুল বলা দিনগুলোর কথা!
বিয়ে মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। বিয়ের উদ্দেশ্য হচ্ছে গুনাহমুক্ত জীবন,বংশবিস্তার,ইসলামে বিয়েকে সহজ করার কথা বলা হয়েছে।বলতে গেলে সর্বোচ্চ সহজের কথা বলা হয়েছে। কিন্তু আমাদের সমাজে হচ্ছে টা কি..? খবর রাখেন?বিয়ের এই মসনদে যে-ই আসবে, তাঁকে-ই বলি হতে হবে! মানে ধরুন, আপনি বিয়ে করবেন, কিছুদিনের জন্য বোবা হয়ে যেতে হবে, রোবটের মতো হয়ে যেতে হবে। আপনার কোন ইচ্ছে প্রধান্য পাবে না। আপনার আশপাশের মানুষ গুলো পৃথিবীর শ্রেষ্ঠ শত্রুদের মতো আচরণ করবে। সমাজ ও আপনার পেছনে পড়বে,না,ভূল বুঝবেন না! শুধু আপনার পেছনে নয়! যে-ই বিয়ের আসরে বসবে তার পেছনে পড়বে এই সমাজ!
আচ্ছা,আমি বুঝি না,এতে তাদের লাভ কি? ছোটবেলা থেকে যত বিয়ে দেখেছি,সবার পেছনে একশ্রেণীর ইতর লোকদের পড়ে থাকতে দেখেছি! কি লাভ তাদের? সারাক্ষণ ডুবে থাকে গীবত আর সমালোচনার সাগরে!

এমন সমাজ তো চাইনি!

Address

কক্সবাজার
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Younus Y24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share