04/10/2025
অ্যাডভেঞ্চার কাহিনীর প্রতি পাঠক-পাঠিকার আলাদা আগ্রহ সব সময়েই। সবার সেই আগ্রহ ও কৌতূহলে সাড়া দিয়ে বাস্তব জীবনে ঘটে যাওয়া একটি অ্যাডভেঞ্চার কাহিনী পরিবেশন করা হলো।
~অবিশ্বাস্য মরু অভিযান
আজ শনিবার, এপ্রিলের ২৭ তারিখ, ১৯৯১ সাল। ক্যালেন্ডারের দিকে তাকিয়ে শ্যালি, কেন যেন মনে হলো আজ কিছু একটা ঘটতে পারে। এটা তার মনের একটা অমূলক ধারণামাত্র। মন থেকে ভয়টা তাড়াতে চেষ্টা করল সে। এমন সময় তার স্বামী কার্টিস বাইরে থেকে কাজ শেষে ফিরে এলো। গাড়ির শব্দ শুনতেই শ্যালি দরজার সামনে গিয়ে দাঁড়াল কার্টিসকে রিসিভ করতে। তখন নিচে তাকিয়ে দেখল। কিন্তু ওখানে ডেরেককে না দেখে বড় ছেলে ডেমিয়েনকে সে জিজ্ঞেস করল, 'ডেরেক কোথায়?'
ধূ-ধূ মরুভূমির দিকে আঙুল তুলে ডেমিয়েন বলল 'ওদিকে গেছে।'
গলা উচু করে ডাকতে থাকল, 'ডেরেক, ডেরেক,
অনেকক্ষণ তারা দু'জন আশপাশের এলাকা খুঁজেও কোথাও ডেরেককে খুঁজে পেল না।
আরিজোনারার মরুভূমির বিপদগুলোর কথা তাদের ভালো করেই জানা। বিষাক্ত কাঁকড়া, বিচ্ছু, সাপ, ছোট ছোট সিংহ ও চিতাবাঘের আনাগোনা রয়েছে এই মরুভূমিতে। ওদের কবলে পড়লে আর রক্ষা নেই। ব্যাপারটা ভাবতে গিয়ে শ্যালি কেঁদে ফেলল। ছেলেটাকে শেষ পর্যন্ত খুঁজে পাওয়া যাবে তো জীবিত অবস্থায়?
কিছুক্ষণের মধ্যে বিশাল আয়োজন শুরু হয়ে গেল ছোট ডেরেককে উদ্ধারের জন্যে। শ্যালিদের বাড়ির এলাকাটির তিন মাইলজুড়ে বিপুলসংখ্যক উদ্ধারকর্মী অ্যাকশনে নেমে পড়ল। সারারাত ধরে বেশ কয়েকটি হেলিকপ্টার সার্চ লাইট ফেলে মরুভূমির ওপর দিয়ে উড়ে গেল। কিন্তু কোথাও তারা হারিয়ে যাওয়া শিশুটিকে দেখতে পেল না।
এই মুহূর্তে ন্যান্সি টেলিফোনে জানতে পারল, দুই বছর বয়সের একটি ছেলে মরুভূমিতে হারিয়ে গেছে। গত দু'দিন ধরে অনেক অনুসন্ধান চালিয়েও তার কোনো হদিস পাওয়া যায়নি।
খবরটা শুনে ন্যান্সি ভীষণভাবে আলোড়িত হলো।এই সময়টায় ন্যান্সিকে সহায়তা করছে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ক্যালি। ক্যালি ও ন্যান্সি বেশ ক'টি সিরিয়াস অপারেশনে চমৎকার সাহায্য করেছে। চরম বিপদের মুহূর্তে ন্যান্সি নিজেও যখন হতবাক বিমূঢ়, ঠিক সেই সময়ে অদ্ভুত মনোবল নিয়ে ক্যালি তার পাশে এসে দাঁড়িয়েছে।
ন্যান্সি এবং ক্যালি কি পারবে ডেরেক কে খুঁজে তার পরিবারের কোলে ফিরিয়ে দিতে?? জানতে হলে পড়ুন রেজাউল করিম খোকনের লেখা বই 'অ্যাডভেঞ্চার আনলিমিটেড'
'অ্যাডভেঞ্চার আনলিমিটেড' কিছু সময়ের জন্য আপনাকে নিয়ে যাবে নানা চমকে পরিপূর্ণ অনেক থ্রিল, সাসপেন্স আর নাটকীয় এক ভুবনে। পাঠক, খুব সহজেই প্রতিটি গল্পের মাঝে ডুবে যাবেন।
বই ছবি এবং রিভিউ : নুসরাত
বইটির মূল্য : ২২০ টাকা মাত্র
বইটি পেতে ইনবক্স করুন বাবুই পেইজে।
ক্যাশঅন ডেলিভারিতে
ঢাকায় কুরিয়ার চার্জ ৮০ টাকা
ঢাকার বাইরে ১০০ টাকা
যোগাযোগ
০১৯৭৫৩৩১০৯৮(বিকাশ মার্চেন্ট)
০১৭১৫৩৩১০৯৮(নগদ পার্সোনাল)
বাবুইয়ের নতুন নতুন বইয়ের তথ্য পেতে ফেসবুক পেইজে অথবা ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন।