BABUI বাবুই

BABUI বাবুই Babui Is a Bangladeshi Children & Juvenile Quality Publication.
শিশুসাহিত্যিক, সাংবাদিক ও প্রকাশক কাদের বাবুর বাবুই

শিশুকিশোরদের ভালো মানের বই প্রকাশ ও সারাদেশে তা ছড়িয়ে দেয়া। এ জন্য ভালো লেখকদের খুঁজে বের করা।

🔥 রেজাউল করিম খোকন স্পেশাল প্যাকেজ! সামাজিক, অ্যাডভেঞ্চার ও থ্রিলের মহাযাত্রা! 🔥একসাথে ৪টি সুপারহিট বইয়ের কম্বো, যা আপনা...
10/10/2025

🔥 রেজাউল করিম খোকন স্পেশাল প্যাকেজ! সামাজিক, অ্যাডভেঞ্চার ও থ্রিলের মহাযাত্রা! 🔥

একসাথে ৪টি সুপারহিট বইয়ের কম্বো, যা আপনাকে নিয়ে যাবে রোমাঞ্চকর রহস্যের গভীরে!

জনপ্রিয় লেখক রেজাউল করিম খোকন এর এই দুর্দান্ত সংগ্রহটি মিস করবেন না।

প্যাকেজে যা যা পাচ্ছেন:

📌সুগার ড্যাডি (গল্পগুলো সমকালীন বাস্তবতার আলোকে লেখা)

📌অভিশপ্ত স্টেশন (গা ছমছমে রহস্য ও থ্রিলার)

📌অ্যাডভেঞ্চার আনলিমিটেড (রোমাঞ্চকর, অ্যাডভেঞ্চার , থ্রিলের নাটকীয় এক ভুবন)

📌দ্য ডেঞ্জার মিশন (পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া অবিশ্বাস্য বাস্তব ঘটনানির্ভর গল্পগুলো)

📚 এই ৪টি বইয়ের বিশেষ অফার মূল্য: ৮০০টাকা

⏳ অফার সীমিত সময়ের জন্য! বইগুলো পেতে ইনবক্স করুন

যোগাযোগ
০১৯৭৫৩৩১০৯৮ (বিকাশ মার্চেন্ট)
০১৭১৫৩৩১০৯৮ (নগদ পার্সোনাল)

BABUI বাবুই এবং Song Jog নতুন নতুন বইয়ের তথ্য পেতে আমাদের ফেসবুক পেইজে অথবা ইউটিউব চ্যানেলের সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করে যুক্ত থাকুন❤️

কান্না হাসি রম্য রাশি(তরুন ইউসুফ) ❝আমাদের গ্রামের সম্পর্কে ভাই হয়, নাম তার বুলেট। তার নাম বুলেট, কাজও সেই টাইপের। গ্রামে...
10/10/2025

কান্না হাসি রম্য রাশি(তরুন ইউসুফ)

❝আমাদের গ্রামের সম্পর্কে ভাই হয়, নাম তার বুলেট। তার নাম বুলেট, কাজও সেই টাইপের। গ্রামের হেন কোনো দুষ্কর্ম নেই, যার সাথে সে জড়িত না।...মতির মায়ের নধরকান্তি চেহারার খাসিটা পাশের ঝোপ থেকে হারিয়ে গেছে। সারা গ্রাম খুঁজেও পাওয়া যাচ্ছে না। সেদিন সন্ধ্যায় দেখা গেল, গ্রামের স্কুলের মাঠে বুলেট তার দলবল নিয়ে পিকনিকের আয়োজন করেছে। বোঝা গেল মতির মায়ের খাসিটা বুলেটের পিকনিকে সদগতি হয়েছে। এইরকম হাজারো দুষ্কর্ম বুলেটের দ্বারা সংঘটিত হতো। বুলেটের বাবা ছিলেন আগের কালের গ্রাম্য পুলিশ, যাকে আমরা গ্রামের দফাদার বলি। তার আইনের লোকের সাথে ওঠাবসা ছিল। তাই হয়তো শখ করে ছেলের নাম বুলেট রেখেছিলেন। হয়তো ভেবেছিলেন, বড় হয়ে ছেলে আইনের বুলেট হবে। কিন্তু ছেলে হলো বদমাইশের বুলেট। শেষে বিরক্ত হয়ে তিনি নিজেই নিজের ছেলেকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছেন। জেলে গিয়েও নাকি তার অত্যাচারের মাত্রা কমেনি৷ ভাগ্য ভালো উনি ছেলের নাম মেশিনগান কিংবা কামান রাখেননি। বুলেটেই গ্রামের মানুষ অতিষ্ট, কামান কিংবা মেশিনগান হলে মানুষজনের ভিটে-মাটি চাটি হতো।❞ (বইয়ের অংশবিশেষ)

দৈনন্দিন জীবনেের ছোট ছোট হাস্যরসাত্নক ঘটনা রসালো ভাষায় রচিত হয়েছে বইটি। যতই গোমরামুখো মানুষ হোক না কেনো এ বইটি পড়তে গিয়ে সিরিয়াস মূহুর্তেও হেসে ফেলবে। তাই সাবধান সব জায়গায় এটি পড়বেন না। এটি কেবল একটি বই না, এ হলো "হাসির থেরাপি"। যা পড়তে গিয়ে আপনি না হেসে পারবেন না।
কাদঁতে কাদঁতে হেসে ফেলা আবার হাসতে হাসতে কেঁদে ফেলতে চাইলে হাস্যরসে টইটম্বুর "কান্না হাসি রম্য রাশি" বইটি আপনার সংগ্রহে থাকা চাই।

রিভিউ লিখেছেন: মীম আক্তার জেরিন

বইটির মূল্য ২০০ টাকা।

ঢাকায় কুরিয়ার চার্জ ৮০ টাকা।
ঢাকার বাইরে ১০০ টাকা।

যোগাযোগ
০১৯৭৫৩৩১০৯৮(মার্চেন্ট বিকাশ)
০১৭১৫৩৩১০৯৮(নগদ পারসোনাল)

বইটি কিনতে যোগাযোগ করুন বাবুইয়ের পেইজে অথবা রকমারিতে।

বাবুই কিশোর অফার বইয়ের বান্ডিল 📖✨ আপনার পছন্দের বইগুলো এক ক্লিকে! কিশোর উপযোগী দারুণ দারুণ সব বইসম্ভার থেকে বেছে নিন আপ...
09/10/2025

বাবুই কিশোর অফার বইয়ের বান্ডিল

📖✨ আপনার পছন্দের বইগুলো এক ক্লিকে!

কিশোর উপযোগী দারুণ দারুণ সব বইসম্ভার থেকে বেছে নিন আপনার পছন্দের বান্ডিলটি। এই বইগুলো কী আপনার সংগ্রহে আছে, নাকি নতুন বইয়ের নেশায় মজবেন পাঠকরা?

এই রঙিন বাবুই মিশ্র অফার-এ আপনি পাচ্ছেন একাধিক জনপ্রিয় লেখকের দারুণ সব বইয়ের এক আকর্ষণীয় কম্বো প্যাকেজ। সব ধরনের জনরা এর স্বাদ নিন একসাথেই!

বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা কমেন্টে জানান 💌

বাবুই বই অফারের তালিকা:

১. সারপ্রাইজ : হুমায়ুন সাদেক চৌধুরী
২. সিধুমামার সিন্দুক রহস্য : অরুণ কুমার বিশ্বাস
৩. ই : রণক ইকরাম
৪. মিস্টার অ্যান্ড মিজ ইউটিউব : তুষার আবদুল্লাহ
৫. গীতাঞ্জলি চুরির রহস্য : সাইফুল ইসলাম জুয়েল
৬. বাঘ-বিড়াল : বিশ্বজিৎ দাস
৭. সেবা সৌহার্দ্য সুনাগরিকত্ব : আহাম্মদ উল্যাহ পারভেজ
৮. তিন বন্ধুর ছড়া : কাদের বাবু, সাজ্জাদ মোহাম্মদ ও মোকাদ্দেস-এ-রাব্বী
৯. ছোট কাকুর মিটিং : মোস্তফা মামুন
১০. ক্ষুদে টারজান : রেজাউল করিম খোকন
১১. প্রিয় ৫০ ছড়া: জগলুল হায়দার
১২. চারটি বিড়াল ডার্টি বিড়াল : খালেদুর রহমান জুয়েল
১৩. চা বাগানে বাঘ : নিসা মাহ্জাবীন
১৪. আম কুড়ানোর দিন : আপন অপু
১৫. কক্সবাজারের মাছলি বাবা : রানা মাসুদ
১৬. দার্জিলিংয়ের ডোবারম্যান : রানা মাসুদ
১৭. স্কুল জোকস : জোবায়ের আহমেদ

✒️বইগুলো অফার মূল্য পেয়ে যাচ্ছেন মাত্র ১৫১৫ টাকায়😍

বইগুলো পেতে ইনবক্স করুন BABUI বাবুই

যোগাযোগ

০১৯৭৫৩৩১০৯৮ (বিকাশ মার্চেন্ট)

০১৭১৫৩৩১০৯৮ (নগদ পার্সোনাল)

বাবুইয়ের নতুন নতুন বইয়ের তথ্য পেতে আমাদের ফেসবুক পেইজে অথবা ইউটিউব চ্যানেলের সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করে যুক্ত থাকুন🍁

08/10/2025

শিশুদের বই

বর্ষসেরা কম্বো অফার! মাত্র ৭,৯৯৯  টাকায় ৭৭টি বই! এছাড়াও থাকছে বই উপহারের সুযোগ,  বই পড়তে ভালোবাসে এমন বন্ধুদের মেনশন দিয়...
08/10/2025

বর্ষসেরা কম্বো অফার! মাত্র ৭,৯৯৯ টাকায় ৭৭টি বই!

এছাড়াও থাকছে বই উপহারের সুযোগ, বই পড়তে ভালোবাসে এমন বন্ধুদের মেনশন দিয়ে এবং এই পোস্টে গঠনমূলক মন্তব্য করে বই উপহার পেতে পারেন৷

এই অফারটি মিস করলে আফসোস করতে হবে নিশ্চিত।

অফার চলাকালে যেকোনো বই স্টক আউট হতে পারে, সেক্ষেত্রে অন্য বইয়ের সাথে সামঞ্জস্য করে দেওয়া হবে৷

যারা আপাতত বই কিনতে পারছেন না কিন্তু পোস্টটি নিজ টাইমলাইনে পাবলিকলি শেয়ার করে নিজ অনুভূতি প্রকাশ করবেন।

বি. দ্র.
১. প্রি-বুকিং করতে হলে কমপক্ষে ৫০০ টাকা বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্টে পাঠিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিয়ে রাখতে হবে।
চাইলে ব্যাংক অ্যাকাউন্ট/বিকাশ মার্চেন্টে সম্পূর্ণ টাকা অগ্রিম পাঠাতে পারেন অথবা সাধ্য অনুযায়ী কিছু টাকা পেমেন্ট করে অর্ডারটি কনফার্ম করে রাখতে পারেন৷

২. মাত্র ৫০০ টাকায় প্রি-বুকিং করে আপনি চাইলে যতখুশি বই ক্যাশঅন ডেলিভারিতে নিতে পারেন। কমপক্ষে ১০টি বই অর্ডারে কুরিয়ার চার্জ ফ্রি, তবে হোম ডেলিভারিতে নিলে চার্জ যুক্ত হবে।

৩. অর্ডারের পর তা ঠিকঠাক কনফার্ম হয়েছে কিনা নিজ দায়িত্বে চেক করে নিবেন।

৪. প্রি-বুকিং অর্ডার কনফার্ম করার পরে কোনো কারণে অর্ডার ক্যানসেল করতে চাইলে প্রি-বুকিংয়ের টাকা রিটার্ন করা হবে না!

৫. অর্ডার কনফার্ম হওয়ার পর থেকে ডেলিভারি হতে ৭ থেকে ১০ কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে৷

৬. প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। সরাসরি কমেন্ট বক্স থেকে আপনার সকল প্রশ্নের উত্তর দেয়া হবে ইনশাআল্লাহ।

৭. যারা প্রি-বুকিং প্রসেসটা বুঝেননি/বুঝেন না তাদের জানিয়ে রাখা ভালো যে, প্রি-বুকিং হলো নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে আপনি যে বই নিবেন এবং কী কী বই নিবেন সেটা সুনিশ্চিত করা এবং পরবর্তীতে নির্দিষ্ট সময়সীমা অতিক্রমের আগেই বকেয়া যত টাকা থাকবে তা পরিশোধ করে আপনার কাঙ্ক্ষিত বই নেয়া।

বাবুই ফ্যামিলি প্যাকেজ ধামাকা অফার বইয়ের তালিকা

ছোটগল্প
১. তাতান জিপিএ ফাইভ পায়নি : ঝর্ণা দাশ পুরকায়স্থ ১২০ টাকা
২. ছোট কাকুর মিটিং : মোস্তফা মামুন ১২০ টাকা
৩. সারপ্রাইজ : হুমায়ুন সাদেক চৌধুরী ১২০ টাকা
৪ .চারটি বিড়াল ডার্টি বিড়াল : খালেদুর রহমান জুয়েল ১০০ টাকা
৫. ইচ্ছেঘুড়ি : রেজাউল করিম খোকন ১২০ টাকা
৬. ট্রেনের বাড়ি কই : দীনা মরিয়ম ২০০ টাকা
৭. মায়ের জন্য ফুল : জসীম আল ফাহিম ১৫০ টাকা
৮. হালুম সাহেবের বাড়ি : স্নিগ্ধা আফসানা রোশনী ১২০ টাকা
৯. আম কুড়ানোর দিন : আপন অপু ১২০ টাকা
১০. চা বাগানে বাঘ : নিসা মাহ্জাবীন ১৫০ টাকা

কিশোর উপন্যাস
১১. অন্ধকারে আগন্তুক : অরুণ কুমার বিশ্বাস ২০০ টাকা
১২. শিশু নিবাসের কাণ্ডকারখানা : রাজীব উল আহসান ২৮০ টাকা
১৩. মিস্টার অ্যান্ড মিজ ইউটিউব : তুষার আবদুল্লাহ ১৫০ টাকা
১৪. দলনেতা : সৌমেন রায় ২৫০ টাকা
১৫. ক্ষুদে টারজান : রেজাউল করিম খোকন ১৫০ টাকা
১৬. গীতাঞ্জলি চুরির রহস্য: সাইফুল ইসলাম জুয়েল ১২০ টাকা

কিশোর রোমান্টিক
১৭. ঝরো পাতা ঝরো : সালেহ আহমদ ২৫০ টাকা
১৮. দাবা : তারিকুর রহমান ২০০

অ্যাডভেঞ্চার
১৯. অ্যাডভেঞ্চার আনলিমিটেড: রেজাউল করিম খোকন ১৭০ টাকা
২০. আজব এক বিড়াল রহস্য : অরুণ কুমার বিশ্বাস ২০০ টাকা
২১. মন্টু মামার ম্যাডভেঞ্চার : আব্দুল খালেক ফারুক ২০০ টাকা

রম্যগল্প
২২. সেরা হাসির গল্প : বিশ্বজিৎ দাস ৩০০ টাকা
২৩. কান্না হাসি রম্য রাশি : তরুন ইউসুফ ২০০ টাকা

হরর সাইফাই উপন্যাস
২৪. প্ল্যান চ্যাট: প্রিন্স আশরাফ ২২০ টাকা

গোয়েন্দা গল্প
২৫. মগজধোলাই : প্রিন্স আশরাফ ২৫০ টাকা
২৬. রহস্যভেদী হেকিম মুনশি : প্রিন্স আশরাফ ৩০০ টাকা
২৭. দার্জিলিংয়ের ডোবারম্যান : রানা মাসুদ ১৮০ টাকা
২৮. কক্সবাজারের মাছলি বাবা : রানা মাসুদ ২০০ টাকা
২৯. নীল রত্নের খোঁজে : তাহমিনা সানি ২০০ টাকা

গোয়েন্দা উপন্যাস
৩০. আমাদের গোয়েন্দাগিরি : আমীরুল ইসলাম ১৫০ টাকা
৩১. সিধু মামার সিন্দুক রহস্য : অরুণ কুমার বিশ্বাস ১৫০ টাকা

ভূতের গল্প
৩২. গল্পগুলো ভূতের : আহসান হাবীব ২০০ টাকা
৩৩. অভিশপ্ত স্টেশন : রেজাউল করিম খোকন ৩০০ টাকা
৩৪. পিশাচ দ্বীপের বিভীষিকা : রেজাউল করিম খোকন ২৫০ টাকা
৩৫. বুড়িজাঙ্গালের ভূত : মোহাম্মদ আসাদুজ্জামান ২০০ টাকা

সায়েন্স ফিকশন উপন্যাস
৩৬. মৃত্যুপুরী টাইটান : রকিবুল ইসলাম মুকুল ১৫০ টাকা
৩৭. নভেম্বর রেইন : আবুল কালাম আজাদ ২০০ টাকা
৩৮. মায়াদ্বীপ ২৩৯০ : ধ্রুব নীল ২০০ টাকা

সায়েন্স ফিকশন গল্প
৩৯. বাঘ বিড়াল : বিশ্বজিৎ দাস ১৫০ টাকা
৪০. ই : রণক ইকরাম ১২০ টাকা
৪১. শূন্য নয় : রানা মাহফুজ ১৫০ টাকা

সমগ্র
৪২. সেরা কিশোর গল্প : আখতার হুসেন ২৫০ টাকা

সংকলন
৪৩. বাংলাদেশের সেরা ছড়া : ফারুক হোসেন সম্পাদিত ৬০০ টাকা

ছড়া
৪৪. মায়ের পায়ে বেহেশত লুটায়: জগলুল হায়দার ২০০ টাকা
৪৫. প্রিয় ৫০ ছড়া : ফারুক হোসেন ১৫০ টাকা
৪৬. প্রিয় ৫০ ছড়া : জগলুল হায়দার ১৫০ টাকা
৪৭. স্বপ্ন আমার আকাশ সমান : সঞ্জয় সরকার ১৫০ টাকা
৪৮. তিন বন্ধুর ছড়া (যৌথ) : কাদের বাবু, মোকাদ্দেস-এ-রাব্বী ও সাজ্জাদ মোহাম্মদ ১০০ টাকা

স্মৃতিকথা
৪৯. মামাবাড়ি যাই : চয়ন বিকাশ ভদ্র ২০০ টাকা

জীবনী
৫০. বাউল সিরাজউদ্দিন জীবন ও গান : সঞ্জয় সরকার ২০০ টাকা
৫১. গল্পে গল্পে দশরত্ন : রণজিৎ সরকার ২০০ টাকা
৫২. ছোটদের রকীব শাহ : সৈয়দা আঁখি হক ২২০ টাকা
৫৩. আলোর দীপ: রানা মাসুদ ৩০০ টাকা


ইতিহাস
৫৪. বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য : আইরীন আহমেদ ৩৫০ টাকা

প্রবন্ধ
৫৫. কবি ও কবিতার কথকতা : তুহিন ওয়াদুদ ২২০ টাকা
৫৬. সেবা সৌহার্দ্য সুনাগরিকত্ব : আহমদ উল্লাহ পারভেজ ১৬০ টাকা
৫৭. আজীজুল হক : কবিস্বভাব ও কাব্যরূপ : ড. নিতাই কুমার ঘোষ ২৫০ টাকা

ভ্রমণ
৫৮. আমার সাংবাদিকতা ও চীন ভ্রমণ : সফিউল আলম ২০০ টাকা
৫৯. আমেরিকার দিনগুলি : মকবুল হোসেন সজল ৩৫০ টাকা

অনুবাদ
৬০. সুইডিশ কিশোর প্রেমের গল্প : লিয়াকত হোসেন ২৫০ টাকা

কাব্যনাট্য
৬১. নুহাই বিলের বাঁকে : মোহাম্মদ আসাদুজ্জামান ১০০ টাকা


ধর্ম
৬২. মুমিনের জীবন : মো. সাহেদুল হাসান ৩৩০ টাকা

কবিতা
৬৩. অলৌকিক ছাতা হাতে জলপাই বন : শাহেদ ইকবাল ৩২০ টাকা
৬৪. পদযাত্রার জয়ধ্বনি : মোহাম্মদ আসাদুজ্জামান ২০০ টাকা
৬৫. তুই আমার বইয়ের ভাঁজে লুকানো ফুল : আন্হা তাসিন ২০০ টাকা
৬৬. অন্তর্দর্শন : শাহিনুর পারভীন ২০০ টাকা

ছোটগল্প
৬৭. হলদে ছোঁয়া : কাইয়ুম রনজু ৫০০ টাকা
৬৮. করোটি বেচার কাল: খান মুহাম্মদ রুমেল ২৫০ টাকা

বড়দের গল্প
৬৯. স্লিপিং পার্টনার : রেজাউল করিম খোকন ১৮০ টাকা
৭০. এই অন্ধকারে : রেজাউল করিম খোকন ৩০০ টাকা
৭১. আকালের আখ্যান: কিশোর রায় ৩০০ টাকা

বড়দের উপন্যাস
৭২. প্রিয়তমেষু : অঙ্কনা জাহান ১৫০ টাকা

মুক্তিযুদ্ধ
৭৩. অরুণোদয়ের অগ্নিসাক্ষী : জাকিয়া রউফ চৌধুরী ২০০ টাকা
৭৪. রুপালি জোছনা : ফজলুল পলাশ ২০০ টাকা
৭৫. মিলিটারি ক্যাম্পে গুপ্তচর : আব্দুল খালেক ফারুক ১৫০ টাকা
৭৬. লেবুর সাদা কাগজ : মোকাদ্দেস-এ-রাব্বী ১৮০ টাকা
৭৭. প্রিয় ১০ গল্প : রফিকুর রশীদ ১৫০ টাকা

যোগাযোগ
০১৯৭৫৩৩১০৯৮ (মার্চেন্ট বিকাশ)
০১৭১৫৩৩১০৯৮ (নগদ পারসোনাল)

বইটি কিনতে যোগাযোগ করুন বাবুইয়ের পেইজে অথবা রকমারিতে।

প্রিয় ছড়াকার জগলুল হায়দার-এর জন্মদিন আজ। শুভ জন্মদিন। ভালো থাকবেন সৃষ্টিকর্মের মাঝে!
08/10/2025

প্রিয় ছড়াকার জগলুল হায়দার-এর জন্মদিন আজ। শুভ জন্মদিন।
ভালো থাকবেন সৃষ্টিকর্মের মাঝে!

🎉 I earned the emerging talent badge this week, recognising me for creating engaging content that sparks an interest amo...
06/10/2025

🎉 I earned the emerging talent badge this week, recognising me for creating engaging content that sparks an interest among my fans❤️

06/10/2025

মামাবাড়ি যেতে আমরা সবাই পছন্দ করি। মামাবাড়ি নিয়ে রয়েছে আমাদের অনেক স্মৃতি। পিঠাপুলি খাওয়া, আনন্দ ভ্রমণ সব মিলিয়ে অন্য রকম এক নস্টালজিয়া কাজ করে মামাবাড়ি নিয়ে। লেখক, কবি সাহিত্যকরা সেসব বিষয় তুলে এনেছেন সাহিত্যের ছন্দ-কথায়। যা আপনাকে নিয়ে যাবে সেই দুরন্ত শৈশবে। আপনার অথবা আপনার সন্তানের জন্য মামাবাড়ি প্যাকেজ হতে পারে আদর্শ উপহার।

আজ আমরা নিয়ে এসেছি মামাবাড়ি প্যাকেজের পাঁচটি বই

১. মামাবাড়ি যাই : চয়ন বিকাশ ভদ্র = ২০০ টাকা
২. ট্রেনের বাড়ি কই : দীনা মরিয়ম = ২০০ টাকা
৩. হালুম সাহেবের বাড়ি : স্নিগ্ধা আফসানা রোশনী= ১২০ টাকা
৪. ফাগুন রাতের পরি : শফিকুল আলম টিটন= ২৫০ টাকা
৫. মন্টু মামার ম্যাডভেন্ঞ্চার : আব্দুল খালেক ফারুক= ২০০ টাকা

বুক রিভিউ এবং ভিডিও : নুসরাত

👉🏻 মামাবাড়ি প্যাকেজ মূল্য ৭০০ টাকা। ক্যাশঅন ডেলিভারিতে
কুরিয়ার চার্জ একদম ফ্রি🥳

বইগুলো পেতে ইনবক্স করুন BABUI বাবুই

যোগাযোগ
০১৯৭৫৩৩১০৯৮ (বিকাশ মার্চেন্ট)
০১৭১৫৩৩১০৯৮ (নগদ পার্সোনাল)

বাবুইয়ের নতুন নতুন বইয়ের তথ্য পেতে আমাদের ফেসবুক পেইজে অথবা ইউটিউব চ্যানেলের সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করে যুক্ত থাকুন🩵 #বাবুই_ছাড়_অফার

আজব এক বিড়াল রহস্য(অরুণ কুমার বিশ্বাস)❝সজল-কাজল দুই ভাই এক আজব সমস্যায় পড়েছে, বা বলা যায় আনন্দের খবর। তাদের অনেক দিনের ই...
05/10/2025

আজব এক বিড়াল রহস্য(অরুণ কুমার বিশ্বাস)

❝সজল-কাজল দুই ভাই এক আজব সমস্যায় পড়েছে, বা বলা যায় আনন্দের খবর। তাদের অনেক দিনের ইচ্ছে কিছু একটা পুষবে, মানে 'পেট' চাই তাদের– পেট। কিন্তু তাদের বাপ আজগর সায়েব যেমন বদরাগী, তেমনি রাশভারী। তার সাফ কথা– এসব বিলাই-কুকুর, পাখপাখালি তার বাসায় আসবে না। কক্ষনো না। ওসব বাড়তি ঝাক্কি-ঝামেলা তার পছন্দ নয়। মানুষই ঠিকঠাক পোষ মানে না, আর তো পশুপাখি।...❞(গল্পের অংশবিশেষ)

বিড়াল খুবই আদুরে ও নিরীহ প্রাণী। গল্পটিতে পিঠেপিটি দুই ভাইয়ের শখ কোনো পোষা প্রাণী পোষা। সেই পোষা প্রাণী তাদের আদুরে বিড়াল টুকটুককে নিয়ে তাদের যত হৈ চৈ আর আদর-ভালোবাসা। ছোট্ট দুই ভাইয়ের প্রাণীর প্রতি এই উদ্বেগ,আদর আর টান তাদের পশুর প্রতি ভালোবাসার প্রতিফলন ঘটিয়েছে। গল্পটিতে মজার ঘটনার সঙ্গে বিড়াল সম্পর্কে অনেক তথ্য রয়েছে।

🖋️রিভিউ লিখেছেন: মীম আক্তার জেরিন।

বইটির মূল্য ২৫০ টাকা।

ঢাকায় কুরিয়ার চার্জ ৮০ টাকা।
ঢাকার বাইরে ১০০ টাকা।

যোগাযোগ
০১৯৭৫৩৩১০৯৮(মার্চেন্ট বিকাশ)
০১৭১৫৩৩১০৯৮(নগদ পারসোনাল)

বইটি কিনতে যোগাযোগ করুন বাবুইয়ের পেইজে অথবা রকমারিতে।

আবির, শোভন আর মিনমিনে মেয়ে শারমিন-এই তিনজন মিলে ওদের যত অকম্মের টিমওয়ার্ক। সঙ্গে অবশ্য আরেকজন আছে, গাড়িচালক আনু মিঞা। এই...
05/10/2025

আবির, শোভন আর মিনমিনে মেয়ে শারমিন-এই তিনজন মিলে ওদের যত অকম্মের টিমওয়ার্ক। সঙ্গে অবশ্য আরেকজন আছে, গাড়িচালক আনু মিঞা। এই আনু লোকটি বড়ই রহস্যময়, দেখতে বোকা কিসিমের মনে হলেও আদতে সে হেব্বি চালাক। হঠাৎ সে একটা খবর আনল- শহরজুড়ে কে বা কারা মোটরবাইকের তেলের ট্যাঙ্কিতে বালু মেশাচ্ছে। সে কি! কেন! বাইক চুরি হলে তাও না হয় মানা যেত, কিন্তু তেলের ট্যাঙ্কিতে বালি মেশালে পুরো বাইকটাই বরবাদ! কারবুরেটরে বালি বা নোংরা-ময়লা ঢুকে গেলে ইঞ্জিন আর কাজ করবে না। শুরুতে কেসটা মামুলি শত্রুতা বলে মনে হলেও কাজে নেমে আবিরা ও তার বন্ধুরা ভয়ানক এক রহস্যের খোঁজ পায়, পড়ে যায় বিপাকে। কাজটা বেশ ঝুঁকিপূর্ণ বিধায় ওরা গগন আঙ্কেলের হেল্প নেয়। জাঁদরেল পুলিশ অফিসার গগন আঙ্কেল। তিনি ওদের হেল্প করতে রাজি হন কিন্তু তার আগেই...! ঘটে যায় এক ভয়ংকর বিপদ। শেষপর্যন্ত তারা কি বিপদ থেকে উদ্ধার হতে পারে?? জানতে হলে পড়তে হবে "অন্ধকারে আগন্তুক" লিখেছেন অরুণ কুমার বিশ্বাস।

বইটির মূল্য: ২০০টাকা মাত্র

ক্যাশঅন ডেলিভারিতে ঢাকায় কুরিয়ার চার্জ ৮০ টাকা
ঢাকার বাইরে ১০০ টাকা

যোগাযোগ
০১৯৭৫৩৩১০৯৮(বিকাশ মার্চেন্ট)
০১৭১৫৩৩১০৯৮(নগদ পার্সোনাল)

বাবুইয়ের নতুন নতুন বইয়ের তথ্য পেতে ফেসবুক পেইজে অথবা ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন।

☠️অভিশপ্ত স্টেশন(রেজাউল করিম খোকন)❝এই ট্রেন থেকে নামতে না পারলে সর্বনাশ হয়ে যাবে। ছুটতে ছুটতে ট্রেনটা তাকে কোথায় নিয়ে য...
04/10/2025

☠️অভিশপ্ত স্টেশন(রেজাউল করিম খোকন)

❝এই ট্রেন থেকে নামতে না পারলে সর্বনাশ হয়ে যাবে। ছুটতে ছুটতে ট্রেনটা তাকে কোথায় নিয়ে যাবে- ভাবতেই মনে পড়ে যায় কিছুক্ষণ আগে একজন যাত্রীর প্রেতাত্মা বলছিল, নিঝুমপুর স্টেশন ছাড়ার কিছুক্ষণ পর গোটা ট্রেনে আগুন ধরে যাবে। তারপর এই ট্রেন নকশী নদীর ব্রিজ থেকে নিচে পানিতে পড়ে তলিয়ে যাবে। এভাবেই নাকি চলছে দিনের পর দিন। কথাগুলেো মুহিনের কানে বারবার বাজতে থাকে।❞(গল্পের অংশবিশেষ)

একদিকে ভৌতিক অন্যদিকে অ্যাডভেঞ্চারের মিশেলে রচিত গল্পগুলো পাঠক মনে রোমাঞ্চকর অনুভূতির সৃষ্টি করবে। পরবর্তীতে কী হলো তা জানতে পাঠক মনে কৌতূহলের উদ্রেক হবে। গল্পগুলো পড়ার সময় পাঠকের অনুভূতি হবে সে এই ভয়ংকর ভিন্ন এক জগতে বিচরণ করছে। ভয় ও ভ্রমণের উত্তেজনাপূর্ণ ও শিহরণ জাগানো ভয়ংকর কাহিনি রয়েছে এই বইটিতে।

বইটির মূল্য ৩০০ টাকা।

🖋️রিভিউ লিখেছেন: মীম আক্তার জেরিন।

বইটির মূল্য ৩০০ টাকা।

ঢাকায় কুরিয়ার চার্জ ৮০ টাকা।
ঢাকার বাইরে ১০০ টাকা।

যোগাযোগ
০১৯৭৫৩৩১০৯৮(মার্চেন্ট বিকাশ)
০১৭১৫৩৩১০৯৮(নগদ পারসোনাল)

বইটি কিনতে যোগাযোগ করুন বাবুইয়ের পেইজে অথবা রকমারিতে।

অ্যাডভেঞ্চার কাহিনীর প্রতি পাঠক-পাঠিকার আলাদা আগ্রহ সব সময়েই। সবার সেই আগ্রহ ও কৌতূহলে সাড়া দিয়ে বাস্তব জীবনে ঘটে যাওয়া ...
04/10/2025

অ্যাডভেঞ্চার কাহিনীর প্রতি পাঠক-পাঠিকার আলাদা আগ্রহ সব সময়েই। সবার সেই আগ্রহ ও কৌতূহলে সাড়া দিয়ে বাস্তব জীবনে ঘটে যাওয়া একটি অ্যাডভেঞ্চার কাহিনী পরিবেশন করা হলো।

~অবিশ্বাস্য মরু অভিযান

আজ শনিবার, এপ্রিলের ২৭ তারিখ, ১৯৯১ সাল। ক্যালেন্ডারের দিকে তাকিয়ে শ্যালি, কেন যেন মনে হলো আজ কিছু একটা ঘটতে পারে। এটা তার মনের একটা অমূলক ধারণামাত্র। মন থেকে ভয়টা তাড়াতে চেষ্টা করল সে। এমন সময় তার স্বামী কার্টিস বাইরে থেকে কাজ শেষে ফিরে এলো। গাড়ির শব্দ শুনতেই শ্যালি দরজার সামনে গিয়ে দাঁড়াল কার্টিসকে রিসিভ করতে। তখন নিচে তাকিয়ে দেখল। কিন্তু ওখানে ডেরেককে না দেখে বড় ছেলে ডেমিয়েনকে সে জিজ্ঞেস করল, 'ডেরেক কোথায়?'

ধূ-ধূ মরুভূমির দিকে আঙুল তুলে ডেমিয়েন বলল 'ওদিকে গেছে।'

গলা উচু করে ডাকতে থাকল, 'ডেরেক, ডেরেক,

অনেকক্ষণ তারা দু'জন আশপাশের এলাকা খুঁজেও কোথাও ডেরেককে খুঁজে পেল না।

আরিজোনারার মরুভূমির বিপদগুলোর কথা তাদের ভালো করেই জানা। বিষাক্ত কাঁকড়া, বিচ্ছু, সাপ, ছোট ছোট সিংহ ও চিতাবাঘের আনাগোনা রয়েছে এই মরুভূমিতে। ওদের কবলে পড়লে আর রক্ষা নেই। ব্যাপারটা ভাবতে গিয়ে শ্যালি কেঁদে ফেলল। ছেলেটাকে শেষ পর্যন্ত খুঁজে পাওয়া যাবে তো জীবিত অবস্থায়?

কিছুক্ষণের মধ্যে বিশাল আয়োজন শুরু হয়ে গেল ছোট ডেরেককে উদ্ধারের জন্যে। শ্যালিদের বাড়ির এলাকাটির তিন মাইলজুড়ে বিপুলসংখ্যক উদ্ধারকর্মী অ্যাকশনে নেমে পড়ল। সারারাত ধরে বেশ কয়েকটি হেলিকপ্টার সার্চ লাইট ফেলে মরুভূমির ওপর দিয়ে উড়ে গেল। কিন্তু কোথাও তারা হারিয়ে যাওয়া শিশুটিকে দেখতে পেল না।

এই মুহূর্তে ন্যান্সি টেলিফোনে জানতে পারল, দুই বছর বয়সের একটি ছেলে মরুভূমিতে হারিয়ে গেছে। গত দু'দিন ধরে অনেক অনুসন্ধান চালিয়েও তার কোনো হদিস পাওয়া যায়নি।

খবরটা শুনে ন্যান্সি ভীষণভাবে আলোড়িত হলো।এই সময়টায় ন্যান্সিকে সহায়তা করছে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ক্যালি। ক্যালি ও ন্যান্সি বেশ ক'টি সিরিয়াস অপারেশনে চমৎকার সাহায্য করেছে। চরম বিপদের মুহূর্তে ন্যান্সি নিজেও যখন হতবাক বিমূঢ়, ঠিক সেই সময়ে অদ্ভুত মনোবল নিয়ে ক্যালি তার পাশে এসে দাঁড়িয়েছে।

ন্যান্সি এবং ক্যালি কি পারবে ডেরেক কে খুঁজে তার পরিবারের কোলে ফিরিয়ে দিতে?? জানতে হলে পড়ুন রেজাউল করিম খোকনের লেখা বই 'অ্যাডভেঞ্চার আনলিমিটেড'

'অ্যাডভেঞ্চার আনলিমিটেড' কিছু সময়ের জন্য আপনাকে নিয়ে যাবে নানা চমকে পরিপূর্ণ অনেক থ্রিল, সাসপেন্স আর নাটকীয় এক ভুবনে। পাঠক, খুব সহজেই প্রতিটি গল্পের মাঝে ডুবে যাবেন।

বই ছবি এবং রিভিউ : নুসরাত
বইটির মূল্য : ২২০ টাকা মাত্র

বইটি পেতে ইনবক্স করুন বাবুই পেইজে।

ক্যাশঅন ডেলিভারিতে
ঢাকায় কুরিয়ার চার্জ ৮০ টাকা
ঢাকার বাইরে ১০০ টাকা

যোগাযোগ
০১৯৭৫৩৩১০৯৮(বিকাশ মার্চেন্ট)
০১৭১৫৩৩১০৯৮(নগদ পার্সোনাল)

বাবুইয়ের নতুন নতুন বইয়ের তথ্য পেতে ফেসবুক পেইজে অথবা ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন।

Address

Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801715331098

Alerts

Be the first to know and let us send you an email when BABUI বাবুই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BABUI বাবুই:

Share

Category