Enamul Hasan Sumon

Enamul Hasan Sumon I'll never forgive those one who wasted my livelihood, ruined my honor and betrayed me - Insha'Allah Our Companies - 1. Akoric Corporation Ltd, 2. Enam Agru, 7.

Enam Water Company, 3. Enam Chemical, 4. Akoric IT Bazaar, 5. Enam Construction, 6. Akoric Real State Ltd. 8. Enam Bazaar

যে সন্তানকে বাবা-মা ভয় পায় অথবা তোয়াজ করে চলে,সে কখনোই ভবিষ্যতে সুসন্তান হবেনা, এমনকি ভালো মানুষও হবেনা।
30/06/2025

যে সন্তানকে বাবা-মা ভয় পায় অথবা তোয়াজ করে চলে,
সে কখনোই ভবিষ্যতে সুসন্তান হবেনা, এমনকি ভালো মানুষও হবেনা।

29/06/2025

আমরা "সোনার" পিছনে ঘুরতে ঘুরতে "হীরা"কে খুঁজিই না, আর চিনতেও পারিনা "হীরা"কে

মোবাইল ফোন 😂💔
29/06/2025

মোবাইল ফোন 😂💔

27/06/2025

স্বার্থ যেখানে শেষ, বদনাম
সেখানেই শুরু, ভালো থাকবেন ততক্ষণ,
দিতে পারবেন যতক্ষণ। এটাই বাস্তব ❤️

 #ভালবাসা_সুন্দর ❤️আমাদের ৪ বছরের প্রেমের সম্পর্ক ছিল। আর এখন বিয়ের ১৬ বছর পেরিয়ে গেছে। আমাদের সন্তান আছে, সুখী একটা পরি...
26/06/2025

#ভালবাসা_সুন্দর ❤️
আমাদের ৪ বছরের প্রেমের সম্পর্ক ছিল। আর এখন বিয়ের ১৬ বছর পেরিয়ে গেছে। আমাদের সন্তান আছে, সুখী একটা পরিবার আছে।

তবু সবচেয়ে বড় কথা, আমি আমার স্বামীকে অগাধ ভালোবাসি। এতটাই ভালোবাসি যে- সন্তানদের থেকেও বেশি, নিজের জীবনের থেকেও বেশি। আমার মনে হয়, ওকে ছাড়া আমার বাঁচাটাই অসম্ভব।

নারীদের ভালোবাসা এমনই হয়। যারা সত্যিকারের ভালোবাসে, তারা নিজেকে নিঃশেষ করে দিতে পারে। শুধু যদি পায় একটু যত্ন, একটু ভালোবাসা, আর একটি স্থির আশ্রয়।

সব ঠিক আছে, প্রয়োজনেই যাবেন....
26/06/2025

সব ঠিক আছে, প্রয়োজনেই যাবেন....

✅ আমার দূর্গন্ধ খুব অপছন্দ !☑️ ছোটবেলায় রাস্তায় ময়লার ডাস্টবিনের সামনে দিয়ে যখনই যেতাম আব্বু শিখিয়েছে নাকে হাত দিয়ে নিশ্...
26/06/2025

✅ আমার দূর্গন্ধ খুব অপছন্দ !
☑️ ছোটবেলায় রাস্তায় ময়লার ডাস্টবিনের সামনে দিয়ে যখনই যেতাম আব্বু শিখিয়েছে নাকে হাত দিয়ে নিশ্বাস বন্ধ রাখতে যতক্ষণ গন্ধ থাকে!
✅❤️ কিন্তু, বড় হয়ে সেই আব্বু শিখিয়েছে প্রতিদিন যেই রাস্তা দিয়ে যাবা সেই রাস্তা নিজ দায়িত্বে পরিস্কার করে নিবা!
নিজের আশে পাশে দুর্গন্ধ হয় এমন সব কিছু পরিস্কার করা আমার পারিবারিক শিক্ষা ❤️💙

কেউ তোমার বদনাম করলে মন খারাপ করোনা ,কেননা এসব ছোট কাজ ছোট লোকরাই করে।
25/06/2025

কেউ তোমার বদনাম করলে মন খারাপ করোনা ,কেননা এসব ছোট কাজ ছোট লোকরাই করে।

25/06/2025

আপনি হয়তো জানতেও পারেননি, আল্লাহতালা কতবার আপনাকে অদৃশ্য বিপদ থেকে রক্ষা করেছেন।

অতীতের ভুল। বর্তমান সংকট। ভবিষ্যৎ পরিকল্পনা। কাউকে বলবে না।
25/06/2025

অতীতের ভুল। বর্তমান সংকট। ভবিষ্যৎ পরিকল্পনা।
কাউকে বলবে না।

আজ আফ'গানিস্তানে একটি নতুন আইন পাশ হয়েছে। কোন সরকারী চাকুরিজীবি যদি আফগা'নিস্তানের বাইরে তার কোন সন্তানকে পড়াশোনা করতে প...
24/06/2025

আজ আফ'গানিস্তানে একটি নতুন আইন পাশ হয়েছে।
কোন সরকারী চাকুরিজীবি যদি আফগা'নিস্তানের বাইরে তার কোন সন্তানকে পড়াশোনা করতে পাঠায় তবে তাকে চাকুরি ছাড়তে হবে।

এর কারণ হিসাবে আফগান স্বরাষ্ট্র মন্ত্রী সিরাজুদ্দিন হা'ক্কানি টোলো নিউজকে জানান যে বিগত ঘানি সরকারের আমলে সরকারি আমলারা প্রথমে তাদের সন্তানদের বিদেশে পাঠাত উচ্চ শিক্ষার জন্য। এরপর তারা তাদের সম্পদ সেখানে পাঠাত। এরপর সেখানে বাড়ি, ঘর কিনত। সন্তানরা সেখানে নাগরিকত্ব নিত।

এরপর সুবিধামত সময়ে তারা আফ'গানিস্তান ছেড়ে দুবাই, আমেরিকা, কানাডা, সুইডেনে পাড়ি জমাত। এভাবে দেশের সম্পদ পাচার হত।

কিন্তু এখন থেকে কারোর যদি পরিবারের সদস্যদের বাইরে পাঠানোর ইচ্ছা থাকে তবে যেন সে আগে আফগান জনগণের চাকুরি ছেড়ে দেয়। এটা ইসলা'মিক আমিরাত, এটা রিপাবলিক না। জনগণের কাছে আমাদের দায় আছে। এই নিয়ম শুধু সরকারি চাকুরিজীবি না বরং সকল আফ'গান রাজনীতিবিদ যারা সরকারের অংশ তাদের ব্যাপারেও প্রযোজ্য হবে

23/06/2025

বাংলাদেশ থেকে ইউরোপের নতুন ভিসা যারা পেয়েছেন, আগামী তিন দিনের মধ্যেই দেশ ছাড়ুন ,
কারণ ফ্লাইট বন্ধ হয়ে যেতে পারে…

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Enamul Hasan Sumon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Enamul Hasan Sumon:

Share