
25/08/2025
🥢 বিধির লিখন বোঝা বড় দায় হুমায়ুন ফরিদীর প্রথম স্ত্রী
মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদীর প্রথম স্ত্রীর নাম মিনু।
✅ ১৯৮০ সালে তাদের বিয়ে হয়েছিলো ভালোবেসেই, দু'জন দু'জন'কে ভালোবাসতেন, আর সেই থেকেই মন দেয়া নেয়া তারপর বিয়ে। তারপর ফুট ফুটে এক কন্যা সন্তান আসে তাদের সংসারে।
☑️ ঠিক ৪ বছর পর ১৯৮৪ সালে তাদের মনের অমিল হওয়ার কারনে হুমায়ুন ফরিদী এক প্রকার নিজের ইচ্ছেতেই মিনুকে তা*লা*ক দেন, যা মিনুর উপরে আসমান ভেঙ্গে পড়ার মতো।
✔️ মিনু হতবাক হলেন। তাছাড়া তাদের ঘরে ছোট্ট একটি মেয়ে আছে, অন্তত তার মুখের দিকে হলেও সংসারটি চালিয়ে যেতে পারতো হুমায়ুন ফরিদী।
সেই দিন মিনু সারা রাত কেঁদেছিলেন। আর মনে মনে বলতেন এই আমার প্রেম এই আমার ভালোবাসা, যাকে ভালোবেসে বিয়ে করলাম, সে আমাকে ছেড়ে চলে গেলো।এক বুক জ্বালা আর কষ্ট নিয়ে পথ চলা শুরু হলো মিনুর।
আর এ দিকে হুমায়ুন ফরিদী একই বছর ভালোবেসে বিয়ে করলেন। বিখ্যাত অভিনেতা গোলাম মোস্তফার একমাত্র মেয়ে সুর্বণা মোস্তফাকে। আর দুর থেকে চাতক পাখির মতো চেয়ে চেয়ে দেখতে লাগলেন অসহায় মিনু।
মিনুর সেই চাওয়ার অবসান ঘটল দীর্ঘ ২৪ বছর (দুই যুগ) পর। ২০০৮ সালে ঐ একই ভাবে সুর্বণা মোস্তফা হুমায়ুন ফরিদীকে তালাক দেন এবং তার চেয়ে বয়সে ১৪ বছরের ছোট নাট্য পরিচালক বদরুল আনাম সৌদ কে বিয়ে করেন।
আর মিনুর মতো হুমায়ুন ফরিদীও চাতক পাখির মতো চেয়ে চেয়ে তা দেখেছেন, কেঁদেছেন এবং হার্ট এ্যাটাকও করেছিলেন। আসলেই বিধির লিখন বোঝা বড় দায়, শুধু সময়ের অপেক্ষা মাত্র...