ALL IN ONE

ALL IN ONE Quality is our main goal.
(1)

27/10/2025

তারপর বলুন কার জীবন কেমন যাচ্ছে?!

26/10/2025

মেট্রোরেল কারো বাপ কিংবা স্বামির টাকায় করা না, এটা আমাদের সাধারণ জনগণের টাকায় করা। মেট্রোরেল আমাদের রিকশাওয়ালা মামা থেকে শুরু করে, হেল্পিং হ্যান্ড, নিন্মবিত্তের আয়ের টাকায়, শিক্ষকদের টাকায়, রেমিট্যান্স যোদ্ধাদের কস্টের টাকায় করা হয়েছে।

তাই বলবো আপনারা যারাই ক্ষমতায় আসেন না কেন, সাধারণ জনগণের টাকা এইভাবে নস্ট হতে দিয়েন না। সম্পদগুলো সঠিকভাবে ব্যবহার উপযোগী করুন।

আজকে যে মা-রা গিয়েছে তার অনুপস্থিতি শুধু তার পরিবারই বুজবে, আমরা না। তার পরিবার সারাজীবন এই কস্ট ভোগ করে যাবে। আমরা ঠিকই দুইদিন পর ভুলে যাবো।

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে দুনিয়া থেকে চলে যাওয়া ভদ্রলোক তার ভাবী কে সকাল ১১ টায় বলেছিলেন ''অতি শীঘ্রই বাড়ি ফিরবো' সে...
26/10/2025

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে দুনিয়া থেকে চলে যাওয়া ভদ্রলোক তার ভাবী কে সকাল ১১ টায় বলেছিলেন ''অতি শীঘ্রই বাড়ি ফিরবো'
সেখান থেকে ১২ টা ৩০ এ তিনি দুনিয়া ছেড়েই চলে গেলেন! বাড়ি ফিরলেন,তবে জীবিত না!

তার স্ত্রী নাকি বারবার মূর্ছা যাচ্ছেন! আজকে তিনি মানুষ টা কে বলেছিলেন যাতে বের হয়! আর আজকেই তিনি দুনিয়া থেকে চলে গেলেন!

বলা হয়েছে ৫ লাখ টাকা দিবে, আর মেট্রোরেলে চাকরি। বাংলাদেশেই আসলে 'জীবনের দাম' সবচেয়ে কম! যার যায়, সে ছাড়া আর কেউ বুঝেনা! যার যায়, সে ই বুঝে!

এমন একটা দেশে থাকি, যেখানে আপনি বলতেও পারবেন না কোন বিদায় টা আপনার 'শেষ বিদায়!'
এই যে উনি ভাবীকে বলেছিলেন বাড়িতে ফিরবেন, পেরেছিলেন? পারেন নাই!
কাউকে শেষ বারের মতো 'বিদায়' ও দিতে পারেন নাই! উনি কি ভেবেছিলেন ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার কারনে উনার প্রাণ চলে যাবে?

অনেক মানুষের সাথেই 'শেষ' দেখা হয়ে গেছে। আর দেখাও হবেনা। কোনোদিন যদি এইভাবে প্রাণ ও চলে যায়,মাফ করে দিয়েন। বলে কয়ে তো আর 'বিদায়' হবেনা!

25/10/2025

কিছু মানুষের কাজই দেখলাম Apu Biswas আর Bubly এর নামে পোস্ট দিয়ে ভাইরাল হওয়া।

ঠিকই আছে,  দুস্টু গরুর থেকে শুন্য গোয়াল অনেক ভালো।
25/10/2025

ঠিকই আছে, দুস্টু গরুর থেকে শুন্য গোয়াল অনেক ভালো।

25/10/2025

তুমি চাইলেই

তুমি চাইলে আমাদেরও একটা প্রেম হতো!
একটা বিকেলের গল্প হতো ----
বাদামের আড্ডায় ভালোবাসা জমা হতো
কয়েকটা বৃষ্টির গল্প হতো -----
বৃষ্টির জলে স্মৃতি জমা হতো, ভালোবাসাবাসি হতো।

25/10/2025

আমরা একে অপরের পো*স্টে লাই*ক, কমে*ন্ট করলে রি*ছ এবং এন্গে*জমেন্ট দুইটাই বাড়বে।

24/10/2025

I work like a man.
so I can live like a woman.

24/10/2025

Address

Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when ALL IN ONE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share