28/09/2025
                                            ২৬/০৯ /২০২৫ ইং। শুক্রবার। 
স্থান: মুসলিম ইনষ্টিটিউট হল। ময়মনসিংহ।
বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, ময়মনসিংহ-৩, গৌরীপুর আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী  #কবি_সেলিম_বালা । 
অতিথিরা হলেন:  
◆ আবু ওয়াহাব আকন্দ। সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ ) বিএনপি জাতীয় নির্বাহী কমিটি
◆ মোঃ রফিকুল ইসলাম। মহাসচিব (কেন্দ্রীয় কমিটি) জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট। 
◆ এ বি এম সোহেল রশিদ, অভিনেতা ও বিশিষ্ট কবি।  যুগ্ম-মহাসচিব, ( কেন্দ্রীয় কমিটি ) জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট। 
◆ ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী, সদস্য সচিব, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, ময়মনসিংহ জেলা । সভাপতি, জিয়া পরিষদ, ময়মনসিংহ জেলা
◆এড. মাসুদ তানভীর তান্না। সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বার ইউনিট, ময়মনসিংহ। সদস্য ময়মনসিংহ মহানগর বিএনপি।
◆ অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম। আহবায়ক, ময়মনসিংহ মহানগর বিএনপি। 
◆ অধ্যাপক শেখ আমজাদ আলী। যুগ্ম-আহবায়ক, ময়মনসিংহ মহানগর বিএনপি । 
◆ এড. এম এ হান্নান খান। যুগ্ম আহবায়ক, ময়মনসিংহ মহানগর বিএনপি ।
◆ শহিদুল আলম খসরু। যুগ্ম আহবায়ক, ময়মনসিংহ মহানগর ( দক্ষিণ )
◆ শামীম আজাদ। যুগ্ম আহবায়ক, ময়মনসিংহ মহানগর বিএনপি।
◆ সভাপতিত্ব করেন:  শরীফ মাহফুজুল হক আপেল। আহবায়ক, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট, ময়মনসিংহ জেলা।
      -------------                                        
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                         
   
   
   
   
     
   
   
  