BD সাউন্ড

BD সাউন্ড Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BD সাউন্ড, Digital creator, Noya Paltan, Dhaka.

28/09/2025

২৬/০৯ /২০২৫ ইং। শুক্রবার।
স্থান: মুসলিম ইনষ্টিটিউট হল। ময়মনসিংহ।
বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, ময়মনসিংহ-৩, গৌরীপুর আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত‍্যাশী #কবি_সেলিম_বালা ।

অতিথিরা হলেন:
◆ আবু ওয়াহাব আকন্দ। সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ ) বিএনপি জাতীয় নির্বাহী কমিটি
◆ মোঃ রফিকুল ইসলাম। মহাসচিব (কেন্দ্রীয় কমিটি) জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট।
◆ এ বি এম সোহেল রশিদ, অভিনেতা ও বিশিষ্ট কবি। যুগ্ম-মহাসচিব, ( কেন্দ্রীয় কমিটি ) জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট।
◆ ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী, সদস‍্য সচিব, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, ময়মনসিংহ জেলা । সভাপতি, জিয়া পরিষদ, ময়মনসিংহ জেলা
◆এড. মাসুদ তানভীর তান্না। সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বার ইউনিট, ময়মনসিংহ। সদস‍্য ময়মনসিংহ মহানগর বিএনপি।
◆ অধ‍্যাপক এ কে এম শফিকুল ইসলাম। আহবায়ক, ময়মনসিংহ মহানগর বিএনপি।
◆ অধ্যাপক শেখ আমজাদ আলী। যুগ্ম-আহবায়ক, ময়মনসিংহ মহানগর বিএনপি ।
◆ এড. এম এ হান্নান খান। যুগ্ম আহবায়ক, ময়মনসিংহ মহানগর বিএনপি ।
◆ শহিদুল আলম খসরু। যুগ্ম আহবায়ক, ময়মনসিংহ মহানগর ( দক্ষিণ )
◆ শামীম আজাদ। যুগ্ম আহবায়ক, ময়মনসিংহ মহানগর বিএনপি।
◆ সভাপতিত্ব করেন: শরীফ মাহফুজুল হক আপেল। আহবায়ক, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট, ময়মনসিংহ জেলা।
-------------

15/09/2025

াংলা #বিএনপি #কবি_সেলিম_বালা

13/09/2025

জাতীয়তাবাদী কৃষক দল, ৫ নং সহনাটি ইউনিযন শাখার উদ্যোগে অনুষ্টিত কর্মী সম্মেলন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অধ‍্যাপক সাইফুল ইসলাম মিলন, সভাপতি, জাতীয়তাবাদী কৃষক দল, গৌরীপুর উপজেলা শাখা।

30/08/2025
18/12/2024

ঢাকার কাছে সুন্দর রিসোর্ট | বর্ণচ্ছটা | ঢাকার মধ‍্যে সেরা রিসোর্ট | Barnochata Resort, Zirabo, Savar, Dhaka | বর্ণচ্ছটা রিসোর্ট সাভার, ঢাকা | Beautiful Resort Near Dhaka

---------------------

✅ রাজধানীর ঢাকার খুব কাছেই আশুলিয়ার জিরাবোতে প্রায় দশ একর জায়গা জুড়ে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে গড়ে উঠেছে বর্ণচ্ছটা রিসোর্ট। যারা শহুরে জীবনের কোলাহল থেকে নিজেকে কিংবা নিজের পরিবারকে নিয়ে একটু ঢাকার কাছাকাছি ঘুরতে যাওয়ার চিন্তা করছেন তারা এই রিসোর্টটি থেকে ঘুরে আসতে পারেন।

✅ বর্ণচ্ছটা রিসোর্টে যা যা রয়েছে :

➡ রিসোর্টিতে বিশ্রামের জন্য রয়েছে হরেক রকম কটেজ।
➡ মান সম্মত খাবারের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত্ব রেস্টুরেন্ট।
➡ সাতার কাটার জন্য রয়েছে সুইমিং পুল।
➡ সেবা প্রধানের জন্য দক্ষ কর্মী এবং স্টাফ রয়েছে।
➡ শিশুদের খেলাধুলা এবং বিনোদনের জন্য রয়েছে বিশাল বড় কিডস জোন।
➡ রয়েছে বর্ণছটা রিসোর্টের নিজস্ব লাইব্রেরী।
➡ ২০০ বছরের পুরনো বট গাছ এবং দুটি মাঠ।

Category
------------------------------------------------------------------------
01- Mitali Cottage (Deluxe Room) For 2 Person
02- Shornali Cottage (V.I.P) For 4 Person
03- Shymoli Cottage & Dipali Cottage For 2 Person (SDR)
04- Wooden Cottage For 2 Person ( Bananlata Shen, Shondha Maloti, Noyon Tara, Nilanjona)
05- SriNagar Kuthir Cottage For 2 Person
Note: Extra Person (Adult) Per Person Extra Person ( Child 03-10 years)
------------------------------------------------------------------------
➡ Additional Service :
06- Welcome Drinks (Fresh Fruits)
07- Accommodation A/C Deluxe Room & Optio- 5 Non A/C Room.
08- Juice At Pool Size
09 - Food For 4 Time ( Breakfast, Lunch, Evening Snacks
➡ Swimming Pool for 1.5 hours ( juice at pool side)
➡ Baby Zone
➡ Playground

---------------------------------------------------------------------
Barnochata Resort :
01325-083989, 01925-303177
------------------------------------------------------------------

​​
#বর্ণচ্ছটারিসোর্ট​​
#বর্নছটারিসোর্ট​​
​​
​​
​​
​​




26/11/2024

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বক্তব্য | তারেক রহমানের জীবন ও রাজনৈতিক চিন্তাধারা নিয়ে প্রখ্যাত সাংবাদিক, লেখক ও গবেষক মোহাম্মদ জয়নাল আবেদীনের লেখা "Tarique Rahman: politics and policies contemporary Bangladesh" শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান | গুলশানস্থ হোটেল লেকশো’র | ২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার

#প্রকাশনাঅনুষ্ঠান #মির্জাফখরুল #তারেকরহমান #বিএনপি

14/10/2024
28/08/2024

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে শ্রমিকদলের পক্ষ থেকে ৩০০০ পরিবারকে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

২৮ আগস্ট বুধবার রাতে ছাগলনাইয়া রেজুমিয়াতে এই ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন এর বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রান বিতরণ করেন।

আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী ১ আসন বিএনপির সাংগঠনিক সমম্বয়ক রফিকুল আলম মজনু।

এই সময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে ৬০০ পরিবারকে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। বাকি ২৪০০ ত্রান জেলার অন‍্যান‍্য স্থানে বিতরণ এর জন্য জেলা শ্রমিকদলের কাছে হস্তান্তর করা হয়।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি'র বিপ্লবী সাধারন সম্পাদক, ছাত্রদলের সাবেক সফল সভাপতি,আন্দোলন-সংগ্রা...
24/08/2024

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি'র বিপ্লবী সাধারন সম্পাদক, ছাত্রদলের সাবেক সফল সভাপতি,আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নেতৃত্ব,জননেতা জনাব রাজিব আহসানের নেতৃত্বে কেন্দ্রীয় প্রতিনিধি দল বন্যার্তদের জন্য বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে.....

Address

Noya Paltan
Dhaka

Telephone

+8801828153901

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD সাউন্ড posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share