24/05/2025
" সম্পূর্ণ কপি করা হয়েছে "
"মিথ্যাবাদী"—হ্যাঁ, কিছু মিথ্যা এমনও হয় যা মানুষকে কিছু সুন্দর স্বপ্ন পূরণে বাধ্য করে। বাস্তবতা নয়, বরং পরিস্থিতিই কখনও কখনও শূন্যস্থান পূরণ করে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপারটা হল—তুমি যা ভাবছো, আমি তা জানি না। দুর্গন্ধ চিন্তাগুলোই আজ বাস্তব হয়ে দাঁড়িয়েছে ইচ্ছে পূরণের নামে।
প্রতিটি মানুষই নিজের ব্যক্তিত্বে অনন্য, মহৎ। ভাবো না—যে একবার চলে যায়, সে আবার ফিরে আসে। আটকে রাখার সেই আকাঙ্ক্ষা ছিল ইচ্ছে-ঘুড়ির উপরেই। প্রয়োজনের ঠেলায় আমরা প্রিয়জনদের দূরে ঠেলে দিই।
আমি? আমি মিথ্যাবাদী,কারন শুধু একটি সুন্দর স্বপ্ন গড়ার আশায়।
আমরা মানুষ—উচ্চাকাঙ্ক্ষা, বিলাসিতা, অকৃতজ্ঞতা, মায়া-মমতা, ভালোবাসা—এসবের গভীরতা না বোঝার এক স্বভাব আমাদের। আমি লোভী নই, তবে হ্যাঁ, আমার পৃথিবীর এক বড় অংশ ছিলে তুমি। মায়া খুব কঠিন এক অনুভব—এটি মানুষকে অন্ধ করে রাখে।
এই জীবনের পথে মানুষ প্রতিনিয়ত ভুল করে, হোঁচট খায়। কিন্তু কোথায়, কিভাবে, কার কাছে গেলে—স্বপ্নটাকে ঠিকমতো ধরা যায়? না ,
ইচ্ছেঘুড়ি এবার উড়বে অপমান আর অপবাদের ইচ্ছেপূরণে।
এই পৃথিবীতে আমার কিছুই আর রইলো না। আমি এবার হবো আমার মতো—যেমনটা কখনোই ভাবিনি। ভালোই তো আছো এখন, কিন্তু তোমার স্বপ্নগুলো কখনোই মিথ্যে অহংকারে বাঁধা পড়বে না।
তুমি কখনো বুঝবে না—তোমার সেই ‘হেবি’ তোমার জন্য কী ছিল। এই পৃথিবীতে আর এমন কেউ আসবে না, যে তোমায় এতটা মায়া দিয়ে ভালোবেসেছিল।
তুমি তো একজন মায়াবী, কিন্তু মায়ার গভীরতা বোঝো না তুমি। যখন তোমার পাশে কেউ ছিল না, তখন একমাত্র ‘তোমার হেবি’ই ছিল তোমার সঙ্গে। আজ তা স্বপ্ন- কেন কারন আজ তোমার পাশে অনেক এই আছে যা তুমি মনে কর- আসলে তা তোমার ভুল ধারনা একদিন হয়তবা বুজবে তখন আর করার কিছু থাকবেনা , আমার কল্পনাতে ও ছিল না। আমার ভাবনাতে ও ছিল না , যাক তুমি তো যাহা করেছ ভাল ভেবেই করেছ -ভালই তো আছো ভাল থেক ভালবাসি সুধুই তোমায় যা কখনই বুজনি, আর বুজার উপায় ও নেই ।
ভালো থেকো, থাকো তাদের সাথে- যারা তোমার কানে বিষাক্ত তেলের বীজ বুনেছে। তারাই হোক তোমার চলার সঙ্গী।
আমার আর কোনো পিছুটান নেই। আজ থেকে আমায় কেউ খারাপ বল্লেও ভাল লাগে - ভেবে নিব আমিই খারাপ, ব্যপার না আমি এখন সব সয্য করতে পারি,
আমি এখন আমার মতন মুক্ত এক পাখি—উড়বো আকাশ জুড়ে। কোনো একদিন হয়তো কারো শিকার হবো, কিংবা জলের মতো রূপ নেবো। অথবা মায়ার আড়ালে সবাইকে কাঁদিয়ে বিদায় নেবো—শুধু তোমাকে ছাড়া,
সবচেয়ে বড় ব্যাপার “এ জীবনে তুমি আমার হলে না পরজনমে ও তুমি আমার হবা না “এটাই সত্য ।
কারণ তুমি—তুমি ছিলে শুধু এক ছলনাময়ী মিথ্যাবাদী, আমার প্রতিটা মিথ্যার পিছনে ছিল একটি ছোট স্বপ্ন ধরে রাখার প্রাণ যার অর্থ তোমার বুজার সাদ্ধ কোখনোই ছিলনা , তোমার ছিল গড়ার নামে ধ্বংস করার প্রয়াস, তারপরও শেষ তার জন্য আমি এরকম প্রস্তুত ছিলাম না, সব পাখি পোষা যায় না, তুমি যার আকাশে উড়বে তার আকাশ কি আমার চেয়েও বড় ? ....