Memeπto

Memeπto রাধে রাধে সকলকে অনুরোধ নিচের ওয়েপসাইটটি ভিজিট করার জন্য Hindunews24.com

23/08/2025
23/08/2025

❤️❤️❤️
゚viralfbreelsfypシ゚viral ゚

17/08/2025

❤️❤️❤️
゚viralfbreelsfypシ゚viral ゚

'    *•──◎⃝◎❛জন্মাষ্টমী-২০২৫❜◎⃝◎──•*       °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°➤ 16 August 2025, ৩০শে শ্রাবণ ১৪৩২, শনিবার শ্...
16/08/2025

' *•──◎⃝◎❛জন্মাষ্টমী-২০২৫❜◎⃝◎──•*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
➤ 16 August 2025, ৩০শে শ্রাবণ ১৪৩২, শনিবার শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি।
*🌀 পারণঃ─* পরের দিন রবিবার সকাল ৬ঃ৪৫ মিনিট (পশ্চিমবঙ্গ সময়ানুযায়ী)
শুভ জন্মাষ্টমী ২০২৫
*⚜️ পারন মন্ত্রঃ──* নমো ভুতায় ভুতেশ্বরায় ভুতসম্ভবায় গোবিন্দায় নমঃ
*📖 কি কি পড়বেন──*
💠 শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম
💠 শ্রীমদ্ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের জন্মকাহিনী (শ্রীকৃষ্ণের অবতারণার কাহিনী)
💠 গীতা থেকে যেকোনো অধ্যায় বা যতটুকু সম্ভব আর বিশেষ করে অধ্যায় ৯ ও ১০ (শ্রীকৃষ্ণের মহিমা ও ভক্তির কথা)
💠 জন্মাষ্টমী বিষয়ে প্রিয় ভজন ও কীর্তন গাইতে পারেন।
*🍯 ভোগ / প্রসাদ কি কি দেবেন──*
🏵️ শ্রীকৃষ্ণের প্রিয় তালের বড়া, ক্ষীর, পায়েস, লাড্ডু, সন্দেশ, রসগোল্লা ইত্যাদি মিষ্টান্ন
🏵️ কলা, মৌসুমী ফল, মাখন ও শুকনো ফল (কাজু, বাদাম)
🏵️ পঞ্চামৃত (দুধ, দই, ঘি, মধু ও চিনি)
──প্রসাদে তুলসীপাতা ব্যবহার আবশ্যক।

*🌿🌹 শেষ কথা🌹🌿*
✨ আপনি নিজে ভক্তি ও বিশ্বাসের সঙ্গে জন্মাষ্টমী পালন করুন, এবং আশেপাশের সবাইকে এই পবিত্র উৎসবে উৎসাহ দিন।
┄❈❥ًً❀──●❀🌹🍒🌻
"হরে"কৃষ্ণ"হরে"কৃষ্ণ"
"কৃষ্ণ"কৃষ্ণ"হরে"হরে।"
"হরে"রাম"হরে"রাম"
"রাম"রাম"হরে"হরে।।"
┄❈❥ًً❀──●❀🌹🍒🌻
*🧚‍♂️𝄞⋆⃝ 🧚‍♂️𝖍𝖆𝖗𝖎𝖇𝖔𝖑🧚‍♂️𝄞⋆⃝🧚‍♂️*
*_━────⊱❉✸❉⊰─────━_*
*⚜️জয় শ্রীরাধাকৃষ্ণ⚜️*
🙏🏻 👣👣🙏🏻

 #ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মাষ্টমী পালনের জন্য দিনব্যাপী সময়সূচি---🌅 ভোরবেলা (প্রায় ৪:৩০–৬:০০)1. স্নান ও শুচিতাগঙ্গ...
16/08/2025

#ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মাষ্টমী পালনের জন্য দিনব্যাপী সময়সূচি---

🌅 ভোরবেলা (প্রায় ৪:৩০–৬:০০)

1. স্নান ও শুচিতা

গঙ্গাজল বা পরিষ্কার জলে স্নান।

পরিষ্কার পোশাক (সাদা বা হলুদ রঙ শুভ)।

2. গৃহসজ্জা

ফুল, আলপনা, প্রদীপ, আলো দিয়ে সাজানো।

রাধা-কৃষ্ণের ঝুলন বা আসন প্রস্তুত।

☀ সকাল (৬:০০–৯:০০)

1. আচমন ও মঙ্গলাচরণ

ওঁ কেশবায় নমঃ, ওঁ নারায়ণায় নমঃ… এইভাবে দ্বাদশ নাম জপ।

2. পূজা সামগ্রী প্রস্তুত

দুধ, দই, মধু, ঘি, গঙ্গাজল (অভিষেকের জন্য)।

তুলসী পাতা, চন্দন, ফুল, ধূপ, প্রদীপ।

⛅ পূর্বাহ্ন (৯:০০–১২:০০)

শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ — বিশেষ করে অধ্যায় ৪, শ্লোক ৭–৮।

ভজন ও সংকীর্তন — হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্র।

🌤 অপরাহ্ন (১২:০০–৪:০০)

ঝুলন সজ্জা ও শিশু কৃষ্ণের পোশাক প্রস্তুত।

শিশু কৃষ্ণের জন্য লাড্ডু, মাখন, মিষ্টি সাজিয়ে রাখা।

🌇 সন্ধ্যা (৬:০০–৮:০০)

গৃহে ও মন্দিরে আরতি।

রাসলীলা বা কৃষ্ণ জন্ম কাহিনীর নাট্য পরিবেশন (যদি সম্ভব)।

🌌 রাত (৮:০০–১১:৩০)

অভিষেক পূর্ব প্রস্তুতি: দুধ, দই, মধু, ঘি ও গঙ্গাজলে স্নান করানোর জন্য মূর্তি সাজানো।

শঙ্খধ্বনি, ঘণ্টাধ্বনি, ভজন চলতে থাকে।

🕛 নিশীথকাল (১২:০০–১২:৪৫) — কৃষ্ণ জন্ম মুহূর্ত

1. অভিষেক — পঞ্চামৃত দিয়ে লাড্ডু গোপাল স্নান।

2. নতুন পোশাক ও অলংকার পরানো।

3. আরতি ও প্রার্থনা — ঘণ্টা, শঙ্খ, ভক্তিগান।

4. প্রসাদ বিতরণ — উপবাস ভঙ্গ (ফল, মিষ্টি, পঞ্চামৃত)।

"হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে।" জয় শ্রী কৃষ্ণ 🙏হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ ...
30/07/2025

"হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে।" জয় শ্রী কৃষ্ণ 🙏
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে 🙏 ♥️
゚viralfbreelsfypシ゚viral ゚

'    *•──◎⃝◎❛ কর্মভার ❜◎⃝◎──•*   °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°  ✤  আমরা যখন নিজের খেয়াল-খুশি মত কর্ম করি, তখন আমাদেরকেই...
30/07/2025

' *•──◎⃝◎❛ কর্মভার ❜◎⃝◎──•*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
✤ আমরা যখন নিজের খেয়াল-খুশি মত কর্ম করি, তখন আমাদেরকেই সেই কর্মফল ভোগ করতে হয়।
✤ কিন্তু আমরা যখন কৃষ্ণসেবার জন্য কোনও কর্ম করি, তখন সেই কর্মফলের দায়িত্ব কৃষ্ণ গ্রহণ করেন।
✤ কৃষ্ণ সেই কর্মভারও গ্রহণ করেন এবং তার পরিবর্তে আমাদের সেবার জন্য আমাদেরকে পুরস্কৃত করেন। কৃষ্ণ এমনই কৃতজ্ঞ।
🪷🪷🪷🪷🪷🪷🪷
*•──✤🏵️জয় শ্রীকৃষ্ণ🏵️✤──•*
゚viralfbreelsfypシ゚viral ゚ #

যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত৷অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্৷৷৭অর্থ: হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং ...
26/07/2025

যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত৷
অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্৷৷৭

অর্থ: হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যূত্থান হয় তখনই আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হয়।
゚viralfbreelsfypシ゚viral ゚ #

গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের কর্মের প্রতি স্থির বিশ্বাস রয়েছে এবং যে ব্যক্তি নিজের কাজ নিয়ে সবসময় আত্মবিশ্বা...
26/07/2025

গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের কর্মের প্রতি স্থির বিশ্বাস রয়েছে এবং যে ব্যক্তি নিজের কাজ নিয়ে সবসময় আত্মবিশ্বাসী, তাঁকে জীবনে সাফল্য পেতে কেউ আটকাতে পারবে না।

* যে ব্যক্তি কাজ করার আগেই তার ফলাফল নিয়ে চিন্তিত হয়ে পড়েন, তিনি জীবনে ব্যর্থতা ছাড়া আর কিছুই পান না।

* শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, মনে রাখবেন তা কখনোই বরাবর এক থাকবে না। তাই খারাপ সময়েও আমাদের সাহস হারালে চলবে না।

* তিনি আরও বলেছেন, ঈশ্বর কখনোই আমাদের উপর অবিচার হতে দেন না। তিনি তাঁকে সেটাই দেন, যে যেটার যোগ্য।

* গীতার বাণী অনুসারে তোমাকে অন্য কেউ সাহায্য করতে আসবে না। তোমাকে নিজের লড়াই নিজেকেই লড়তে হবে।

* একজন মানুষ যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে কিছু কামনা করে, তবে সে একদিন না একদিন নিশ্চয় অর্জন করতে পারবে।

* গীতায় কৃষ্ণ বলেছেন, এই জীবনে কোনও কিছুই চিরস্থায়ী নয়। তাই নিজের উপর অতিরিক্ত ভার নিও না। কারোর সঙ্গে পথ চললে, তা না আমাদের খুশি দেবে, না লক্ষ্য পৌঁছনের সুখ। তাই মানুষের জীবনের পথ একাই চলা উচিত।

* গীতায় শ্রীকৃষ্ণের বাণী অনুসারে নিজের কর্তব্য পালন করতে কখনও ভয় পেও না। কারণ নিজের ধর্মে অটল থাকার জন্য মৃত্যু বরণ করতে হলে তাও ভালো। তাই অন্যের ধর্ম নকল না করে নিজের ধর্মকে চেনো। অন্যকে অনুসরণ করতে গেলেই আমাদের মনে ভয়ের উদ্রেক হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, মন থেকে ভয় দূর করার একমাত্র উপায় হল নিজের ধর্মকে চেনা ও তার মধ্যেই বাঁচা।

ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করি। তাহলে আমাদের এই মানব জীবনটি সুন্দরভাবে পরিচালিত হবে। তাই নিত্য প্রতিদিন গীতা পাঠ করুন। আপনার আশেপাশে যারাই আছেন সবাইকে গীতা পাঠের জন্য উৎসাহিত করুন।

গীতা নির্ভর জীবন গড়ুন 🙏🙏🙏🕉️🚩
জগতের সকল প্রাণীর মঙ্গল হোক 🙏🙏🙏🕉️🚩
"""" হরে কৃষ্ণ """ 🙏❤️
゚viralfbreelsfypシ゚viral ゚ #

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Memeπto posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Memeπto:

Share