অনুভূতির ভাষা

অনুভূতির ভাষা ভালোবাসার কথা, গল্প, গান ইত্যাদি সকল প?

পেজের পরিচালনার ক্ষেত্রে কিছু রুলস বা নিয়মের দরকার হয়। আমাদের পেজের ও তার ব্যতিক্রম নয়। নিম্নে পেজের রুলস গুলো দেয়া হলো। সকল মেম্বার দেরকে রুলস মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে।

১. কারও পোস্টে গালিগালাজ আর স্ল্যাং ইউজ করা যাবে না।

২.পেজের সবার সাথে বন্ধুসুলভ আচরণ করুন, একে অপরকে সন্মান করুন।

৩. মেয়েদের পোস্টে লুলামি বা লুইচ্চামি করতে আসলে নগদে ব্যান করা হবে।

৪. নিজের ছবি দিয়ে 'কেউ আমার উপর ক্

রাশ খাও' ' নিজের উপর নিজেই ক্রাশ খাইলাম' মার্কা পোস্ট করা যাবে নাহ!

৫. ফেইক আইডি দেখলে বা সন্দেহ হলে ব্যান করা হবে।

৬.পেজের মদ, গাঁজা, বিড়ি, সিগারেট বা যেকোন নেশা দ্রব্যকে হাইলাইট করে কোন পোস্ট এলাউ করা হবে না।

৭.ক্রিনশট পোস্ট করা যাবেনা।

৮. কাউকে পচিয়ে বা হেয় করে পোস্ট করা যাবেনা।।

৯. মিলে যাওয়ার গেম খেলে পোস্ট করা যাবেনা!

১০.জেন্ডার ডিস্ক্রিমিনেশন সৃষ্টি অর্থাৎ বিপরীত জেন্ডারের প্রতি বিরুপাচরন করা যাবেনা।

১১. কেউ এডমিন এর হেল্প চেয়ে পোস্ট করলে ওইদিকে যদি কোন মেম্বার কে বলতে দেখা যায় 'আমি এডমিন' বিনা নোটিশে ব্যান!

১৩. পেজের কোন এডমিনকে ব্লক মারলে বিনা নোটিশে ব্যান।

এগুলোই মোটামুটি পেজের রুলস, পরবর্তীতে কোন সংযোজন বিয়োজন দরকার হলে এডিট করা হবে।

সকলেই পেজেরটিকে উপভোগ করুন এবংপেজের কাজে এডমিনদের অথবা মডারেটর দের মেনশন দিয়ে, রিপোর্ট করে সাহায্য করুন, ধন্যবাদ!
আমাদের সাথে থাকুন আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করুন।।।

21/07/2025

উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ক্লাস রুমের উপর একটি প্রশিক্ষণ ফাইটার প্লেন ক্রাশ করে বি*স্ফোরণ হয়েছে।
হ*তাহতের খবর জানা যায়নি এখনো । আল্লাহ সকলকে হেফাজত করুক,আমিন

13/02/2024

অনলাইন রিলেশনশিপ --- ১ ম পর্ব

এটা কোনো গল্প না। এটা সত্য ঘটনা। প্রথম বার লিখছি ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সময়টা ছিলো ২০২০। পৃথিবী থমকে গিয়েছিল করোনা ভাইরাস এর এক ভয়াল থাবায়। পৃথিবীর সাথে সাথে সকল কিছুই থমকে গিয়েছিল বন্ধ হয়ে গিয়েছিল সকল শিক্ষা প্রতিষ্ঠান সকল কর্মক্ষেত্রো। বসে বসে অলস সময় কাটছিলো তখন। তখন সময় কাটানোর জন্য মোবাইল ফোনে ফেইবুকিং করাটা ছিলো অন্যতম উপায়। আমি তখন ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং এর মেকানিক্যাল ডিপার্টমেন্ট এ অধ্যায়নরত ছিলাম। তো আমারও সময়টা ফেইসবুকিং করে কাটিয়ে দিতাম। একদিন হটাৎ করে আমার এক ফেইসবুক ফ্রেন্ড আমাকে একটা লাভ স্টোরির লিংক সেয়ার করল
আমি খুব আগ্রহের সাথে গল্প টা পরলাম তখন থেকে গল্প পরা শুরু হলো। একদিন গল্প পরার জন্য আলাদা একটা আইডি খুলে নিলাম। আইডির নাম দিলাম অবহেলিত মানব। সময়টা বেশ ভালো কাটছিলো গল্প পরে পরে। দেখতে দেখতে অনেক টা সময় কেটে গেলো কুরবানির ঈদ চলে আসলো। সময়টা ছিলো ঈদের পরের দিন ২ আগস্ট। হটাৎ করে অচেনা একটা ফেইসবুক আইডি থেকে রিকুয়েষ্ট আসলো। আইডিটা একটা অপরিচিতা মেয়ের ছিলো। আর আমার এই আইডি টা যেহেতু প্রোফেশনাল না তাই কোনকিছু না ভেবেই ঐ ফ্রেন্ড রিকুয়েষ্ট একসেপ্ট করে নিলাম। আর ঘটনা টা ঠিক এখান থেকেই শুরু। রিকুয়েস্ট একসেপ্ট করার ৫ মিনিট পর ঐ আইডি থেকে মেসেজ আসলো
(ও হ্যা ঐ আইডির মেয়ের নাম ছিলো নুসরাত আর আমার আইডির নামেই নিজেকে তুলে ধরছি )

নুসরাত : hi
অবহেলিত :hi
নুসরাত: আপনার নামটা কি জানতে পারি
অবহেলিত: আপনি কি আমাকে চিনেন বা কখনো দেখেছেন।
নুসরাত : না
অবহেলিত : তাহলে অপরিচিত একটা ছেলেকে মেসেজ দিচ্ছে যে।আপনার মতলব কি?
নুসরাত : মানে 😡
অবহেলিত :কিছু না এমনি
নুসরাত : ও ভালো
অবহেলিত : আমার নাম রাব্বি
নুসরাত : আমি নুসরাত মিম
অবহেলিত : ভালো
নুসরাত : আপনার একটা পিক দেন তো
অবহেলিত : আমার পিক দিয়ে কি করবেন
নুসরাত: দিতে বলছি দিবেন
অবহেলিত : আচ্ছা দিতে পারি তবে আপনারটাও দিতে হবে

এভাবে তাদের অনেক কথা হলো। দুজন দুজনের পিক দেখলো।তাদের পরিবার, ঠিকানা সব কিছু সম্পর্কে তারা জেনে নিলো। ছেলেটি একটু বেশি সহজ সরল ছিলো। যাকে এই সমাজের মানুষ বোকা/ বলদ বলে। অপরদিকে মেয়েটা ছিলো খুবই চালাক।
আর ছেলেটা আগে কখনো তেমন কোনো মেয়ের সাথে তেমন কথা বলতো না।
কারন কোনো মেয়েদের সমনে দারাতে খুব ভয় পেত। হার্টবিট বেরে যেতো। কথা বলতে গেলে তুতলিয়ে যেত। খুব প্রয়োজন ছারা কারোর সাথে বেশি কথা বলতো না ছেলেটি।
ছেলেটির বন্ধ ছিলো ঐ স্কুল কলেজ পর্যন্তই। এর বাইরে তেমন কারোর সাথে মিসতো না।সারাদিন বাসয়ই থাকতো। মায়ের কথায় উঠতো বসতো।
কথার একদম সহয সরল।
আচ্ছা গল্পে ফেরা যাক আপনারা গল্পটা পরতে থাকেন এমনিতেই সব জানতে পরাবেন। ছেলেটা আর মেয়েটা চ্যটিং করতে করতে সারাটা দিন অতিবাহিত করে দিলো।
এদিকে ছেলেটা প্রথম কোনো মেয়ের সাথে চ্যটিং করছে ছেলেটা অনেকটা এক্সাইটেড ছিলো আর মেয়েটার সাথে কথা বলতে অনেক বেশি ভালো লাগছিলো ছেলেটার। সন্ধার পর ছেলেটা তার মায়ের কথায় পরতে বসে তখন মেয়েটা মেসজ পাঠায়

নুসরাত : এই কি করেন
অবহেলিত : এইতো পরার টেবিলে বসে আছি
নুসরাত : এহহহ
অবহেলিত : হুম
নুসরাত : আমার বিশ্বাস হয় না। আজকে ঈদের পরের দিন আর কেউ আজকে পরতে বসছে।
অবহেলিত : আচ্ছা বাদ দিন। নাস্তা করছেন
নুসরাত : হ্যা। আপনি
অবহেলিত : হুম। আচ্ছা এখন অফলাইনে যেতে হবে। আম্মু চিল্লাচিল্লি করছে ফোন নিয়ে বসে আছি তাই
নুসরাত : আচ্ছা good night
অবহেলিত : ফজরের নামাজ পড়ে নিয়েন
good Night
এভাবে প্রথম দিনের মতো তাদের এভাবে দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেলো। কিন্তু ছেলেটা একয় দিনে মেয়েটার প্রতি একটু দুর্বল হয়ে যায়।
একদিন ছেলেটা মেয়েটিকে বলে আচ্ছা আমরাতো এখন ভালো বন্ধু। তাহলে আপনার ফেইজ হাইট করা পিক ছাড়া অন্য একটা পিক দেন।
মেয়েটা বলে

নুসরাত : কেন পিক দিয়ে কি হবে? আর ঐ দিন তো দিলামই
অবহেলিত : আরে ঐটাতে তো হাত দিয়ে আপনার মুখ ঢেকে রাখা।আর আমি আপনাকে আমার আসল পিক দিয়ে দিলাম।😔😔
নুসরাত : আপনি তো গাধা একটা
অবহেলিত : মানে কি
নুসরাত : আপনার সাথে কথা বলতে বলতে বুঝতে পারলাম আপনি খুবই সরল একটা মানুষ।
অবহেলিত : ঢপ দিচ্ছেন।
নুসরাত : আমি কাওকে ঢপ দেইনা।
অবহেলিত : আপনি পিক দিবেন কি না বলেন।
নুসরাত : পিক দিয়ে কি করবেন।
অবহেলিত : দেখি ক্রাশ খাওয়া যায় কি না।
নুসরাত : বন্ধুত্বের মাঝে এসব ক্রাশ খাওয়া আসছে কোথা থেকে।
অবহেলিত :দেখেন কোথায় যেন পরেছিলাম একটা ছেলে আর একটা মেয়ে কখনো বন্ধু হতে পরারে না।তারা কখনো না কখনো প্রেমে পরবেই।হয়তো কম সময়ের জন্য হলেও প্রেমে পরবেই।
নুসরাত : আসলে সব ছেলেরাই এক
মেয়েরা একটু কথা বললেই উল্টো পাল্টা ভেবে বসে থাকে।
আরনার সাথে আর কথাই বলবো না। এখনই ব্লক করে দিচ্ছি
অবহেলিত : এই প্লিজ না। আর কখনো এসব বলবো না
নুসরাত : চুপ আছে কোনো রিপ্লাই দিলো না
অবহেলিত : আচ্ছা সরি বলছি তো। আর কখনো পিক চাইবো না।আর এসব বলবো না।
নুসরাত : নিশ্চুপ
অবহেলিত : আমি আমাদের বন্ধুত্বটা রাখতে চাই।
নুসরাত মেসেজ সিন না করেই অফলাইনে চলে গেলো।
এদিকে ছেলেটা বসে বসে ভাবছে এ কয়দিনে মেয়েটার প্রতি কেমন যেন দূর্বল হয়ে গেছি। ওকে যেভাবেই হোক প্রেমে ফেলতেই হবে।তারপর থেকে থেকে ছেলেটা ঠিক করলো বন্ধু হিসেবে কথা বলবো আর ওকে প্রচুর সময় দিবো তাহলে ও হয়তো একটু হলেও আমার প্রতি দূর্বল হয়ে যাবে। এর পর থেকে ছেলেটা অনেক বেশি সময় দিচ্ছে মেয়েটাকে। আর অনেক বেশি কেয়ার নিচ্ছে।কিন্তু মনের কথা টা কখনো মেয়েটাকে বলছে না।হারিয়ে ফেলার ভয়ে
এভাবে আর কয়েটা দিন অতিবাহিত হয়ে গেলো।একদিন সকালে ছেলেটা দেখলো মেয়েটা অনলাইনে আসে নাই আর good morning ও বলে নাই। ছেলেটা মেসেজ দিলো কিন্তু মেসেজ টা সিন হলো না।
এভাবে যতো সময় যাচ্ছে ছেলেটা তত অস্থির হয়ে যাচ্ছে। খেলার দম বন্ধ হয়ে আসছে। হার্ট বিট অনেক বেরে গেলে ছেলেটা ভাবছে তাকে কি হারিয়ে ফেললাম। নাকি তার কোনো বিপদ হলো।এদিকে ছেলেটা মেয়েটার ফোন নম্বর ও নেয় নাই যে কল দিবে।এদিকে দুপুর গরিয়ে বিকেল হলো ছেলেটা শুয়ে শুয়ে কান্না করতে লাগলো আর প্রতি ১০ মিনিট পর পর একটা করে মেসেজ দিতে লাগলো এভাবে রাত হয়ে গেলো ছেলেটা খুব হতাশ হয়ে ফোন চার্জে বসিয়ে ডাটা অফ করতে যাবে তখনই টং করে একটা নোটিফিকেশনে আসলো
নুসরাত : সরি
ছেলের যেন দেহে প্রান ফিরে এলো।ছেলেটার অজান্তে মুখের কোনে হাসি ফুটলো।
কি আজব একটা বিষয় চোখের কোনে পানি আর ঠোঁটের কোনে হাসি। একেই হয়তো ভালোবাসা বলে এক নিমিষেই সব কিছু শেষ আবার এক নিমিষেই সব কালো অন্ধকার কাটিয়ে মুখের কোনে হাসি।প্রিয় মানুষটির একটু উপস্থিতি আমাদের পৃথিবীটা রাঙ্গিয়ে দেয়।
নুসরাত : আসলে আজকে আমাদের পাশের বাসার ভাবির পিচ্চি টার বার্থডে ছিলো। ৪ বছর এ পরলো পিচ্চি টার বয়স ওখানে তাদের সাথে আমার পরিবারসহ ছিলাম ফোনটা রুমে ফেলে রেখে গেছি
অবহেলিত: 019********** এটা আমার নম্বর
নুসরাত : ও ভালো
অবহেলিত : নম্বর টা সেইভ করে রাখো
নুসরাত : আচ্ছা
এদিকে তার নম্বর টা চাওয়ার সাহস করে উঠতে পারল না ছেলেটি
অবহেলিত: আচ্ছা তোমার বাবা কি করে
নুসরাত : আমার বাবা পুলিশের ইন্সপেক্টর
অবহেলিত : ও ভালো। আর আমার বাবা
দোকানি।আমাদের কাপরের দোকান
নুসরাত :ও ভালো
অবহেলিত : তোমার আম্মু কি করে
নুসরাত : উনি একটা প্রাইমারি স্কুলের হেড টিচার।
অবহেলিত : ও ভালো।
এখানে মেয়েটি খুব কম কথা বলে।সব সময় চুপ করে থাকে। ছেলেটি যা প্রশ্ন করে ঠিক তার উত্তর দেয়। এর বেশি কিছু বলে না মেয়েটি। ছেলেটি নিজে থেকেই সব কিছু বলে দেয়। মেয়েটির বাড়ি ছিলো নোয়াখালী আর ছেলেটি তার পরিবার এর সাথে বরিশাল থাকতো।মেয়েটি ইন্টার ফাস্ট ইয়ার এ ভর্তি হয়েছে মাত্র।
এভাবে কথা বলতে বলতে কেটে গেল একটি সপ্তাহ ছেলেটা মেয়েটিকে বললো একটি বার তোমার পিক দাও তোমাকে দেখবো। মেয়েটি একটা পিক দিলো বোরখা ও হিজাব পরা। পিকটা সেন্ড করে সাথে সাথে রিমুভ করে দিলো মেয়েটা। এদিকে পিকটা দেখে আমার মোটামুটি ভালো লাগলো।মোটামুটি ভালো লাগার কারন ঐযে ফেইস হাইট করা পিক দেখে যেমন একটা ছবি একে ছিলাম মনের ভিতর তার সাথে তেমন কোনো মিল নেই।
তবুও মেয়েটা যেমনই দেখতে হোক না কেন চেহারায় কি আসে যায়। সুন্দর একটা মন হলেই তো হলো।কিন্তু ঐ পিকে মেয়ে দেখতে অনেক সুন্দরী হলেও ছেলেটা তো মনে মনো অন্য ছবি একেছিলো। পরের দিন সকাল বেলা হটাৎ করে দেখি মেয়েটা আমাকে ব্লক করছে
আমার পৃথিবী টা কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। তখনই ফোন দিলো৷ মেয়েটা বললো তার বড় ভাইয়া নাকি তার ফোন নিয়েছিলো সে নাকি আমাকে ব্লক করছে
আমি বললাম আনব্লক করো নুসরাত বললো সে পারে না
আমি বললাম আচ্ছা আমার নম্বর এ ইমো খোলা আছে আমেকে মেসেজ করো আমি স্কিন সর্ট নিয়ে দেখাচ্ছি কিভাবে আনব্লক করতে হয়।তারপর ইমোতে আমি স্কিন সর্ট নেওয়া ফোল্ডার টা পাঠিয়ে দিলাম ভুল করে। সে ঐ সকল স্কিন সর্ট এর মাঝে তার নিজের দেওয়া পিক এর স্কিন সর্ট দেখতে পেয়ে অনেকটা রেগে গেলো আর আমার মেসেজ এর রিপ্লাই দেওয়া বন্ধ করে দিলো। আমি অনেক বার ক্ষমা চাইলাম কিন্তু তার ঐ একটাই কথা। আসলে তোমাকে সহজ সরল ভেবে অনেক টা বেশি বিশ্বাস করেছি।কিন্তু আমি ভুলছিলাম। ভালো থাকো। এটা বলে সে অফলাইনে চলে গেলো। .......চলবে

একটা মেয়েকে দেখে আসার পর যদি মেয়েটা জানতে পারে আপনি তাকে পছন্দ করেননি, তাহলে মেয়েটা সত্যিই খুব কষ্ট পায়।একটি মেয়ে ক...
15/08/2023

একটা মেয়েকে দেখে আসার পর যদি মেয়েটা জানতে পারে আপনি তাকে পছন্দ করেননি, তাহলে মেয়েটা সত্যিই খুব কষ্ট পায়।
একটি মেয়ে কারো সন্তান, কারো বোন, তাই পন্যের মতো মনে করে এভাবে

আনুষ্ঠানিকতা করে না দেখা উচিত।। প্রয়োজন হলে গোপনে দেখেনিন সহজ কোন মাধ্যমে বা মেয়ের নিকট আত্মীয়ের মাধ্যমে দেখা পরিচিত হোন।

এভাবে কাউকে কষ্ট দিবেন না।
কোনো মেয়েকে দেখতে যাওয়ার আগে তার সম্পর্কে ভাল করে জেনে নিন।
যদি মনে করেন, আপনার সাথে তার বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তবেই তাকে দেখতে যাবেন।
ব্যাক্তিগত মতামত 🖤

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌১.  মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছ...
28/03/2023

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌

১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

২. মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।

৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।

৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।

৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।

৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।

৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।

৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।

১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!

*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া।
সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি *
সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে!

~সংগৃহীত~

25/01/2023

যখন তুমি
''First propose'' পাও🤭
তখন কোন Class এ পড়তে?☺️

21/01/2023

বাবা আছে যতক্ষন রাজকন্যা তুমি ততক্ষন...🥰

জুম'আর সালাত পড়তে এসেছি। অজুখানায় ঢুকে দেখি একটা বাচ্চা পানির কল ছেড়ে দাঁড়িয়ে আছে। ভাবলাম.. হয়তো পানি নিয়ে খেলা করছে। এক...
19/12/2022

জুম'আর সালাত পড়তে এসেছি। অজুখানায় ঢুকে দেখি একটা বাচ্চা পানির কল ছেড়ে দাঁড়িয়ে আছে। ভাবলাম.. হয়তো পানি নিয়ে খেলা করছে। একেবারেই ছোট বাচ্চা। এই বয়সের বাচ্চারা সুন্দর কিছু দেখলে খেলায় মেতে ওঠে।

কিন্তু কাছে গিয়ে দেখি সে ওযু করছে। হাত ধোয়ার সময় বলছে— এক... দুই... তিন...। এভাবে তিনবার করে নিজের ছোট্ট ছোট্ট আঙুল দিয়ে হাত-পা ধৌত করছে।

তাকে বললাম— মাশা আল্লাহ। তুমি তো ভালোই ওযু করতে জানো দেখি!

আমার কথা শুনে ভাঙা ভাঙা বুলিতে সে যা বলল তা ছিল এমন—

'ওযু করা এক্কেবারে সহজ। এতে আমার অসুবিধা হয় না কখনও। অসুবিধা হয় নামাজে দাঁড়াতে গেলে। ছোট বলে সবাই আমাকে পেছনের কাতারে পাঠিয়ে দেয়। কিন্তু আমি তো অন্যদের মতো দুষ্টুমি করি না। তখন বরং ওদের দুষ্টুমির কারণে আমিও নামাজ পড়তে পারি না ঠিকমতো।'

বললাম— 'তোমার আব্বুর সাথে নামাজে দাঁড়াবে। তাহলে কেউ তোমাকে পেছনে পাঠাবে না।'

বলল— 'আব্বু মারা গেছেন। প্রতিবেলা নামাজের সময় হলে আম্মু আমাকে মসজিদে পাঠান। আর বলে দেন, আব্বুর সাথে দেখা করতে চাইলে; নামাজ পড়ে তার জন্য দুআ করো। তাহলে খুব তাড়াতাড়ি আব্বুর সাথে সুন্দর একটা জায়গায় তোমার দেখা হবে।'

এটি কোনো গল্প নয়। বাস্তব ঘটনা। জানি না.. কে সেই মহিয়সী; যিনি এমন পবিত্র ফুলের জন্ম দিয়েছেন। সালাম তাকে।

✒️

ছবিটা আমার নজর কেড়েছে (?)সকলের জানা উচিৎ (!)  #খাবার০১. আপনার পাকস্থলী কখন ভীত; যখন আপনি সকালে ব্রেকফাস্ট করছেন না।০২. আ...
03/07/2022

ছবিটা আমার নজর কেড়েছে (?)
সকলের জানা উচিৎ (!) #খাবার

০১. আপনার পাকস্থলী কখন ভীত; যখন আপনি সকালে ব্রেকফাস্ট করছেন না।

০২. আপনার কিডনি কখন আতঙ্কিত; যখন আপনি ২৪ ঘন্টায় ১০ গ্লাস পানি পান করতে ব্যর্থ হচ্ছেন।

০৩. আপনার গলব্লাডার ভীত; যখন আপনি রাত ১১টার মধ্যে ঘুমাতে এবং সূর্যোদয়ের সাথে সাথে বিছানা ছাড়তে ব্যর্থ হচ্ছেন।

০৪. আপনার ক্ষুদ্রান্ত্র আতঙ্কিত; যখন আপনি ঠান্ডা এবং বাসী খাবার খাচ্ছেন।

০৫. বৃহদান্ত্র আতঙ্কিত; যখন আপনি ভাজা-পোড়া এবং ঝাল মশলাযুক্ত খাবার বেশি খাচ্ছেন।

০৬. ফুসফুস তখন ভীত; যখন আপনি ধোঁয়া, ধুলা এবং বিড়ি ও সিগারেটের বিষাক্ত আবহাওয়ায় থাকছেন।

০৭. লিভার ভীত; যখন আপনি অতিরিক্ত ভাজা, জাঙ্কফুড এবং ফাস্টফুড খাচ্ছেন।

০৮. হৃদপিন্ড ভীত; যখন আপনি বেশি লবণ এবং কোলেস্টরলযুক্ত খাবার খাচ্ছেন।

০৯. প্যানক্রিয়াস আতঙ্কিত; যখন আপনি সহজলভ্য এবং সুস্বাদু বলে প্রচুর মিষ্টিজাত খাবার খাচ্ছেন।

১০. আপনার চোখ আতঙ্কিত; যখন আপনি অন্ধকারে মোবাইলের আলো এবং কম্পিউটার স্ক্রীনের আলোয় কাজ করছেন।

১১. আপনার মস্তিষ্ক ভীত; যখন আপনি নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেয়া শুরু করেছেন।

সুতরাং আপনার শরীরের অঙ্গ প্রতঙ্গসমূহের যত্ন নিন।

Collected from 20 Minute

Tahmina chowdhury prityএকজন টিকটকার হিসেবে খুব পরিচিত মুখ🥰আর আজ তার ভিডিও ভাইরাল💔 একটি লাইভে এসে কান্না জড়োসড়ো হয়ে বলে উ...
20/02/2022

Tahmina chowdhury prity

একজন টিকটকার হিসেবে খুব পরিচিত মুখ🥰
আর আজ তার ভিডিও ভাইরাল💔
একটি লাইভে এসে কান্না জড়োসড়ো হয়ে বলে উঠেন "বেঁচে থাকা বড় দায়" 💔
ভাই মানুষ মাত্রাই ভুল 🙂 বিশেষ করে কাছের কিংবা পাশের মানুষ গুলো দ্বারা প্রতারিত হয়েছেন💔 সে এখন ভিডিও ভাইরাল করে পারসোনালি হ্যারাসমেন্ট করতেছে🙂 তবে আমরা কি জানেন, কোথায় কিছু না ভেবেই, এই লিংক আসছে, লিংক লাগবে, এই গ্রুপে লিংক শেয়ার দে এইভাবে একটা মানুষ কে মৃত্যুর দিকে নিয়ে যাই💔 এইগুলা করে আপনারা আনন্দ পান, আর ওই দিকে যেটা সহ্য করতে না পেরে তারা আত্বহত্যা করে বসে 🙂💔
আসেন নিজেকে পরিবর্তন করি, নিজের মন মানসিকতা বদলাই, বিশেষ করে বিশ্বাস এর মুল্য পৃথিবী থেকে উঠে গেছে বললেই চলে 🙂💔

একটি মেয়ে কখন তার বয়ফ্রেন্ড এর সাথে সেক্স কিংবা দেহ দেখাতে বাধ্য হয়? কখন? উওর টি আপনার মনের মধ্যে থাকুক।🙂
৯৯% মানুষ মেয়েটিকে গালা গালি & বাজে ভাবে পোস্ট দিয়ে বলতেছে কাজ টি ভাল হয়েছে আপুটির সাথে যা ঘটে গেল 😊
- আমি বলবো মোটেও ঠিক হয়নি সুসাল মিডিয়াতে আপলোড দিয়ে
কারণ সে ও আপনার বোন এর মত হতে পারতো এই মেয়েটি আপনার বোন কিংবা আত্মীয়-স্বজন 😊
- কখন একটি মেয়ে এই সব করতে বাধ্য হয়ে জানেন?
যখন ছেলেটির সাথে বছর পর. বছর রিলেশন চালিয়ে আসার পর হঠাৎ যখন তার বয় ফ্রেন্ড তার দেহ দেখার জন্য পাগল হয় - হয়তো প্রথমত বারণ করে কিন্তো আপনাদের মত আমাদের মত কিছু কুলাঙ্গার ব্রেকআপ করবে বলে হুমকি দিয়ে থাকে অথবা রিলেশন রাখবে না এই সেই ইত্যাদি
- তখন হয়তো মেয়েটি ভালবাসার কথা চিন্তা করে ছেলেটিকে হারানোর ভয়ে
নিজের দেহ দেখাতে বাধ্য হয় 🙂
ঠিক তখনই আপনার এবং আমার মত কিছু মানুষ রুপি জানোয়ার
তার সরলতার সুযোগ নিয়ে
এইসব ছবি ভিডিও ওনলাইনে ভাইরাল করে -🙂
এখানে মেয়েটির দোষ বলে আমি কিছু মনে করি না -
কারণ তুমি খা*কি*র পোলা ভালোবাসতে পারো নি ভালবেসেছ তার দেহকে -ঃ😃
অনেক কিছু বলার ছিল
লিখলাম না আর কিছু
বন্ধ করেন এইসব নোংরা মনুষ্যত্ব মন্তব্য।
বন্ধ করেন সোশ্যাল মিডিয়াতে আপলোড দিয়ে ট্রল করা -🙂
সে আপনার হয়তো বোন নয়
যদি সে আপনার বোন হত তাহলে কি পারতেন এইসব বাজে বাজে স্ট্যাটাস দিয়ে বলতেছেন কারো লিংক লাগলে ইনবক্সে আসেন-😊
মেয়েটার থেকে আপনারা আরো বড় খারাপ কাজ করতেছেন এইসব ধরনের পোস্ট দিয়ে😊

# আজ যদি মেয়েটা সুইসাইড করে তার জন্য দায়ী আমি,আপনি, আপনারা🙂💔

নারী! বাজারের কোনো পণ্য কিংবা যৌনদাসী নয়.....নারী! এই শব্দটিতে মিশে আছে পৃথিবীর যতো সুখ,স্নেহ,মমতা,প্রীতি,ভালোবাসার অমৃত...
09/01/2022

নারী!
বাজারের কোনো পণ্য কিংবা যৌনদাসী নয়.....

নারী!
এই শব্দটিতে মিশে আছে পৃথিবীর যতো সুখ,স্নেহ,মমতা,প্রীতি,ভালোবাসার অমৃত।

একজন নারী তোমার মা।
মা,,, যে ৫৭+ ইউনিট ব্যাথা সহ্য করে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে।তোমাকে পরম যত্নে লালনপালন করেছে।নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে।সকল প্রকার বিপদআপদে তোমাকে আগলে রেখেছে।তোমার হাসি ফোটাতে গিয়ে নিজে হাসতে ভুলে গেছে।

একজন নারী তোমার বোন।
বোন যার সাথে কেটেছে তোমার দূরন্ত শৈশব। যে তোমার বাল্যকালের সব থেকে ভাল বন্ধু।তোমার খেলার সঙ্গী। যার সাথে তুমি খুনসুটি তে মেতে থাকো সবসময়।

একজন নারী তোমার বউ।
বউ যে তোমার সংসার সামলায়।তোমার সন্তান লালন পালন করে।গরমে ঘেমে,হাত পুড়িয়ে তোমার জন্য নানান জাতের মুখরোচক খাবার তৈরী করে। যে তোমার কষ্টে কষ্ট পায়।তোমার হতাশায় হতাশ হয়। যার প্রেমময় চাহনিতে মুছে যায় সকল দুঃখ,যাতনা,গ্লাণি। যার একচিলতে হাসিতে ক্লান্ত দেহে সঞ্চারিত হয় নব উদ্যম।যার অনুপ্রেরণা তোমায় সফল হতে সহায়তা করে।

একজন নারী তোমার মেয়ে।
মেয়ে যার অবুঝ আচরণে সবুজ হয়ে উঠে তোমার সুপ্ত স্বপ্নেরা। যার আদুরে গলায় আব্বু ডাক না শুনলে তোমার ভাল লাগে না।যার মুখের হাসি তোমায় ক্লান্তি ভুলিয়ে দেয়।

সর্বোপরী নারী মহান আল্লাহ রাব্বুল আলামীনের এমনই এক অনন্য সৃষ্টি যাকে উপেক্ষা করে মানব সভ্যতা তো দূরের কথা কল্পনাও করা যায় না।কেনো না-
"বিশ্বে যা কিছু আছে মহান সৃষ্টি কল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তা নর।"

তাই নারীকে পণ্য বা যৌনদাসী নয়, একজন মানুষ ভাবুন। দৃষ্টিভঙ্গি বদলান সমাজ বদলাতে খুব বেশি সময় নিবে না।

ভাল থাকুক পৃথিবীর সকল নারী।
রিপোস্ট

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহুপ্রিয় বোন আমার,,,তোকে তোর মোহরানা সম্পর্কে জিজ্ঞেস করতে এসেছি। পাত্র ...
25/08/2021

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
প্রিয় বোন আমার,,,
তোকে তোর মোহরানা সম্পর্কে জিজ্ঞেস করতে এসেছি। পাত্র পক্ষের কাছে কত টাকা মোহরানা ধার্য করবো তুই বলে দে...

ভাইয়া: তাকে জিজ্ঞেস করবে, সে আমাকে বিয়ের দিনে কত টাকা মোহরানা হইলে সম্পূর্ণ পরিশোধ করতে পারবে, সেটাই আমার জন্য মোহরানা ধার্য করবে।
আমিতো অবাক!

কি বলিস তুই, সে যদি বলে আমি 10 হাজার টাকা?
তখন কি হবে?

ভাইয়া: তুমি আমাকে বিক্রী করছ না। আমি তোমার নিরাপদ আশ্রয় স্থল থেকে আরেকটা নিরাপদ আশ্রয়স্থল যাচ্ছি, আমাকে সেখানে মৃত্যু পর্যন্ত অবস্থান করতে হবে, তুমি কেন ভয় পাচ্ছো। কি ভাবছ আমাকে ডিভোর্স দিলে মাত্র 10 হাজার টাকা দিয়ে কি করব?
ভাইয়া, মেয়েদের বাবার বাড়ির পরেই দ্বিতীয় আশ্রয়স্থল স্বামীর ঘর, সেই আশ্রয়স্থলে যেতে যদি প্রথমেই আমার মনের ভিতরে এ ধরনের মনোভাব ঘটে তবে আমার সেখানে না যাওয়াই উচিত। শুধু তাই নয়, মোহরানা সম্পূর্ণ নিয়ে আমি একজন হালাল স্ত্রীর হিসেবে আমার সুখের সংসার গড়তে চাই। যেখানে আল্লাহর রহমতে সব সময় বর্ষিত হবে।

ভাইয়া তুমি তাকে ভরসা করতে পারছ না বলেই তোমার আপত্তি মনে হচ্ছে। তবে কেন তুমি আমাকে সেখানে বিয়ে দিতে চাচ্ছো। ভাইয়া আমার মোহরানার লক্ষ্য কোটি টাকার দরকার নেই। আমাকে একটি দ্বীনদার, ঈমানদার ,নিষ্ঠাবান এবং সত্যবাদী ছেলের হাতে তুলে দাও, যে কিনা হীরার খনির চেয়ে অনেক দামি।

সত্যি সেই বোনটি আমার 35 হাজার টাকা দেনমোহরে আজ ১৬ বছর পার হয়ে গেল। আর আমার সেই বোনের জামাই 35 লাখ টাকার জমি আমার বোনকে দিয়েছে।

আমি আমার বোন জামাই কে জিজ্ঞেস করেছিলাম,
আপনি কেন এটা করতে গেলেন উত্তর এসে বলেছিল।
ভাইয়া, বিশ্বাস স্থাপন সেই দিন থেকেই হয় যেদিন সত্তিকারের মানুষটাকে চেনা যায়। আমি আপনার বোনকে পেয়ে ধন্য। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া।
আল্লাহ আমাকে এরকম দ্বীনদার একজন জীবনসঙ্গী দেওয়ার জন্য।

সকল প্রিয় মা বাবার ও ভাই আর বিয়ের কনে বোনদের কাছে অনুরোধ, বিশ্বাস যেখানে শুরু সেখানে সুখ আছে, আর সন্দেহে সম্পর্কে সুখ দেয় না বরং কষ্ট বাড়ে।

আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করে দিন আমিন সুম্মা আমিন

 #শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না।সংসার একটা অভ্যেস, যা একসাথে থাকতে থা...
14/08/2021

#শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না।

সংসার একটা অভ্যেস, যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে, একে অপরের সাথে কথা বলতে বলতে, একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যেস গড়ে ওঠে।

সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা আত্মস্থ করে নেওয়া। সংসার মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভেতর কি চলছে, সেটা বুঝে ফেলা।

সংসার মানে হলো স্নানের পর স্ত্রীর কপালে লাল টিপটা রোজ পরিয়ে দেওয়া, সংসার মানে হলো বর অফিস থেকে ফিরলে এক গ্লাস জল রোজই মুখের সামনে তুলে ধরা।

সংসার মানে হলো ছেঁড়া বোতাম সেলাই করতে করতে নিজেদের ভেতর ভুল বোঝাবুঝি গুলো মাঝেমধ্যে সেলাই করে নেওয়া।

সংসার মানে হলো এডজাস্টমেন্ট, "তোমার আমার" থেকে আমাদের হয়ে ওঠা। সংসার মানে মাছের ঝোলে নুন বেশি হলেও চুপচাপ হাসিমুখে খেয়ে ফেলা, সংসার মানে হলো রোজই বিছানার উপর রাখা নিজের পার্টনারের ভেজা টাওয়ালটা মেলে দেওয়া।

সংসার মানে হলো বিয়ের ডেট, একে অপরের জন্মদিনের তারিখ ভুলে গেলেও মানিয়ে নেওয়া।

সংসার মানে গাঢ় নীল রং নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও পার্টনারের পছন্দ বলে একদিন নীল রঙের পাঞ্জাবিটা পরে ফেলা, আবার তেমনি শাড়ি পরতে একটুও ভালো না লাগলেও এক দুটো দিন নিজের পার্টনারের পছন্দকে গুরুত্ব দিয়ে একটা লাল টকটকে শাড়ি পরে পার্টনারের সামনে এসে দাঁড়ানো।

সংসার হলো একটা প্রতিজ্ঞা, যার ভেতর মান, অভিমান, রাগ, ক্ষোভ, দুঃখ, ব্যথা সবই থাকবে, কিন্তু দিনের শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতিজ্ঞাটা একে অপরকে করতে হবে।

সংসার মানে হলো মাসের শেষে টাকাপয়সার হিসেব করতে করতে একটা দীর্ঘনিঃশ্বাস ফেলে স্ত্রীকে জড়িয়ে ধরে বলা "আজ তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, আজ আমায় একটু ঘুম পাড়িয়ে দাও।

সংসার মানে হলো মাঝরাতে বরকে ঘুম থেকে তুলে শিশির ভেজা রাস্তায় হাঁটতে যাওয়ার বায়না ধরা।

সংসার মানে হলো স্ত্রীর স্বাধীনতায় হস্তক্ষেপ না করা, সংসার মানে হলো বরের প্রাইভেসিতে না ঢুকে পড়া।

সংসার করা সহজ, কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা সহজ নয়

সংসার মানে হাজারো ব্যস্ততার মধ্যেও একবার অন্তত ফোন করে জিজ্ঞেস করা "খেয়েছো?"

সংসারে ওঠানামা, ভাঙাগড়া থাকবেই, কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না, একে অপরকে মানিয়ে নিতে হবে, একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে, একে অপরকে সাহস যোগাতে হবে।

সংসারে কেউ কারোর থেকে ছোট বা বড় হয় না, দুজনেই দুজনের পরিপূরক হয়, তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করা বড্ড জরুরি।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনুভূতির ভাষা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অনুভূতির ভাষা:

Share

Category