InfoVerse

InfoVerse Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from InfoVerse, Media/News Company, Farmgate, Dhaka.

পৃথিবী এখন পর্যন্ত প্রায় ১১৭ বিলিয়ন মানুষ জন্মগ্রহণ করেছে কিন্তু মাত্র ২ বর্গ সে.মি. অন্ত্রে প্রায় ২০০ বিলিয়ন ব্যাক্...
23/12/2023

পৃথিবী এখন পর্যন্ত প্রায় ১১৭ বিলিয়ন মানুষ জন্মগ্রহণ করেছে কিন্তু মাত্র ২ বর্গ সে.মি. অন্ত্রে প্রায় ২০০ বিলিয়ন ব্যাক্টেরিয়া থাকে!

InfoVerse🛡️

Incredible 😲👇🏼The longest road in the world to walk, is from Cape Town (South Africa) to Magadan (Russia). No need for p...
09/12/2023

Incredible 😲👇🏼

The longest road in the world to walk, is from Cape Town (South Africa) to Magadan (Russia). No need for planes or boats, there are bridges. It's a 22,387 kilometers (13911 miles) and it takes 4,492 hours to travel. It would be 187 days walking nonstop, or 561 days walking 8 hours a day. Along the route, you pass through 17 countries, six time zones and all seasons of the year.
🔎InfoInfoVerse

Most countries deem Israeli settlements built on land Israel occupied after the 1967Arab-Israeli war as illegal, and The...
28/11/2023

Most countries deem Israeli settlements built on land Israel occupied after the 1967Arab-Israeli war as illegal, and Their continued expansion has, for decades, been among the most contentious issues between Israel, Palestine and the international community.

⭐InfoVerse

একটা বাজপাখি সাউথ আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্...
09/11/2023

একটা বাজপাখি সাউথ আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্যাটেলাইট থেকে তার যাত্রাপথ।

পাখিটি ৪২ দিনে এই ১৫,০০০কিলোমিটার পথ উড়ে পারি দিয়েছে, গড়ে প্রতিদিন ৩৫৭কিমি উড়েছে প্রায় সমান্তরালভাবে।

স্যাটেলাইটে তার রুটে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, বড় জলাশয় বা সমুদ্র সামনে আসলে সে সেখান থেকে পথ পরিবর্তন করেছে যেন বিশ্রাম নিতে চাইলে স্থলভুমি পায়।

আবার, মিশর-সুদানের মরুভূমিকেও পাশ কাটিয়ে গিয়েছে যেন তৃষ্ণা পেলে পানির অভাবে না পরতে হয়।

কঠিন কঠিন এসব ম্যাপিং, রাউটিং, আল্টিটিঊড নলেজ সায়েন্টিস্টরা যুগের পর যুগ ধরে যেখানে ডেভেলপ করে, পাইলটদের এসব শিখতে যেখানে বছরের পর বছর লেগে যায়, এই ছোট্ট পাখিকে তাহলে কে শেখালো এতকিছু?

আরও মজার কথা হল, হাই আল্টিটিঊডে উড়ার সময় এদের ১% এনার্জিও খরচ হয়না, শুধু ভেসে ভেসে, অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়েও এরা শত শত মাইল পাড়ি দিতে পারে।

এই নিখুঁত টেকনোলজি কিভাবেই বা এদের শরীরে এলো? একমাত্র আল্লাহ সুবহানুওয়াতায়ালা ছাড়া আর কে আছেন এই জ্ঞান দান করার? আল্লাহু আকবার ❤️❤️

আমাদের মাথার খুলির ভিতরে মস্তিষ্কের প্রকৃত ওজন ১২০০ - ১৪০০ গ্রাম। এই পরিমাণ ওজন আমরা মাথার ভিতরে অনুভব করি না কেন? এর কা...
09/11/2023

আমাদের মাথার খুলির ভিতরে মস্তিষ্কের প্রকৃত ওজন ১২০০ - ১৪০০ গ্রাম। এই পরিমাণ ওজন আমরা মাথার ভিতরে অনুভব করি না কেন? এর কারণ হলো, এটা মাথার ভিতরে সেরেব্রোস্পাইনাল নামের এক প্রকার তরলে ভাসে। সুবহানাল্লাহ!
সাধারণত আমরা জানি, কোনো জিনিস পানিতে ডুবে থাকলে তার ওজন কমে যায় এবং তা তখন খুবই কম অনুভূত হয়,সেরেব্রোস্পাইনাল ফ্লুইডে ব্রেইন ভাসতে থাকে ফলে ব্রেইনের ওজন ১২০০ গ্রামের জায়গায় ৫০ গ্রাম অনুভূত হয়।
সবচেয়ে মজার ব্যাপার হলো সিজদায় গেলে আমরা এক ধরণের স্বস্তি অনুভব করি, এর কারণ আমরা যখন হাটু গেড়ে সামনে ঝুকে যাই তখন আমাদের সেরেব্রোস্পাইনাল ফ্লুইড মাথার সামনে চলে আসে। ব্রেইনের উপর মাসাজ প্রদান করে এবং ব্রেইনে তখন রক্ত চলাচল খুব ভালো হয় বলে স্বস্তি অনুভূত হয়।

আল্লাহ তাআলা কুরআনে বলেন:
ٱلَّذِىٓ أَحْسَنَ كُلَّ شَىْءٍ خَلَقَهُۥۖ وَبَدَأَ خَلْقَ ٱلْإِنسَٰنِ مِن طِينٍ
"যিনি তাঁর প্রত্যেকটি সৃষ্টিকে সৃজন করেছেন উত্তমরূপে।"(সুরা সিজদাহ ,আয়াত ৭)

সুবাহান আল্লাহ।❤️

02/11/2023
উইকিপেডিয়া এর দেয়া তথ্য অনুযায়ী , ১৯৪৫ সালের গণনা অনুযায়ী অবিভক্ত ফিলিস্তিন অঞ্চলে মোট জনসংখ্যা ছিল ১ ,৮ ৪ ৫,০০০ জন। এর ...
31/10/2023

উইকিপেডিয়া এর দেয়া তথ্য অনুযায়ী , ১৯৪৫ সালের গণনা অনুযায়ী অবিভক্ত ফিলিস্তিন অঞ্চলে মোট জনসংখ্যা ছিল ১ ,৮ ৪ ৫,০০০ জন। এর মধ্যে মুসলিম তথা আরব প্রধান অঞ্চল গুলোতে মুসলমান জনসংখ্যার পরিমান ছিল ৭,২৫ , ০০০ জন , আর ইহুদি ছিল মাত্র ১০, ০০০ জন। অর্থাৎ মুসলিম প্রধান অঞ্চল গুলোতে ৯৯ % ছিল মুসলিম আর মাত্র ১ % ছিল ইহুদি। অন্য দিকে , ইহুদি প্রধান অঞ্চল গুলোতে , ইহুদি জনসংখ্যার পরিমান ছিল , ৪,৯৮ , ০০০ জন (৫ ৫ %) এবং মুসলিম জনসংখ্যার পরিমান ছিল ৪, ০ ৭ , ০০০ জন (৪৫%)। দেখা যাচ্ছে , তৎকালীন অবিভক্ত ফিলিস্তিনের ইহুদি প্রধান অঞ্চলগুলোতেও ব্যাপক পরিমানে মুসলিম অধিবাসী বাস করতো এমনকি সংখ্যার দিক থেকে তারা ছিল ইহুদিদের কাছাকাছি , আর মুসলিম প্রধান এলাকা গুলোতে ইহুদি লোকজন ছিলোনা বললেই চলে। সেই হিসেবে টোটাল ১ ,৮ ৪ ৫,০০০ জনজনসংখ্যার মধ্যে মুসলমান ছিল ১১ , ৩২ ,০০০ জন এবং ইহুদি ছিল ৫,০৮, ০০০ জন। সুতরাং মোট জনসংখ্যার শতকরা ৬২ জন ছিল মুসলিম এবং শতকরা ২৭ জন ছিল ইহুদি , এবং বাকিরা ছিল আন্তর্জাতিক নাগরিক ও ব্রিটিশ সেনা ও সংশ্লিষ্ট নাগরিক ও প্রশাসক।

কিন্তু আশ্চর্যজনক ভাবে জাতিসংঘ ফিলিস্তিন অঞ্চলের মোট জনসংখ্যার ৬২% মুসলিম অধিবাসীকে দিলো ৪৩ শতাংশ ভূমি এবং ২৭% ইহুদি অধিবাসীদের দিলো ৫৬ শতাংশ ভূমি !!!!
এখন কথা হচ্ছে ৬ ২ % মুসলিম অধিবাসীকে মোট ভূমির ৪৩ শতাংশ এবং ২৭ % ইহুদি অধিবাসীকে মোট ভূমির ৫৬ শতাংশ প্রদান কখনো যুক্তিযুক্ত হতে পারে কিনা ??? কিসের ভিত্তিতে জাতিসংঘ এই বন্টন করলো যা কিনা একটি দীর্ঘ মেয়াদি সংঘাতের সূতিকাগার তার ব্যাখ্যা আজ পর্যন্ত জাতিসংঘ এড়িয়েই গেছে। কেবলমাত্র হলোকাস্টের ইহুদি নিধনযজ্ঞের একটা আবেগ কে সামনে রেখে এভাবে একটা বিশাল অধিবাসীকে তাদের নিজ আবাস এবং ভূমির অধিকার থেকে বঞ্চিত করা কি কখনো ন্যায়বিচার হতে পারে ???
সমস্যার মূল কারণ এই পক্ষপাতদুষ্ট বন্টন। আর সমাধান কেবলমাত্র ফিলিস্তিনিদের তাদের ভূমি ফেরত প্রদানের মাধ্যমেই সম্ভব।

Address

Farmgate
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when InfoVerse posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to InfoVerse:

Share