DailyPage3

DailyPage3 DailyPage three is a Bangladeshi Online News dedicated to Entertainment

পূজা ভাটের বোনের স্বামীর বোনের স্বামীর বোনের স্বামী কুণাল খেমু। ব্যাপারটি শুনতে বড় অদ্ভুত লাগলেও বলিউডে এমন কিছু পারিবা...
17/10/2025

পূজা ভাটের বোনের স্বামীর বোনের স্বামীর বোনের স্বামী কুণাল খেমু। ব্যাপারটি শুনতে বড় অদ্ভুত লাগলেও বলিউডে এমন কিছু পারিবারিক সম্পর্ক রয়েছে।
পূজা ভাটের বোন হলেন আলিয়া ভাট যিনি বিয়ে করেছেন রণবীর কাপুরকে, আবার রণবীর কাপুরের বোন কারিনা কাপুর তিনি বিয়ে করেছেন সাইফ আলী খানকে, আবার সাইফ আলী খানের বোন সোহা আলী খান বিয়ে করেছেন কুনাল খেমুকে।
তাই এটা বলাই যায় যে বলিউডের লতায় পাতায় সম্পর্ক এবং সবাই সবার সাথে কোন না কোন ভাবে পারিবারিক সম্পর্ক রয়েছে।

শাহিদ কাপুরের (Shahid Kapoor) পরিবার বড়ো জটিল, অনেকেই জানে না তার পরিবারের আসল গল্প।•>>শাহিদ কাপুরের জন্ম ২৫ ফেব্রুয়ার...
17/10/2025

শাহিদ কাপুরের (Shahid Kapoor) পরিবার বড়ো জটিল, অনেকেই জানে না তার পরিবারের আসল গল্প।
•>>
শাহিদ কাপুরের জন্ম ২৫ ফেব্রুয়ারি ১৯৮১ সালে, দিল্লিতে।
তিনি বিখ্যাত অভিনেতা পঙ্কজ কাপুর ও অভিনেত্রী নিলিমা আজিম–এর ছেলে। ছোটবেলাতেই তাঁর বাবা-মা আলাদা হয়ে যান, এবং শাহিদ মায়ের সঙ্গে বড় হন।
---
👨 বাবা – পঙ্কজ কাপুর (Pankaj Kapur)

পঙ্কজ কাপুর একজন বিখ্যাত অভিনেতা, পরিচালক ও থিয়েটার শিল্পী। তিনি “মকবুল”, “এক ডক্টর কি মউত”, “অফিস অফিস” ইত্যাদি ছবিতে তাঁর অসাধারণ অভিনয়ের জন্য পরিচিত।
পঙ্কজ কাপুরের পরবর্তীতে বিয়ে হয় সুপ্রিয়া পাঠক–এর সঙ্গে।
---
👩 মা – নিলিমা আজিম (Neelima Azeem)

নিলিমা আজিম একজন প্রখ্যাত অভিনেত্রী ও শাস্ত্রীয় নৃত্যশিল্পী (কথক নৃত্যে বিশেষ পারদর্শী)।
পঙ্কজ কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর তিনি অভিনেতা রাজেশ খট্টর (Rajesh Khattar)–কে বিয়ে করেন।
---
👨‍👩‍👦 শাহিদের সৎ বাবা – রাজেশ খট্টর (Rajesh Khattar)

তিনি একজন অভিনেতা, ভয়েস আর্টিস্ট ও চিত্রনাট্যকার।
নিলিমা আজিমের দ্বিতীয় স্বামী। তাঁদের এক ছেলে আছে — ইশান খট্টর, যিনি শাহিদের সৎ ভাই।
---
👩 সৎ মা – সুপ্রিয়া পাঠক (Supriya Pathak)

পঙ্কজ কাপুরের দ্বিতীয় স্ত্রী এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী।
তিনি “খিচড়ি”, “গোলিয়োঁ কি রাসলীলা রামলীলা”, “হাম চারে”, “সঞ্জু”–এর মতো ছবিতে অভিনয় করেছেন।
তাঁদের দুটি সন্তান —

সানা কাপুর (মেয়ে)

রুহান কাপুর (ছেলে)

এরা শাহিদের সৎ ভাইবোন।
---
👦 ছোট ভাই – ইশান খট্টর (Ishaan Khatter)

ইশান খট্টর শাহিদের ছোট সৎ ভাই।
তিনি “ধড়ক”, “বিয়ন্ড দ্য ক্লাউডস” ও “খালি পিলি” ছবিতে অভিনয় করেছেন।
দুজনের সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ এবং ইন্ডাস্ট্রিতে তাঁরা একে অপরকে সমর্থন করেন।
---
❤️ শাহিদের নিজের পরিবার

শাহিদ কাপুর ২০১৫ সালে মীরা রাজপুত (Mira Rajput)–কে বিয়ে করেন।
তাঁদের দুই সন্তান —

মিশা কাপুর (মেয়ে)

জাইন কাপুর (ছেলে)
---
🧬 সংক্ষেপে শাহিদ কাপুরের পরিবারের সারাংশ

বাবা পঙ্কজ কাপুর
মা নিলিমা আজিম
সৎ মা সুপ্রিয়া পাঠক
সৎ বাবা রাজেশ খট্টর
সৎ ভাই ইশান খট্টর
সৎ বোন সানা কাপুর
সৎ ভাই রুহান কাপুর
স্ত্রী মীরা রাজপুত
কন্যা মিশা কাপুর
পুত্র জাইন কাপুর

চার মাস আগে পুরস্কারের মঞ্চে শাকিব খানের সঙ্গে কাজের ইচ্ছা প্রকাশ করেছিলেন তাসনিয়া ফারিণ। এবার সেই স্বপ্ন বাস্তবে রূপ নি...
15/10/2025

চার মাস আগে পুরস্কারের মঞ্চে শাকিব খানের সঙ্গে কাজের ইচ্ছা প্রকাশ করেছিলেন তাসনিয়া ফারিণ। এবার সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। ফারিণ সম্ভাব্য নায়িকার একজন হতে চলেছেন শাকিব খানের আগামী সিনেমা ‘প্রিন্স: ওয়ানস অপর টাইম ইন ঢাকা’এ। গুঞ্জন উঠেছে সিনেমায় তিন নায়িকার একজন হিসেবে তার উপস্থিতি নিশ্চিত হওয়ার পথে, দ্রুতই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। এটি তার প্রথম বড় পর্দার চলচ্চিত্র শাকিব খানের সঙ্গে, যেখানে তার সহ-নায়িকা হবেন ভারতীয় সিরিয়াল অভিনেত্রী ইধিকা পাল বা রুক্মিণী। শাকিবের সঙ্গে এর আগেও দুই সিনেমায় কাজ করেছেন ইধিকা পাল

সবাই আমাকে এবি বলে ডাকে : অপু বিশ্বাস
14/10/2025

সবাই আমাকে এবি বলে ডাকে : অপু বিশ্বাস

Shakib Khan from the set of Soldier!
10/10/2025

Shakib Khan from the set of Soldier!

শাকিব খানের সোলজার লুক
10/10/2025

শাকিব খানের সোলজার লুক

শ্রীলঙ্কা ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী শবনম ফারিয়া
09/10/2025

শ্রীলঙ্কা ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী শবনম ফারিয়া

'মনপুরা' ও 'হাওয়া' ব্লকবাস্টার দিয়েছে  প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। তাদের প্রযোজিত সিনে...
06/10/2025

'মনপুরা' ও 'হাওয়া' ব্লকবাস্টার দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। তাদের প্রযোজিত সিনেমা দর্শকের একটা বাড়তি উন্মাদনা দেয়।

চলচ্চিত্রের এই দুঃসময়ে এমন বড় প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাকে এগিয়ে নিতে খুবই কার্যকর ভূমিকা রাখবে। এরইমধ্যে দেশের শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে 'সোলজার''সহ দুটি সিনেমার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রত্যাশা, এভাবে সিনেমায় বিনিয়োগে বড় বড় প্রতিষ্ঠান আসবে,সিনেমা ঘুরে দাঁড়াবে।

প্রতিষ্ঠানটি ও শাকিব খানের জন্য থাকলো শুভ কামনা❤️

ছবিতে শাকিব খানের সঙ্গে 'সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড'-এর চেয়ারম্যান শিল্পীপতি অঞ্জন চৌধুরী, প্রধান নির্বাহী অজয় কুমার কুন্ডু।

Shafique Al Mamun

দীর্ঘদিনের প্রেমের গুঞ্জনকে সত্যি করে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও অভি...
04/10/2025

দীর্ঘদিনের প্রেমের গুঞ্জনকে সত্যি করে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মন্দানা

আমেরিকায় অবস্থানের কারনে ডেইলিস্টার ওটিটি এওয়ার্ড অনুষ্ঠানে থাকতে পারেননি ঢালিউড সুপারস্টার  শাকিব খান। দেশে ফেরার পর ডে...
27/09/2025

আমেরিকায় অবস্থানের কারনে ডেইলিস্টার ওটিটি এওয়ার্ড অনুষ্ঠানে থাকতে পারেননি ঢালিউড সুপারস্টার শাকিব খান। দেশে ফেরার পর ডেইলিস্টারের অফিসে হাজির হয়ে ম সম্মাননা গ্রহণ করলেন তিনি
Shakib Khan

থালাপাতি বিজয়ের সমাবেশে নি*হত ২০ জন
27/09/2025

থালাপাতি বিজয়ের সমাবেশে নি*হত ২০ জন

প্রথমবারের মতো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন বলিউড বাদশা শাহরুখ খান। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমায় অভি...
23/09/2025

প্রথমবারের মতো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন বলিউড বাদশা শাহরুখ খান। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের সুবাদে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলেছেন এ অভিনেতা। ৩৩ বছরের ক্যারিয়ারে এবারই প্রথম এ পুরস্কার পেয়েছেন রোম্যান্স কিং।

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when DailyPage3 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DailyPage3:

Share