16/10/2025
যারা ভালো রেজাল্ট করেছে তাদের সামনের জীবন তেজপাতা হয়ে যাবে। পরীক্ষা আর পরীক্ষা। পরীক্ষার জ্বালায় জীবন অতিষ্ঠ হয়ে যাবে। আশানুরূপ রেজাল্ট হলেতো ভালোই । না হলে জীবনে প্রতি ক্ষণে ক্ষণে বাঁক নিবে। কখনো আশার আলো, কখনো হতাশার চাপ।
যারা ফেইল করছে ভবিষ্যতে তারাই সফল হবে। ফেইল করারা দ্রুত পাসপোর্ট করে বিদেশে চলে যান। এসে দেখবেন পাশ করা বন্ধুটা চাকরির বাজারে হন্য হয়ে ঘুরতেছে। জুতা ক্ষয় করে ফেলছে তাও কাঙ্ক্ষিত চাকরি মিলছে না। আর এদিকে আপনি বিল্ডিং করে সুন্দরী বউ নিয়ে গাড়িতে ঘুরে শান্তিতে সংসার করবে।