23/06/2025
আকাশ ভেঙে নেমেছে বৃষ্টি। নদীর জল ঘোলা হয়ে উঠেছে, আর তার বুকে ঝমঝম শব্দে আছড়ে পড়ছে বৃষ্টির ফোঁটা। পারের ভেজা মাটির সোঁদা গন্ধে বাতাস ভারী।
এই মেঘলা দিনের অলসতাকে হার মানিয়ে দুরন্তপনায় মেতেছে দুটি ছেলে। তাদের পরনে হাফপ্যান্ট, পায়ে কাদা মাখা। একটি পুরোনো ফুটবল নিয়ে তারা নদীর পারের ভেজা ঘাসে ছুটোছুটি করছে। বলটা একবার কাদায় পিছলে যাচ্ছে, আবার কখনো বৃষ্টির পানিতে ভেসে উঠছে। কিন্তু তাতে তাদের খেলায় কোনো বিরতি নেই।
বৃষ্টিতে ভিজে, কাদায় মাখামাখি হয়ে তারা একে অপরের দিকে বল ছুড়ছে। তাদের উচ্ছল হাসি আর চিৎকারের শব্দ বৃষ্টির শব্দের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। এই খেলার মধ্যে নেই কোনো নিয়ম, নেই কোনো হার-জিতের চিন্তা। আছে শুধু বাঁধনছাড়া আনন্দ আর কৈশোরের অফুরন্ত প্রাণশক্তি।