
25/08/2025
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসছেন উপদেষ্টা শারমীন মুরশিদ খান
Brahmanbaria News24
২৫/০৮/২৫ ইং, রোজ: সোমবার
রিপোর্টার: নবীনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা শারমীন মুরশিদ খান আগামী বুধবার (২৭ আগস্ট) নিজ পৈত্রিক জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আসছেন।
সরকারি সফরসূচি অনুযায়ী, দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত তিনি উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ ও মানিকনগর এলাকায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত স্থানসমূহ সরেজমিন পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে বিকেল ৩টায় তিনি জেলার সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেবেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সফরকালে শারমীন মুরশিদ খানের সঙ্গে থাকতে পারেন নাছিরাবাদ গ্রামের কৃতি সন্তান ও ঢাকা উত্তর বিভাগের ডিআইজি জনাব হাবিবুর রহমান খান।
উপদেষ্টা মহোদয়কে ঘিরে এলাকায় ইতিমধ্যেই শুরু হয়েছে উৎসবের আমেজ। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো উষ্ণ সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছে। এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা বলেন, “উনি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার গর্ব। আমরা ওনার আগমনকে স্বাগত জানাই এবং ফুলেল শুভেচ্ছা দিয়ে তাঁকে গ্রহণ করতে চাই।”
এ সফরকে ঘিরে নদীভাঙন কবলিত এলাকার মানুষদের মধ্যে ব্যাপক আশার সঞ্চার হয়েছে। তারা আশা করছেন, তাদের দীর্ঘদিনের ভোগান্তি ও সমস্যাগুলো এবার সরাসরি উপদেষ্টার সামনে তুলে ধরতে পারবেন।