Brahmanbaria News24

Brahmanbaria News24 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Brahmanbaria News24, Media/News Company, Green Road, Kalabagan, Dhaka.
(253)

🖋️ ব্রাহ্মণবাড়িয়া নিউজ২৪ — সত্য ও ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক কণ্ঠস্বর!
আমরা বিশ্বাস করি, সাংবাদিকতা মানে শুধু সংবাদ পরিবেশন নয়; এটি জনগণের অধিকার রক্ষায় সাহসিকতার প্রতীক। ব্রাহ্মণবাড়িয়া নিউজ২৪ যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসছেন উপদেষ্টা শারমীন মুরশিদ খানBrahmanbaria News24 ২৫/০৮/২৫ ইং, রোজ: সোমবার রিপোর্টার: নবীনগর প...
25/08/2025

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসছেন উপদেষ্টা শারমীন মুরশিদ খান

Brahmanbaria News24
২৫/০৮/২৫ ইং, রোজ: সোমবার
রিপোর্টার: নবীনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা শারমীন মুরশিদ খান আগামী বুধবার (২৭ আগস্ট) নিজ পৈত্রিক জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আসছেন।

সরকারি সফরসূচি অনুযায়ী, দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত তিনি উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ ও মানিকনগর এলাকায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত স্থানসমূহ সরেজমিন পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে বিকেল ৩টায় তিনি জেলার সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেবেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সফরকালে শারমীন মুরশিদ খানের সঙ্গে থাকতে পারেন নাছিরাবাদ গ্রামের কৃতি সন্তান ও ঢাকা উত্তর বিভাগের ডিআইজি জনাব হাবিবুর রহমান খান।

উপদেষ্টা মহোদয়কে ঘিরে এলাকায় ইতিমধ্যেই শুরু হয়েছে উৎসবের আমেজ। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো উষ্ণ সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছে। এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা বলেন, “উনি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার গর্ব। আমরা ওনার আগমনকে স্বাগত জানাই এবং ফুলেল শুভেচ্ছা দিয়ে তাঁকে গ্রহণ করতে চাই।”

এ সফরকে ঘিরে নদীভাঙন কবলিত এলাকার মানুষদের মধ্যে ব্যাপক আশার সঞ্চার হয়েছে। তারা আশা করছেন, তাদের দীর্ঘদিনের ভোগান্তি ও সমস্যাগুলো এবার সরাসরি উপদেষ্টার সামনে তুলে ধরতে পারবেন।

শুকরিয়া আলহামদুলিল্লাহ।
24/08/2025

শুকরিয়া আলহামদুলিল্লাহ।

বাংলাদেশ প্রেস ক্লাবে উষ্ণ সংবর্ধনা পেলেন মোহাম্মদ অলিউল্লাহ খান

Brahmanbaria News24
বিশেষ প্রতিনিধি
২৪/০৮/২৫ ইং, রোজ: রবিবার

ফুলেল শুভেচ্ছায় বরণ, বিশেষ ধন্যবাদ প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খানকে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
বাংলাদেশ প্রেস ক্লাবের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার #সিনিয়র াপতি হিসেবে নির্বাচিত হয়েছেন #মোহাম্মদ_অলিউল্লাহ_খান। এ উপলক্ষে তাকে এক উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনার পাশাপাশি ফুলেল শুভেচ্ছা ও ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন জেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি এনামুল হক আরিফ, সহ সভাপতি সাংবাদিক সিরাজুল ইসলাম সিরাজ, সেক্রেটারি সাংবাদিক জানে আলম রনি, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নুজাবা খানসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

ধন্যবাদ বক্তব্যে মোহাম্মদ অলিউল্লাহ খান সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। তিনি বলেন,

> “এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানজনক, তেমনি এটি একটি বড় দায়িত্বও বটে। আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে প্রেস ক্লাবের কল্যাণে কাজ করার চেষ্টা করব।

তিনি বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান, জেলা সভাপতি এনামুল হক আরিফ, সেক্রেটারি জানে আলম রনি, সাংগঠনিক সম্পাদক নুজাবা খানসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশেষভাবে তিনি ধন্যবাদ জানান বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান সাহেবকে।

বক্তারা আশা প্রকাশ করেন, মোহাম্মদ অলিউল্লাহ খানের যোগদান ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল করবে।

বাংলাদেশ  প্রেস ক্লাবে উষ্ণ সংবর্ধনা পেলেন মোহাম্মদ অলিউল্লাহ খানBrahmanbaria News24 বিশেষ প্রতিনিধি ২৪/০৮/২৫ ইং, রোজ: র...
24/08/2025

বাংলাদেশ প্রেস ক্লাবে উষ্ণ সংবর্ধনা পেলেন মোহাম্মদ অলিউল্লাহ খান

Brahmanbaria News24
বিশেষ প্রতিনিধি
২৪/০৮/২৫ ইং, রোজ: রবিবার

ফুলেল শুভেচ্ছায় বরণ, বিশেষ ধন্যবাদ প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খানকে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
বাংলাদেশ প্রেস ক্লাবের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার #সিনিয়র াপতি হিসেবে নির্বাচিত হয়েছেন #মোহাম্মদ_অলিউল্লাহ_খান। এ উপলক্ষে তাকে এক উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনার পাশাপাশি ফুলেল শুভেচ্ছা ও ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন জেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি এনামুল হক আরিফ, সহ সভাপতি সাংবাদিক সিরাজুল ইসলাম সিরাজ, সেক্রেটারি সাংবাদিক জানে আলম রনি, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নুজাবা খানসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

ধন্যবাদ বক্তব্যে মোহাম্মদ অলিউল্লাহ খান সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। তিনি বলেন,

> “এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানজনক, তেমনি এটি একটি বড় দায়িত্বও বটে। আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে প্রেস ক্লাবের কল্যাণে কাজ করার চেষ্টা করব।

তিনি বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান, জেলা সভাপতি এনামুল হক আরিফ, সেক্রেটারি জানে আলম রনি, সাংগঠনিক সম্পাদক নুজাবা খানসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশেষভাবে তিনি ধন্যবাদ জানান বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান সাহেবকে।

বক্তারা আশা প্রকাশ করেন, মোহাম্মদ অলিউল্লাহ খানের যোগদান ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল করবে।

23/08/2025

ব্রাহ্মণবাড়িয়ায় রেল যোগাযোগ উন্নয়নের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া নিউজ২৪
রিপোর্টার: বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা | ২৩ আগস্ট ২০২৫, শনিবার

ব্রাহ্মণবাড়িয়ার রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নের দাবিতে শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধনে জেলার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আয়োজকরা জানান, রেলপথে দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার কারণে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। এসব সমস্যা নিরসন করে আধুনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা পাঁচ দফা দাবি তুলে ধরেন—
১. আন্তঃনগর ট্রেন নিশিতা এক্সপ্রেস, চট্টগ্রাম ও ঢাকা মেইল ট্রেনগুলো কক্সবাজার পর্যন্ত বর্ধিত করা।
২. পর্যটক এক্সপ্রেস ট্রেনের ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রাবিরতি (স্টপেজ) প্রদান।
৩. ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা পর্যন্ত একটি সেমি নন-স্টপ ট্রেন চালু করা।
৪. ব্রাহ্মণবাড়িয়ায় যেসব ট্রেনের স্টপেজ রয়েছে, সেগুলোর কমপক্ষে ২টি বগি স্থানীয় যাত্রীদের জন্য বরাদ্দ রাখা।
৫. ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আধুনিক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন।

উক্ত শান্তিপূর্ণ মানববন্ধনকে স্বাগত জানিয়েছে মানবাধিকার সংস্থা বাসক। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এসব যৌক্তিক দাবি বাস্তবায়িত হলে রেলযাত্রীদের দুর্ভোগ অনেকাংশে কমবে এবং যাত্রী সেবায় ইতিবাচক পরিবর্তন আসবে।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের মানুষও এ দাবিগুলোর প্রতি একাত্মতা প্রকাশ করে জানিয়েছেন, এগুলো বাস্তবায়িত হলে শুধু ব্রাহ্মণবাড়িয়ার নয়, আশেপাশের জেলার মানুষও উপকৃত হবেন।

তারেক রহমানের অর্থ-সম্পদ: একটি অনুসন্ধানী প্রতিবেদন।Brahmanbaria News24 রিপোর্টার :বিশেষ প্রতিনিধি ২২/০৮/২৫ ইং, রোজ: শুক...
22/08/2025

তারেক রহমানের অর্থ-সম্পদ: একটি অনুসন্ধানী প্রতিবেদন।

Brahmanbaria News24
রিপোর্টার :বিশেষ প্রতিনিধি
২২/০৮/২৫ ইং, রোজ: শুক্রবার

​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন। তার এই দীর্ঘকালীন প্রবাস জীবন এবং বিলাসবহুল জীবনযাত্রা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন, বিশেষ করে তার আয়ের উৎস নিয়ে। এই প্রতিবেদনটি তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং তাদের মেয়ে জাইমা রহমানের আয়ের সম্ভাব্য উৎসগুলো খতিয়ে দেখবে, এবং সেই সাথে লন্ডনের জীবনযাত্রার ব্যয় সম্পর্কে কিছু তথ্য তুলে ধরবে।
​তারেক রহমানের পরিবারের আয়ের উৎস:
​ডা. জোবাইদা রহমান: তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান একজন চিকিৎসক। লন্ডনে চিকিৎসকদের সম্মানজনক বেতন আছে। একজন সাধারণ চিকিৎসকের সমস্ত ইনকাম ট্যাক্স দেওয়ার পর বাৎসরিক ইনকাম £৩২,০০০ থেকে শুরু হতে পারে, আর একজন সিনিয়র বা বিশেষজ্ঞ চিকিৎসকের বাৎসরিক ইনকাম বেতন £১ লক্ষ বা তারও বেশি হতে পারে। এই বিপুল পরিমাণ আয় দিয়ে বিলাসবহুল জীবনযাপন করা এবং বাড়ি-গাড়ি কেনা খুবই সম্ভব।
​জাইমা রহমান: তারেক রহমানের মেয়ে জাইমা রহমান একজন ব্যারিস্টার। লন্ডনে ব্যারিস্টারদের আয়ও বেশ ভালো। একজন ব্যারিস্টারের বাৎসরিক ইনকাম আয় £৪২,০০০ বা তার বেশি হতে পারে। যারা অভিজ্ঞ ও সিনিয়র ব্যারিস্টার, তাদের বাৎসরিক ইনকাম আয় £১ লক্ষ ছাড়িয়ে যেতে পারে।
​এতে সহজেই বোঝা যায়, তারেক রহমানের পরিবারের আয়ের মূল উৎস হতে পারে ডা. জোবাইদা রহমান এবং জাইমা রহমানের পেশাগত আয়। এই আয় তাদের লন্ডনে বিলাসবহুল জীবনযাপন এবং সম্পদ অর্জনের জন্য যথেষ্ট।
​পাউন্ড থেকে বাংলাদেশী টাকায় রূপান্তর (আনুমানিক):
​£১ = ১৪৫ টাকা (আজকের বাজারদর অনুযায়ী, তবে এটি ওঠানামা করতে পারে)
​এবার চলুন, কিছু উদাহরণ পাউন্ড থেকে টাকায় রূপান্তর করে দেখি:
​একজন চিকিৎসকের বাৎসরিক ইনকাম: £৩২,০০০ * ১৪৫ টাকা = ৪৬,৪০,০০০ টাকা
​একজন ব্যারিস্টারের বাৎসরিক আয়: £৪২,০০০ * ১৪৫ টাকা = ৬১,০০,০০০ টাকা
​একজন সিনিয়র ব্যারিস্টার বা চিকিৎসকের বাৎসরিক ইনকাম বা আয়: £১,০০,০০০ * ১৪৫ টাকা = ১,৪৫,০০,০০০ টাকা
​এই হিসাব থেকে বোঝা যায়, তাদের আয়ের পরিমাণ বাংলাদেশের প্রেক্ষাপটে বিশাল।
​লন্ডনে জীবনযাত্রা এবং সম্পদ অর্জন:
​যুক্তরাজ্যে, বিশেষ করে লন্ডনের মতো শহরে বাড়ি-গাড়ি কেনা বা কিস্তিতে নেওয়া তুলনামূলকভাবে সহজ, যদি আপনার নিয়মিত এবং ভালো আয় থাকে। বাড়ির মাসিক কিস্তি সাধারণত মাসিক ভাড়ার চেয়ে কম হয়। তাই, যদি কারো মাসিক আয় $৫,০০০ (বা পাউন্ডে এর সমতুল্য) হয়, তবে তিনি সহজেই রাজকীয় জীবনযাপন করতে পারেন।
​উপসংহারে বলা যায়, তারেক রহমানের পরিবারের পেশাগত আয়ই তাদের লন্ডনে বিলাসবহুল জীবনযাপনের মূল ভিত্তি হতে পারে। অথচ তারা সেখানে সাধারণ জীবন যাপন করছেন বলে জানা যায়।

তাদের আয় এতটাই বেশি যে, বাড়ি-গাড়ি কেনা বা অন্য কোনো সম্পদ অর্জন করা তাদের জন্য খুব কঠিন কিছু নয়। এই তথ্যগুলো তাদের আয়ের উৎস নিয়ে তৈরি হওয়া নানা প্রশ্নের একটি উত্তর।

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে দুর্ধর্ষ ছিনতাইকারী আতঙ্কে যাত্রীদের ভোগান্তি।Brahmanbaria News24রিপোর্টার : বিশেষ ক্রাইম র...
16/08/2025

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে দুর্ধর্ষ ছিনতাইকারী আতঙ্কে যাত্রীদের ভোগান্তি।

Brahmanbaria News24
রিপোর্টার : বিশেষ ক্রাইম রিপোর্টার
১৬/০৮/২৫ ইং, রোজ: শনিবার

চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পালিয়ে যায়; বহুবার ধরা পড়লেও ফের সক্রিয়— জেলা প্রশাসন ও রেলওয়ে পুলিশের হস্তক্ষেপ দাবি।

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে প্রতিনিয়ত সক্রিয় এক দুর্ধর্ষ ছিনতাইকারী ও পকেটমারের কারণে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় যাত্রীরা জানান, ছবির মাধ্যমে সহজেই চেনা যায় এমন এই ব্যক্তি দীর্ঘদিন ধরে রেল স্টেশন ও চলন্ত ট্রেনে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, টাকা-পয়সা, মানিব্যাগ ও স্বর্ণালংকার হাতিয়ে নিচ্ছে।

বিশেষ করে ভোরবেলার ঢাকা গামী ট্রেনগুলোতেই তার সক্রিয়তা বেশি দেখা যায়। সাধারণ যাত্রীর মতো সুন্দর পোশাক-আশাকে মিশে যায় সে। কিন্তু সুযোগ পেলেই ছিনতাই করে নেয় এবং ট্রেন ব্রাহ্মণবাড়িয়া অতিক্রম করার সময় পুনিয়াউট রেল সংলগ্ন এলাকায় চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাকে একাধিকবার ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হলেও খুব বেশি দিন জেল খাটেনি। ফলে বারবার বেরিয়ে এসে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ছে। এ ছাড়াও ভোরে বিভিন্ন স্থান থেকে আগত যাত্রীদের ছুরি-ব্যানার দেখিয়ে আতঙ্কিত করে সর্বস্ব ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটায়।

সম্প্রতি গত সোমবার ভোরে ঢাকা গামী তিতাস এক্সপ্রেসে যাত্রা করা এক নারী যাত্রী তার ব্যাগ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা খোয়া যাওয়ার অভিযোগ করেছেন। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরই ওই ব্যক্তিকে ট্রেন থেকে লাফিয়ে পালাতে দেখেন তারা।

যাত্রীদের অভিযোগ, নিয়মিত এমন ঘটনার পরও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও রেলওয়ে পুলিশের প্রতি যাত্রীদের জোর দাবি, অতি দ্রুত এই দুর্ধর্ষ ছিনতাইকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

14/08/2025

ধানমন্ডি ৩২ উত্তাল — জুলাই বিপ্লব চুরি হয়ে গেছে: অভিযোগ আম জনতার কেন্দ্রীয় সভাপতি সাধনা মহালের

Brahmanbaria News24
বিশেষ প্রতিনিধি
১৪/০৮/২৫ ইং, রোজ: বৃহস্পতিবার
প্রতিবেদন:
ঢাকা, ১৪ আগস্ট — ধানমন্ডি ৩২ এখন উত্তাল স্লোগান ও প্রতিবাদে মুখর। বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে স্বৈরাচারবিরোধী স্লোগান দিচ্ছেন। পরিস্থিতি টানটান উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

আমজনতার দলের কেন্দ্রীয় সহ-সভাপতি সাধনা মহাল গভীর আক্ষেপ প্রকাশ করে বলেছেন, “জুলাই বিপ্লব চুরি হয়ে গেছে।” তিনি জানান, যে আন্দোলনের মাধ্যমে জনগণ নিজেদের অধিকার আদায়ের স্বপ্ন দেখেছিল, তা ষড়যন্ত্র ও বেঈমানির মাধ্যমে ছিনিয়ে নেওয়া হয়েছে।

এদিকে ধানমন্ডি ৩২-এ অবস্থানরত বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা একসাথে স্লোগান দিচ্ছেন — স্বৈরাচার পতন, গণতন্ত্র পুনরুদ্ধার, এবং জনগণের দাবি আদায়ের পক্ষে।
স্থানীয়রা জানিয়েছেন, সকাল থেকেই এলাকায় প্রতিবাদকারীদের ভিড় বাড়ছে, যা ধীরে ধীরে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল পরিমাণ পুলিশ মোতায়ন করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের সকল প্রধান গণমাধ্যমের রিপোর্টাররা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং সরাসরি সংবাদ সংগ্রহে ব্যস্ত রয়েছেন।

প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

সিলেটের কোম্পানীগঞ্জে সাদা পাথর লুট ও পাচার ঠেকাতে বড় অভিযানBrahmanbaria News24 সিলেট প্রতিনিধি ॥১৪/০৮/২৫ ইং, রোজ: রবিবা...
14/08/2025

সিলেটের কোম্পানীগঞ্জে সাদা পাথর লুট ও পাচার ঠেকাতে বড় অভিযান

Brahmanbaria News24
সিলেট প্রতিনিধি ॥
১৪/০৮/২৫ ইং, রোজ: রবিবার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিখ্যাত সাদা পাথর এলাকায় পাথর লুট ও পাচার রোধে বুধবার রাত থেকে শুরু হয়ে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর পর্যন্ত ব্যাপক অভিযান চালিয়েছে প্রশাসন।

অভিযানে এ পর্যন্ত প্রায় ১৩০টি গাড়ি তল্লাশি করা হয়। এর মধ্যে প্রায় ৭০টি ট্রাকে থাকা প্রায় ৩৫ হাজার ঘনফুট পাথর জব্দ করে পুনরায় নদীতে ফেলার প্রক্রিয়া চলছে।

বন ও পরিবেশ রক্ষার বিভিন্ন সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ সাদা পাথর অবৈধভাবে পাচার হয়ে গেলে পর্যটন শিল্প বড় ধরনের সংকটে পড়বে। এতে পর্যটকদের সংখ্যা কমে শূন্যের কোঠায় নেমে যেতে পারে, যা সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির কারণ হবে। একইসাথে বিদেশি পর্যটকের আগমনও মারাত্মকভাবে হ্রাস পাবে।

সংগঠনগুলো আরও সতর্ক করে জানায়, যদি এখনই কঠোর পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে এটি ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে। তাই তারা সরকারকে বিশেষ অনুরোধ জানিয়েছে যেকোনো মূল্যে সাদা পাথর এলাকা সংরক্ষিত ঘোষণা করে অবৈধ পাথর উত্তোলন ও পাচারের সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার জন্য।

13/08/2025

🌞 শুভ সকাল প্রিয় পাঠক, বন্ধু ও ফলোয়ারবৃন্দ

Brahmanbaria News24
📅 ১৩ আগস্ট ২০২৫ | বুধবার

Brahmanbaria News24 পরিবারের পক্ষ থেকে রইল হৃদয়ছোঁয়া শুভেচ্ছা।
নতুন দিনের আলো হোক ন্যায়, সাহসিকতা ও মানবতার বার্তা।

🗞️ আমরা আছি সত্য প্রকাশে অটল, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার —
আপনাদের পাশে থেকে প্রতিদিন বলছি জনগণের পক্ষে, অপরাধের বিরুদ্ধে।

📣
👉 আমাদের পেজটি লাইক করুন
👉 কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন
👉 আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানান
🔒 আমরা আপনার পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দিচ্ছি।

✍️
আমাদের স্লোগান:
📌 “জানতে চাই, জানাতে চাই — জনগণের পক্ষে সত্যের কথা বলাই আমাদের দায়িত্ব।”

💬 আপনার মতামত আমাদের শক্তি। মন্তব্য করুন, পাশে থাকুন।


#শুভ_সকাল
#সত্য_সাংবাদিকতা
#ঘটনা_জানান
#পরিচয়_গোপন_থাকবে
#জনগণের_পক্ষে
#১৩আগস্ট২০২৫
েয়ার

জুলাই বিপ্লবে গুলিবর্ষণকারী শ্রমিকলীগ সভাপতি  গোলাম নাসির ঢাকায় গ্রেফতারBrahmanbaria News24 ঢাকা প্রতিনিধি ॥০৯/০৮/২৫ ইং,...
10/08/2025

জুলাই বিপ্লবে গুলিবর্ষণকারী শ্রমিকলীগ সভাপতি গোলাম নাসির ঢাকায় গ্রেফতার

Brahmanbaria News24
ঢাকা প্রতিনিধি ॥
০৯/০৮/২৫ ইং, রোজ শনিবার

রাজধানীর ঢাকায় গ্রেফতার হয়েছেন ফরিদপুর জেলা শ্রমিকলীগের সভাপতি ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গোলাম নাসির। তিনি গত জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণসহ একাধিক সহিংস ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

সূত্র জানায়, শ্রমিকলীগের ক্যাডার হিসেবে পরিচিত গোলাম নাসির বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর পরিকল্পিতভাবে গুলিবর্ষণ করেন, যা ব্যাপক নিন্দা ও ক্ষোভের সৃষ্টি করে। ঘটনাটির পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশের দাবি, গোলাম নাসিরের বিরুদ্ধে একাধিক হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং রাজনৈতিক সহিংসতার মামলা রয়েছে। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে, রাজনৈতিক সহিংসতায় অভিযুক্ত একজন শীর্ষ নেতার গ্রেফতারকে সাধারণ মানুষ স্বস্তির বিষয় হিসেবে দেখছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছে।

সরাইলে মাদ্রাসার ছাত্র রামিম মিয়া নিখোঁজBrahmanbaria News24 ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল প্রতিনিধি।০৯/০৮/২৫ ইং, রোজ: শনিবার...
09/08/2025

সরাইলে মাদ্রাসার ছাত্র রামিম মিয়া নিখোঁজ

Brahmanbaria News24
ব্রাহ্মণবাড়িয়া জেলা
সরাইল প্রতিনিধি।
০৯/০৮/২৫ ইং, রোজ: শনিবার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার একটি হাফেজি মাদ্রাসার ছাত্র মো: রামিম মিয়া (পিতা: মো: শাহ-আলম) গত ৮ আগস্ট সন্ধ্যায় নিখোঁজ হয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সেদিন সন্ধ্যায় সরাইলের বাড়ি ওরা এলাকার মাদ্রাসা থেকে রামিম বের হওয়ার পর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

পরিবার ও স্থানীয়রা বহু খোঁজাখুঁজি করেও রামিমের সন্ধান মেলেনি। এ ঘটনায় তার পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছে।

যে কোনো সহৃদয়বান ব্যক্তি রামিমের সন্ধান পেলে দ্রুত তার কাকার সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ নম্বর: ০১৮৩১৩১২৬৭৪।

নিখোঁজের বিষয়ে ইতোমধ্যে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের ল্যাবে বিস্ফোরণ: ১০ শিক্ষার্থী আহত।Brahmanbaria News24 ০৬/ ০৮/২৫ ইং, রোজ ব...
06/08/2025

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের ল্যাবে বিস্ফোরণ: ১০ শিক্ষার্থী আহত।

Brahmanbaria News24
০৬/ ০৮/২৫ ইং, রোজ বুধবার

🟢 ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ল্যাবে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বিদ্যালয়ের গণিত শিক্ষক মো. কামাল উদ্দিন জানিয়েছেন, বিজ্ঞান মেলায় অংশগ্রহণের জন্য কয়েকজন শিক্ষার্থী ল্যাবে একটি প্রজেক্টের কাজ করছিল। এ সময় অসাবধানতাবশত একটি কেমিক্যাল বিক্রিয়ার ফলে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং ল্যাবজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীরা আতঙ্কে "আগুন! আগুন!" বলে চিৎকার করতে থাকে।

চিৎকার শুনে বিদ্যালয়ের অন্য শ্রেণির শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা হুড়োহুড়ি করে বেরিয়ে যাওয়ার সময় অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই শিক্ষার্থীদের অভিভাবকরা আতঙ্কিত হয়ে বিদ্যালয়ে ছুটে আসেন। মুহূর্তের মধ্যে বিদ্যালয় ও হাসপাতাল এলাকায় উৎসুক জনতার ভিড় জমে যায়।

এ বিষয়ে একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন,
> " কেমিক্যাল ল্যাব এক্সপার্ট এর যিনি প্রধান, তিনি তখন কোথায় ছিলেন? তিনি তো বলতে পারতেন—এই কেমিক্যাল ওখানে দাও, ওইটা এভাবে করো। অভিজ্ঞ কেমিক্যাল এক্সপার্টদের অভাবে আজকে আমাদের ছেলেমেয়েরা বিজ্ঞানমনস্ক হতে পারছে না। দক্ষ পেশাজীবীদের সময়মতো উপস্থিত না থাকার কারণে এমন ঘটনা ঘটছে।”

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিদ্যালয়ের অফিসিয়াল পেজ থেকে একটি বার্তা দিয়ে সবাইকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। বার্তায় বলা হয়,

> "ঘটনাস্থলে কোনো ধরনের আগুন লাগেনি। শুধুমাত্র কেমিক্যাল বিক্রিয়ার ফলে ধোঁয়া সৃষ্টি হয়েছে। সবাই নিরাপদে আছেন।"

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্তে একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হচ্ছে এবং পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

📌 উল্লেখ্য, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় জেলার অন্যতম পুরাতন ও সম্মানিত শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে থাকে।

Address

Green Road, Kalabagan
Dhaka
1205

Telephone

+8801760751787

Website

Alerts

Be the first to know and let us send you an email when Brahmanbaria News24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Brahmanbaria News24:

Share