
07/10/2025
জি টু জি অর্থাৎ দুই সরকারের মাঝে চুক্তির মাধ্যমেই হতে যাচ্ছে এই যুদ্ধবিমান ক্রয় | নির্বাচন তো সামনে | দেখা যাক এরপর কি হয় | আর বিমানবাহিনীকে মনে রাখতে হবে তাদের বহরের বিশাল একটা অংশ ২০৩০ এর আগে পিছে সার্ভিস আউট হয়ে যাবে | অর্থাৎ এই চুক্তির মাধ্যমে ভবিষ্যতের আরো প্লাটফর্ম কেনার সম্ভবনা তৈরী হবে | আর পাকিস্তান শুধু জে-১০সি দিয়েই বাজিমাত করে নাই | সেটাও সবার মাথায় রাখা উচিত |
সর্বোপরি ৮টা মিগ্-২৯ কেনার গল্পের মতো কোনো কিছু রিপিট না হওয়াই ভালো | আমাদের দেশের রাজনীতিবিদদের দয়ার উপর ঝুলে আছে বিমানবাহিনীর এই আধুনিকায়ন !!!! যা শুরু হতে যাচ্ছে তাই যেন শেষ না | যেতে হবে বহুদূর | কথা হবে সমানে সমানে | প্রয়োজনে আঙ্গুল বাঁকা করার ক্ষমতাও থাকা চাই যে !!!
--------------------------------------
সবাইকে "TAMAM বাহিনী" এর অফিসিয়াল গ্রুপ এ জয়েন করতে অনুরোধ করা হলো https://www.facebook.com/groups/1679545542221654
for copyright and business issues, please contact:
[email protected]