17/12/2025
কাশ্মীর সংকট: তৃতীয় পক্ষ যখন চীন! ১৯৫০-এর এক গোপন হাইওয়ে কীভাবে বদলে দিল দক্ষিণ এশিয়ার মানচিত্র? আকসাই চীনের অজানা অধ্যায়।
আমরা যখনই কাশ্মীর নিয়ে কথা বলি, চোখের সামনে ভাসে ভারত আর পাকিস্তানের দ্বন্দ। কিন্তু ম্যাপের দিকে ভালো করে তাকালে দেখবেন, কাশ্মীরের বিশাল একটা অংশ (প্রায় ২০% বা তার বেশি) কিন্তু চীনের দখলে! এই জায়গাটার নাম 'আকসাই চীন' (Aksai Chin)।
কিন্তু প্রশ্ন হলো, চীন ওখানে ঢুকলো কীভাবে? ইতিহাসটা সিনেমার প্লটের মতো।
১. সেই ব্রিটিশ আমলের কনফিউশন: ঝামেলাটা পেকেছিল ব্রিটিশ আমলেই। তখন কাশ্মীর বর্ডারের দুটো লাইন ছিল—'জনসন লাইন' আর 'ম্যাকডোনাল্ড লাইন'। ভারত মানত 'জনসন লাইন' (যেখানে আকসাই চীন ভারতের ভেতরে), আর চীন মানত 'ম্যাকডোনাল্ড লাইন' (যেখানে ওটা চীনের)। এলাকাটা ছিল জনমানবহীন, শুধুই পাথর আর মরুভূমি, তাই কেউ তখন ওটা নিয়ে খুব একটা মাথা ঘামায়নি।
২. ১৯৫০-এর দশকের সেই গোপন রাস্তা: ১৯৫০-এর দশকে চীন চুপিসারে একটা মাস্টারস্ট্রোক দেয়। তারা তিব্বত (Tibet) এবং শিনজিয়াং (Xinjiang) প্রদেশের মধ্যে সংযোগ স্থাপনের জন্য আকসাই চীনের বুক চিরে G219 নামের একটা হাইওয়ে বানিয়ে ফেলে। মজার (বা ভারতের জন্য দুঃখের) ব্যাপার হলো, ভারত জানতেই পারেনি যে তাদের দাবিকৃত ম্যাপের ওপর দিয়ে চীন রাস্তা বানিয়ে ফেলেছে!
৩. ১৯৫৭ সালের ধাক্কা ও ১৯৬২-এর যুদ্ধ: ১৯৫৭ সালে যখন ভারত ম্যাপে এই রাস্তার অস্তিত্ব আবিষ্কার করে, তখন উত্তেজনা শুরু হয়। নেহরু সরকার আপত্তি জানায়, কিন্তু চীন পিছু হটেনি। এরই জেরে শেষমেশ ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধ বাধে। যুদ্ধে ভারত শোচনীয়ভাবে হারে এবং চীন আকসাই চীন পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সেই থেকে 'Line of Actual Control' (LAC) বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা তৈরি হয়।
৪. পাকিস্তানের উপহার (Shaksgam Valley): শুধু যুদ্ধ করেই নয়, ডিপ্লোমেসি দিয়েও চীন কাশ্মীরের আরেকটা অংশ নিয়েছে। ১৯৬৩ সালে পাকিস্তান তাদের দখলে থাকা কাশ্মীরের কিছু অংশ (Shaksgam Valley) চীনকে উপহার হিসেবে দিয়ে দেয় বা বর্ডার সেটলমেন্ট করে। বিনিময়ে চীন পাকিস্তানকে রাজনৈতিক সাপোর্ট দেওয়ার আশ্বাস দেয়।
আজকে আমরা ম্যাপে কাশ্মীরের যে 'নেক' (Neck) বা মাথার ডানদিকের অংশটা দেখি, ওটা স্ট্র্যাটেজিকালি চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ওটাই তাদের দুই বিশাল প্রদেশকে যুক্ত করে রেখেছে। চাইলেও তারা ওটা ছাড়বে না।
আপনার কি মনে হয়? ভৌগোলিক অবস্থানের কারণে কাশ্মীর কি আজীবন পরাশক্তিদের দাবার গুটি হয়েই থাকবে, নাকি এর কোনো সমাধান আদৌ সম্ভব? কমেন্টে জানান!
------------------------------------
সবাইকে "TAMAM বাহিনী" এর অফিসিয়াল গ্রুপ এ জয়েন করতে অনুরোধ করা হলো https://www.facebook.com/groups/1679545542221654
for copyright and business issues, please contact:
[email protected]