Justpeoplesnewsbd.com

টানা ভারী বৃষ্টিপাতের কারণে ডুবেছে নগরীর নিম্মাঞ্চল: আরো ২/১ দিন বৃষ্টি থাকতে পারে....!-------------------_-------------...
30/07/2025

টানা ভারী বৃষ্টিপাতের কারণে ডুবেছে নগরীর নিম্মাঞ্চল: আরো ২/১ দিন বৃষ্টি থাকতে পারে....!
-------------------_------------------------
চট্টগ্রাম জেলা প্রতিনিধি: নগরীর বিভিন্ন জায়গায় বাসা-বাড়ি ও দোকানপাটে ঢুকেছে পানি, রাস্তাঘাটে দুর্ভোগে পড়তে হয় পথচারীদের, বৃষ্টি থামার ঘণ্টাখানেকের মধ্যে বেশিরভাগ এলাকায় পানি নেমে যায়, মতিঝর্ণায় দুটি ঘরের ছাদে ভেঙে পড়েছে গাছ, আজও কাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের অফিসার মাহামুদুল আলম।

ভারী বৃষ্টিতে গতকাল সোমবার নগরের বেশ কিছু নিচু অঞ্চলে জলাবদ্ধতা হয়েছে। কয়েক জায়গায় হাঁটু সমান পানি জমে যায়। কাতালগঞ্জে দেখা গেছে কোমরসমান পানি।
এছাড়া বিভিন্ন জায়গায় বাসা–বাড়ি ও দোকানপাটে পানি ঢুকে যায়। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগ হয় পথচারীদের। এইচএসসি পরীক্ষার্থীসহ শিক্ষাপ্রতিষ্ঠানমুখী ও কর্মস্থলে যাওয়া লোকজনের ভোগান্তি হয়েছে বেশি। অবশ্য বৃষ্টি বন্ধ হওয়ার আধ ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে বেশিরভাগ এলাকার পানি নেমে যায় বলে জানান স্থানীয়রা। তবে বৃষ্টির অজুহাতে সিএনজি ও রিকশাচালকরা মনগড়া ভাড়া আদায় করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃষ্টি ও প্রবল জোয়ারের পানিতে ইপিজেড, বন্দরটিলা, সিমেন্ট ক্রসিং নিচু এলাকা, নিউমুরিং ও বন্দরের সল্টগোলা রেলক্রসিং এলাকায়,৩৮ নং ওয়ার্ডস্থ নিচু এলাকায় জলোচ্ছ্বাস হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

জানা গেছে, গতকাল বিকেল ৩টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় নগরে ৫৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস।
এছাড়া গতকাল সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আমবাগান পর্যবেক্ষণ কেন্দ্র। এ কেন্দ্রে বেলা ১২টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় রেকর্ড হয়েছে ১০২ মিলিমিটার বৃষ্টিপাত।

এদিকে গতকাল সকালের নগরের বিভিন্ন এলাকা পরিদর্শনে দেখা গেছে, কাপাসগোলা, কাতালগঞ্জ, চকবাজার, পাঁচলাইশ, প্রবর্তক মোড়, জিইসি, মুরাদপুর, একে খান গেইট, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, তিন পোলের মাথা, রেয়াজুদ্দিন বাজার, পাঠানটুলী, আতুরার ডিপো, হালিশহর, হেমসেন লেন, জুবিলি রোডসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা হয়।
কাতালগঞ্জ আবাসিক এলাকায় নৌকা চলতে দেখা গেছে। রহিম নামে এক পথচারী জানান, অল্প বৃষ্টি হলেও কাতালগঞ্জে জলাবদ্ধতা হয়ে যায়। হিজরা খালের সংস্কার না করায় এ দুর্ভোগ হচ্ছে বলে জানান তিনি। এদিকে সকালে রেয়াজুদ্দিন বাজারের কাঁচাবাজার ও কাপড়ের গলিতে পানি জমে যায় বলে জানা গছে। গোলাম রসুল মার্কেটের নিচতলায়ও পানি ঢুকে যায় বলে জানান ব্যবসায়ীরা।

মুরাদপুরেও স্বল্প সময়ের জন্য জলজট হয়েছে। মনজু নামে এক পথচারী বলেন, পানি উঠলেও দ্রুত নেমে গেছে। অন্যান্য বছরের তুলনায় এবার জলাবদ্ধতা কম হয়েছে মুরাদপুরে। বৃষ্টি বন্ধ হওয়ার কিছুক্ষণের মধ্যেই পানি নেমে গেছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান বলেন, পাঠানটুলীতে বাসা–বাড়িতে পানি ঢুকে যাওয়ায় লোকজনের দুর্ভোগ হয়েছে। কাপাসগোলার বাসিন্দা শাহেদ বলেন, ভারি বৃষ্টি হলেই আমাদের এলাকা ডুবে যায়। ই পি জেড এলাকার একজন সচেতন নাগরীক মোঃ হোসাইন জানান আমাদের ই পি জেড এলাকার দুই ওয়াডে বা ৩৮ ও ৩৯ নং ওয়াডে সামান্য বৃষ্টিতে হাটু সমান
পানিতে চরম ভোগান্তির৷ মধ্যে চলাচল করতে হয়।

শাকিল নামে এক পথচারী জানান, বৃষ্টিতে ভিজে হাঁটুপানি মাড়িয়ে কর্মস্থলে গেছি। রাস্তায় যানবাহনও কম ছিল। রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা দুই চালকই বেশি ভাড়া দাবি করেছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. আবদুর রহমান প্রতিবেদক কে জানান, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকাসমূহের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের ও কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ভারী বর্ষণের কারণে চট্টগ্রামের পাহাড়ী এলাকার কোথাও কোথাও পাহাড় ধসের আশংকা রয়েছে। একইসাথে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

এদিকে লালখান বাজার ওয়ার্ডের মতিঝর্ণা ১৩ নম্বর গলিতে গতকাল পাহাড় ধস হয়েছে। এ সময় দুটি ঘরের ছাদে গাছ ভেঙে পড়েছে। তবে এর আগে ওই পরিবারগুলোর লোকজনকে অন্যত্র সরিয়ে নেয়ায় কেউ হতাহত হননি।

বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ইপসার কর্মকর্তা সানাজিদা আকতার জানান, সিটি কর্পোরেশন, ইপসা ভলেনিটয়ার ও স্থানীয় লোকজনের সহযোগিতায় ইভাকুয়েশন করার কারণে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

হাসপাতাল গেট এলাকার ফুটওভারব্রিজ এখন মরণফাঁদ....!বাবুল হোসেন বাবলা,চট্টগ্রাম:  নগরীর দক্ষিণ হালিশহর ৩৯ নং ওয়ার্ডস্থ নেভ...
30/07/2025

হাসপাতাল গেট এলাকার ফুটওভারব্রিজ এখন মরণফাঁদ....!

বাবুল হোসেন বাবলা,চট্টগ্রাম: নগরীর দক্ষিণ হালিশহর ৩৯ নং ওয়ার্ডস্থ নেভি হাসপাতাল গেট এলাকায় ফুট ওভারব্রিজ এখন চলাচলের অনুপযোগী...! সংযোগ পথটি বৃষ্টি ও উন্নয়ন কাজে নষ্ট হবার পর কেউ আর ফুটপাতের সাথে যুক্ত করেন নি।

ফলে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, পথচারী ও জনসাধারণ অনেক ক্ষেত্রে লাফিয়ে লাফিয়ে ফুট ওভারব্রিজ থেকে নামতে গিয়ে দূর্ঘটনার শিকার হচ্ছেন প্রতিনিয়তই।

অতি নিকটে একটি হাইস্কুল, হাসপাতাল, নাবিক কলোনি, একটি মাদ্রাসা ও মাতৃসদন ক্লিনিক, একটি সুবিশাল জামে মসজিদ, দুটি কবরস্থান সহ ছোট বড় অসংখ্য প্রতিষ্ঠানের লোকজন এই ফুটওভারব্রিজ দিয়ে নিত্য চলাচল/ রাস্তা পারাপার করে।

এছাড়াও অতি সম্প্রতি কর্ণফুলী নদীর জোয়ারের পানিতে হাসপাতাল গেট পূর্ব পাশ দিয়ে মাজার বাড়ি, বন্দরটিলা থেকে সিমেন্ট ক্রসিং মোড় পর্যন্ত হাঁটু পানিতে ডুবে গিয়ে চলাচলে বিঘ্ন সৃষ্টি হবার দৃশ্য দেখা যাচ্ছে।
অতিদ্রুত এই ফুটওভারব্রিজ টি সংস্কার এবং সংযোগ সড়ক পথ মেরামত করে জন-জীবনের গতিপথ সচল রাখতে যথাযথ কর্তৃপক্ষের আশু দৃষ্টি আকর্ষণ করছি।

ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বরঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠি...
29/07/2025

ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দীন।

ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র প্রথমবারের মতো হলের বাইরে স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।বিশ্ববিদ্যালয়ের ৬টি নিরপেক্ষ স্থানে ভোটকেন্দ্র স্থাপন করা হবে।

ভোটকেন্দ্রগুলো হলো- কার্জন হল কেন্দ্র (পরীক্ষার হল) : এখানে ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল এবং ফজলুল হক হলের শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন। শারীরিক শিক্ষা কেন্দ্র : জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এবং সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন।

ছাত্র-শিক্ষক কেন্দ্র : রোকেয়া হল, শামসুন নাহার হল এবং কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র : বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন।

সিনেট ভবন কেন্দ্র (এলামনাই ফ্লোর, সেমিনার কক্ষ, ডাইনিং রুম) : স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মহসীন হল এবং বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা ভোট দেবেন। উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র : সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল এবং কবি জসীমউদ্দীন হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন।

নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটিকে বিদায় করে দেয়া হবে ইনশাআল্লাহ: অতিরিক্ত এসপি শামীম ডেস্ক রিপোর্ট:  এবার  নরসিং...
29/07/2025

নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটিকে বিদায় করে দেয়া হবে ইনশাআল্লাহ: অতিরিক্ত এসপি শামীম

ডেস্ক রিপোর্ট: এবার নরসিংদী জেলার চাঁদাবাজদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ‘খোলা চিঠি’ পোস্ট করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শামীম আনোয়ার। পোস্টে ‘নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দ বিদায় করে দেয়ার কথা বলেছেন। সোমবার (২৮ জুলাই) দুপুরের দিকে নিজের ফেসবুক পেজে এ কথা বলেন তিনি।

শামীম আনোয়ার লেখেন, ‘প্রিয় চাঁন্দা-ভাইয়েরা, নরসিংদীতে আমরা আপনাদের দুই সহযোগী, প্রকাশ্য চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করায় জানি আপনাদের আঁতে ঘা লেগে গেছে। আমাকে থামাতে নানামুখী আয়োজনও চলছে আপনাদের। লোভ-লালসা থেকে হুমকি-ধামকি প্রদর্শন, বাদ যাচ্ছে না কোনোটাই। হয়তো ভাবছেন, পুলিশ অফিসারেরা অমন আওয়াজ টুকটাক দেয়ই। বান্ডিলের প্রত্যাশা জানান দেয়া আরকি! হয়তো মোটা কলেবরের ‘কিছু’ পকেটে পুরে দিলেই টুপ করে চুপ মেরে যাবে।’

চাঁদাবাজদের নিজের চাকরি জীবনের ইতিহাসে নজর বুলানোর কথা বলে এই পুলিশ কর্মকর্তা আরও লেখেন, যারা এ ধারণার বশবর্তী হয়ে পয়সার লোভ দেখিয়ে আমাকে থামাতে চান, তারা দয়া করে আমার চাকরি জীবনের ইতিহাসে একটু নজর বুলিয়ে নেবেন। নরসিংদীতেও আমার গত ৮/৯ মাসের কর্মকালে ওসি, এসআই থেকে শুরু করে ব্যবসায়ী, শিল্পপতিদের কাছে খোঁজ নিয়ে জানতে পারেন আজ পর্যন্ত কেউ আমাকে এক কাপ চা-ও খাওয়াতে পেরেছেন কিনা! আই লিটারেলি মিন- ‘এক কাপ চা’। প্রমাণ লাগবে না, কেউ মুখেমুখে হলেও বলুক! শুধু এটুকুই বলব- টাকা দিয়ে আমাকে কিনতে পারে, বাংলাদেশে কোনো মায়ের গর্ভে এমন সন্তানের জন্ম অদ্যাবধি হয়নি। প্লিজ কাম টু নো। পুরো চাকরি জীবনে একটি অবৈধ পয়সা গ্রহণ করেছি প্রমাণ দিতে পারলে স্বেচ্ছায় চাকরি ছেড়ে কামলা দিয়ে বাকি জীবন অতিবাহিত করব।

তিনি লেখেন, ‘আর যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাকে ভয় দেখানোর চেষ্টায় রত আছেন- ভবিষ্যতে আমাকে দেখে নেবেন ইত্যাদি ইত্যাদি, তাদেরকে বলব, আমাকে আপনারা চেনেননি। আমি চাকরির মায়া করে কাজ করি না ভাই। ভবিষ্যত তো দূরঅস্ত, এমনকি আগামীকালও যদি আমাকে পুলিশ থেকে চলে যেতে হয়, এ নিয়ে কখনো আমার সামান্যতম অনুশোচনাও থাকবে না। রিজিকের মালিক রাজ্জাক। আর জেনে নিন, জন্ম-মৃত্যু আল্লাহর হাতে- এ বিশ্বাস হৃদয়ের গভীরে প্রোথিত না থাকলে চুনোপুঁটিতুল্য নগন্য এক অফিসার হয়ে আপনাদের মতো মহাপরাক্রমশালীদের সাথে পাঙ্গা নিতে আসতে পারতাম না।’

তিনি সতর্ক করে বলেন, আরেকটা কথা, আমার নাম করে কেউ টাকা চাইলে বা আপনারা কাউকে টাকা দিলে নিশ্চিত থাকবেন সেই টাকা প্রতারকের পকেটে গেল। ভবিষ্যতে আবার বলবেন না যে, ‘আপনার জন্য না ওমুককে দিয়ে বান্ডিল পাঠালাম। আবার আমার লোককে ধরলেন যে! আবারও সতর্ক করছি, সংশোধন হয়ে যান। অন্যথায় আমি অতি নগন্য একজন অফিসার হয়ে আপনাদের মতো ক্ষমতাশালীদের প্রতিপক্ষ হতে বাধ্য হব। মনে রাখবেন, এবারেরটা ছিল শুধু প্রাথমিক বার্তা মাত্র। পরের ধাপ আরও কঠোর হবে। আশা করি, আপনারা সেই পরিস্থিতির মুখোমুখি হতে চাইবেন না। ইনশাআল্লাহ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটিকে বিদায় করে দেয়া হবে, হবে, হবে। অতীতে যা ছিল শুধু আপনার ভাবনায়, সেসবের বাস্তব রূপদান শুরু হবে প্রাণের নরসিংদী থেকেই।

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরবএবার ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজায় যুদ্ধ বন্ধ...
29/07/2025

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

এবার ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব। এমন কথাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। এখন পর্যন্ত এটি সৌদি আরবের সবচেয়ে স্পষ্ট অবস্থান, যেখানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের শর্ত হিসেবে দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের কথা বলা হলো। সোমবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, জাতিসংঘের নিউইয়র্ক সদরদপ্তরে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোরের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল। এর আগে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ আয়োজনে ফিলিস্তিন-ইসরায়েল সংকটে দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন নিয়ে উচ্চ পর্যায়ের এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে প্রিন্স ফয়সাল বলেন, “রাজতন্ত্রের (সৌদি আরবের) জন্য ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে গভীরভাবে যুক্ত।” আব্রাহাম চুক্তির আওতায় ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিনিময়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে সৌদি আরব কোনো উদ্যোগ নেবে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা আশা করি, আজকে যে পরিষ্কার ঐক্যমতের বার্তা দেওয়া হয়েছে, যা আগামীকালও থাকবে, সেই অবস্থান এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যে গতি তৈরি হয়েছে, সেটিই হয়তো সম্পর্ক স্বাভাবিককরণের আলোচনা শুরু করতে সহায়ক হবে।”

তিনি আরও বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ নিয়ে আলোচনার পরিবেশ তৈরি হতে পারে কেবল তখনই, যখন গাজায় চলমান সংঘাতের অবসান হবে এবং সেখানকার মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব হবে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “গাজায় মানুষ প্রতিনিয়ত মরছে, কষ্ট পাচ্ছে, ধ্বংস হচ্ছে সবকিছু— এমন পরিস্থিতিতে সম্পর্ক স্বাভাবিককরণ নিয়ে কথা বলার কোনও কারণ নেই, এর কোনো বিশ্বাসযোগ্যতাও নেই।” তিনি আরও বলেন, “এরপর আমাদের ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে কথা বলতে হবে। আর একবার সেটা অর্জিত হলে, তখন আমরা স্বাভাবিককরণের আলোচনা করতে পারব।”

29/07/2025

চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারকে সম্মাননা
--------------------------------------+++-----
নিজস্ব প্রতিবেদক (:২৮ জুলাই চট্টগ্রাম)

জুলাই ২০২৪ আন্দোলনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা দিয়েছে চট্টগ্রাম প্রেসক্লাব। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজন করেছে সপ্তাহব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার।

অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে তারুণ্যের ভূমিকা, বর্তমান প্রজন্মের ভাবনা, ফটো প্রদর্শনী, জুলাই যোদ্ধাদের সম্মাননা, অভিজ্ঞতা বিনিময়, সাংবাদিকদের ভূমিকা, আইনী বিশ্লেষণ প্রভৃতি। সমাপনী দিনে রয়েছে ‘জুলাই থেকে যাত্রা-সংগ্রামের একতা’ শীর্ষক উম্মুক্ত সমাবেশ।

আজ ‘জুলাই জাগরণ : সম্মিলিত দীপ্ত প্রতিরোধ’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভার মাধ্যমে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার বর্ণাঢ্য সূচনা হয়।

প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে আয়োজিত সপ্তাহব্যাপী এ অনুষ্ঠানমালা ভিডিও বার্তায় উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

উদ্বোধনী বার্তায় প্রেস সচিব বলেন, চট্টগ্রাম আন্দোলন সংগ্রামের সূতিকাগার। ব্রিটিশ বিরোধী আন্দোলন, আমাদের মহান স্বাধীনতা ঘোষণা থেকে বিগত বছর ফ্যাসিস্ট হাসিনা বিরোধী জুলাই আন্দোলন-সবক্ষেত্রে চট্টগ্রাম অগ্রণী ভূমিকা পালন করেছে।
জাতিকে নেতৃত্ব দিয়েছে, সঠিক পথ দেখিয়েছে। তিনি আশা প্রকাশ করেন বলেন, প্রেসক্লাব আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা দেশের সব গণমাধ্যমে প্রকাশ ও প্রচারিত হবে এবং দেশ ও বিদেশের মানুষ জুলাই আন্দোলন সম্পর্কে নতুন অনেক কিছু জানতে পারবে।

পরে তিনি অনুষ্ঠানমালার উদ্বোধন ঘোষণা করেন।
আজকের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও প্রেসক্লাবের অন্তবর্তী কমিটির আহ্বায়ক ফরিদা খানম। উদযাপন কমিটির সদস্য সচিব সাংবাদিক মিয়া মোহাম্মদ আরিফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর নসরুল কবীর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদুল আলম চৌধুরী রাসেল, মহানগর জামায়াতের সাবেক আমীর মো. শাহজাহান চৌধুরী, সাংবাদিক ওসমান গণি মনসুর, প্রেসক্লাব অন্তবর্তী কমিটির সদস্য সচিব সাংবাদিক জাহিদুল করিম কচি, ডা. খুরশিদ জামিল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, সাংবাদিক সালেহ নোমান, সমন্বয়ক রাসেল আহমদ, দিল আফরোজ, ওমর ফারুক সাগর, রেজোয়ান সিদ্দিকী, চট্টগ্রামের প্রথম শহিদ ওয়াসিম এর পিতা শফি আলম, শহিদ ওমর ফারুক এর স্ত্রী সিমা আকতার, শহিদ ফয়সাল আহমদ শান্ত এর মা কোহিনুর আক্তার প্রমূখ।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, জুলাই যোদ্ধারা আমাদের জন্য স্ফুলিঙ্গ। তারা সারা জীবন সম্মানিত হবেন, পরবর্তী প্রজন্ম দ্বারা চর্চিত হবেন। তিনি সমন্বয়কদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে দেশ পরিচালিত হবে, জুলাই ঘোষণা বাস্তবায়িত হবে এবং ফাসিস্টদের বিচার হবে। আমরা সকলের সহযোগিতায় সংকট কাটিয়ে উঠতে চাই।

অনুষ্ঠানে চট্টগ্রামের শহিদ পরিবার ও সমন্বয়কদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। জেলা প্রশাসক এসব ক্রেস্ট বিতরণ করেন।

28/07/2025

আল- হিকমাহ ফাউন্ডেশনের উদ্যোগে
সন্তান প্রতিপালনের পদ্ধতি ও সুন্দর পরিবার গঠনের জন্য যুগোপযুগী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত.....
---------------------------
ডেস্ক নিউজ:২৫ জুলাই (চট্টগ্রাম)
"Process of Parenting" এর উপর দিনব্যাপী ব্যতিক্রম আয়োজনে দক্ষিণ হালিশহরের আল-হিকমাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সাহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ও শিক্ষক মোঃ আলমগীরের সঞ্চালনায় উক্ত প্রশিক্ষনে
আলোচক অতিথি হিসেবে প্রশিক্ষণ ও পরামর্শ মূলক বক্তব্য রাখছেন বন্দর থানা সরকারি প্রাথমিক শিক্ষা সমন্বয়কারী আব্দুল হাকিম চৌধুরী,
প্রশিক্ষণে সমাপনী ও সারমর্ম জানিয়ে বক্তব্য রাখেন পতেঙ্গা ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ জাকারিয়া হোসাইন, শুরুতে ছাত্র শিক্ষকের উপর আলোচনা করেন দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনিরুল আনোয়ার, পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ইংলিশ শিক্ষক মোঃ ওমর ফারুক, তরুণ সাংস্কৃতিক সংগঠক ও মুসলিম এইডের কর্মকর্তা মোঃ ওসমান গনি।

সামাজিক নেতৃবৃন্দের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও আইনজীবী এডভোকেট মোঃ শাহেদ, শিক্ষা সংগঠক হাজী মোঃ আব্দুল জব্বার, শিক্ষা সংগঠক ডাঃ মোঃ কামাল উদ্দিন,অনুষ্ঠান উদ্যোক্তাদের মধ্যে পরিচালক মোঃ হারুন উর রশীদ, সমন্বয়কারী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবুল হাশেম আল- নোমান, আজহারুল ইসলাম ও মোঃ রেজাউল করিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবার ও‌ সমাজে সন্তান প্রতিপালনের পদ্ধতি ও সুন্দর পরিবার গঠনের জন্য যুগোপযুগী বাস্তব মুখি নৈতিক শিক্ষা ও মানসিক শক্তি এবং জীবন - মান উন্নয়নে আত্ম সামাজিক নিরাপত্তার উপর জোর।
এছাড়া পরিবারের ও সমাজে অনৈতিক , অকল্যাণ এবং প্রজন্ম নষ্ট হওয়া প্রকল্প সমূহ থেকে সবাইকে সর্তক থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মোঃ সাহিদুল ইসলাম তার সমাপনী বক্তব্যে বলেন, জাগ্রত বিবেক কে ভালো ও আলোকিত কাজে ব্যবহার করে পরিবার, সমাজ - দেশ গড়তে চাই।
আসুন আমরা সবাই একটি সুন্দরে খোঁজে আত্ম সামাজিক উন্নয়নে অংশীদার হয়।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়েছে।
এতে বন্দর ইপিজেড পতেঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ শতাধিকের উপরে অভিভাবক, শিক্ষক ও শিক্ষিকা মন্ডলী প্রশিক্ষণে অংশ গ্রহণ করে।

26/07/2025
*সিএমপি’র ডিবি (পশ্চিম) বিভাগের অভিযানে ০৩ টি চোরাই সিএনজি উদ্ধার ও চোর চক্রের ০২ (দুই) সদস্য গ্রেফতার*গত ২৩-৭-২০২৫ খ্রি...
24/07/2025

*সিএমপি’র ডিবি (পশ্চিম) বিভাগের অভিযানে ০৩ টি চোরাই সিএনজি উদ্ধার ও চোর চক্রের ০২ (দুই) সদস্য গ্রেফতার*

গত ২৩-৭-২০২৫ খ্রি. রাত্রি ২২.৩০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পশ্চিম বিভাগের একটি চৌকশ আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় কতিপয় ব্যক্তি চোরাই সিএনজি ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক টিম চান্দগাঁও থানাধীন খাজা রোডস্থ বাবর চৌধুরীর গ্যারেজের সামনে অভিযান পরিচালনা করে আসামী ০১। মোহাম্মদ আব্বাস (৩২), পিতা- মোঃ ইদ্রিস, সাং- তারাগঞ্জ, থানা-লালমোহন, জেলা- ভোলা ও ০২। মোঃ গিয়াস উদ্দিন (৩৫), পিতা- মৃত নুরুল হক, সাং-কোরালিয়া, থানা-তজুমদ্দিন, জেলা-ভোলা দ্বয়কে গ্রেফতার করে। তাদের হেফাজত হতে তিনটি চোরাইকৃত সিএনজি ও জালিয়াতির মাধ্যমে তৈরি করা সিএনজির বিভিন্ন ডকুমেন্ট উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দেশের বিভিন্ন স্থান হতে চোরাই সিএনজি সংগ্রহ করে জনৈক কবির মিস্ত্রি, পিতা-অজ্ঞাত, সাং-জঙ্গল সলিমপুর, থানা-সীতাকুন্ড, জেলা- চট্টগ্রাম এর সহায়তায় সিএনজি অটো রিক্সার নকল ডকুমেন্ট এবং নাম্বার প্লেট জালিয়াতি করে চোরাই সিএনজি ক্রয়-বিক্রয় করে থাকে। গ্রেফতারকৃত আসামীদ্বয় সহ তাদের অন্যান্য অজ্ঞাত সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

24/07/2025

যুবকরা পথ চিনে ফেলেছে অধিকার প্রতিষ্ঠায় ফের রাজপথে নেমে আসবে: সিলেটে ডাঃ শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা তাদের জীবন বিলিয়ে দিয়ে ফ্যাসিবাদের যাঁতাকল থেকে জাতিকে মুক্তি দিয়েছেন। তারা জাতির শ্রেষ্ঠ সম্পদ। গণঅভ্যুত্থানের পরপরই জামায়াত শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়িয়েছে। এখনো আছে এবং ভবিষ্যতে থাকবে। কিন্তু ছাত্র-জনতার রক্তের উপর দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার শহীদ ও আহতদের জন্য কার্যকর তেমন উদ্যোগ নেয়নি। যা দুঃখজনক। আল্লাহ যদি সুযোগ দেন- আমরা ক্ষমতায় গেলে সবার আগে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য কার্যকর উদ্যোগ নিবো।

তিনি বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, আমরা আশা করবো আগামী বছরের শুরুর দিকে দেশে একটা জাতীয় নির্বাচন হবে। তবে মৌলিক সংস্কার ও দৃশ্যমান দুয়েকটা বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সেটাও সম্ভব হবেনা। আমার আগের মতো যেনতেন কোন নির্বাচন চাইনা, হতেও দিবোনা। আমরা জানি এই সময়ে সব বিচার ও সংস্কার সম্ভব না। এজন্য পরবর্তী সরকারের উচিত বিচার ও সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেয়া। এ নিয়ে ধানাইপানাই করলে পরিণতি ভালো হবেনা। কারণ যুবকরা পথ চিনে ফেলেছে। তারা অধিকার প্রতিষ্ঠায় ফের রাজপথে নেমে আসবে। এই সরকার ছাত্র-জনতার সরকার। তাই সরকার ভুল করলে আমরা কথা বলবো। আমরা শহীদ ও আহতদের মূল্যায়ন, গণহত্যার বিচার ও মৌলিক সংস্কার চাই।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াত ঘোষিত টানা ৩৮দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানটি নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে সিলেটের শহীদ পরিবারের সদস্যগণ ও বিপুল সংখ্যক আহত জুলাই যোদ্ধা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ শফিকুর রহমান বলেন, যাদের জীবনবাজি ভুমিকায় আমরা ফ্যাসিস্ট মুক্ত দেশ পেয়েছি, তাদের প্রতি কৃতজ্ঞ। জুলাই আন্দোলনে আমরা কখনোই নিজেদের মাস্টারমাইন্ড দাবি করিনা। তবে আমাদের অবদান অন্যরা স্বীকার করছেন। আমরা শুধু বলি আমরা মজলুম ছিলাম, ফ্যাসিস্টদের পতনের দাবীতে ছাত্র-জনতার সাথে ছিলাম। ভবিষ্যতেও দেশ-জাতির যে কোন প্রয়োজনে আমরা পাশে থাকবো। আমরা মজলুম দল। তবে একা আমরা নই। দীর্ঘ ১৬টি বছর দেশের অনেক রাজনৈতিক দল, আলেম-উলামা ও সাংবাদিকসহ অনেকেই ফ্যাসিস্টের জুলুমের শিকার হয়েছিলেন। আমাদের উপর শুধু জুলুমই করা হয়নি, নিষিদ্ধও করা হয়েছিল। ছাত্ররা ডাক দিয়েছিল। সবাই ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছিলাম। বিজয় নিশ্চিত হয়েছে। আমরা সকল শহীদ ও আহতদের পাশে ছুটে গেছি। এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আমরা সকল শহীদ ও আহতদের পরিবারের কাছে চিরঋণী।

তিনি আরও বলেন, আমরা জুলুম-নিপীড়নের শিকার হয়েছি, দেশ ছাড়িনি। কোনদিন ছাড়বোনা। বিগত সময়ে জুলুমের মাত্রা দেখে কোন কোন ব্যক্তি ও দেশ হেকমতের অংশ হিসেবে আমাদেরকে আশ্রয়ের প্রস্তাব দিয়েছিল। আমরা বলেছিলাম নিরাপত্তা দেয়ার মালিক একমাত্র আল্লাহ। এই দেশটা আমাদের, যতদিন আল্লাহ হায়াত দেন এদেশেই ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের চেষ্টা করে যাবো। ২ হাজার ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদমুক্ত দেশ কী এখন নিরাপদ? এখন কি কোন-খারাবি হচ্ছেনা, অন্যায় অবিচার হচ্ছেনা। আমরা বলেছি জামায়াতের প্রতিটা নেতৃত্বের ব্যাপারে আমাদের কড়া নজরদারি রয়েছে। আমরা মানুষ, তাই ভুলের ঊর্ধ্বে নই। কিন্তু দুর্নীতি, চাঁদাবাজি, নারীদের ইজ্জত কেড়ে নেয়া আমাদের সংস্কৃতি নয়। যেসব দল নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারবেনা, তাদের কাছে জনগণ নিরাপদ নয়। তাই সবাইকে বিষয়টি উপলব্ধি করতে হবে। আমরা বার বার বলছি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি, এবার দুর্নীতি-লুটপাট ও চাঁদাবাজির বিরুদ্ধে সংগ্রামেও বিজয়ী হতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।

জামায়াত নেতা শাহজালাল শরীফের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারী ও জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা কাজী মখলিছুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা গাজী রহমতুল্লাহ, ৫ আগস্ট কোতোয়ালী থানায় নিহত পংকজ করের পিতা নিখিল চন্দ্র কর, শহীদ শাহজাহানের ভাই পারভেজ মিয়া, শহীদ রায়হান উদ্দিনের ভাই সিয়াম উদ্দিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার সমন্বয়ক আবু সাঈদ। ইসলামী সংগীত পরিবেশন করেন দিশারী শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের মাগফেরাত ও আহতদের সুস্থতা এবং মাইলস্টোন কলেজ ট্রাজেডিতে নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থতা এবং দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত বলেন, ৫ আগস্ট আমরা বলেছিলাম ব্যক্তিগত প্রতিশোধ না নেয়ার জন্য। বিভিন্ন দেশে বিপ্লবের পর অনেক অরাজকতা হয়। সেই তুলনায় আমাদের তেমন কিছুই হয়নি। এরপরও কতিপয় মিডিয়া ও একটি দেশ নানা অপপ্রচার চালিয়েছিল। আজ তারা মুখ থুবড়ে পড়ে আছে। তবে তাদের ষড়যন্ত্র বন্ধ হয়নি। তারা দেশকে ও তরুণ নেতৃত্বকে ধ্বংসের ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে ছাত্র-জনতাকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ৭০ ভাগ মানুষ ছিল দিন আনে দিন খায়, অর্থাৎ শ্রমজীবী মানুষ। তাদের দেওয়ার মতো তেমন কিছুই ছিলনা। তাই হয়তো আল্লাহর দেয়া জীবনটা জাতির জন্য বিলিয়ে দিয়েছে। আমরা সবাইকে বলেছি প্রয়োজন হলে আমাদের স্মরণ করবেন। শুনতে দেরি হবে কিন্তু আমাদের আসতে দেরি হবেনা। ইতিহাস অমলিন। মাঝে মাঝে ইতিহাসও মলিন হয়। তাই আমরা শহীদদের স্মরণীয় করতে ইতিহাস সৃষ্টি করেছি। অনেক যাচাই বাছাই করে প্রথম পর্যায়ে শহীদ পরিচিতি নিয়ে ১০টি খন্ড প্রকাশ করেছি। আরো ২টা খন্ড তৈরী হয়েছে। শুধু তাই নয়, আমরা আহতদের নিয়েও ২টি খন্ড করেছি। এটা কমপক্ষে ৫০ খন্ড হবে। আমরা ইতিহাস লিপিবদ্ধ করছি। অথচ এটা দলের কাজ ছিলনা। সরকারের কাজ ছিল। জাতির শ্রেষ্ট সন্তানদের ত্যাগকে সমুন্নত রাখতে আমরা এই উদ্যোগ নিয়েছি। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য আমরা জামায়াতের পক্ষ থেকে ৩টা দেশকে অনুরোধ করেছিলাম। ২টা দেশ প্রয়োজনীয় চিকিৎসা প্রযুক্তি ও সরঞ্জাম নিয়ে দেশে এসেছিলো। অথচ সরকার বললে ৫০টা দেশ আসতো।

ডাঃ শফিকুর রহমান বলেন, আমি চা বাগানের মানুষদের সাথে বসেছি। তারা কী মানুষ নয়? তাদের ন্যায্য দাবীগুলো মালিকদের উপর ছেড়ে দেয়া হয়। আর মালিকগণ তাদেরকে মানুষই মনে করেনা। দেশের সম্ভাবনাময় চা শিল্পকে ধ্বংস করে দেয়া হয়েছে। এ নিয়ে সঠিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ নেই। সব জায়গায় সিন্ডিকেট। যারা চাঁদাবাজি ও সিন্ডিকেট করে তারা ভিক্ষুকের চেয়েও খারাপ। আমি একথা কোন দলকে বলছিনা। কেউ যদি ঐ চরিত্রের হয়, আর বিষয়টি নিজের দিকে টেনে নেয়, সেখানে আমার কিছুই করার নেই।

তিনি বলেন, আমরা বিদেশে গেলে সবাই আমাদের পরামর্শ দেয়। আমাদের সম্ভাবনা আছে কেবল দুর্নীতি বন্ধ হলেই দেশ এগিয়ে যাবে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে কিছু পুস্তক, সার্টিফিকেট ও ডিগ্রি নির্ভর করা হয়েছে। নিজ দেশেই এর সঠিক মূল্যায়ন নাই, বহির্বিশ্বে তো মুল্য নেই। আমাদের প্রবাসীরা বিদেশে গিয়ে কঠোর পরিশ্রম করে কিন্তু কাক্সিক্ষত রুজি করতে পারছেনা। কিন্তু তাদেরকে প্রশিক্ষিত করে বিদেশে পাঠালে রুজিও বেশি হতো, সঠিক মুল্যায়ন হতো। আমরা তরুণ-তরুণীদের কারিগরি শিক্ষায় মানবসম্পদে পরিণত করতে চাই। বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে আমরা কারো খোদাত্ব, বড় ভাই সুলভ আচরণ মেনে নিবোনা। দেশ যত ছোটই হোক মর্যাদার ভিত্তিতে বৈদেশিক সম্পর্ক নিশ্চিত করা হবে।

প্রতিবেশীদের ক্ষেত্রে আমরা অগ্রাধিকার দিবো। তবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ মেনে নেয়া হবেনা। মানুষের মুক্তির জন্য আমরা লড়াই চালিয়ে যাবো। সততা, স্বচ্ছতা ও দেশপ্রেমের ভিত্তিতে আমাদের কর্মপন্থা অব্যাহত থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জুলাই আন্দোলন হঠাৎ করেই চলে আসেনি। এর আগে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকেই এর সূচনা হয়েছিল। ফ্যাসিস্ট সরকার সেখানেও নির্মম ভাবে হস্তক্ষেপ করেছিল। ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনেও সরকার নির্মমতা ও গণহত্যা চালায়। তখন গণহত্যার বিরুদ্ধে ছাত্রদের পাশাপাশি দেশপ্রেমিক জনতা রাস্তায় নেমে এসেছিল। ফলে ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত হয়।

তিনি আরও বলেন, সিলেট নগরীতে জুমআর নামাযের পরপরই পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক তুরাবকে হত্যা করা হয়। সারাদেশে ছাত্র-জনতার উপর নৃশংস গণহত্যা চালানো হয়েছে। জুলাই আন্দোলনের শহীদ-আহতরা জাতির সম্পদ। শুরু থেকেই জামায়াত শহীদের পরিবার ও আহতদের পাশে রয়েছে। আমরা সরকারকে বলেছি শহীদদের পরিবার থেকে কমপক্ষে একজনকে চাকুরী ও আহতদের সম্মানজনক একটি পেশায় পুনর্বাসন করা হোক। জুলাইয়ে আমরা প্রাথমিক বিজয় পেয়েছি। চূড়ান্ত বিজয় আসবে সকলে মিলে মানবিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে।

সভাপতির বক্তব্যে সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের পাশে আমরা ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। সিলেটের কেউ যদি সরকারের শহীদ ও আহতদের তালিকায় তালিকাভুক্ত না হয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রয়োজনীয় সহযোগিতা করবো।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Justpeoplesnewsbd.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Justpeoplesnewsbd.com:

Share