Shakil Ahamed

Shakil Ahamed Accounts Manager
IT Specialist
Planner I was born in Bangladesh, Barguna. Went to National University. My major is Management. why?

I am currently working as an Accounts Officer at Standard Engineers Ltd. which is one of my biggest achievements. . I feel my job is the world's best job. Because First of all, I love my Job! I get to deal with lots of challenges every day and I love challenges. It helps me to develop myself, I love learning new things and in this hotel job, every day is a new day I want to succeed every day. Thro

ughout my life, I have developed the art of being able to communicate with anyone at any given time. I have learned that effective communication is at the core of any successful leader and business

I have enjoyed many executive positions throughout my career in different positions with different companies. Throughout this journey, I am constantly learning and educating myself because I never settle, I stay calm when faced with adversity and I focus on making high-quality decisions.

একজন পিতা তার মেয়েকে আইফোন উপহার দিলো। দ্বিতীয় দিন পিতা কন্যাকে জিজ্ঞাসা করলো আইফোন পাওয়ার পর সর্বপ্রথম তুমি কি করেছো...
23/10/2025

একজন পিতা তার মেয়েকে আইফোন উপহার দিলো। দ্বিতীয় দিন পিতা কন্যাকে জিজ্ঞাসা করলো আইফোন পাওয়ার পর সর্বপ্রথম তুমি কি করেছো ??

মেয়ে : আমি স্ক্রীন গার্ড আর কভার অর্ডার দিয়েছি।

পিতা : এটা করার জন্য তোমাকে কি কেউ বাধ্য করেছে ?

মেয়ে : না কেউ করেনি।

পিতা : তোমার এমন লাগে না, যে তুমি আইফোন নির্মাতা কে অপমান করছো ?

মেয়ে : না.. আইফোন নির্মাতা থেকে স্বয়ং কভার ও স্ক্রীন গার্ড লাগানোর জন্য উপদেশ দিয়েছে।

পিতা : ও তাহলে আইফোন অনেক খারাপ দেখাবে তবুও তুমি ওর জন্য কভার কিনেছ ?

মেয়ে : না বরং খারাপ না হওয়ার জন্য কভার অর্ডার দিয়েছি।

পিতা : কভার লাগানোয় কি ওর সৌন্দর্য কমে যাবে না ?

মেয়ে : না.. কভার লাগানোর পর আরো সুন্দর দেখাবে ।

পিতা মেয়ের দিকে স্নেহের নজরে তাকিয়ে বলল, মা আইফোন এর থেকেও দামি তোমার শরীর। এই ঘরের আর আমাদের সম্মান তুমি, তোমার শরীরকে কাপড়ে কভার করলে তোমার সৌন্দর্য আরো বেড়ে যাবে।

মেয়ের কাছে এই প্রশ্নের কোন উত্তর ছিল না, শুধু চোখ থেকে নির্ঝরে অশ্রু বেরিয়ে যাওয়া ছাড়া।

নারীদের দেহ আড়াল করলে সৌন্দর্য কমে না, বরং প্রদর্শন করলে কমে।

14/10/2025

রাসূলুল্লাহ ﷺ বলেছেন: “দুনিয়ার জীবনে বান্দা যখন দু'আ করে, তখন আল্লাহ তাআলা তার দু'আকে তিনভাবে কবুল করেন—

‎🔹 হয়তো তিঁনি বান্দাকে যা চেয়েছে তাই দেন,
‎🔹 অথবা তার চাওয়া থেকে উত্তম কিছু দান করেন,
‎🔹 কিংবা তার থেকে কোনো অকল্যাণ (বিপদ) দূর করে দেন।” ‎
সাহাবারা জিজ্ঞেস করলেন: ‎“তাহলে আমরা বেশি বেশি দু'আ করবো না কেন?” ‎রাসূল ﷺ বললেন: ‎“আল্লাহ অধিক দাতা (অত্যন্ত উদার)।”

‎‎— মুসনাদ আহমদ – হাদীস নং 11133, সুনান আত-তিরমিযি – হাদীস নং 3381 সহীহুল জামে’ (আলবানী দ্বারা সহীহ ঘোষিত) – হাদীস নং 5637

30/09/2025

Celebrating my 14th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

22/09/2025

মহান আল্লাহ নম্র, তিনি নম্রতা পছন্দ করেন। তিনি নম্র স্বভাবের লোককে যা দান করেন, কঠিন স্বভাবের লোককে তা দান করেন না।

20/09/2025

কেউ আর্থিকভাবে সচ্ছল না হয়ে বিয়ে করবেন না।

আমাদের দেশের হুজুররা ওয়াজ করে বেকার হলেও বিয়ে করার জন্য, যেখানে কুরআনে মানা করছে। বয়ান দেন মুখ দিছেন যিনি, আহার দিবেন তিনি! এরা ভুলে যায় মুখ যিনি দিয়েছেন, মাথা আর চোখও উনি দিয়েছেন ব্যবহার করার জন্য।

কিছু মুরিদ আজাইরা তর্ক করবে, তাদের জন্য নিচের আয়াত -

আর যাদের বিবাহের সামর্থ্য নেই আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে অভাবমুক্ত না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে। - সুরা নুর ২৪:৩৩

16/09/2025
ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার..জাতীয় দলের ক্রিকেট প্লেয়ার স্পিন বোলার নাসুম আহমেদ..যার টি টুয়েন্টি ম্যাচ ফি ২ লাখ টাক...
06/09/2025

ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার..

জাতীয় দলের ক্রিকেট প্লেয়ার স্পিন বোলার নাসুম আহমেদ..যার টি টুয়েন্টি ম্যাচ ফি ২ লাখ টাকা..সেই ছেলে বউ নিয়ে আলাদা বাসায় থাকে..আর বাবা..

নাসুমের বাবা সিলেটের হাউজিং রোডের সিকিউরিটি গার্ডের চাকরি করে নিজের খরচ চালিয়ে জীবন চালিয়ে যাচ্ছেন তার বেতন ৮ হাজার টাকা..

নাসুমের বাবা নাসুমকে ক্রিকেটার বানানোর জন্য রিক্সা চালিয়ে..রংয়ের কাজসহ বিভিন্ন ক-স্টে-র কাজ করে তাকে প্লেয়ার হিসেবে গড়ে তুলেন এবং এলাকা বাসি জানায় বিয়ের পরপরই বাবার সাথে সম্পর্ক খা-রা-প হয়ে যায় নাসুমের এবং বাবার সাথে স-ম্প-র্ক নাই প্রায় ৪ বছর ধরে..

আমার ছেলের প্রতি আমার কোনো অ-ভি-যো-গ নাই..সে ভালো থাকুক এবং জীবনে আরোও অনেক বড় হউক..আমি সবসময়ই এটাই চাই..

নাসুমের বাবা 🙂

নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলার ঘটনার পিছনের ঘটনাটা অনেকের অজানা-রাজবাড়ীর গোয়ালন্দে চাঞ্চল্য...
06/09/2025

নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলার ঘটনার পিছনের ঘটনাটা অনেকের অজানা-

রাজবাড়ীর গোয়ালন্দে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে। স্থানীয় নুরুল হক ওরফে নুরাল পাগলা নিজেকে ঈসা (আ.) ও ইমাম মাহদী দাবি করতেন। তাঁর অনুসারীরা তাঁকে আল্লাহ পাক হিসেবে বিশ্বাস করত। মৃত্যুর পর তাঁকে ১২ ফুট উঁচু বেদির উপর দাফন করে কবরকে কাবা শরীফের আদলে সাজানো হয়। পাশাপাশি তাঁরা ১০ দিন নিরামিষ ভোজ পালন করে এবং প্রতিদিন তাঁর বাড়ির দিকে ফিরে নামাজ পড়তে থাকে।

এই কর্মকাণ্ডে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এক সপ্তাহের আল্টিমেটাম দিলেও তাঁর অনুসারীরা তা মানেনি। প্রশাসনও কার্যকর পদক্ষেপ নেয়নি। ফলে উত্তেজনা ক্রমে ভয়াবহ রূপ নেয়।

অবশেষে গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর বিক্ষুব্ধ জনতা তাঁর দরবার ও বাড়ি ভাঙচুর করে, কবর ভেঙে মরদেহ তুলে এনে সড়কের মোড়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় একজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে।

মন্তব্য, সব ঠিক ছিলো। তবে, লাশ পুড়িয়ে দেওয়া ব্যাপারটা অনুচিত যা সম্পুর্ন প্রশাসনের ব্যার্থতা।

পৃথিবীর সবচেয়ে বিষধর সাপের কামড়ে হাতি মারা যায়, কিন্তু একটা প্রাণী মরে না। 🍁প্রাণীটির নাম ঘোড়া। সাপের কামড়ে কোনদিন ...
01/09/2025

পৃথিবীর সবচেয়ে বিষধর সাপের কামড়ে হাতি মারা যায়, কিন্তু একটা প্রাণী মরে না। 🍁

প্রাণীটির নাম ঘোড়া। সাপের কামড়ে কোনদিন ঘোড়া মরে না। তিনদিন অসুস্থ থাকে। তারপর সুস্থ হয়ে যায়। আর এই ঘোড়া থেকে আসে দুনিয়ার সব সাপের বিষের প্রতিষেধক anti venom

কোনএকটি সাপ, ধরেন কিং কোবরা’র anti venom তৈরি করতে হলে যা করা লাগে তা হল, ওই সাপের বিষ ঘোড়ার শরীরে ঢুকিয়ে দিতে হয়। একগাঁদি পরিমাণ ঢুকালেও সমস্যা নেই। ঘোড়ার কিছু হবে না। কিছু হবে না বলতে, ঘোড়া মরবে না।

ঘোড়া তিনদিন অসুস্থ থাকবে। এরপর সুস্থ হয়ে যাবে। এই তিনদিনে ঘোড়ার রক্তে ওই সাপের বিষের anti venom তৈরি হয়ে গেছে।

এবার ঘোড়ার শরীর থেকে কিছু পরিমাণ রক্ত নিয়ে তার লাল অংশ আলাদা করা হয়। সাদা অংশ অর্থাৎ ম্যাট্রিক্স থেকে অ্যান্টি ভেনাম আলাদা করা হয়। এরপর তা প্রক্রিয়াজাত করে বাজারে পাঠানো হয়।

মানুষ’কে সাপে কামড়া’লে ডাইরেক্ট ইনজেকশন দিয়ে পুশ করা হয়।

খোদ ইন্ডিয়াতে গাদা গাদা অ্যান্টি ভেনাম প্রস্তুতকারক কোম্পানি আছে। পালের পর পাল ঘোড়া তাদের মূল সম্বল। ঘোড়া না থাকলে সাপের কামড় খেয়ে মানুষের আর বাঁচা লাগত না। এক ছোবলে ডাইরেক্ট উপরে।

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

"অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?" 💚

(সূরাহ আর-রহমান,আয়াত-১৩)

আলহামদুলিল্লাহ, কেমন আছেন সবাই?
01/08/2025

আলহামদুলিল্লাহ, কেমন আছেন সবাই?

Peoples are don't know how to pray 5 times in a day. but they want to get marriage to the 4 girls as a sunna. How funny ...
04/07/2025

Peoples are don't know how to pray 5 times in a day. but they want to get marriage to the 4 girls as a sunna. How funny gys🤣🥲

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Shakil Ahamed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shakil Ahamed:

Share