Kishor Tarokalok

Kishor Tarokalok The founder of the magazine is Arefin Badal. First color print media of Bangladesh. Welcome back after 9 year. We are back in this month..

The founder of the magazine is Arefin Badal (CEO Tarokalok).

06/08/2024

১টা ১০০০টাকা নোটের ডাইমেনশন
~162mmx70mmx0.25mm

১১লক্ষ কোটি টাকা ১০০০টাকা নোট দিয়ে একটার উপর একটা রাখলে হাইট হবে ২৭৫০.৫ কিমি.

বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার পাহাড় Saka Haphong এর উচ্চতা ১০৬৩মি

এক লেয়ারে সাজালে এই টাকা জায়গা নেয় ১২৪.৭৬ বর্গকিমি।

ঢাকার সাইজ হলো ৩০৬বর্গকিমি
চট্টগ্রাম ১৫৫বর্গকিমি
এই দুই বিভাগীয় শহর বাদে বাকি সব বিভাগীয় শহর এই টাকা দিয়ে ঢাকা যাবে।

পাশাপাশি বসালে লেংথ হয় ১৭৮২৩৪৯.৬ কিমি

পৃথিবীর পরিধি ৪০০০০কিমি। এই টাকা পাশাপাশি বসিয়ে পৃথিবীর পুরোটা ৪৪.৫ বার রাউন্ড দেয়া যাবে।

© Zakaria

05/08/2024

Loud & Clear

Members of the Interim Government:
Dr.Salehuddin Ahmed (Head of Govt.)
1. Dr. Salimullah Khan
2. Dr. Asif Nazrul
3. Justice (Rtd.) Md. Abdul Wahhab Miah
4. General (Rtd.) Iqbal Karim Bhuiyan
5. Maj. General (Rtd.) Syed Iftekhar Uddin
6. Dr. Debapriya Bhattacharya
7. Matiur Rahman Chowdhury
8. Brigadier general (Rtd.) M Sakhawat Hossain
9. Dr. Hossain Zillur Rahman
10. Justice (Rtd.) M A Matin

কোন হিন্ট দেয়া হবে না। দেখা যাক, এক চান্সে কে কে চিনে নিতে পারেন তাদের। আগষ্ট ১৯৯৩
01/04/2024

কোন হিন্ট দেয়া হবে না। দেখা যাক, এক চান্সে কে কে চিনে নিতে পারেন তাদের।

আগষ্ট ১৯৯৩

আমাদের ঐন্দ্রীলা ❣️❣️
29/03/2024

আমাদের ঐন্দ্রীলা ❣️❣️

কোন হিন্ট দেয়া হবে না। দেখা যাক, এক চান্সে কে কে চিনে নিতে পারেন তাকে! 😉

অনুমোদন ছিলনা, তাহলে এতোদিন চলতে দিছেন ক্যান আপনারা? ফাউল যতসব 😳😳
01/03/2024

অনুমোদন ছিলনা, তাহলে এতোদিন চলতে দিছেন ক্যান আপনারা? ফাউল যতসব 😳😳

09/12/2023

একজন ফুড ব্লগারের মাসিক ইনকাম ১০ লাখ টাকা! হিরো আলমের বাৎসরিক ইনকাম ২ কোটি টাকা! জীবনে স্কুলে না যাওয়া অপু ভাই নামের এক টিকটকারকে বাংলাদেশ থেকে দুবাই নিয়ে যায়, কোটি টাকার গাড়ি দিয়ে বিমানবন্দর থেকে রিসিভ করে শোরুম উদ্ভোদন করার জন্য!

একজন ডিসেন্ট গুগল, মাইক্রোসফটের ইঞ্জিনিয়ারও মাসে ১০ লাখ টাকা পায় না!

ঢাকা মেডিকেলে পড়া ডাক্তাররা মাসে ২৫ হাজার টাকা বেতনের দাবিতে রাস্তায় পুলিশের মাইর খায়! বুয়েট থেকে পাশ করা ছেলেটাও শুরুতে ৫০ হাজার টাকা বেতনের একটা জব পায় না!

বর্তমান সমাজ ও বিশ্ব-ব্যবস্থায় পড়ালেখা, জ্ঞান অর্জন খুব রিস্কি ইনভেস্টমেন্ট মনে হচ্ছে!

আমার বিশ্বাস আগামীর দিনগুলোতে আমাদের ছেলে মেয়েরা ডাক্তার-ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হওয়ার পরিবর্তে ফুড অ্যাপ্পি, Rafsan The Chotobhai, Hero Alom, Salman Muqtadir, Tawhid Afridi বা কাপল ব্লগার হওয়ার স্বপ্ন দেখবে!

04/12/2023

KISHOR TAROKALOK Quiz Contest-2007 কিশোর তারকালোক কুইজ প্রতিযোগিতা-২০০৭

Place: JATIYO JADUGHAR KOBI SUFIA KAMAL MILANAYTON, Dhaka-1000
09-January-2008 | WEDNESDAY 4:30 pm Producer: AREFIN BADAL TRUST
স্থান: জাতীয় যাদুঘর কবি সুফিয়া কামাল মিলনায়তন, ঢাকা-১০০০
০৯-জানুয়ারী-২০০৮ | বুধবার, বিকাল ৪.৩০।
প্রযোজনাঃ আরেফিন বাদল ট্রাস্ট।

একমাত্র শচীনই শচীনের সমান। কেন.?!প্রথমেই আপনার জানা উচিত সেই সময় আজকের মত ছিল না যখন পিচগুলি খেলোয়াড়দের পছন্দ অনুযায়ী ত...
19/11/2023

একমাত্র শচীনই শচীনের সমান। কেন.?!
প্রথমেই আপনার জানা উচিত সেই সময় আজকের মত ছিল না যখন পিচগুলি খেলোয়াড়দের পছন্দ অনুযায়ী তৈরি করা হতো...

একবার ৫০ রানে ভারত প্রায় পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল... সে সময় শচীন ব্যতিত এমন কেউ ছিল না যে সামান্য আশার আলো ভারত কে দেখাতে পারতো। তিনি এমন বোলারদের নিয়ে একটি ইনিংস গড়েছিলেন যারা নন-স্ট্রাইক এন্ডে পাঁচ রানও করতে পারত না।

আজ... ৮৫ মিটারের বেশির ভাগ Boundaries কমিয়ে ৭০ মিটারে এ আনা হয়েছে। Third man এর দূরত্ব এখন ৩০/৩৫ মিটার...! অতীতের ৩ রান আজকের ৪ রানের সমান, অতীতের ৪ হচ্ছে আজকের ৬ এবং অতীতের ৬ রান আজকের ৮।
এমন কি সে সময় No Ball-এ কোন Free Hit ছিল না...!

যদি সে সময়ে এমন সুযোগ-সুবিধা থাকতো তবে শচীন অন্তত আরও ৩০০০ রান করতে পারতেন... Power Play এর নিয়ম ব্যাটসম্যানের পক্ষে ছিল না...! আম্পায়ার আউট বললে রিভিউ নেওয়ার জন্য কোন DRS প্রযুক্তি ছিল না।

আম্পায়ারের ভুল সিদ্ধান্তে প্রায় ৮০ বার আউট হয়েছেন টেন্ডুলকার! ৯০-এর দশকে তিনি মোট ২৮ বার আউট হয়েছেন...! অনেক সময় বিপরীতে ব্যাট করার মত কেউ না থাকার কারণে নিজে নট আউট থেকে খেলা শেষ হয়ে গেছে…!এটা এমন একটা সময় যখন এশিয়ার দরিদ্র খেলোয়াড়রা বিদেশি খেলোয়াড়দের স্লেজিং কেলেঙ্কারিতে ধরা পড়তো এবং মানসিক শক্তির অভাবে বেরিয়ে যেতো।

আরও একটা বিষয় মনে করিয়ে দি, আজ বিশ্বকাপ খেলা বোলারদের মধ্যে এমন একজন বোলারও নেই যে ওয়ানডেতে ২৫০ উইকেট নিয়েছে।

মিচেল স্টার্ক -২৩০
সাউদি-২১৮
ট্রেন্ট বোল্ট -২০৭
অ্যাডাম সাম্পে- ১৬২
রাবাদা-১৫৫
এমনকি প্যাট কামিন্স, যাকে টাইগার বলা হয়, তারও আছে ১৩৬ উইকেট।
শাহীন আফ্রিদি -১০৪
লুঙ্গি এন্টিনি- ৮৫
হ্যারিস রউফ -৬৯
মোহাম্মদ ওয়াসিম-৩৪
বলতে গেলে এখনও সবাই বাচ্চা...👶

বোল্ট ও সাউদির দিন অনেক আগেই কেটে গেছে। এই বিশ্বকাপে এমন একজন বোলারও নাই যে ব্যাটসম্যানকে কাঁপিয়ে দিতে পারবে। হলেও সামান্য ব্যতিক্রম হতে পারেন শাহীন আফ্রিদি। শচীন, দ্রাবিড় এবং লক্ষ্মণ বাঘের শাবক নয়, আসল গর্জনকারী সিংহের মুখোমুখি হয়েছিল...নামে গগন ফাটা ব্যাপার!

ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস,গ্লেন ম্যাকগ্রা, চামিন্ডা ভাস, কোর্টনি ওয়ালশ, কাটলি অ্যামব্রোস, অ্যালান ডোনাল্ড, সন পোলক, ডেল স্টেইন, ব্রেটলি.. শোহাইব আখতার, সাকলাইন মুশতাক, মুথিয়া মুরালিধরন, শেন ওর্য়ান তাদের নাম শুনলে ব্যাটসম্যানদের হাঁটু ভেঙে যাবে। শীর্ষ তিন উইকেট শিকারী একাই ২০০০-এর বেশি উইকেট নিয়েছেন!!!

এত কথা লেখার কারণই হচ্ছে দয়া করে, আজকের SSC তে A+ পাওয়া বাচ্চাটার সাথে এমন লোকের তুলনা করবেন না যে মেট্রিককে Board Stand করেছিল। তাও আবার তখন, যে সময় বিদ্যুৎ ছিল না, ইন্টারনেট ছিল না, গুগল ছিল না...

যে যার মত সেরা কিন্তু তুলনা করলে শুধু শচীনই শচীনের সমান...❤️ Sachin Tendulkar Goat of Cricket 🏏

17/11/2023

Dujonay Bangali Chilam By Pratul Mukhopadhyay
One of the most historical song Bangla song 🎵

©Pratul Mukhopadhyay
One of the legend of Bangla Song

Pratul Mukhopadhyay

১.বিশ্ব র‍্যাংকিংয়ে ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়!২.আলু,ডিম ও পেঁয়াজের মূল্যবৃদ্ধি লাগা...
22/09/2023

১.বিশ্ব র‍্যাংকিংয়ে ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়!

২.আলু,ডিম ও পেঁয়াজের মূল্যবৃদ্ধি লাগামহীন!

এত গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা নিশ্চুপ কিন্তু একজন ক্ষুদে সেলেব্রিটি তার নিজস্ব ফেসবুক ওয়ালে কি পোস্ট করছে সেটা নিয়ে সমালোচনায় তোলপাড়!

Address

Tarokalok Complex
Dhaka
1205

Telephone

+8801713432269

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kishor Tarokalok posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kishor Tarokalok:

Share

Category